The Jokigonj Express

  • Home
  • The Jokigonj Express

The Jokigonj Express This page describing all about Jokigonj .

এক নজরে জকিগঞ্জএক নজরে জকিগঞ্জ উপজেলার তথ্যভারতের সাথে জকিগঞ্জ উপজেলার সীমান্ত সংক্রান্ত তথ্য১। বিওপিঃ ১০  টি, কোম্পানী ...
03/09/2023

এক নজরে জকিগঞ্জ
এক নজরে জকিগঞ্জ উপজেলার তথ্য
ভারতের সাথে জকিগঞ্জ উপজেলার সীমান্ত সংক্রান্ত তথ্য

১। বিওপিঃ ১০ টি, কোম্পানী কমান্ড ০৪ টি

২। সীমান্তঃ ৫২.৫ কি. মি.

৩। জেলা ০২ টি (কাছাড় ও করিমগঞ্জ)

পিলার সংক্রান্তঃ

ক) মেইন পিলার (M.P.)ঃ ১৫ টি

খ) সাব পিলার (S.P)ঃ ১৩২ টি

গ)টি পিলারঃ ৭০ টি

ঘ) রিভার পিলার (R.P)ঃ৭৩ টি

আয়তন

২৬৭বর্গ কি.মি.

জনসংখ্যা

২,৪২,৫৬১ জন

পূরূষ

১,২২,০৬১ জন

মহিলা

১,২০,৫০০ জন

জনসংখ্যার ঘনত্ব

৮৯০ জন(প্রতি বর্গ কি.মি.)

নির্বাচনী এলাকা

২৩৩-সিলেট-৫,জকিগঞ্জ-কানাইঘাট নির্বাচনী এলাকা

ভোটার

১,২৪,৪৮৩ জন

পৌরসভা

১ টি

ইউনিয়ন

০৯টি

মৌজা

১১৪টি

ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য

৫৩ কি. মি. প্রায়

বার্ষিক বৃষ্টিপাত

৩৬৫০মি.মি.

বার্ষিক গড় তাপমাত্রা

২৬ ডিগ্রী সেলসিয়াস

আর্দ্রতা

উচ্চ

সরকারী হাসপাতাল

০১টি

স্বাস্থ্য কেন্দ্র

স্বাস্থ্য কেন্দ্রঃ০২টি,পরিবার কল্যাণ কেন্দ্রঃ ৮টি

কমিউনিটি ক্লিনিক

২৬টি(ধুমপান মুক্ত)

জনসংখ্যা বৃদ্ধির হার

১০.৭০(প্রতি হাজারে)

শিশু মৃত্যুর হার

৫৭ জন(প্রতি হাজারে)

গড় আয়ু

৬১ বছর

বিশ্ববিদ্যালয়

নাই

উচ্চ মাধ্যমিক কলেজ

০৪ টি(১ টি সরকারী, ৩ টি বেসরকারী )

মাধ্যমিক বিদ্যালয়

২২টি

সরকারী প্রাথমিক বিদ্যালয়

১০৭টি

কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়

০৫টি

রেজিস্টার্ড বেসরকারী প্রাঃ বিদ্যালয়

১৯টি

মাদ্রাসা (সকল)

৫৭টি (২১ টি দাখিল ও কামিলসহ এবং ৩৬ টি কওমী )

স্বাক্ষরতার হার

৫০%

প্রশাসনিক ইউনিট প্রতিষ্ঠাকাল

১৪/০৮/১৯৪৭খ্রি.

উপজেলা উন্নীত হওয়ার তারিখ

০১/০৮/১৯৮৩খ্রি.

উপজেলা নির্বাহী অফিসার

এ কে এম ফয়সাল

ডাকঘর

১৮টি

বিদ্যুতায়িত গ্রাম

১৯টি (মোট গ্রাম-২৭৮ টি)

টেলিফোন গ্রাহক(মোবাইল ব্যতীত)

১৭০ জন

টিউবওয়েল

সরকারীঃ ২২৩০ টি, বেসরকারীঃ ১৮৩৫টি

নদী

০২টি, সুরমা ও কুশিয়ারা

বদ্ধ জলমহাল ২০ একরের উর্ধ্বে

১৭ টি

বদ্ধ জলমহাল ২০ একরের নীচে

৪৯ টি

উন্মুক্ত জলমহাল

০৪টি

হাট-বাজার

২৮ টি

মোট জমি

১৬,১২০হেক্টর

মোট আবাদি জমি

১৫,৯০০হেক্টর

কৃষি পরিবার

২৭,১৬৫ টি

পেশা(কৃষি কাজের উপর নির্ভরশীল)

৮০%

এলজিইডি কর্তৃক বাস্তবায়িত গ্রোথ সেন্টার

০৫টি

ব্যাংক

৭ টি

নিবন্ধিত সমবায় সমিতি

২৪২ টি

শিল্প কারখানা

ক্ষুদ্র শিল্পঃ২৫টি

মসজিদ

৫২৮টি

মন্দির

৭৪টি

গির্জা

নাই

ইউনিয়ন ভূমি অফিস

০৫(পাঁচ)টি

পাকা রাস্তা

এলজিইডিঃ ১০৩ কি.মি. সওজঃ ৬০কি.মি.

কাঁচা রাস্তা

৩৩৬ কি.মি.

শিশু হাসপাতাল

নাই

আবাসন/আশ্রায়ন প্রকল্প

০১টি(মরইরতল,আটগ্রাম,জকিগঞ্জ), উপকার ভোগী পরিবার ৩০ টি।

আদর্শ গ্রাম

০১টি (শেরুলভাগ,বিরশ্রী,জকিগঞ্জ),উপকার ভোগী পরিবার ৬০ টি।

খেয়াঘাট/নৌকা ঘাট

খেয়াঘাটঃ নাই, নৌকা ঘাটঃ ০৫টি

দর্শনীয় স্থান

জকিগঞ্জ স্থলবন্দর, জকিগঞ্জসদরএবং ৭নং বারঠাকুরী ইউনিয়নের আমলসীদ নামক স্থানে সুরমা-কুশিয়ারা ও বরাক নদীর মিলন স্থল।

দর্শনীয় মাজারসমূহ

শীতালং শাহ (রঃ) এর মাজার এবং আল্লামা আব্দুল লতিফ চৌধূরী ফুলতলী (রঃ)এর মাজার।

উপজেলার খ্যাতিমান ব্যক্তিবর্গ

(১)মরহুম পীরে কামেল ও কবি-গীতিকার হযরত শাহ শিতালং(রহঃ)।

(২)মরহুম পীরে কামেল আল্লামা শাহ সূফী মোহাম্মদ আলী রায়পুরী(রহঃ),লামারগ্রাম।

(৩)মরহুম পীরে কামেল আল্লামা আব্দুল লতিফ চৌধূরী,ফুলতলী(রহঃ)।

(৪)মরহুম প্রখ্যাত শিক্ষাবিদ,সরকারী কর্মকর্তা ও সাহিত্যিক বাবু গুরুসদয় দত্ত (ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা)।

(৫)মরহুম এম.এ. হক প্রাক্তন ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার মন্ত্রী।

৬)জনাব ব্রিগেডিয়ার (অবঃ)এম.আর.মজুমদার(সাবেক এমপি)।

(৭)জনাব হাফিজ মজুমদার,,,,,,

(৮)জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব জকিগঞ্জের গৌরব মৌলানা উবায়দুল হক সাহেব।

বিঃদ্রঃ এছাড়া আরও অনেক তথ্য এবং বিখ্যাত ব্যাক্তিবর্গ রয়েছে আমাদের জকিগঞ্জে।

#প্রিয়_জকিগঞ্জ #ডাউকি_ফল্ট’ #সিলেট #জকিগঞ্জ

16/08/2023

গত এক বছরে বাংলাদেশে ১৭টি ভূমিকম্প হয়েছে। বেশির ভাগের মাত্রা ছিল ৪ থেকে ৫-এর মধ্যে। তবে গত ২০ বছরের রেকর্ড ভেঙে সোমবার সাড়ে ৫ মাত্রার ভূমিকম্প হয়।
সিলেটের কানাইঘাট ও ভারতের মেঘালয় মিলে তৈরি হওয়া ‘ #ডাউকি_ফল্ট’ বা ‘ডাউকি চ্যুতি’। আর এই ‘ডাউকি ফল্ট’-ই সিলেটের জন্য আতঙ্ক। কারণ- সেখানে ভূমিকম্প বাড়ছে। এটা সিলেটসহ সারা দেশে বড় ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে।

#জকিগঞ্জ #ভূমিকম্প #সিলেট #ডাউকি #প্রিয়_জকিগঞ্জ #জকিগঞ্জ

 #প্রিয়_জকিগঞ্জ _বাসীর_জন্য_একটি_জরুরী_ঘোষণাঃ "অনুগ্রহপূর্বক সময় নিয়ে পড়বেন" "বয়স্ক ভাতা", "প্রতিবন্ধী ভাতা" এবং "বিধবা ...
16/08/2023

#প্রিয়_জকিগঞ্জ _বাসীর_জন্য_একটি_জরুরী_ঘোষণাঃ
"অনুগ্রহপূর্বক সময় নিয়ে পড়বেন"
"বয়স্ক ভাতা", "প্রতিবন্ধী ভাতা" এবং "বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা"র জন্য ১০ আগস্ট ২০২৩ খ্রি: হতে অনলাইনে আবেদন শুরু হয়েছে। #আবেদনের_শেষ_তারিখঃ ১০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি.পর্যন্ত। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা /উপজেলার উদ্যোক্তা এবং যে কোন কম্পিউটারের দোকান এমনকি যে কোন স্মার্ট ফোন হতে https://mis.bhata.gov.bd/onlineApplication
এই লিংকে প্রবেশ করে ভাতার জন্য আবেদন করা যাবে। উল্লেখ্য, যারা ইতোমধ্যে ভাতা পাচ্ছেন কিংবা বিগত বছরে ভাতার জন্য অনলাইনে আবেদন করে রেখেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
#আবেদন_করতে_যা_যা_লাগবে-

#বয়স্কভাতা-
১. এনআইডি কার্ড (বয়স: পুরুষ-৬৫, মহিলা-৬২ বা তদূর্ধ্ব)
২. নগদ হিসাব খোলা আছে এমন নির্ভুল মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নাম্বার)

#প্রতিবন্ধীভাতা-
১. এনআইডি কার্ড অথবা জন্মনিবন্ধন কার্ড
২. উপজেলা সমাজসেবা কার্যালয় হতে প্রদত্ত সুবর্ণ নাগরিক পরিচয়পত্র/ প্রতিবন্ধী কার্ড
৩. নগদ হিসাব খোলা আছে এমন নির্ভুল মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নাম্বার)

#বিধবা_ও_স্বামী_নিগৃহীতা_মহিলাভাতা-
১. এনআইডি কার্ড
২. স্বামীর মৃত্যু সনদ/ইউনিয়ন পরিষদ হতে প্রদত্ত বৈধব্য সনদ বা স্বামী নিগৃহীতা সনদ/পুন:বিবাহ হয় নি মর্মে প্রত্যয়ন পত্র
৩. নগদ হিসাব খোলা আছে এমন নির্ভুল মোবাইল নাম্বার (ইতি:পূর্বে কোন ভাতার জন্য ব্যবহৃত হয়নি এমন কিংবা নতুন নাম্বার)

#বিঃদ্রঃ আবেদন শেষে একটি প্রিন্ট কপি সংগ্রহ করে আপনার দেওয়া মোবাইল নাম্বার টা ঠিক আছে কিনা তা যাচাই করুন।

জনস্বার্থে বিষয়টি ব্যাপকভাবে প্রচারের জন্য জকিগঞ্জ এর সকল সম্মানিত অনলাইন ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ এবং অনলাইন আবেদন করার ক্ষেত্রে সর্বসাধারণকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।

আরো বিস্তারিত জানতে সংযুক্ত চিঠিটা ভালোভাবে অনুসরণ করুন..ধন্যবাদ..
#ধন্যবাদান্তে,
উপজেলা সমাজসেবা অফিসার
উপজেলা সমাজসেবা কার্যালয়, জকিগঞ্জ, সিলেট।

#জকিগঞ্জ #জন্মসনদ #ভাতা

13/08/2023

জকিগঞ্জে মসজিদ নিয়ে বড় ধরণের মারামারি থেকে রক্ষা করলো পুলিশ

জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সখড়া গ্রামে অবস্থিত শতবর্ষী একটি মজসিদের নামকরণকে কেন্দ্র করে বেশ কয়েক বছর থেকে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। ‘সখড়া জামে মসজিদ’ নামে মসজিদটি দীর্ঘদিন চলে আসলেও প্রায় শতবছর থেকে কারো কোন আপত্তি ছিলনা। কিন্তু বিগত জরিপে মাঠ পরচায় এলংজুরি সখড়া গ্রামের জামে মসজিদ নামে নামকরণ করায় দুই পক্ষের মধ্যে দ্ব›েদ্বর সৃষ্টি হয়। এনিয়ে একাধিকবার আপোষ ও সালিশ বৈঠক হলেও কোনভাবেই তা নিষ্পত্তি করা যায়নি। উল্টো মারামারি, অগ্নিসংযোগ ও মামলা পর্যন্ত বিষয়টি গড়ায়। মামলা চলমান থাকাবস্থায় ক্রমেই উত্তেজনা বাড়তে থাকে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) মসজিদের জমি চাষ করাকে কেন্দ্র করে এলংজুরি গ্রামের লোকজন পার্শ্ববর্তী সখড়া, ইলাবাজ ও হালঘাট গ্রামের মুসল্লিদের উপর ক্ষিপ্ত হয়ে লাটি সোটা ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মারমুখি হয়ে উঠে। তাৎক্ষণিক বিষয়টি জকিগঞ্জ থানা পুলিশকে অবগত করলে ওসি মোঃ মোশাররফ হেসেনের নির্দেশে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
খোঁজ নিয়ে জানা যায়, শতবছরের অধিক সময় থেকে সখড়া জামে মসজিদ নামে মসজিদটি চলে আসলেও বেশ কয়েক বছর থেকে মসজিদের নামকরণ নিয়ে দ্ব›দ্ব শুরু হয়। মসজিদটি ইছাপুর মৌজার সখড়া গ্রামে অবস্থিত হলেও ইলাবাজ, সখড়া, হালঘাট ও এলংজুরী গ্রামের মুসল্লি­রা নামাজ রোজাসহ ধর্মীয় সকল অনুষ্ঠানাদি এই মসজিদে আদায় করে থাকেন। অতীতে কোন ধরনের দ্বিধাদ্ব›দ্ব দেখা না দিলেও গত কয়েক বছর থেকে নামকরণ নিয়ে দ্ব›দ্ব শুরু হয়। এলাকার লোকজন জানান, বিগত মাঠ জরিপে একটি মহল সখড়া জামে মসজিদের পরিবর্তে ‘এলংজুরী-সখড়া গ্রামের জামে-মসজিদ নামে নামকরণ করেন। মাঠ জরিপ চলাকালীন সময়ে মসজিদ কমিটির দায়িত্বে ছিলেন এলংজুরী গ্রামের মৃত মুহিবুর রহমান। ইলাবাজ, হালঘাট ও সখড়া গ্রামের মুসল­ীরা জানান, ৩টি গ্রামের অগোচরে মৃত মুহিবুর রহমান ও তার সহযোগীরা মসজিদের নাম পরিবর্তন করে এই দ্ব›দ্ব সৃষ্টি করে রেখে গেছেন। মুহিবুর রাহমানের মৃত্যুর পরে মসজিদের সকল কাগজপত্র তার পরিবার ও এলংজুরী গ্রামের লোকজন গায়েব করে ফেলেন। গত কয়েক বছর থেকে প্রতি শুক্রবার জুম্মার নামাজের পর মুসল­ীদের মধ্যে বিভিন্ন বিষয়ে বাকবিতন্ডা ও উত্তেজনাকর কথাবার্তা চলে আসছে। এ নিয়ে একাধিকবার জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনাটি মিমাংষার স্বার্থে উভয় পক্ষ রেজুলেশনে লিখিত সাক্ষরের মাধ্যমে সর্ব ম্মতিক্রমে মিমাংসা চেষ্টা চালিয়ে দীর্ঘ দুই বছর পর্যন্ত সকল কাগজপত্র যাচাই বাছাই করে একটি রায় প্রদান করেন। গত ১লা জুলাই ২০২২ খ্রিঃ তারিখে উভয় পক্ষের মধ্যে পূর্বের ন্যায় উত্তেজনা দেখা দিলে পার্শ্ববর্তী এলাকার গণ্যমান্য সালিশি ব্যক্তিরা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন এবং উপজেলা ভূমি অফিসের দায়েরকৃত মামলার রায় প্রদানের পূর্ব পর্যন্ত পূর্বের নামে মসজিদটি পরিচালনার জন্য লিখিত রায় প্রদান করেন।
উল্লেখ্য যে, সালিশগণের রায়ে সখড়া জামে মসজিদের নামে দলিল, পরচা, ব্যাংক একাউন্ট, বিদ্যুৎ বিলসহ একাধিক প্রমাণাদি রয়েছে। গত ০৭ এপ্রিল ২০২৩ খ্রিঃ বাদ জুম’আ সখড়া জামে মসজিদের অনুমান তিন বিঘা জমি প্রকাশ্যে নিলামের মাধ্যমে সখড়া গ্রামের ইসুব আলীর ছেলে নেজাম উদ্দিনকে সর্বোচ্চ মূল্যে (১৬ হাজার পাঁচশত) টাকায় সর্ব সম্মতিক্রমে এক বছরের জন্য ইজারা দেওয়া হয়। নেজাম উদ্দিন তাহার ইজারাকৃত জমি চাষাবাদ করতে গেলে এলংজুরী গ্রামের কয়েকজন লোক তাকে বাধা প্রদান করেন এবং তাকে মারধর করার হুমকি ধমকি প্রদর্শন করেন। এ বিষয়ে সখড়া, হালঘাট ও ইলাবাজ গ্রামের মুসল্লীরা একটি জরুরী বৈঠকের মাধ্যমে বিষয়টি জকিগঞ্জ থানায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য উদ্যোগ নেন। উক্ত বিষয়ে ০৯ আগস্ট ২০২৩ খ্রিঃ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়টি অবগত হয়ে ১০ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখে এলংজুরীর লোকজন মসজিদের চাষী জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করিলে এবং দাঙ্গা হাঙ্গামায় জড়ানোর পায়তারায় লিপ্ত হলে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম বলেন, মসজিদের নামকরণ ও জমি নিলামকে কেন্দ্র করে দুই পক্ষ মূখোমূখি অবস্থানে চলে গেলে, পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ বিষয়ে আগামীকাল সকাল ১০.০০ঘটিকার সময় জকিগঞ্জ থানায় উভয় পক্ষকে ডাকা হয়েছে।

#জকিগঞ্জ #বাংলাদেশ #চার্জশিট

12/08/2023






11/08/2023

এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান

১০০ বারের মতো পেছালো সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ।      #জকি...
08/08/2023

১০০ বারের মতো পেছালো সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ।

#জকিগঞ্জ #বাংলাদেশ #সাগর_রুনি_হত্যাকাণ্ড #চার্জশিট

স্কুল পালাতেন রবীন্দ্রনাথ। নজরুল তো বেশি পড়তেই পারলেন না। লালন বুঝলেনি না স্কুল কি জিনিস। অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গ...
04/08/2023

স্কুল পালাতেন রবীন্দ্রনাথ। নজরুল তো বেশি পড়তেই পারলেন না। লালন বুঝলেনি না স্কুল কি জিনিস। অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
অ্যান্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয় নি। ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”।
স্টিভ জবস শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।
ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাঁকে ক্লাসের বেঞ্চে বসতে দেয়া হতো না, কোন গাড়ি তাঁকে নিতো না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের ক্যাডেট কলেজে ভর্তির টাকা হাটুরেদের নিকট থেকে তুলে যোগাড় করেছিলেন তার চাচারা। গরু না থাকায় তিনি নিজে জমিতে লাঙ্গল টেনেছেন একসময়।
সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী'র চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মুঙ্গেশকরের কিংবা এ পি যে আবুল কালাম আজাদ এর ইতিহাস তো সবার জানা। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেল্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।
স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।
কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোন কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য আসবেই আজ অথবা কাল।
সংগৃহীত

#জকিগঞ্জ #বাংলাদেশ

     #জকিগঞ্জ        #বাংলাদেশ
28/07/2023

#জকিগঞ্জ #বাংলাদেশ

এস এস সি পরীক্ষা ২০২৩ এর জকিগঞ্জ উপজেলার সব  মাধ্যমিক  বিদ্যালয়ের ফলাফল।        #এসএসসি২০২৩        #এসএসসিরেজাল্ট২০২৩  #...
28/07/2023

এস এস সি পরীক্ষা ২০২৩ এর জকিগঞ্জ উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল।

#এসএসসি২০২৩ #এসএসসিরেজাল্ট২০২৩ #জকিগঞ্জ #জকিগঞ্জউপজেলা #মাধ্যমিকবিদ্যালয়

এলিটা কিংসলে কেবল বাংলাদেশ নয়,পুরো দক্ষিণ এশিয়াতেই ন্যাচারালাইজড প্রথম খেলোয়াড় ছিলেন।তখন বাফুফের সাহায্য ছাড়াই অনেকটা নি...
27/07/2023

এলিটা কিংসলে কেবল বাংলাদেশ নয়,পুরো দক্ষিণ এশিয়াতেই ন্যাচারালাইজড প্রথম খেলোয়াড় ছিলেন।তখন বাফুফের সাহায্য ছাড়াই অনেকটা নিজের প্রচেষ্টায় ২০১৬ তে আবেদন করে ২০২১ সালে পেয়েছিলেন নাগরিকত্ব।তাঁর দেখানো পথে আজ সুলেমান দিয়াবাতে সহ অনেক সম্ভাবনাময় খেলোয়াড় বাংলাদেশের খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখছেন।
ধন্যবাদ, এলিটা! ধন্যবাদ,বাংলাদেশের এলিটা! ❤️

#জকিগঞ্জ #জকিগঞ্জ_এক্সপ্রেস #জকিগঞ্জ_উপজেলা #বাফুফে #ফুটবল #বাংলাদেশ

নাজাত ফাউন্ডেশন এর আয়োজনে বৃত্তি ও সনদ প্রদানের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জকিগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ার...
24/07/2023

নাজাত ফাউন্ডেশন এর আয়োজনে বৃত্তি ও সনদ প্রদানের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জকিগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ( Abdus Sobur)।

উপজেলা অডিটোরিয়াম, জকিগঞ্জ
২৪ জুলাই. ২০২৩. রোজ. সোমবার।

#জকিগঞ্জ_এক্সপ্রেস #জকিগঞ্জ #জকিগঞ্জ_উপজেলা

24/07/2023

জকিগঞ্জ - আটগ্রাম সড়কে বেহাল অবস্থা!

#জকিগঞ্জ #এলজিইডি
#জকিগঞ্জ_এক্সপ্রেস

জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ করতে দ্বৈততা পরিহারের জন্য পিতা মাতার জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক করার প্রক্রিয়া চালু হচ্ছে। ...
24/07/2023

জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ করতে দ্বৈততা পরিহারের জন্য পিতা মাতার জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক করার প্রক্রিয়া চালু হচ্ছে।

#জকিগঞ্জ_এক্সপ্রেস

#জন্মসনদ #মৃত্যুসনদ

18/07/2023

সিলেট 🚒 জকিগঞ্জ রোড

#জকিগঞ্জ

জকিগঞ্জ কাস্টমস স্টেশন #জকিগঞ্জ
18/07/2023

জকিগঞ্জ কাস্টমস স্টেশন

#জকিগঞ্জ

04/12/2022

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when The Jokigonj Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share