Press Nasir Gazi

Press  Nasir Gazi সকল প্রকার নিউজ পেয়ে যাবেন

17/06/2024
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গ্রামীণ দুস্থ-অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিশেষ উপহার সারাদ...
15/06/2024

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গ্রামীণ দুস্থ-অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিশেষ উপহার সারাদেশের ন্যায় হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নে, শনিবার (১৫ জুন) জনপ্রতি বিনামূল্যে ১০ কেজি চাল বিতরণ করেন, ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার।
এইসময় অবস্থা ছিলেন, ট্যাগ অফিসার সিরাজুল ইসলাম সহ স্থানীয় মেম্বারগণ।

ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার জানান,১০ কেজি করে ১৮শ১৮ জনের মধ্যে এই চাউল বিতরণ করা হয়েছে ।

13/06/2024

আলহামদুলিল্লা..হ্
রহমতের বৃষ্টি

12/06/2024

এ ধরনের অল্প বয়সি ও অনভিজ্ঞ চালকদের কারণে রাস্তায় চলাচল ঝুঁকিপূর্ণ।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

21/05/2024

শাহারাস্তি উপজেলা
ঘোড়া প্রতীক- ৩৩০০০
আনারস প্রতীক- ২২০০০

21/05/2024

আনারস -২৬৫৮৮
দোয়াত কল -২৫০৭০
প্রজাপতি -২৮০৮৪
ফুটবল- ২৪১৯৯

আলহামদুলিল্লা..হ্ ১৮ই মে শনিবার  আল ফাতিহা মাদ্রাসা হাজীগঞ্জ এর ছাত্রদের পাগড়ি প্রদান ও দোয়া অনুষ্ঠানে ।
19/05/2024

আলহামদুলিল্লা..হ্
১৮ই মে শনিবার আল ফাতিহা মাদ্রাসা হাজীগঞ্জ এর ছাত্রদের পাগড়ি প্রদান ও দোয়া অনুষ্ঠানে ।

18/05/2024

আলহামদুলিল্লা..হ্
আজ আল ফাতিহা মাদ্রাসা হাজীগঞ্জ এর ছাত্রদের পাগড়ি প্রদান ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রেখেছিলাম।

11/05/2024

হাজিগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে অবস্থিত ৬ তলা বিল্ডিং এর ৩ তলায় ১৪০০ স্কয়ার ফিটের একটি ফ্লাট বিক্রি করা হবে। যার, বেডরুম ৪টি, বাথরুম ২টি, কিচেন রুম ১টি, বারান্দা ৪টি। সিলিন্ডার গ্যাস।
যোগাযোগ ০১৭১২৯৫৫৯৩৬

06/05/2024

আলহামদুলিল্লা..হ্
মহান আল্লাহ তাআলার অশেষ দয়ায়, তীব্র তাপদাহের থেকে বৃষ্টি দিয়ে মুক্তি দিলেন।

24/04/2024

আলহামদুলিল্লা..হ্

23/04/2024
এক মিনিট সময় ব্যয় করে পড়ুনঃজিবরাঈল (আঃ)কে আল্লাহ তায়ালা তৈরী করলেন।জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ ...
20/04/2024

এক মিনিট সময় ব্যয় করে পড়ুনঃ

জিবরাঈল (আঃ)কে আল্লাহ তায়ালা তৈরী করলেন।

জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি কিসে খুশি হন??
আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সিজদা করে। অত:পর জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালা কে সিজদা করলেন ৩০ হাজার বছর ধরে।
জিবরাঈল (আঃ) মনে মনে খেয়াল করলেন আমার থেকে এত বড় দামি, এত বড় লম্বা সিজদা দুনিয়ার আর কেউ করতে পারবে না।
আল্লাহ তায়ালা নিশ্চয় আমার প্রতি খুশি হবেন।
জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালার দিকে মুতাহজ্জির হয়ে রইলেন কিন্তু আল্লা তায়ালার পক্ষ থেকে কোন খুশির বাণী জনান হল না, জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালা কে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি যে এত লম্বা সিজদা করলাম আপনি কি আমার সিজদার প্রতি কোন খুশি হন নাই? আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন - জিবরাঈল তোমার জবাব আমি দেব তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে তাকাও, জিবরাঈল (আঃ) তাকিয়ে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আল্লাহর কুদরতী নূর দ্বারা লিখা রয়েছে- ''লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ''
জিবরাইল (আঃ) জিজ্ঞাসা করলেন- হে আল্লাহ্!! আমার সিজদার সংগে এই কালিমার কি মিল?? আল্লাহ তায়ালা বললেন, ও জিবরাইল শোন আমি আল্লাহ এ দুনিয়া তৈরী করব ওই দুনিয়ার মানব জাতি ও জিন জাতির হিদায়াতের জন্য লক্ষাধিক নবি-রাসূলগনকে পাঠাব সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ কে পাঠাব
এই নবীর উম্মতের উপরে আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরয করব আর প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সতেরটা করে রাকাত আমার জন্য ফরয করব প্রত্যেকটা রাকাতের মধ্যে দুটি করে সিজদা হবে আর প্রত্যেকটা সিজদার মধ্যে ওই নবির উম্মত তিনবার করে "সুবহা-না রাব্বিয়াল আলা-" পাঠ করবে। জিবরাইল তুমি জেনে রাখ আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সিজদায় গিয়ে "সুবহা-না রাব্বিয়াল আলা-" বলে আমাকে ডাক দিবে, জিবরাইল তুমি ৩০ হাজার বছর সিজদা করে যে নেকি পেয়েছ, আমি আল্লাহ্ আমার বান্দার আমল নামায় এর থেকেও ৪০ হাজার গুন বেশি নেকি লিখে দিব, সুবহানাল্লাহ...!!
এই জন্য মুসা (আঃ) কাঁদছেন, আল্লাহ!! আমাকে ওই নবীর উম্মত বানাইয়া দাও, যে নবীর উম্মত এক সিজদায় জিবরাঈল (আঃ) এর সারা জীবনের ৩০ হাজার বছরের সিজদার নেকি নিয়ে গেল।।
আমরা সেই নবীর উম্মত আমাদের কি করা উচিত আর আমরা কি করছি...?
আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন। আ..মি..ন।,
পোষ্ট শেয়ার করুন অন্য‌দের পড়ার সু‌যোগ দিন.

ঈদ মোবারক
12/04/2024

ঈদ মোবারক

11/04/2024

ঈদ মোবারক

10/04/2024

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক

08/04/2024

লাইনে দাঁড় করিয়ে লোক দেখানো যাকাত মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না।
যাকাত দেওয়ার প্রকৃত নিয়ম হচ্ছে ঘরে পৌঁছে দেওয়া।

05/04/2024

আলহামদুলিল্লা..হ
আজ পবিত্র কুরআন থেকে সুরা মুলক তেলাওয়াত করলাম

30/03/2024

আলহামদুলিল্লা..হ্
আজ পবিত্র কুরআন থেকে সূরা আর রহমান তেলাওয়াত করলাম।

29/03/2024

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল সুদাইস রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।

22/03/2024

আলহামদুলিল্লা..হ্
পবিত্র কুরআন মজিদ থেকে সুরা ইয়াসিন তেলাওয়াত করলাম।

18/03/2024

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে
আজ হাজীগঞ্জ বাজাররের বিশ্বরস্তর রামগঞ্জ সড়কের আশেপাশে কয়েকটি দোকানে দিনের বেলায় পর্দা দিয়ে এবং খোলামেলা বিক্রয় এবং পানাহার অবস্থায় প্রতিরোধের চেষ্টা করলাম।
কিন্তু দুঃখের বিষয় হলো, কিছু নামধারী মুসলমানরা এদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং
সুবিধা ও নিচ্ছে।
এ বিষয়ে হাজিগঞ্জ থানা ও উপজেলা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি ।
প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধও করেছে। আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে এভাবে প্রতিরোধ করে যাব।
ইনশা..আল্লা..হ।

17/03/2024

আজকের মিলাদ ও দোয়া মোনাজাত

13/03/2024

পবিত্র মাহে রমজান উপলক্ষে হাজিগঞ্জ বাজারের যানজট নিরসনের লক্ষ্যে ও জনসাধারণের চলাচল পথ উন্মুক্ত রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকালের নেয় আজও অভিযান অব্যাহত রয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল ও অফিসার ইনচার্জ আব্দুর রশিদ। উপস্থিত ছিলেন ট্রাফিক টি আই বোরহান উদ্দিন, সার্জেন মাহমুদুল হাসান সহ সঙ্গী ফোর্স।

11/03/2024

আহলান সাহালান মাহে রমজান।
আবার এলো রমজান।

13/02/2024

১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়াপনা দিবস।
অন্তত এ দিনে মা বাবা কোন মেয়েকে ঘর থেকে বের হতে না দেওয়া উচিত।

Address

Hajiganj

Alerts

Be the first to know and let us send you an email when Press Nasir Gazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Hajiganj

Show All