J.TV.News-BD

J.TV.News-BD আমোদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবা?

17/09/2023
নিমিষেই শেষ বঙ্গবাজার..... 🥲🥲🥲🥲
04/04/2023

নিমিষেই শেষ বঙ্গবাজার..... 🥲🥲🥲🥲

প্রায় শত কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে বেশ কিছু দিন ধরে। আগামী জুন মাসে এই স্টেডিয়ামে বিশ...
23/01/2023

প্রায় শত কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে বেশ কিছু দিন ধরে। আগামী জুন মাসে এই স্টেডিয়ামে বিশ্বজয়ী আর্জেন্টিনাকে খেলাতে চায় বাফুফে।

ডিজিটাল উদ্ভাবনী মেলা 2022 ফরিদগঞ্জ, চাঁদপুর
09/11/2022

ডিজিটাল উদ্ভাবনী মেলা 2022 ফরিদগঞ্জ, চাঁদপুর

হাজীগঞ্জে একদিনের বৃষ্টিতে ডুবে গেছে রাস্তা।
02/10/2022

হাজীগঞ্জে একদিনের বৃষ্টিতে ডুবে গেছে রাস্তা।

৯০% মুসলিমের দেশ!!!!!!!!জাতি তোর বচন ধর্ম বাদ দিয়ে কর্ম ধর্ম ধর।
26/09/2022

৯০% মুসলিমের দেশ!!!!!!!!জাতি তোর বচন ধর্ম বাদ দিয়ে কর্ম ধর্ম ধর।

উপজেলার আনাচেঁ কানাচেঁ দূর দূরান্তে ড্রেজারের খবর পাওয়া যায়৷ ছুটে বেড়াই আমরা, রাত্রিদিন। সরু রাস্তা, কাদামাটির পথ, তার প...
18/09/2022

উপজেলার আনাচেঁ কানাচেঁ দূর দূরান্তে ড্রেজারের খবর পাওয়া যায়৷ ছুটে বেড়াই আমরা, রাত্রিদিন। সরু রাস্তা, কাদামাটির পথ, তার পর নৌকায় পাড়ি দিয়ে ঘাটে মাঠে, খালে বিলে ড্রেজার খুঁজে বেড়ানোর প্রাণান্তকর সংগ্রাম। ততক্ষণে কাউকে আর খুঁজে পাওয়া যায় না৷ আশেপাশের মানুষজনও নানাবিধ শংকায় তথ্য দিতে চায় না৷ এইভাবেই চলছে ভরদুপুরে, রোদে, সন্ধ্যার আঁধারে; অবিরাম ক্লান্তিহীন..

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক আজ ১ নং রাজারগাঁও ইউনিয়ন ও ১২ নং দ্বাদশগ্রাম ইউনিয়নে ৩ টি ভিন্ন ভিন্ন জায়গায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় কাউকে ঘটনাস্থলে পাওয়া না গেলেও ড্রেজার, পাইপসহ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়..

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী চলে আসছে চাঁদপুর হাজীগঞ্জে ❣️❣️💓🌹💓🌹❣️
16/09/2022

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী চলে আসছে চাঁদপুর হাজীগঞ্জে
❣️❣️💓🌹💓🌹❣️

হাটিলা গ্রামের শুভ ফেসবুক পোস্টে দেওয়া কথাটায় সঠিক করলো  শুভ💔🤬সে একটা বার তার মা-বাবা কথা চিন্তা করলো না।💔😭হাবিবা এখন সু...
14/09/2022

হাটিলা গ্রামের শুভ
ফেসবুক পোস্টে দেওয়া কথাটায় সঠিক করলো শুভ💔🤬
সে একটা বার তার মা-বাবা কথা চিন্তা করলো না।💔😭
হাবিবা এখন সুখেই আছে ; ভালো নেই শুভের পরিবার🤬
কি করা দরকার এখন 🤔

প্লিজ কমেন্টে জানান🤔

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে দেখা মিললো নিষিদ্ধ ঘোষিত পলিথিনের স্তুপ। দোকান তো নয়, গোডাউনরূপী মজুদকেন্দ্র... হাজীগ...
14/09/2022

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে দেখা মিললো নিষিদ্ধ ঘোষিত পলিথিনের স্তুপ। দোকান তো নয়, গোডাউনরূপী মজুদকেন্দ্র...

হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের আজকের অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ২টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা ও আনুমানিক প্রায় ২৫০০ কেজি পলিথিন জব্দ করা হয়..

সুমন দেবনাথ...  দীর্ঘদিন সৌদিতে নির্মান শ্রমিকের কাজ করেছেন৷ কথা প্রসঙে জানালেন সে তীব্র গরমের প্রবাসজীবনের কথা। দেশে ফি...
08/09/2022

সুমন দেবনাথ...

দীর্ঘদিন সৌদিতে নির্মান শ্রমিকের কাজ করেছেন৷ কথা প্রসঙে জানালেন সে তীব্র গরমের প্রবাসজীবনের কথা। দেশে ফিরে নানা দিক ভেবে শেষমেষ কৃষিকাজে হাত দিয়েছেন..

উপজেলা কৃষি অফিসের সহায়তায় ইতিমধ্যেই নিয়েছেন ভিন্নধর্মী উদ্যোগ। হবিগঞ্জ থেকে ৫০০ চারা এনে শুরু করেছিলেন গ্রীস্মকালীন টমেটোর চাষ। শীতকালে যেই টমেটোর দাম ১৫/২০ টাকা, এখন তা দাম পাচ্ছেন ১০০/১২০ টাকা। স্বপ্ন দেখছেন সামনের বছর আরো বড় আকারের করার..

ক্ষেতের সেই টমেটো নিয়েই শখ করে আজ হাজির হয়েছিলেন ইউএনও এর সাথে করতে। উনার মুখের বিস্তৃত হাসিই বলে দেয় পরিশ্রমের প্রাপ্তির আনন্দ কতটুকু, তৃপ্তিবোধটুকু কতটাই না মনের গভীরে..

29/08/2022

ছোট আহমদ এর লাস উদ্ধার

শিশুটির নাম আহমদ (৩)। তার সৎ মা কোহিনুর তাকে হত্যা করে ঘরের ভিতরে মাটিচাপা দিয়ে রেখেছে। ঘটনাটি ঘটেছে রামগঞ্জে। শিশুটির ...
29/08/2022

শিশুটির নাম আহমদ (৩)। তার সৎ মা কোহিনুর তাকে হত্যা করে ঘরের ভিতরে মাটিচাপা দিয়ে রেখেছে। ঘটনাটি ঘটেছে রামগঞ্জে। শিশুটির বাড়ি হাজীগঞ্জের জিয়ানগর গ্রামে। তার বাবার নাম শাহ মিরন।

18/08/2022

যতদিন চুপচাপ সহ্য করে যাবেন। ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না, পেরে ফেটে পড়বেন। রাগে, সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ। আর, আপনাকে নাম দিয়ে দিবে। (ভালো মানুষ ভাবতাম)

কলেজ শিক্ষিকাকে বিয়ে করে আলোচনায় কলেজ ছাত্রফেসবুকে প্রেম থেকে কলেজছাত্রকে বিয়ে করেছেন এক কলেজ শিক্ষিকা। এ ঘটনায় চলছে তোল...
31/07/2022

কলেজ শিক্ষিকাকে বিয়ে করে আলোচনায় কলেজ ছাত্র

ফেসবুকে প্রেম থেকে কলেজছাত্রকে বিয়ে করেছেন এক কলেজ শিক্ষিকা। এ ঘটনায় চলছে তোলপাড়। সামাজিক যোগা-যোগ মাধ্যমে কেউ দিচ্ছে সাধুবাদ আবার কেউ বলছে অঘটনা।

ঘটনা নাটোরের গুরুদাসপুর উপজেলার। ওই কলেজ শিক্ষিকার নাম খাইরুন নাহার (৪০) ও তার স্বামীর নাম মামুন (২২)। ৬ মাস প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।

জানা গেছে, গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহার। প্রথমে বিয়ে হয়েছিল রাজশাহীর বাঘায়। সেখানে তার এক সন্তানও রয়েছে। তবে পারিবারিক কলহে সে সংসার বেশি দিন টিকেনি। তারপর কেটে যায় অনেক দিন। এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ২২ বছরের যুবক মামুনের সঙ্গে। মামুনের বাড়ি একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামে। তিনি নাটোর এন এস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

ফেসবুক ম্যাসেঞ্জারে ২০২১ সালের ২৪ জুন তাদের প্রথম পরিচয়। তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তারপর ২০২১ সালের ১২ ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবন্ধ হন। সপ্তাহ খানেক আগে তাদের বিয়ের বিষয়টি ছড়িয়ে পড়ে।

খাইরুন নাহার বলেন, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আত্মহত্যা করারও সিদ্ধান্ত নেই। সে সময় ফেসবুকে পরিচয় হয় মামুনের সঙ্গে। মামুন আমার খারাপ সময় পাশে থেকে উৎসাহ দিয়েছে এবং নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে। পরে দুজন বিয়ের সিদ্ধান্ত নিই। বিয়ের পর মামুনের পরিবার মেনে নিলেও আমার পরিবার মেনে নেয়নি।

মামুন বলেন, মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে না। কে কি বলল সেগুলো মাথায় না নিয়ে নিজেদের মতো সংসার গুছিয়ে নিয়ে জীবন শুরু করেছি। সকলের কাছে দোয়া চাই।

লাইব্রেরির প্রতি আমার আজন্ম দুর্বলতা৷ মফস্বলে আমাদের পাড়া থেকে ২০ মিনিটের হাটা দূরত্বে একটা লাইব্রেরি ছিল। বইয়ের পাতায় ড...
31/07/2022

লাইব্রেরির প্রতি আমার আজন্ম দুর্বলতা৷ মফস্বলে আমাদের পাড়া থেকে ২০ মিনিটের হাটা দূরত্বে একটা লাইব্রেরি ছিল। বইয়ের পাতায় ডুবে থাকতে থাকতে সেই বিকেলগুলোয় একটাই আফসোস ছিল আমার ' ইস, মাগরিবের আযানটা যে কেন এত তাড়াতাড়ি দেয়!!

সেইসব জন্মান্তরের টান হটাৎ হটাৎ উঁকি দেয় অজান্তেই। ৫ নং সদর ইউনিয়নের মাতৈন গ্রামে মরহুম শামসুল হক স্মৃতি পাঠাগারের প্রোগ্রামে গিয়ে ঠিক তেমনটিই টের পেলাম৷ উপজেলায় একদম গ্রাম পর্যায়ে এত চমৎকার পাঠাগার থাকতে পারে আমার ভাবনায় ছিল না..

ভেতরে সারিসারি বই। বাইরে বাগান, খোলা প্রাঙ্গণে বই পড়ার চমৎকার আয়োজন। বালক বালিকাদের যেন হাতছানি দিয়ে ডাকছে..

'এইখানে এই তরুর তলে
তোমার আমার কৌতুহলে,
যে ক’টি দিন কাটিয়ে যাবো প্রিয়ে-'

স্ত্রীর স্বীকৃতির দাবীতে স্বামীর বাড়ীতে শিক্ষার্থীর অনশননিজস্ব প্রতিনিধি:স্ত্রীর স্বীকৃতির দাবীতে স্বামীর বাড়ীতে অনশন কর...
23/07/2022

স্ত্রীর স্বীকৃতির দাবীতে স্বামীর বাড়ীতে শিক্ষার্থীর অনশন
নিজস্ব প্রতিনিধি:

স্ত্রীর স্বীকৃতির দাবীতে স্বামীর বাড়ীতে অনশন করছে এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের কাশেমপুর গ্রামের তাহের মাস্টারের বাড়ীতে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু জানান, দেশগাঁও ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী একই গ্রামের হোটিনি বুলুয়া বাড়ীর ফাতেমা আক্তার (১৮) একই কলেজের একাদশ শেণির শিক্ষার্থী দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবু তাহের চৌধুরীর ছেলে রাকিব হোসেনের চৌধুরীরর সাথে দীর্ঘ কয়েক মাস প্রেম করে। এক পর্যায়ে উভয়ে পালিয়ে বিয়ে করে মধুচন্দ্রিমায় যায়। হোটেলে রাকিবের পরিবার হানা দিয়ে আবু তাহের ফাতেমাকে ছেলের পুত্রবধু করার আশ^াস দিয়ে রাকিবকে তাদের বাড়ীতে নিয়ে যায়। দীর্ঘ দিন পুত্রবধুকে স্বীকৃতি না দিয়ে উল্টো তালাক নামা পাঠায় রাকিব। এতে শুক্রবার সকালে ফাতেমা রাকিবদের বাড়ীতে গিয়ে স্ত্রীর স্বীকৃতির দাবীতে অনশনে যায়। বিষয়টি টের পেয়ে বাড়ী থেকে পালিয়ে যায় রাকিব ও তার পরিবার।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু বিষয়টি সমাধানের আশ^াস দিলে ফাতেমা আক্তার অনশন ভাঙ্গেন। বর্তমানে ফাতেমা আক্তার গ্রাম পুলিশের পাহারায় রাকিবের বাড়ীতে অবস্থান করছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু বলেন, ছেলে পলাতক থাকায় এখনো কোন সিদ্ধান্তে পৌঁছতে পারিনি।

22/07/2022

সেন্দ্র বাজারের চিকিৎসক সুজন কর্মকার কতৃক যৌন হয়রানির শিকার এক মহিলা

22/07/2022

পুলিশ বাধায় কমলাপুর রেলওয়ে ঢুকতে পারেনি রনি

এই বুঝি বাংলাদেশ..
22/07/2022

এই বুঝি বাংলাদেশ..

বহুকাল আগেই স্বামীর বাড়ি ছেড়েছেন লক্ষ্মী দেবী। মেয়ের বিয়ে ঠিক হয়েছে, চাহিদা খুবই সামান্য। বিয়ের একটা শাড়ি আর কিছু বাজার ...
21/07/2022

বহুকাল আগেই স্বামীর বাড়ি ছেড়েছেন লক্ষ্মী দেবী। মেয়ের বিয়ে ঠিক হয়েছে, চাহিদা খুবই সামান্য। বিয়ের একটা শাড়ি আর কিছু বাজার সদাই৷ চারিদিকে খোঁজাখুঁজি করতে করতে কেউ একজন পরামর্শ দিয়েছে 'ইউএনওর কাছে যাও, উনি বাজার কইরা দিবেন'

আমি জিজ্ঞেস করি, 'আমি কই থেকে দিব!!' কিছু বলে না, ইতস্তত হাসে৷ তার বিশ্বাস, আমি দিতে পারবো৷

এত আশা করে যে আসে, তাকে কিভাবে ফেরাই। পিআইও এর সাথে কথা বলে একজন স্টাফকে ঠিক করে দিয়ে বললাম, 'উনি উনার খুশীমতো কিনুক, তুমি শুধু পাশে থেকো'

সব বাজার করে আমার সাথে দেখা করতে এসেছে লক্ষ্মী দেবী৷ হাসিমুখে জানালো বিয়ের শাড়ি পরিয়ে নাকি মেয়েকেও নিয়ে আসবে এর পরের বার..

একই পৃথিবীর মানুষের চাওয়াপাওয়ার কত ফাঁরাক। কি অকৃত্রিম হাসি, কত অল্পতেই না কারো মুখে ভুবনজয়ের আনন্দ..

20/07/2022

মাওলানা মোহাম্মদ ইব্রাহিম। বাসারা হাই স্কুল জামে মসজিদ। পবিত্র কোরআন তেলাওয়াত। সুরা সাফফাত।

18/07/2022

ডাকাতিয়া ব্রিজ রক্ষায় ছাত্রলীগ নেতা রাব্বির স্ট্যাটাসে তোলপাড়

18/07/2022

পেইজবুক কন্টেন্ট ক্রিয়েটর বদ মেজাজি কবির হোসেন আর নেই৷

 #হাজীগঞ্জ_বাজারের_জ্যামচীনের দুঃখ যেমন হোয়াংহো নদী, হাজীগঞ্জের দুঃখ তেমনি বাজারের জ্যাম। সবার মুখেই এক আলোচনা, কিন্তু স...
18/07/2022

#হাজীগঞ্জ_বাজারের_জ্যাম

চীনের দুঃখ যেমন হোয়াংহো নদী, হাজীগঞ্জের দুঃখ তেমনি বাজারের জ্যাম। সবার মুখেই এক আলোচনা, কিন্তু সমাধানের রাস্তা আর ধরা দেয় না..

ভাবলাম শক্ত হাতে ধরা দরকার বিষয়টা। প্রাথমিকভাবে উপজেলায় মিটিংয়ে বর্তমান পরিস্থিতিতে কি করণীয় তা নিয়ে একটা নীতিগত সিদ্ধান্ত হলো। এর বাইরেও পৌরসভার মেয়র, ওসি, হাজীগঞ্জ থানা, ট্রাফিক ইন্সপেক্টর সহ অন্যান্য অংশীজনেরা কয়েকবার আলোচনায় বসে কিছু সিদ্ধান্তে এসেছি৷ এখন সময় বাস্তবায়নের..

আগামী সপ্তাহেই আমরা বাস্তবায়নে যাওয়ার পরিকল্পনা করছি৷ পুরোমাত্রায় কার্যকর করার আগে মুক্ত আলোচনার জন্য এই পোস্ট..

১৷ হকারের দখলে ফুটপাত

বাজারে বর্তমানে ফুটপাত বলে কিছু নেই৷ মূল দোকানের সামনে হকাররা শাকসবজি, ফল নিয়ে বসা৷ এর বাইরেও আছে ভ্যানগাড়ি বা অস্থায়ীভাবে রাস্তা দখল।

বাজারের স্বাভাবিক পরিবেশের স্বার্থে এই অংশটা উচ্ছেদ ও পুনর্বাসন সবচেয়ে জরুরী৷ আমরা এই হকারদেরকে বালুরমাঠের দিকে জায়গা দিতে পারি৷

২. বোগদাদ -রিলাক্স বিড়ম্বনা।

যত্রতত্র দাড় করিয়ে যাত্রী তুলছে এই স্থানীয় পরিবহনগুলো। আমরা সিদ্ধান্ত নিয়েছি পশ্চিমবাজার থেকে পূর্ব দিকের ব্রীজ পর্যন্ত কেউ গাড়ি দাড় করিয়ে যাত্রী তুলতে পারবে না। এই জায়গায় বাস স্বাভাবিক গতিতে থাকবে।

৩. সিএনজি এবং অটোরিকশার দখলে বাজার

বাজারে সিএনজি দাড় করিয়ে রাখার কোন সুযোগ নেই৷ তারা চলমান থাকবে এবং কোথাও যাত্রী নামানোর প্রয়োজন হলে শুধুমাত্র নামাবে। পশ্চিমবাজার থেকে পূর্ব ব্রীজ পর্যন্ত কোথাও সিএনজি দাড় করানো দেখা গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অনেক জায়গায় মূল সড়কে অটোরিকশা নিষিদ্ধ করা হচ্ছে এবং ভালো সুফল পাওয়া যাচ্ছে৷ আমরা ও বাজারের মূল এই জায়গাটায় এইরকম কিছু করার কথা ভাবছি..

৪৷ লোডিং -আনলোডিং

বাজারের মধ্যে দাড় করিয়ে ট্রাক থেকে লোডিং আনলোডিং সারাদিন চলছে আর জ্যাম লেগে আছে পেছনে। এই দৃশ্য আমরা দেখতে চাইনা৷ ঢাকাসহ সারা দেশে দিনের বেলায় ট্রাককে প্রবেশের এই সুযোগ বন্ধ করে রাত থেকে সকাল পর্যন্ত একটা সময় ঠিক করে দেয়া হচ্ছে। আমরা ও রাত ১০ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত লোডিং আনলোডিং এর ট্রাক থাকতে পারবে এরকম একটা সিদ্ধান্তে আসতে চাচ্ছি৷

*****

আমরা আগামী সপ্তাহ থেকে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের প্রাথমিক রূপরেখা ঠিক করেছি৷ আলোচনার ভিত্তিতে যৌক্তিক কারনে কিছু সংযোজন বিয়োজন হতে পারে৷

মুক্ত আলোচনার জন্যই এই পোস্ট দেয়া৷ গঠনমূলক আলোচনায় সবাইকে স্বাগতম। মনে রাখবেন আমি বা আপনি একা কিছুই পারবো না৷ তবে আমরা যদি সবাই মিলে আন্তরিকভাবে চাই সবকিছুই সম্ভব।

সময় এখন আমাদের৷ আমরা কি আসলেই চাই, কতটুকু মনেপ্রাণে চাই..

প্রেমের টানে সুদূর আমেরিকা থেকে ঈদের দিন গাজীপুরের শ্রীপুরে প্রেমিকের কাছে ছুটে এসেছেন মার্কিন তরুণী। ঈদের দিন রোববার (১...
14/07/2022

প্রেমের টানে সুদূর আমেরিকা থেকে ঈদের দিন গাজীপুরের শ্রীপুরে প্রেমিকের কাছে ছুটে এসেছেন মার্কিন তরুণী। ঈদের দিন রোববার (১০ জুলাই) রাতে শ্রীপুরের যুবক ইমরান হোসেন খানের কাছে ছুটে এসেছেন লায়ডা এ লোজা। ঈদের দিন বিমানবন্দরে তাকে বরণ করা হয়েছে।

ইমরান হোসেন খানের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে লায়ডা এ লোজার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আমেরিকান তরুণী গ্রামের ছেলের প্রেমের টানে ছুটে আসেন।

11/07/2022

সুমধুর কন্ঠ সুর হযরত মাওলানা নেয়ামত উল্লাহ চাঁদপুরী। দান করলে বরকত বাড়ে। পরকালে নাজাত পায়। 01710818043

11/07/2022

ঈদুল আযহা। ঈদ পূর্ণ মিলন আনন্দময় কিছু সময়। পদ্মা, মেঘনা, যমুনার তীরে।

Address

Hajiganj
3610

Telephone

+8801884733592

Website

Alerts

Be the first to know and let us send you an email when J.TV.News-BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to J.TV.News-BD:

Videos

Share


Other Media/News Companies in Hajiganj

Show All