B.C Tv

B.C Tv সকল এলাকার ঘটনা /দূর্ঘটনা,জনদুর্ভোগ সহ সকল প্রকার সংবাদ প্রকাশে আমরা অঙ্গীকারবদ্ধ।
(1)

17/06/2024

সচেতনতা বৃদ্ধি ছাড়া এদেরকে সামলানো মুশকিল

13/06/2024

বানিয়াচং -মন্দরী রোডের বনমথুরা ব্রিজের গোরায় সুরঙ্গ , দুর্ঘটনার আশঙ্কা।

11/06/2024

ছিলাপাঞ্জা- নতুন বাজার রোডের বেহাল দশা

11/06/2024

বর্ষাকালে হবিগঞ্জ --বানিয়াচং আঞ্চলিক মহাসড়কের সৌন্দর্য

10/06/2024

পুনঃ খননের অভাবে অস্তিত্ব সংকটে বানিয়াচঙ্গের অধিকাংশ জলাশয়। জীবিকা ফিরে পাবে কয়েক হাজার পরিবারের লোকজন।।

বানিয়াচং উপজেলার কুন্ডুর পাড় - তারাসই রোডের ১৫০ ফুট রাস্তার ঢালাই কাজ দীর্ঘ ১৫ বছর পর সম্পন্ন হল।
08/06/2024

বানিয়াচং উপজেলার কুন্ডুর পাড় - তারাসই রোডের ১৫০ ফুট রাস্তার ঢালাই কাজ দীর্ঘ ১৫ বছর পর সম্পন্ন হল।

বানিয়াচঙ্গের হাওরের প্রাকৃতিক সৌন্দর্য
07/06/2024

বানিয়াচঙ্গের হাওরের প্রাকৃতিক সৌন্দর্য

06/06/2024

ফুলের বাগান

29/05/2024

বানিয়াচঙ্গের খালে বৃষ্টির পানিতে মিলছে নানা প্রজাতির মাছ।

27/05/2024

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব

25/05/2024

বানিয়াচঙ্গে যানবাহন আটক করে বীর বাহাদুরের বাহাদুরি দেখুন #

বানিয়াচং উপজেলা হাসপাতালব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত-স্টাফ রিপোর্টার - হবিগঞ্জের বানিয়াচং উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা...
19/05/2024

বানিয়াচং উপজেলা হাসপাতাল
ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত-

স্টাফ রিপোর্টার -
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মে) হাসপাতালের সভাকক্ষে কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন রুয়েল'র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সচিব ও হাসপাতালের ইউএইচ এন্ড এফপিও ডাক্তার শামীমা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য এসিল্যান্ড সাইফুল ইসলাম, কমিটির সদস্য ওসি দেলোয়ার হোসেনের প্রতিনিধি এস.আই আবু হানিফ, কমিটির সদস্য ও বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সল মিয়া, হাসপাতালের আরএমও ডাক্তার শাহনেওয়াজ, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার নাজমুন নাহার জলি, ৩নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরফান উদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজল চ্যটার্জীসহ কমিটির সকল সদস্যবৃন্দ।
সভার সভাপতি ও সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েল হাসপাতালের সমস্যা সমূহ জানতে চাইলে ইউএইচ এন্ড এফপিও ডাক্তার শামীমা আক্তার বিশদভাবে উপস্থাপন করেন। পরে সংসদ সদস্য এসব লিখিত আকারে তাঁর কাছে জমা দিতে বলেন এবং মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সাথে আলাপ করে পর্যায়ক্রমে সকল সদস্য সমাধানের আশ্বাস দেন। সমস্যাগুলোর মধ্যে রয়েছে হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারগুলোর দালালদের উপদ্রব বন্ধ করা, জনবল সংকট দূরীকরণ, নতুন এম্বুলেন্স আনা, বেহাত হওয়া ভূমি উদ্ধার, ঔষধ বিতরণে শৃঙ্খলা আনয়ন, নিরাপত্তা নিশ্চিত করণ ইত্যাদি। হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারগুলোর দালালদের উপদ্রব বন্ধে এসিল্যান্ডকে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সংসদ সদস্য নির্দেশ দেন। বেহাত হওয়া হাসপাতালের ভূমি উদ্ধারের ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এসিল্যান্ডকে নির্দেশ দেন। ঔষধ বিতরণের ব্যাপারে বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান বলেন, নির্দিষ্ট কিছু এলাকার লোকজন প্রতিনিয়ত হাসপাতালের বহিঃবিভাগ থেকে ৫ টাকার টিকেট কিনে শত শত টাকার ঔষধ সংগ্রহ করেন। এতে মাসের অর্ধেক সময় অতিবাহিত হতে না হতেই হাসপাতালে ঔষধ সংকট দেখা দেয়। বহিঃবিভাগে যারা রোগী দেখেন তারা রোগীদের কথামতো ঔষধ দিয়ে থাকেন। রোগীদের মুখ থেকে তাদের সমস্যা শুনে রোগ নির্ণয় করে প্রয়োজনীয় ঔষধ প্রদান করতে হবে, রোগীদের কথামতো ঢালাওভাবে ঔষধ দেয়া যাবেনা। এভাবে ঔষধ বিতরণ করলে ঔষধের সংকট দেখা দেবেনা বলে জানান তিনি। তাঁর কথার সাথে একমত পোষণ করেন আরএমও ডাক্তার মোঃ শাহনেওয়াজ বলেন, আমরা রোগীদের কাছ থেকে তাদের শারীরিক সমস্যার কথা শুনেই ঔষধ দিতে চাই। কিন্তু যারা ঔষধ নিতে আসেন তাদের কথা না শুনলে তারা সিনক্রিয়েট করার চেষ্টা করেন, সেক্ষেত্রে ঝামেলা এড়াতে তাদের কথামতো আমরা ঔষধ দিতে বাধ্য হই। একই লোক প্রতিদিন ঔষধ নিতে আসেন উল্লেখ করে তিনি এব্যপারে সভার সকলের সহযোগিতা চান এবং বলেন স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কোন রকম অবহেলাকে প্রশ্রয় দেওয়া হবে না, সকল সমস্যা দূরীকরণে রোগীদের কথামতো ঢালাওভাবে ঔষধ দেয়া বন্ধ করে চিকিৎসকদেরকে রোগীদের মুখ থেকে তাদের সমস্যা শুনে প্রয়োজন অনুযায়ী ঔষধ দেয়ার পরামর্শ দেন এবং সেক্ষেত্রে কেউ যেনো বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য হাসপাতালে পুলিশ ফোর্স রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। এছাড়া হাসপাতালে ডাক্তার, নার্সসহ জনবল সংকট দূরীকরণে মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সাথে আলাপ করবেন বলে সভায় অবহিত করেন সংসদ সদস্য। তিনি হাসপাতালে রোগীদের খাবারের মান বৃদ্ধির জন্যও খাবার সরবরাহকারী ঠিকাদারকে নির্দেশ দেন। সভার শুরুতে মাননীয় সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েলকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ইউএইচ এন্ড এফপিও ডাক্তার শামীমা আক্তারসহ সকল সদস্যবৃন্দ।

11/05/2024

বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে সংঘর্ষে নিহত ৩ ব্যাক্তির লাশ জানাজা শেষে দাফন- হত্যাকারীদের ফাঁসির দাবি।

10/05/2024

বানিয়াচং উপজেলার ১৩ নং মন্দরী ইউনিয়নের রাজা নগর+ আগুয়া গ্রামের রাস্তা

বানিয়াচং উপজেলার ১৩ নং ইউনিয়নের আগুয়া গ্রামে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত  ৩জন নিহত। উভয় পক্ষে আহত অন্তত অর্ধশত...
09/05/2024

বানিয়াচং উপজেলার ১৩ নং ইউনিয়নের আগুয়া গ্রামে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত ৩জন নিহত।
উভয় পক্ষে আহত অন্তত অর্ধশতাধিক।

02/05/2024

গানে গানে কিছুক্ষণ - উপস্থিত আছেন গীতিকার জাহাঙ্গীর রানা সহ বানিয়াচংয়ের গুণীজনেরা-

28/04/2024

৪র্থ জাতীয় সাবাতে কিক বক্সিং ২০২৪ বিজয়ী বানিয়াচংয়ের আমির উদ্দীন শিমুল।

27/04/2024

অন্যায়,দুর্নীতি, জনদূর্ভোগ, উন্নয়ন, বিনোদন সহ সকল প্রকার সংবাদ পেতে আমাদের পেইজে Flow /like করে আমাদের সাথে থাকুন BCTV

কমলা রাণীর সাগর দীঘি ,বানিয়াচং।
27/04/2024

কমলা রাণীর সাগর দীঘি ,বানিয়াচং।

🌹🌺Akhlak Hussain, মুশাররফ আহমদ, Salim Kader Chowdhury, Aras Ali, Fatema Sumi, Pran Krishna Baishnab, Md Abdul Hakim Ahme...
20/04/2024

🌹🌺

Akhlak Hussain, মুশাররফ আহমদ, Salim Kader Chowdhury, Aras Ali, Fatema Sumi, Pran Krishna Baishnab, Md Abdul Hakim Ahmed, Md Kaium Md Kaium, Shohidul Islam Jakir, চৌধুরী সাহেব, খেলা ঘর খেলা ঘর, Dipayon Roy, Md Hridoy

10/04/2024

বানিয়াচঙ্গে দফায় দফায় ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ। পুলিশ সহ উভয় পক্ষে আহত অন্তত দেড় শতাধিক।।
হবিগঞ্জের বানিয়াচঙ্গে দফায় দফায় ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সহ উভয় পক্ষের অন্তত দেড় শতাধিক লোকজন আহত হয়েছে। দীর্ঘ প্রচেষ্ঠার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে পুলিশ। বুধবার ১০ এপ্রিল ২০২৪ বেলা আনুমানিক ১০টার সময় ঘটনাটি ঘটে।
জানাযায় - উূপজেলা সদরের গ্যানিংগঞ্জ (নতুন বাজার)র পশ্চিম মাথায় ব্যাটারী চালিত মিশুক ও ট্রলি পার্কিং করা নিয়ে দুজন চালকের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তিতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হলে বাজার এলাকা রণক্ষেত্রে পরিনত হয়, এতে ইট পাটকেল নিক্ষেপ এবং দেশীয় অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ এসে বাজার বাসীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
দ্বিতীয় দফায় বেলা আনুমানিক ১ ঘটিকার সময় রায়ের পাড়া এলাকায় পুনরায় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।

31/03/2024

বানিয়াচঙ্গের বুড়ুজ পাড়ায় জমে উঠেছে গ্রামীণ মেলা -

26/03/2024

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসনের বর্নাঢ্য আয়োজন।

23/03/2024

মহিলা ঠিকঠাক কোন কিছু বলতে পারেন না, অনাহারে অর্ধাহারে রাস্তায় কাটে দিন-রাত।

19/03/2024

বানিয়াচঙ্গে ভুয়া ম্যাজিষ্ট্রেট এবং মানবাধিকার কর্মী সেজে জনতার হাতে আটক হয়ে পুলিশের কাছে যা বললেন উনারা-

13/03/2024

ফসলে ব্লাস্ট ছত্রাক সংক্রমণ এবং প্রতিকার সম্পর্কে জেনে নিন।

13/03/2024

ফসলের শেষ মৌসুম হওয়ায় জমিতে সব্জি সংকট, পাইকারী মূল্য বেশি হওয়ায় সব্জির বাজার মূল্য বেশি-
বিস্তারিত দেখুন -

05/03/2024

বানিয়াচংয়ের ঐতিহাসিক গড়ের খালে গ্রাম বাংলার ঐতিহ্য বাহী পল বাইচ।

03/03/2024

শিশু কিশোরদের হাতের টার্গেট লাইটের কারণে ঘটতে পারে মারাত্মক সড়ক দুর্ঘটনা।

Address

Habiganj

Telephone

+8801720694209

Website

Alerts

Be the first to know and let us send you an email when B.C Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to B.C Tv:

Videos

Share

Nearby media companies