14/01/2025
প্রাপ্তি বা স্বীকৃতি ক্ষণস্থায়ী।
সময়ের আবর্তে নিজের কাছেও তা এক সময় হয়ে যায় মূল্যহীন। তারপরও আমরা অর্জনের গর্জনে প্রকম্পিত করে তুলতে চাই চারপাশ। অথচ মুহূর্তে শেষ হয়ে যেতে পারে সবকিছু। ভাবনাতে আসে না তা কারোর; কোনভাবে।
ছবিটি ফেসবুক থেকে নেয়া। ক্যালিফোর্নিয়াতে পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপের মাঝে খুঁজে পাওয়া কোন অস্কার বিজয়ী তারকার মহামূল্যবান প্রাপ্তি।