Kazi. Farm ,,Limited

Kazi. Farm ,,Limited Bangladeshi official

অতিগরমে হুমকির মুখে পোল্ট্রি শিল্প: মরছে মুরগি, কমছে ডিমের উৎপাদন
24/04/2024

অতিগরমে হুমকির মুখে পোল্ট্রি শিল্প: মরছে মুরগি, কমছে ডিমের উৎপাদন

প্রচন্ড গরম বা দাবদাহ যেন প্রকৃতিরই একটা প্রতিশোধ! গাছপালা কেটে ফেলা ও জলবায়ু পরিবর্তন এর জন্য দায়ী!অথচ পাখি পাখি প্রে...
24/04/2024

প্রচন্ড গরম বা দাবদাহ যেন প্রকৃতিরই একটা প্রতিশোধ! গাছপালা কেটে ফেলা ও জলবায়ু পরিবর্তন এর জন্য দায়ী!অথচ পাখি পাখি প্রেমিক সোসাইটি দীর্ঘদিন থেকেই হবিগঞ্জের ২৩ টি চা বাগানে বনজ-ফলজ বৃক্ষ রোপনের প্রকল্প দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে!
আসুন বনের স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করি!

লাল সাবেক সাদা ১০ টাকা কমছে  ২২/৪/২০২৪
22/04/2024

লাল সাবেক সাদা ১০ টাকা কমছে ২২/৪/২০২৪

২১-৪-২৪ রবিবার লাল ১০ টাকা কমছে সাদা ২০ টাকা কমছে।
21/04/2024

২১-৪-২৪ রবিবার
লাল ১০ টাকা কমছে
সাদা ২০ টাকা কমছে।

20/04/2024

আগামী ২৫ এপ্রিল মুরগি ও ডিমের যে দাম এই পেইজ থেকে ঘোষণা করব তা বাস্তবায়ন করার দায়িত্ব সরকার সাধারণ জনগণ ও প্রান্তিক খামারিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে Kazi. Farm ,,Limited

২০-৪-২৪ শনিবার লাল ২০ টাকা কমছে সাদা ৩০ টাকা কমছে।
20/04/2024

২০-৪-২৪ শনিবার
লাল ২০ টাকা কমছে
সাদা ৩০ টাকা কমছে।

১৯-৪-২৪ শুক্রবার লাল সাদা ২০ টাকা কমছে।
19/04/2024

১৯-৪-২৪ শুক্রবার
লাল সাদা ২০ টাকা কমছে।

১৭/০৪/২০২৪,আজকে তেজগাঁও ডিম মালিক সমিতির নির্ধারিত ডিমের বাজার: লাল ৪০টাকা  এবং সাদা ৩০টাকা বেড়েছে।খুচরা বিক্রয় মূল্য :...
17/04/2024

১৭/০৪/২০২৪,আজকে তেজগাঁও ডিম মালিক সমিতির নির্ধারিত ডিমের বাজার: লাল ৪০টাকা এবং সাদা ৩০টাকা বেড়েছে।

খুচরা বিক্রয় মূল্য :
হালি ৪০টাকা
ডজন ১১৫টাকা

#নিয়মিত বাজার জানতে পেজটি ফলো করুন।

আজকের ডিমের বাজার লাল এবং সাদা ২০ টাকা বাড়ছে। লাল ৯০০ সাদা ৮৬০। ১৬/৪/২০২৪প্রতিদিন বাজারের আপডেট পেতে👍 পেজটি ফলো করুন
16/04/2024

আজকের ডিমের বাজার লাল এবং সাদা ২০ টাকা বাড়ছে। লাল ৯০০ সাদা ৮৬০। ১৬/৪/২০২৪
প্রতিদিন বাজারের আপডেট পেতে👍 পেজটি ফলো করুন

আলহামদুলিল্লাহ ই*স*রা*ই*ল*কে ভালোবাসা ❤️ দিলো ই*রা*নঈদের আনন্দ উপভোগ করলাম।
15/04/2024

আলহামদুলিল্লাহ
ই*স*রা*ই*ল*কে ভালোবাসা ❤️ দিলো ই*রা*ন
ঈদের আনন্দ উপভোগ করলাম।

১৫/০৪/২০২৪,আজকে তেজগাঁও ডিম মালিক সমিতির নির্ধারিত ডিমের বাজার: লাল ২০টাকা বেড়েছে,সাদা ১০টাকা বেড়েছে।খুচরা বিক্রয় মূল্য...
15/04/2024

১৫/০৪/২০২৪,আজকে তেজগাঁও ডিম মালিক সমিতির নির্ধারিত ডিমের বাজার: লাল ২০টাকা বেড়েছে,
সাদা ১০টাকা বেড়েছে।

খুচরা বিক্রয় মূল্য :
হালি ৪০টাকা
ডজন ১১৫টাকা

#নিয়মিত বাজার জানতে পেজটি ফলো করুন।

অলিপুর, প্রাণ- আর এফ এল কোম্পানিতে আগুন।হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ড!! আল্লাহ সবাইকে হেফাজত করুন। 🤲
10/04/2024

অলিপুর, প্রাণ- আর এফ এল কোম্পানিতে আগুন।
হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ড!! আল্লাহ সবাইকে হেফাজত করুন। 🤲

 #নিয়মিত ০৯/০৪/২০২৪,আজকে ডিম মালিক সমিতির নির্ধারিত ডিমের বাজার: লাল,সাদা সাবেক। #সাবেক বাজার আজ।খুচরা বিক্রয় মূল্য :হ...
09/04/2024

#নিয়মিত ০৯/০৪/২০২৪,আজকে ডিম মালিক সমিতির নির্ধারিত ডিমের বাজার: লাল,সাদা সাবেক।
#সাবেক বাজার আজ।

খুচরা বিক্রয় মূল্য :
হালি ৩৬টাকা
ডজন ১০৮টাকা
কেস ২৭০টাকা
শতক ৮৯০/

#নিয়মিত বাজার জানতে পেজটি ফলো করুন

 #নিয়মিত ০৮/০৪/২০২৪,আজকে ডিম মালিক সমিতির নির্ধারিত ডিমের বাজার: লাল,সাদা সাবেক। #সাবেক বাজার আজ।খুচরা বিক্রয় মূল্য :হ...
08/04/2024

#নিয়মিত ০৮/০৪/২০২৪,আজকে ডিম মালিক সমিতির নির্ধারিত ডিমের বাজার: লাল,সাদা সাবেক।
#সাবেক বাজার আজ।

খুচরা বিক্রয় মূল্য :
হালি ৩৬টাকা
ডজন ১০৮টাকা
কেস ২৭০টাকা
শতক ৮৯০/

#নিয়মিত বাজার জানতে পেজটি ফলো করুন

০৭/০৪/২০২৪,আজকে  ডিম মালিক সমিতির নির্ধারিত ডিমের বাজার: লাল,সাদা সাবেক। #সাবেক বাজার আজ।খুচরা বিক্রয় মূল্য :হালি ৩৬টাক...
07/04/2024

০৭/০৪/২০২৪,আজকে ডিম মালিক সমিতির নির্ধারিত ডিমের বাজার: লাল,সাদা সাবেক।
#সাবেক বাজার আজ।

খুচরা বিক্রয় মূল্য :
হালি ৩৬টাকা
ডজন ১০৮টাকা
কেস ২৭০টাকা
শতক ৮৯০/

#নিয়মিত বাজার জানতে পেজটি ফলো করুন

06/04/2024

আজ রমাদানের শেষ দশকের একটি বিজোড় রাত। হাদীস শরীফের বর্ণনানুযায়ী আজও হতে পারে মহিমান্বিত লাইলাতুল ক্বদর। ক্বদরের ইবাদত হোক সুন্নাহের আলোয় উদ্ভাসিত ও বিদআত থেকে মুক্ত। শুধু ২৭ রমাদানই শবে ক্বদর হিসাবে ইবাদত নয়, বরং রমাদানের শেষ দশকের প্রতিটি রাতেই শবে ক্বদরের জন্য বাড়তি নামাজ, কুরআন তিলাওয়াত ও ইবাদতে সময় দেয়া উচিত।

আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন,

ইয়া রাসূলাল্লাহ! আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কি দুআ’ পড়বো?

তিনি (রাসূল [সাঃ]) বলেনঃ তুমি বলবে,

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

"হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও"

সুনানে ইবনে মাজাহ ৩৮৫০

জামে আত-তিরমিযির একটি হাদীস থেকে উক্ত দুআটি একটি বাড়তি শব্দ সহকারে পাওয়া যায়। দুআটি হচ্ছেঃ

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

"হে আল্লাহ! তুমি সম্মানিত ক্ষমাকারী, তুমি মাফ করতেই পছন্দ কর, অতএব তুমি আমাকে মাফ করে দাও"

তিরমিযি ৩৫১৩

রমাদানে গুনাহ মাফ করানোর গুরুত্বের ব্যাপারে নিচের হাদীসটি আমরা সকলেই জানি।

জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাঃ) মিম্বারে উঠলেন। তিনি প্রথম সিঁড়িতে উঠে বলেনঃ আমীন। তিনি দ্বিতীয় সিঁড়িতে উঠেও বলেনঃ আমীন। তিনি তৃতীয় সিঁড়িতে উঠেও বলেনঃ আমীন। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলাল্লাহ আমরা আপনাকে তিনবার আমীন বলতে শুনলাম।

তিনি বলেনঃ আমি প্রথম সিঁড়িতে উঠতেই জিবরাঈল (আবু দাউদ) এসে বলেন, দুর্ভাগ্য সেই ব্যক্তির যে রমযান মাস পেলো এবং তা শেষ হয়ে যাওয়া সত্বেও তার গুনাহর ক্ষমা হলো না। আমি বললামঃ আমীন।

অতঃপর দ্বিতীয় ধাপে উঠতেই তিনি বলেন, দুর্ভাগ্য সেই ব্যক্তির যে নিজ পিতা-মাতা উভয়কে অথবা তাদের একজনকে বৃদ্ধাবস্থায় পেলো, অথচ তারা তাকে বেহেশতে প্রবেশ করালো না। আমি বললামঃ আমীন।

অতঃপর তৃতীয় ধাপে উঠতেই তিনি বলেন, দুর্ভাগ্য সেই ব্যক্তির যার নিকট আপনার উল্লেখ হলো, অথচ সে আপনার প্রতি দুরূদ পড়েনি। আমি বললামঃ আমীন।

আদাবুল মুফরাদ ৬৪৮, হাদীসের মানঃ সহীহ

অর্থাৎ আমরা যদি রমাদান পেয়েও আল্লাহর থেকে ক্ষমা লাভ করতে না পরি তাহলে আমাদের দুর্ভাগ্যের জন্য স্বয়ং রাসূল (সা) সমর্থন দিয়ে "আমীন" বলে গেছেন। আমরা কি এর মর্মার্থ অনুধাবন করতে পারি? এলাকার একজন এমপি সাহেব বা সংসদের একজন মন্ত্রী যদি আমাদেরকে দুর্ভাগা বলেন বা আমাদের দুর্ভাগ্যের জন্য সমর্থন দেন আমরা কতই না পেরেশান হয়ে পড়ব! কিন্তু এখানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি যেই লোকদেরকে দুর্ভাগা বলেছেন আমরা সেই দলে পড়ে যাচ্ছি না তো? আমরা কি আমাদের গুনাহ মাফ করাতে পেরেছি?

রমাদানের ২০ দিন চলেই গেল। আমরা কেউই জানি না আগামী রমাদান পর্যন্ত আমরা বেঁচে থাকব কিনা। আবার আরেকটি রমাদানে আমাদের গুনাহগুলোকে মাফ করাতে পারব কিনা। তাই এই রমাদানকেই জীবনের শেষ রমাদান হিসাবে চিন্তা করি। গুনাহ মাফ করানোর জন্য রমাদানের শেষ ১০ দিনকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করি। যারা প্রথম দিকে তারাবীহ সালাত পড়তে অলসতা করেছি অন্তত এই ১০ দিন পড়ি। এই ১০ দিন আগের চেয়ে একটু বেশি কুরআন তিলাওয়াত ও দান সাদাকা করি। আল্লাহর রাসূল (সা) যেই দুআ শিখিয়ে দিয়েছেন সেই দুআ বারবার পড়ি। দুআর অর্থ বুঝি। অন্তর থেকে উপলব্ধি করে দুআ করি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেনই!

এই পবিত্র সময়গুলো আমরা ফেসবুক বা ইউটিউবে অযথা ঘুরে না বেড়াই। আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট করার জন্য ফেসবুক-মেসেঞ্জার আর ইউটিউব বর্তমান সময়ের সবচেয়ে বড় মাধ্যম। আমাদের ফোকাস নষ্ট করে সব কাজে ডেস্ট্রাকশন তৈরি করার জন্য এগুলোর জুড়ি নেই। ফেসবুকে আপনি হয়ত আপনার জন্য কাজের বা মূল্যবান ৫% জিনিস পাচ্ছেন। বাকি ৯৫% সময় নষ্ট হওয়া ছাড়া আর কিছু না। নিজেকে ফ্রেন্ডলিস্টের শত শত হাজার হাজার মানুষের কাছে এমন cheap বা সস্তা বানিয়ে না ফেলি যে, কেউ চাইলেই যে কোনো মুহূর্তে আমাকে reach করতে পারে! চাহিবা মাত্রই যেন আমি আমার কাজ ফেলে ফেসবুকে-মেসেঞ্জারে চলে না যাই। প্রতি দিন কত ঘন্টা মেসেঞ্জার বা ফেসবুকে ব্যয় করছি আর সেগুলো আসলে কতটুকু আমাদের ইহলৌকিক বা পরলৌকিক কাজে আসছে তা চিন্তা করার সময় এসেছে। আমরা একটা কাগজে লিখে রাখতে পারি দৈনিক আনুমানিক ফেসবুক ব্যবহারের সময়। সপ্তাহ শেষে দেখতে পারি পুরো সপ্তাহে কয় ঘন্টা ফেসবুক ইউজ করলাম, কয় ঘন্টা কুরআন পড়লাম আর কয় ঘন্টা ইসলামকে জানার জন্য বই পুস্তক পড়লাম।

তাই আসুন, আমরা রমাদানের এই শেষ ১০টা দিন অন্তত সোশ্যাল মিডিয়ার ব্যবহারকে সীমিত করি। প্রতি বিজোড় রাতে শবে ক্বদরের উদ্দেশ্যে সাধ্যমত তাহাজ্জুদ পড়ি, কুরআন পড়ি, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করি। সাধ্য মত ইতিকাফ করি। শেষ দশকে আমাদের টার্গেট হোক একটাই! আমাদের সকল গুনাহ থেকে মুক্তি!

আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে মুক্ত করে দিন। আমীন।

০৫/০৪/২০২৪,আজকে তেজগাঁও ডিম মালিক সমিতির নির্ধারিত ডিমের বাজার: লাল,সাদা ১০টাকা কমেছে.. #১০টাকা কমেছে...খুচরা বিক্রয় মূ...
05/04/2024

০৫/০৪/২০২৪,আজকে তেজগাঁও ডিম মালিক সমিতির নির্ধারিত ডিমের বাজার: লাল,সাদা ১০টাকা কমেছে..
#১০টাকা কমেছে...

খুচরা বিক্রয় মূল্য :
হালি ৩৬টাকা
ডজন ১০৮টাকা
কেস ২৭০টাকা
শতক ৮৯০/

#নিয়মিত বাজার জানতে পেজটি ফলো করুন।

ডিম মালিক সমিতির নির্ধারিত বাজার     ০৪/০৪/২০২৪ আজকে ডিমের বাজার লাল,ও সাদা সাবেক বাজার খুচরা বিক্রয় মূল্য :হালি ৪০টাকা...
04/04/2024

ডিম মালিক সমিতির নির্ধারিত বাজার ০৪/০৪/২০২৪ আজকে ডিমের বাজার লাল,ও সাদা সাবেক বাজার

খুচরা বিক্রয় মূল্য :
হালি ৪০টাকা
ডজন ১২০টাকা
কেস ২৮০টাকা
শতক ৯০০ টাকা
#নিয়মিত বাজার জানতে পেজটি ফলো করুন।

ডিম মালিক সমিতির নির্ধারিত বাজার     ০৩/০৪/২০২৪ আজকে ডিমের বাজার লাল,ও সাদা সাবেক বাজার খুচরা বিক্রয় মূল্য :হালি ৪০টাকা...
03/04/2024

ডিম মালিক সমিতির নির্ধারিত বাজার ০৩/০৪/২০২৪ আজকে ডিমের বাজার লাল,ও সাদা সাবেক বাজার

খুচরা বিক্রয় মূল্য :
হালি ৪০টাকা
ডজন ১২০টাকা
কেস ২৮০টাকা
শতক ৯২০ টাকা
#নিয়মিত বাজার জানতে পেজটি ফলো করুন।

ডিম মালিক সমিতির নির্ধারিত বাজার     ০২/০৪/২০২৪ আজকে ডিমের বাজার লাল,১৫ টাকা ও সাদা শতকরা ০৫টাকা করে কমেছে খুচরা বিক্রয়...
02/04/2024

ডিম মালিক সমিতির নির্ধারিত বাজার ০২/০৪/২০২৪ আজকে ডিমের বাজার লাল,১৫ টাকা ও সাদা শতকরা ০৫টাকা করে কমেছে


খুচরা বিক্রয় মূল্য :
হালি ৩৮টাকা
ডজন ১১২টাকা
কেস ২৮০টাকা
শতক ৮৯০ টাকা
#নিয়মিত বাজার জানতে পেজটি ফলো করুন।

"জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি"কাজী ফার্মস-এ জরুরী ভিত্তিতে লোকবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের থেকে আবেদনপত্র আহ্বান করা ...
01/04/2024

"জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি"
কাজী ফার্মস-এ জরুরী ভিত্তিতে লোকবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: এপ্রিল ১৫, ২০২৪।

মাশাল্লাহ, ডিমের বাজার লাল এবং সাদা সাবেক । ৩১/০৩/২৪ ইং 👍Following page
31/03/2024

মাশাল্লাহ, ডিমের বাজার লাল এবং সাদা সাবেক । ৩১/০৩/২৪ ইং 👍Following page

মাশাল্লাহ, ডিমের বাজার লাল এবং সাদা ৩০ টাকা বাড়ছে। ৩০/০৩/২৪ ইং 👍Following page
30/03/2024

মাশাল্লাহ, ডিমের বাজার লাল এবং সাদা ৩০ টাকা বাড়ছে। ৩০/০৩/২৪ ইং 👍Following page

প্রতি বছরের ন্যায় এ বছরও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ফিতরার একটি হিসাব প্রকাশ করা হয়েছে। যার সর্বোচ্চ ২৯৭০ টাকা ও সর্ব...
29/03/2024

প্রতি বছরের ন্যায় এ বছরও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ফিতরার একটি হিসাব প্রকাশ করা হয়েছে। যার সর্বোচ্চ ২৯৭০ টাকা ও সর্বনিম্ন পরিমাণ ১১৫ টাকা। চলুন জেনে নিই আমরা কোন পরিমাণ দিয়ে ফিতরা আদায় করব।

২০২৪ সালের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষিত ফিতরার পরিমাণ
পণ্যের নাম পরিমাণ মূল্য
যব ৩.৩ কেজি ৪০০ টাকা
খেজুর ৩.৩ কেজি ২৪৭৫ টাকা
পনির ৩.৩ কেজি ২৯৭০ টাকা
কিসমিস ৩.৩ কেজি ২১৪৫ টাকা
গম/আটা ১.৬৫ কেজি ১১৫ টাকা
ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজারমূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ওই পণ্যগুলোর যেকোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবে। পণ্যসমূহের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। তাই স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে। অর্থাৎ উপরের টাকার পরিমাণই চূড়ান্ত ও ফিক্সড নয়। বরং স্থানীয় বাজার মূল্যে কোয়ালিটি অনুযায়ী পণ্যের মূল্য দিয়েও ফিতরা আদায় করা যাবে।

সব অঞ্চলে সব পণ্যের দাম একরকম থাকে না। আবার একই অঞ্চলে একই পণ্য বিভিন্ন মানেরও পাওয়া যায়। উপরোক্ত যে কোনো একটি পণ্যের (তা যে মানেরই হোক) স্থানীয় বাজার মূল্য হিসাব করে ফিতরা আদায় করলেও চলবে। তবে এতটুকু মনে রাখতে হবে, আটা বা গম দিয়ে হিসাব করলে ১ কেজি ৬৫০ গ্রাম আর অন্যগুলো দিয়ে হিসাব করলে ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য হিসাব করতে হবে। এটা একজনের ফিতরা।

প্যাকেটজাত আটা বর্তমান বাজারমূল্য ৬৮ টাকা কেজি হিসেবে জনপ্রতি ফিতরা দাড়ায় ১১২.২ টাকা, যা রাউন্ডফিগারে ১১৫ টাকা বলা যায়। যদি কোনো এলাকায় ৬০ টাকায় খোলা আটা পাওয়া যায়, তবে সেখানকার কেউ চাইলে এ মূল্য হিসেবে ৯৯ বা ১০০ টাকা ফিতরা আদায় করতে পারবেন।

মূল্যের তারতম্য বেশি হয় খেজুরের ক্ষেত্রে। ইসলামিক ফাউন্ডেশন থেকে খেজুরের মূল্য প্রতি কেজি ৭৫০ টাকা ধরে ফিতরা নির্ধারণ করা হয়েছে ২৪৭৫ টাকা। অথচ বাজারে এর চেয়ে আরও অনেক বেশি মূল্যের খেজুর যেমন রয়েছে, আছে অনেক কম মূল্যের খেজুরও। অনেকেই এমন আছেন, যারা সর্বনিম্ন পরিমাণে ফিতরা আদায় করতে চান না, আবার ৭৫০ টাকা কেজির খেজুরের হিসাবেও ফিতরা আদায় করার সামর্থ্য রাখেন না। তারা চাইলে আরও কম মূল্যের খেজুর দিয়েও ফিতরা আদায় করতে পারেন। কেউ যদি ২০০ টাকা কেজি মূল্যের খেজুর দিয়ে ফিতরা আদায় করতে চান, তবে তিনি ৬৬০ টাকা আদায় করতে পারেন। আবার যাদের সামর্থ্য বেশি আছে, তারা চাইলে ১০০০ বা ১২০০ টাকা মূল্যের খেজুর দিয়েও ফিতরা হিসাব করতে পারেন। সেক্ষেত্রে জনপ্রতি ফিতরা হবে ৩৩০০ টাকা বা ৩৯৬০ টাকা। এভাবে হিসাব করে খুব সহজেই আমরা খেজুরের মূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারি।

নিচে অনলাইন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি খেজুরের মূল্য অনুযায়ী ফিতরার পরিমানের স্যাম্পল তুলে ধরা হলো:

খেজুরের নাম ১ কেজির মূল্য ফিতরার পরিমাণ
(৩.৩ কেজির মূল্য)
গলা বা বাংলা খেজুর 200 660
জাহিদী 240 792
বরই 440 1452
দাব্বাস 450 1485
কালমি মরিয়ম 800 2640
সুক্কারী 970 3201
আজওয়া 1800 5940
আজওয়া আলিয়া 2500 8250
একইভাবে কিসমিস-যব-পনির দিয়ে আদায় করতে চাইলেও ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত হারেই ফিতরা দিতে হবে- এটা জরুরি নয়। বরং আমরা যে পণ্য দিয়ে ফিতরা আদায় করতে চাই, সেটার যে কোনো একটি মানের বাজারমূল্য অনুসারে ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য আদায় করলেই তা ঐ পণ্য দিয়ে ফিতরা আদায় হয়েছে বলে গণ্য হবে।

তাই আসুন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ পরিমাণ ফিতরা আদায় করি। রমজান মাসে তো আমরা এমনিতেই কিছু দান করি। এ দান নফল, কিন্তু ফিতরা ওয়াজিব। আর নফল দান সাদাকার চেয়ে ওয়াজিব দানের সওয়াব অনেক অনেক গুণ বেশি। তাই বেশি মূল্যমানের পণ্য দিয়ে ফিতরা আদায়ের চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। আমীন।

ফিতরার পরিমাণ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানতে আমাদের ওয়েবসাইট থেকে এই পোস্টগুলো পড়তে পারেন:

২৯/০৩/২০২৪ আজকে ডিমের বাজার লাল,সাদা সাবেক। #তেঁজগাও বাজার-খুচরা বিক্রয় মূল্য :হালি ৩৬টাকাডজন ১০৮টাকাকেস ২৭০ টাকা শতক ৮...
29/03/2024

২৯/০৩/২০২৪ আজকে ডিমের বাজার লাল,সাদা সাবেক।
#তেঁজগাও বাজার-

খুচরা বিক্রয় মূল্য :
হালি ৩৬টাকা
ডজন ১০৮টাকা
কেস ২৭০ টাকা
শতক ৮৯০

#নিয়মিত বাজার জানতে পেজটি ফলো করুন।

আমাদের ঠিকানা:খিলক্ষেত ঢাকা।

২৮/০৩/২০২৪ আজকে ডিমের বাজার লাল,সাদা ২০ টাকা কমেছে #নিয়মিত বাজার জানতে পেজটি ফলো করুন।ঠিকানা:খিলক্ষেত ঢাকা।
28/03/2024

২৮/০৩/২০২৪ আজকে ডিমের বাজার লাল,সাদা ২০ টাকা কমেছে

#নিয়মিত বাজার জানতে পেজটি ফলো করুন।

ঠিকানা:খিলক্ষেত ঢাকা।

লাল সাদা দুটোই ১০ টাকা কমছে ২৭-৩-২৪ বুধবার
27/03/2024

লাল সাদা দুটোই ১০ টাকা কমছে
২৭-৩-২৪ বুধবার

২৬/০৩/২০২৪ ইং,আজকে তেজগাঁও সমিতির দ্বারা নির্ধারিত ডিমের বাজার- লাল,১০ টাকা কমছে , সাদা #সাবেক বাজার আজ।খুচরা মূল্য :লাল...
26/03/2024

২৬/০৩/২০২৪ ইং,আজকে তেজগাঁও সমিতির দ্বারা নির্ধারিত ডিমের বাজার- লাল,১০ টাকা কমছে , সাদা
#সাবেক বাজার আজ।
খুচরা মূল্য :
লাল- হালি ৪০টাকা, ডজন ১২০টাকা,কেস ২৯০/
১০০পিস ৯৪০/
পাইকারী নিলে কম আছে।
#নিয়মিত আপডেট পেতে আমাদের পেইজটি ফলো দিন।
#পাইকারী #ডিম

25/03/2024

২৫/০৩/২০২৪ ইং
আজকে ডিমের বাজার লাল এবং সাদা সাবেক।
🥚🥚🥚

Address

Habiganj
SYLHET

Alerts

Be the first to know and let us send you an email when Kazi. Farm ,,Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi. Farm ,,Limited:

Videos

Share