16/04/2024
সঠিক উত্তরটি হল 16ই এপ্রিল। প্রতি বছর 16ই এপ্রিল বিশ্ব কণ্ঠ দিবস পালিত হয়। দিবসটির লক্ষ্য হল সকল মানুষের দৈনন্দিন জীবনে কণ্ঠস্বরের বিশাল গুরুত্ব প্রদর্শন করা। 1999 সালে, ডাঃ নেডিও স্টেফেনের সভাপতিত্বে ব্রাজিলিয়ান সোসাইটি অফ ল্যারিঙ্গোলজি অ্যান্ড ভয়েস প্রথম 16ই এপ্রিল দিনটিকে ব্রাজিলিয়ান ভয়েস ডে হিসাবে উদযাপন করে।