MD AKASH KHAN

MD AKASH KHAN আল্লাহ মাখলুকাত প্রতিটি মানুষই সুন্দর
কাউকে খারাপ চোখে দেখা যাবেনা
দেখলে পাপ ভালো থেকো ফলো দিয়ে রেখো এই অধমের পেজ টুকু ধন্যবাদ ❤️❤️❤️ Hi

Shout out to my newest followers! Excited to have you onboard! Kamrul Kamrul
18/11/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Kamrul Kamrul

18/11/2024

#বিশ্ব

18/11/2024
18/11/2024

#বিশ্ব #বাংলাদেশ

17/11/2024


বিভিন্ন গ্রুপে, টিভিতে ফ্রিল্যান্সিং কে এমন ভাবে প্রচার করা হয় যেন এটা করলেই টাকা পকেটে এসে পড়বে। জিনিসটা কি আসলেই এমন? ...
14/11/2024

বিভিন্ন গ্রুপে, টিভিতে ফ্রিল্যান্সিং কে এমন ভাবে প্রচার করা হয় যেন এটা করলেই টাকা পকেটে এসে পড়বে। জিনিসটা কি আসলেই এমন?

এই গ্রুপএ প্রতিদিন এমন পোস্ট দেখি যে:

১। আমার টাকার খুব প্রয়োজন, ফ্রিল্যান্সিং করতে চাই।
২। আমি চাকুরী পাচ্ছিনা ফ্রিল্যান্সিং করতে চাই।
৩। আমি কম্পিউটার চালাইতে পারিনা, কিন্তু ফ্রিল্যান্সিং করতে চাই।
৪। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাই।

এইসব প্রশ্ন করলেই দালাল এর এক দল এসে আপনাকে চিপায় নিয়ে ফ্রিল্যান্সিং শেখানোর আশা দেখায়ে টাকা আত্মসাৎ করার চেষ্টা করে।

তাই এই প্রত্যেক টা প্রশ্নের উত্তর দিতে চাই।

১। আমার টাকার খুব প্রয়োজন, ফ্রিল্যান্সিং করতে চাই।
উত্তরঃ দেখেল ফ্রিয়লান্সিং মানে Ad দেখে ইনকাম করা না, ফ্রিল্যান্সিং মানে জুয়া খেলা না। এখানে আপনি এসেই অনেক টাকা ইনকাম করে ফেলবেন এইটা ভাবলে আপনি ভীষণ বোকা। খুব দ্রুত ইনকাম করতে চাইলে ফ্রিল্যান্সিং থেকে ডুরে থাকাই ভালো। এই পথে আসতে হইলে মাসের পর মাস ইনকাম ছাড়া লেগে থাকতে হবে। Hard Skill এবং Soft skill সম্পর্কে অনেক ভালো ধারনা নিতে হবে। মার্কেটপ্লেসে এবং মার্কেটপ্লেসের বাইরে কিভাবে কাজ পাইতে হয় এইসব জানতে হবে । অনেক লম্বা প্রসেস । তাই দ্রুত ইনকাম করতে চাইলেঃ

- কোচিং এ ক্লাস নিন
- কোচিং এর খাতা কাটুন
- কোচিং এর প্রশ্ন করে দিন
Tuition করান
এই পদ্ধতি গুলা তুলনামূলক তাড়াতাড়ি টাকা ইনকাম করতে সাহায্য করবে।
২। আমি চাকুরী পাচ্ছিনা ফ্রিল্যান্সিং করতে চাই।
উত্তরঃ এখানেও উত্তর অনেক তা একই। চাকুরী এর বিকল্প ফ্রিল্যান্সিং হতে পারেনা। হতে পারে, তবে প্রথমেই না । ফ্রিল্যান্সিং করে ভালো ইনকাম করতে হইলে বেশ সময় দিতে হবে। হ্যাঁ, সময় দিলে এক সময় চাকুরী থেকে ৫-৬ গুন বেশি ইনকাম করতে পারবেন। তবে এখন আপনি চাকুরী বাদ দিয়ে ফ্রিল্যান্সিং করতে নামলে আম যাবে ছালাও যাবে। আমার মনে হয় আপনার যেটা করাউচিত সেটা হচ্ছে।

দিনে প্রতিদিন একটা স্কিলের পিছনে ১-২ ঘণ্টা সময় দেওয়া। তার সাথে চাকুরী খোজা। চাকুরী পাইলে চাকুরী করা সাথে ফ্রিল্যান্সিং শিখতে সময় দেওয়া ১-২ ঘণ্টা। কঠিন হবে, তবে কঠিন পরিশ্রম এর মূল্যও পাবেন ইনশা আল্লাহ

৩। আমি কম্পিউটার চালাইতে পারিনা, কিন্তু ফ্রিল্যান্সিং করতে চাই।
উত্তরঃ কম্পিউটার না চালাইতে পারলে অনেক বিপদ। ধরে নেন আপনি ABCD জানেন না কিন্তু আপনি IELTS এ ৯ পাইতে চান। এইটা কি সম্ভব ? সম্ভব না। আগে ABCD জানতে হবে। "করিম এর ভাই রহিম বলসে কিছু না জেনেই ইনকাম করা যায় “ এইসব থেকে বেরিয়ে আসুন।

৪। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাই।
উত্তর এইটা নিয়ে অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম। মোবাইল দিয়ে এখন সব করা যায়। তবে Professionally ফ্রিল্যান্সিং করা আর শখের বসে Reels বানানোর মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি সবি করতে পারবেন, কিন্তু খুব Amateur হবে। বুঝা যাবে এটা নতুন কেউ করসে যার কোন এক্সপেরিয়েন্স নেই। আর সব কিহু করতে পড়ায় ২০ গুন বেশি সময় লাগবে। আমার কথা হচ্ছে মানুষ পিসি দিয়ে স্কিল জেনেও বায়ার পাইতে যেখানে Struggle করে , সেখানে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে লাখ টাকা ইনকাম করবো এইটা আশা করা বোকামি। । আমি সব চেয়ে সহজ একটা কাজ করি । কনটেন্ট রাইটিং। আমিও এমন কি ভাবিনা যে মোবাইল দিয়ে লেখা লিখি করবো । আর আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং করেন তাহলে তো ব্যপারটা প্রায় ইম্পসিবল হয়ে যায়।


আশা করি এই পোস্ট কিছু প্রশ্নের উত্তর দিবে। কোন ভুল হলে মাফ করবেন।
আর প্রশ্ন থাকলে এখানে করতে পারেন। চেষ্টা করবো আমার জ্ঞান অনুযায়ী উত্তর দেবার।

বিয়ের উপযুক্ত মেয়েদের ফ্যামেলির উদ্দেশ্যে বলছি। আপনার মেয়েটাকে টাকা ওয়ালার সঙ্গে নয়, একজন মানুষের সঙ্গে বিয়ে দিন। ছেলে ক...
14/11/2024

বিয়ের উপযুক্ত মেয়েদের ফ্যামেলির উদ্দেশ্যে বলছি। আপনার মেয়েটাকে টাকা ওয়ালার সঙ্গে নয়, একজন মানুষের সঙ্গে বিয়ে দিন। ছেলে কি চাকরি করে, কত টাকা বেতন পায়। এটা দেখার আগে দেখুন , দ্বীনদারি আর চরিত্র।

মা বোনদেরকে বলছি, কখনো টাকা ওয়ালা সুন্দর স্মার্ট ছেলে দেখে বিয়ে করবেন না বিয়ে তাকে করুন। যার চেহারার থেকে মনটা সুন্দর। যদি আপনি একজন সুন্দর মনের মানুষকে বিয়ে করেন তাহলে আপনি সারাজীবন সুখে থাকতে পারবেন | না হলে আপনার জীবনটাই শেষ। আর আমি প্রতিটি বাবা মা কে বলবো, মেয়ে কে টাকা দেখে বিয়ে দিবেন না। গরিব হোক সমস্যা নেই মানুষ টা যেন ভালো হয় আর মেয়েদের ও উচিত টাকার উপর পাগল না হওয়া।
(কপি পোস্ট)

হিরো আলমের কথা বিছানায় মুতা🫣🫣😝😜
31/10/2024

হিরো আলমের কথা
বিছানায় মুতা🫣🫣😝😜

31/10/2024

অনেক দিন যাবৎ পেজে ভিডিও বা কোনো প্রকার পোস্ট করি না সময় পাচ্ছি না আবার নিয়মিত পোস্ট শুরু করবো ইনশাআল্লাহ❤️
সবার কাছে দোয়া চাই❤️

09/07/2024

জীবনে চলার পথে কিছু মানুষ আছে
যারা নিজের সার্থ্য ছাড়া আর কিছুই বোজেনা
সেই মানুষ গুলো কে? বা কারা কমেন্টে বলে জাবেন😜

25/05/2024

প্রেমিকের সঙ্গে কিশোরগঞ্জের ভৈরবে ঘুরতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব মেঘনা নদীর পাড়ের রেলওয়ে জোড়া সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

গ্রেপ্তাররা হলেন প্রেমিক নরসিংদীর রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের মনিন্দ্র দাসের ছেলে পলাশ দাস (১৮), একই এলাকার সেন্টু মিয়ার ছেলে রাব্বি (১৯), ভৈরব শহরের বাসস্ট্যান্ড এলাকার সুমন মিয়ার ছেলে নির্জন ওরফে আরিয়ান (১৭), শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার সুজন মিয়ার ছেলে সান (১৭), একই এলাকার আংগুর মিয়ার ছেলে আবদুল্লাহ (১৮), শহরের কমলপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে পাপন (১৮), শহরের চন্ডিবের এলাকার মিলন মিয়ার ছেলে হাসান (১৭) ও একই এলাকার আনাস মিয়ার ছেলে ফুয়াদ (১৯)।

এদের মধ্যে দুজন ওই তরুণীকে ধর্ষণ করেন। বাকি ছয়জন তাদের সহযোগিতা করেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রাতেই প্রেমিকার বাবা বাদী হয়ে ভৈরব থানায় মামলা করেন। শুক্রবার (২৪ মে) আসামিদের কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়। ডাক্তারি পরীক্ষার জন্য তরুণীকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে পলাশের পরিচয় হয় ফেসবুকে। পরে তাদের মধ্য প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। বৃহস্পতিবার তারা প্রথমে ভৈরবের মানিকদি এলাকার একটি সেতু সংলগ্ন রেস্তোরাঁয় আসেন। পরে বিকেলের দিকে ভৈরব মেঘনা নদীর পাড়ে ঘুরতে যান। সন্ধ্যা ঘনিয়ে এলে নদীর পাড়ের একটি জঙ্গলের ঝোপে পলাশ দাস ওই তরুণীকে ধর্ষণ করেন।

ঘটনাটি দেখে ফেলেন ওই এলাকায় অবস্থানরত কয়েকজন ছিনতাইকারী। তারা দুজনকে আটক করে দুটি মোবাইলসহ টাকা-পয়সা ছিনিয়ে নেন। পরে তাদের একজন তরুণীকে ধর্ষণ করেন। এসময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ এসে তরুণীসহ আটজনকে আটক করে থানায় নিয়ে যায়। রাতেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান বলেন, আসামিদের আদালতে চালান দেয়া হয়েছে। তরুণীর মেডিকেল রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হয়ছে

22/05/2024

👰🏻-সে'ক্স করার সময় মনে ছিলো তোমার পরিবার আমাকে মানবে না?

🫅🏻-জানিনা?

👰🏻-এখন তো জানবে না? পরকীয়া করার সময় তো কতোই না বাহানা দিছো?

🫅🏻-কি করছি আমি হ‍্যা ?। যে তুমি আমাকে
অপোমান করতেছো। ?

👰🏻-আমি কতো করে বললাম বিয়ের আগে এই সব
সে"ক্স করা ভালো না এই সব ছাড়াও ভালোবাসা হয়। কারন পরবর্তীতে পরিবার না মানলেই সমস্যা।
আর এখন সেটাই হলো।

🫅🏻-আচ্ছা আমি আসি।

👰🏻-আসি মানে। ?
আমাকে বিয়ে করো এখন তার পরে কি হবে
দেখা যাবে।

🫅🏻-না আমি পারবো না।
যেখানে আমার বাবা মায়ের অনুমতি নেই
সেখানে আমার বিয়ে করা সম্ভব না।

👰🏻-তবে আমার দেহটা নষ্ট করলে কেনো। ??
কি দোশ ছিলো আমার। ??
তোমাকে বিশ্বাস করে নিজের শরীর বিলিয়ে দেয়া। ?

( সবাই ভাবতেছেন কি হয়েছে তবে শুনুন "আজ থেকে ৩ বছর আগে একটা মেয়ে ও ছেলের রিলেশন শুরু হয়।
তো ভালোই যাচ্ছিলো সম্পর্কটি হঠাৎ ২ বছর হয়ে যাওয়ার পরে।
ছেলেটা মেয়েটাকে অফার দেয় শারীরিক
সম্পর্ক করার জন্যে।
প্রথমে মেয়েটা রাজি না হলে ও ছেলেটার অনুরোধে এক পর্যায় রাজি হয়।
এর পরে ছেলেটা প্রায় কিছু দিন পর পর মেয়েটার সাথে এমন করতো।
কিন্তু এখন যখনি মেয়েটা বিয়ের চাপ দিছে ঠিক তখনি ছেলেটা পরিবারের কাহিনী তুলে ধরছে?
গল্পে ফিরে যাই এখন )

ছেলে: সব কিছু ভূলে যাও।

মেয়ে: সম্ভব না? আমার তোমাকে চাই!

ছোলে: প্লিজ আমাকে মুক্তি দাও।
আমি তোমার সাথে থাকতে চাইনা।

মেয়ে: সত্যি আমাকে তোমার ভালো লাগে না। ?

ছেলে: না।

মেয়ে: ঠিক আছে যাও তোমাকে মুক্ত করে দিলাম।
আজকের পরে আমাকে কোথাও পাবেনা।

ছেলে: সত্যি সম্পর্কটি শেষ। ?

মেয়ে: হুম সত্যি।
তোমাকে আর কখনো ডিস্টাপ করবে না।
তোমার কাছে এসে ভালোবাসার কথা বলবেনা?

ছেলে: ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ?

-এর পরে দুজন দুজনের মতো বাসায় চলে আসে।
কিন্তু পরের দিন শুনা যায় মেয়েটা আর
এই পৃথিবীতে নেই।
গলায় উরনা প‍্যাচিয়ে আত্মহ"ত্যা করেছে?

'কিন্তু মেয়েটা মারা যাওয়ার আগে
একটি চিঠিতে লিখে যায়।
তুমি অন‍্য কাউকে নিয়ে শুখে থেকো।
আমি তোমাকে মৃত্যুর পরে ও ভালোবেসে যাবো
তোমার প্রিয়া💔

-প্রিয় বোন তোমাদের বলছি।
ভালোবাসা সুন্দর কিন্তু অতিরিক্ত সুন্দর
করতে যেওনা।
যদি সে তোমাকে সত্যিকারের ভালোবাসে
তাহলে কখনোই সে তোমার দেহ চাইবে না।
যদি মিথ্যা ভালোবাসে তাহলে দেহটাই চাইবে।

'কথা গুলা শুনতে খারাপ লাগলেও
এটাই সত্যি?

গল্পের শেষ লাইন

06/05/2024

আসসালামু আলাইকুম
আমি প্রতি নিয়মিত ভিডিও এডিট করে থাকি এবং পিকচার এডিটও করী, আমাকে সবাই সার্পট করবেন প্লিজ🙏🙏🙏

আসসালামু আলাইকুম আসা করি সকল বন্ধু বান্ধব সকলেই ভালো আছেনআমি ভালো নাই কারনআমি ছোট ইউজার আপনাদের মাঝে তেমন কন্টেন দিতে পা...
07/03/2024

আসসালামু আলাইকুম
আসা করি সকল বন্ধু বান্ধব সকলেই ভালো আছেন
আমি ভালো নাই কারন
আমি ছোট ইউজার আপনাদের মাঝে তেমন কন্টেন দিতে পারি না
তবে ইনশাআল্লাহ ঈদের পর থেকে রেগুলার ভিডিও দেয়া শুরু করবো
দোয়া চাচ্ছি সকলের






Address

Hatibandha

Alerts

Be the first to know and let us send you an email when MD AKASH KHAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD AKASH KHAN:

Videos

Share

Category

Nearby media companies