SA.Sanju Akther

SA.Sanju Akther I am a Digital marketer I am a Digital marketor

➡️মনোযোগ দিয়ে পড়বেন হয়তো একটি ডিসিশন  আপনার জীবন বদলে দিতে পারে ✅🔴যে কোনো একটা অপশন পছন্দ করতে বলা হলে কোনটি বেছে নিব...
22/04/2024

➡️মনোযোগ দিয়ে পড়বেন হয়তো একটি ডিসিশন আপনার জীবন বদলে দিতে পারে ✅

🔴যে কোনো একটা অপশন পছন্দ করতে বলা হলে কোনটি বেছে নিবেন?

👉 ১৭ বছর পড়াশোনা করে ১৫ হাজার টাকার স্যালারি??

👉 ২ বছর স্কিল ডেভেলপমেন্ট করে মাসে ৫০ হাজার স্যালারি??

➡️সত্যি বলতে, বেশিরভাগ মানুষ স্মার্ট সাজতে গিয়ে দ্বিতীয় অপশন টাই নিবে। কিন্তু ২ বছর তো দূরে থাক, কয়েক মাস কাজ করে হাপিয়ে উঠবে।‍😥

🔶 ৬ মাসের মধ্যে ৭০% হাল ছেড়ে দিবে❗

🔶 ১ বছরের মধ্যে ৯০% হাল ছেড়ে দিবে❗

👉 সবাই আসলে বড়টাই চায় কিন্তু মানসিকতা ১৫ হাজার টাকা ইনকাম করার মতোই।💯

🔸 প্রেম, অলসতা, বন্ধুদের সাথে অযথা আড্ডা, অনলাইনে সময় অপচয় এগুলো ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর পথে বাঁধা হয়ে দাঁড়ায়।😓

👉নিজেকে নিয়ে একবার ভেবে দেখেন যে, আপনি কেন এখনোও প্রথম অপশন এর মতো মানসিকতা নিয়ে পড়ে আছেন 🤔❔

📒কোনো কিছু করতে গেলে ধৈর্য্য প্রয়োজন,সুন্দর মন মানসিকতা প্রয়োজন,পজিটিভ থাকা প্রয়োজন

🔰যারা যারা ফ্রিল্যান্সিং শিখতে চান ইনবক্স করুন✅



✓✓যদি নিজেকে তৈরি করতে হয় তবে এমন ভাবে তৈরি করুন … ""যে পাবে সে গর্ব করবে আর যে হারাবে সে আফসোস করবে"" আপনি ইচ্ছে হলেই গ...
21/03/2024

✓✓যদি নিজেকে তৈরি করতে হয় তবে এমন ভাবে তৈরি করুন … ""যে পাবে সে গর্ব করবে আর যে হারাবে সে আফসোস করবে""
আপনি ইচ্ছে হলেই গাছের সব পাতা সব ফুল ছিড়ে ফেলতে পারেন কিন্তু কখনো বসন্তের আগমন বন্ধ করতে পারবেন নাহ্। একেই বলে “Power of Nature” । আপনার ভিতরেও এমন কিছু অসীম শক্তির সম্ভাবনা আছে 💪যা আপনাকেই খুঁজে বের করতে হবে ,, যেন দুনিয়ার কোন মানুষ আপনার গন্তব্য পৌঁছানোর পথে বাধা দিতে না পারে✊ । আপনার সফলতা আসবেই ,,
✓✓সফলতা হচ্ছে নিজেকে এমন ভাবে তৈরি করা , এমন জায়গায় প্রতিষ্টিত করতে পারা যেন ,,, ""আপনার নামে প্রকাশ্যে বদনাম করা ব্যাক্তি কিংবা সমালোচনা করা লোকটি গোপনে ঠিকই তার সন্তানকে আপনার মতো করে গড়তে চাই ""একেই বলে সফলতা ।✊ সফলতা মানে নিজেকে এমন ভাবে তৈরি করা যেন কোথাও দাড়িয়ে নিজের পরিচয় নিজেকে দিতে না হয় ,,, মানুষ যে পরিচয় দেয়ার আগে আপনাকে যেনে যায় , That is called Success .😍😍
মনিষী বলেছেন ,,,

👉The biggest success of life is to show that you can never do what Man says👈
""জীবনের সবথেকে বড় সফলতা হচ্ছে সেইটাই করে দেখানো ,,যেটা মানুষ বলেছে আপনি কখনোই করতে পারবেন নাহ্ ""

💥ফ্রিলান্সিং করার সিদ্ধান্ত নেওয়ার সময় লোকে কত কিছুই তো বলবে, তুমি পারবে ফ্রিলান্সিং করতে? তোমাকে দিয়ে কিছুই হবে না। অমু...
20/03/2024

💥ফ্রিলান্সিং করার সিদ্ধান্ত নেওয়ার সময় লোকে কত কিছুই তো বলবে, তুমি পারবে ফ্রিলান্সিং করতে? তোমাকে দিয়ে কিছুই হবে না।

অমুকে দুই মাস করে ছেড়ে দিছে, সে পারছে না ,, আর তুমি তো কোন.... !!
Stop!!

মানুষের কথায় Demotivated হলে চলবে? ভেঙে পরলে চলবে? আশা ছেড়ে দিলে চলবে?
নিশ্চয় মোটেও না।।লাইফটা তোমার, ক্যারিয়ারটাও তোমার।
লাইফে ভালো কিছু করলে তুমিই করবে। মানুষ তো আর করবে না৷।মানুষ তোমাকে কীভাবে judge করলো, it Doesn't matter bro/sis 💓
হোচট খাওয়া মানেই কিন্তু হেরে যাওয়া না,, বরং হোচট খেয়ে উঠে দাড়ানোটাই সফলতা 💝💝
শেষ অবধি লেগে থাকো, সময়ের সঠিক ব্যবহার করো। ইন শা আল্লাহ সফলতা আসবে✌️✌️
In sha allah ❤️








💝💝

যুবক-যুবতীদের কেন 𝐅𝐑𝐄𝐄𝐋𝐀𝐍𝐂𝐈𝐍𝐆 শুরু করা উচিত?নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য আকাশচুম্বী হচ্ছে! কিন্তু বৃদ্ধ বাবার আয় ঠিক ...
19/03/2024

যুবক-যুবতীদের কেন 𝐅𝐑𝐄𝐄𝐋𝐀𝐍𝐂𝐈𝐍𝐆 শুরু করা উচিত?

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য আকাশচুম্বী হচ্ছে! কিন্তু বৃদ্ধ বাবার আয় ঠিক আগের মতই আছে! 😔

একবার চিন্তা করে দেখুন তো যে পড়াশোনা আপনি এখন করছেন তার ভবিষ্যৎ কি?

আসলেই কি আপনার ২২-২৪ বছরের পড়াশোনার ফলস্বরূপ একটা ভালো চাকরি আপনার জন্য অপেক্ষা করছে?

বর্তমানে দেশের অবস্থা খুব একটা ভালো নেই! যেখানে ভালো চাকরি পাওয়াটাও এখন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে।

🧡 ঠিক একই সময়ে ফ্রিল্যান্সিং সেক্টর তৈরি করেছে অপার সম্ভাবনা। নেই কোন বাধ্যবাধকতা ও পরাধীনতার মতো কর্পোরেট লাইফ।
রয়েছে নিজের ইচ্ছামতো আর্নিং করার সুযোগ।
তবে অবশ্যই দক্ষ হতে হবে।

💜 মুক্ত পেশা হিসেবে ফ্রিল্যান্সিং সেক্টর কে বেছে নিয়ে নিজের পরিবারকে স্বস্তি দিন।

বেকারত্বের মত অভিশাপ কে এবার মাটি চাপা দিয়ে ক্যারিয়ারের ভিত্তি প্রস্তরকে মজবুত করুন। ✊

আমিতো শুরু করছি আপনি কি করছেন....?

ফ্রিল্যান্সিংআসলেই কি ফ্রিল্যান্সিং এর জগত খারাপ?ইউটিউবে ভিডিও দেখে কী ফ্রিল্যান্সিং শেখা যায়?ফ্রিল্যান্সিং এর কাজ পাওয...
17/03/2024

ফ্রিল্যান্সিং
আসলেই কি ফ্রিল্যান্সিং এর জগত খারাপ?
ইউটিউবে ভিডিও দেখে কী ফ্রিল্যান্সিং শেখা যায়?
ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কী?

✅বর্তমান যুগে ফ্রিল্যান্সিং এর অনেক চাহিদা। ফ্রিল্যান্সিং কাজটা এত সহজ হয়ে গেছে যে সাধারণ মানুষ ইউটিউবে কিছু ভিডিও দেখে এবং ফেইসবুকে অ্যাড এর মাধ্যমে কাজ শিখতে পারতেছে।

✅পরে দেখা যায় যে তারা কোন কাজ পাইতেছে না। সাপোর্ট পাইতেছেনা, সার্ভিস পাইতেছে না। তারপর দোষ দেয় ফ্রিল্যান্সিং এর উপর, ফ্রিল্যান্সিং এর জগত টাই খারাপ, ফ্রিল্যান্সিং করা ভালো না, শুধু টাকা নষ্ট করলাম, ফ্রিল্যান্সিং করে কেউ কিছু করতে পারে না। আরো কত কিছু

✅ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো নিজের চেষ্টা, সঠিক সাপোর্ট, এবং গাইডলাইন।

✅নিজের চেষ্টা, সঠিক সাপোর্ট, এবং গাইডলাইন ছাড়া আপনি ফ্রিল্যান্সিং এ কিছুই করতে পারবে না।

✅একটা কথা মনে সব সময় রাখবেন, ইউটিউব দেখে যদি ফ্রিল্যান্সার হওয়া যেত, তাহলে কোটি কোটি টাকা খরচ করে বিশ্ববিদ্যালয়, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এগুলা নির্মাণ করত না।

✅মানুষ লাখ লাখ টাকা পড়াশোনার পিছনে খরচ করত না, মানুষ তাহলে YouTube এ ভিডিও দেখে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, BCS ক্যাডার ইত্যাদি হয়ে যেত।

✅যে দেশে এক গ্লাস পানি ফ্রিতে পাওয়া যায় না, ওই দেশের মানুষ ফ্রিতে ফ্রিল্যান্সার হওয়ার চিন্তা করে।

✅সঠিক সাপোর্ট এবং গাইডলাইন পেয়ে যদি ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, অন্যথায় ফ্রিল্যান্সিং এর উপর দোষ দিবেন না।

✅ইউটিউব মার্কেটিং কী?=> সাধারণত মার্কেটিং হলো কোনো পণ্যের প্রচারণা ইন্টারনেট তথা অনলাইনে যে মার্কেটিং করা হয় তা ডিজিটাল ...
30/12/2023

✅ইউটিউব মার্কেটিং কী?
=> সাধারণত মার্কেটিং হলো কোনো পণ্যের প্রচারণা ইন্টারনেট তথা অনলাইনে যে মার্কেটিং করা হয় তা ডিজিটাল মার্কেটিং নামে পরিচিত। আর ডিজিটাল মার্কেটিং এর অন্যতম শাখা হলো ইউটিউব মার্কেটিং।

=>অতএব এ কথা বলা যায় যে, ইউটিউব চ্যালেন এ ভিডিও আপলোড এর মাধ্যমে কোন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য অথবা সেবার প্রচারণা করার নামই হলো ইউটিউব মার্কেটিং।

=> এটি দুই ধরনের হতে পারে। নিজে পণ্য বা সেবা সম্পর্কে ভিডিও তৈরি করে আপলোট করে প্রচার করা অথবা অন্য কারো দ্বারা টাকার বিনিময়ে চাহিদা মাফিক প্রচারণা করানো। সরাসরি ইউটিউব এ টাকা প্রদানের মাধ্যমে ইউটিউব মার্কেটিং করা হয়।

🔹ধানের চারা রোপণ করার 4/5  মাস পর তার ফলন পাওয়া যায়। কিন্তু তা এক বারের জন্যই পাবেন।🔹কলা গাছ এর চারা রোপণ করার 7/8 মাস প...
23/12/2023

🔹ধানের চারা রোপণ করার 4/5 মাস পর তার ফলন পাওয়া যায়। কিন্তু তা এক বারের জন্যই পাবেন।
🔹কলা গাছ এর চারা রোপণ করার 7/8 মাস পর ফলন দেয়।
কলা গাছের ক্ষেত্রে আবার ভিন্ন, একবার কেটে ফেললে পরবর্তীতে আরেকটা জন্ম নেয় (পুল)তাতে এ ৩/৪ বার ফল পাওয়া যায়।
🔹নারিকেল গাছের চারা রোপণ করার পর 7/10 বছর এর মধ্যে ফল দেয়,
কিন্তু তা লম্বা সময় ধরে ফল দেয়

❇️মূল কথা হলো ❇
আপনি যদি কোন বিষয়ের ফলাফল খুব তাড়াতাড়ি চান, ভোগ করবেন সীমিত সময়ের জন্য, আর আপনি যদি কোন কিছুর ফলাফল ভালো চান, তার পিছনে সময় ব্যয় করেন তার রেজাল্ট অনেকদিন ধরে আপনি পাবেন। এই রেজাল্ট আপনার আশা অনুপাত হবে এবং ফলপ্রসূ হবে।
🔸যেমন কর্ম তেমন ফল🔸

#স্কিল_ডেভেলপমেন্ট

20/12/2023
👉আসুন জেনে নেই একজন ফ্রিল্যান্সার  আর আপনার মাঝে পার্থক্য ঃ১.আপনার কাছে একটি স্মার্ট ডিভাইস আছে তেমনি,ফ্রিল্যান্সার এর ক...
20/12/2023

👉আসুন জেনে নেই একজন ফ্রিল্যান্সার আর আপনার মাঝে পার্থক্য ঃ
১.আপনার কাছে একটি স্মার্ট ডিভাইস আছে তেমনি,ফ্রিল্যান্সার এর কাছেও আছে।
২.আপনি অনলাইনে সময় দেন একজন ফ্রিল্যান্সার ও সময় দেয়।
৩.আপনি অনলাইনে টাকা খরচ করেন তা ফ্রিল্যান্সার ও করে।
৪.আপনি এমবি ব্যবহার করেন তা একজন ফ্রিল্যান্সার ও করে।
৫.আপনি বলেন আমি ফেইসবুক ব্যবহার করি তেমনি এটা একজন ফ্রিল্যান্সার ও করে।

তাহলে পার্থক্য কোথায়...?👈👈
পার্থক্য হলো শুধু দক্ষতায়।আপনি যদি বলেন আমি অনলাইন ব্যবহার করি।তাহলে আমার প্রশ্ন আপনি কত টাকা দিনে,সপ্তাহে, মাসে আয় করেন.?জবাব যদি না হয় তাহলে, আমি বলবো অনলাইন আপনি ব্যবহার করছেন না বরং অনলাইন আপনাকে ব্যবহার করছে..!
তাই আর দেরি না করে নিজেকে দক্ষ করার পরামর্শ রইলো প্রিয়।।

আশা করি কন্টেন্ট টি আপনাদের কিছুটা উপকারে আসবে।দোয়া কামনায়।

❤️ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো ❤️

সফলতাকে না আটকানো যায়, না বেঁধে রাখা যায়। যে লেগে থাকবে সে জিতে যাবে, যে ছেড়ে দিবে সে হেরে যাবে এটাই চিরাচরিত নিয়ম। আজ য...
18/12/2023

সফলতাকে না আটকানো যায়, না বেঁধে রাখা যায়। যে লেগে থাকবে সে জিতে যাবে, যে ছেড়ে দিবে সে হেরে যাবে এটাই চিরাচরিত নিয়ম। আজ যে কাজ আপনি ধৈর্য ধরে করে যাচ্ছেন, কাল সে কাজই আপনাকে নিয়ম মেনে লাইফের সকল চাহিদা পূরণ করে দিয়ে যাবে। আজকের কাজের উপরই আপনার কালকের ভবিষ্যৎ নির্ভর করে।

সবর/ধৈর্য/স্থৈর্য মানুষকে বড় করে তুলে,আর বড় ক্ষতি থেকে রক্ষা করে।

আল্লাহ সবাই কে ধৈর্য/ স্থৈর্য ধারণের ক্ষমতা বৃদ্ধি করুন,আর রাগ নামক অহংকার থেকে বিরত রাখুন।

সর্বশেষ কথাই আছে....>

♦সফল হলে তুমি পুরোটাই ইতিহাস!আর ব্যর্থ হলে তোমার বলাটাও উপহাস।

একবার কোনভাবে একটি ঈগলের ডিম এল বন মুরগির বাসায় । ডিমটি ফুটে বাচ্চাও হলো । কিন্তু সেই বাচ্চা ঈগলের আকার পেলেও সে বন মুরগ...
17/12/2023

একবার কোনভাবে একটি ঈগলের ডিম এল বন মুরগির বাসায় । ডিমটি ফুটে বাচ্চাও হলো । কিন্তু সেই বাচ্চা ঈগলের আকার পেলেও সে বন মুরগির বাচ্চাদের সঙ্গে বড় হতে লাগলো। বন মোরগদের মতো মাটি থেকে এক দু হাতের বেশি উড়তে শেখে নি, আবর্জনার মাঝেই খাবার খোঁজে। একদিন এক ঈগল কে উড়তে দেখে সেই ঈগলছানাটিরও ইচ্ছে হলো উড়বে। কিন্ত তার বন মোরগ সঙ্গীরা সবাই বলতে লাগলো, তুমি পারবে না এত উঁচুতে উড়তে, দেখতে ওদের মতো হলেও তুমি যে আসলে বন মোরগ । এইভাবে ঈগলছানাটি বনমরোগের জীবন অতিবাহিত করে জীবন সাঙ্গ করলো। সে কোনোদিন জানলোই না তার ক্ষমতা , দেখলেই না আকাশের উঁচুকে।

অনেক মানুষের জীবনের সঙ্গে মিলে যায় গল্পটি। পারিপার্শ্বিক মানুষের ভিড়ে , নেগেটিভ মানসিকতার মানুষের ভিড়ে থেকে অনেক ক্ষমতাশালি মানুষও অনেক সময় ও নিজের ক্ষমতার কথা জানতেই পারে না । তাই স্বপ্ন দেখতে ভয় পেয়ে সারাজীবন এক বন মোরগের জীবনই যাপন করে চলে । তাই ঈগলের মতো উঁচুতে উঠতে হলে , হীনমনের মানুষের থেকে দূরে সরে থাকতে হবে , স্বপ্ন দেখতে হবে আর আপন বিশ্বাসে ভর করে এগিয়ে যেতে হবে। কেননা , আমরাই আমাদের জীবনের লেখক। আমাদের ভেতরেও আছে সেই সম্ভবনা। শুধু ওড়ার চেষ্টা করা বাকি।

শিক্ষা ঃ আপনার কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে যারা আপনাকে সবসময় ছোট করে রাখতে চায় । আপনি যদি চান নিজে স্বাধীন পেশায় যুক্ত হবেন নিজে কিছু করবেন তখন অন্যরা আপনাকে বলবে তোমার দ্বারা এসব সম্ভব না তুমি পারবে না। তখনই আপনি আপনার শক্তির কথা ভুলে যান ওদের কথা মেনে নিয়েই বন মোরগের মতো জীবন যাপন করেন।

Canva disign
03/12/2023

Canva disign

Address

Hathazari

Website

Alerts

Be the first to know and let us send you an email when SA.Sanju Akther posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SA.Sanju Akther:

Videos

Share



You may also like