02/01/2022
যেকোন ভর্তি পরীক্ষায় এগুলো থেকে নূন্যতম একটি/দুইটি প্রশ্ন এসে থাকে-
#বাংলা
√ স্বরবর্ণ - 11টি
√ ব্যঞ্জনবর্ণ - 39 টি
√ মৌলিক স্বরধ্বনি - 7 টি
√ যৌগিক স্বরধ্বনি--২টি
যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ >> ২৫টি।(
√ হ্রসস্বর স্বরধ্বনি - 4 টি
√ দীর্ঘস্বর স্বরধ্বনি - 7টি
√ মাত্রাহীন - 10 টি
√ অর্ধমাত্রা - 8 টি
√ পূর্ণমাত্রা - 32 টি
√ কার - 10 টি
√ স্পর্শবর্ণ - 25 টি
বাংলা বর্ণমালায় মোট বর্ণ
আছে ৫০টি।(স্বরবর্ণ ১১টি + ব্যঞ্জণবর্ণ
৩৯টি)
বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ
১১টি(হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি)
বাংলা বর্ণমালায় মোট
ব্যঞ্জণবর্ণ ৩৯টি(প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪
টি)
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রাযুক্
তবর্ণ আছে ৩২টি (স্বরবর্ণ ৬টি +
ব্যঞ্জণবর্ণ ২৬টি)
বাংলা বর্ণমালায়
অর্ধমাত্রাযুক্তবর্ণ আছে ৮টি (স্বরবর্ণ
১টি + ব্যঞ্জণবর্ণ ৭টি)
বাংলা বর্ণমালায় মাত্রাহীন
বর্ণআছে ১০টি ( ব্যঞ্জণবর্ণ ৬টি +
স্বরবর্ণ৪টি)
বাংলা বর্ণমালায় হসন্ত/হলন্ত
বর্ণবলা হয় ক্, খ্, গ্ এধরণের বর্ণকে
বাংলা বর্ণমালায় অর্ধস্বর ২টি
(য,ব)
বাংলা বর্ণমালায় কার আছে এমন
স্বরবর্ণ ১০টি (“অ” ছাড়া)
বাংলা বর্ণমালায় ফলা আছে এমন
ব্যঞ্জণবর্ণ ৫টি (ম, ন, ব,য, র) { সৌমিত্র
শেখরের বই যে ৬টি । যেমন: ন, ম, য,
র ল, ব
বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি/
বর্গীয় ধ্বনি আছে ২৫টি (ক থেকে ম
পর্যন্ত)
বাংলা বর্ণমালায় কন্ঠ/
জিহবামূলীয়ধ্বনি আছে ৫টি (“ক”
বর্গীয়ধ্বনি)
বাংলা বর্ণমালায় তালব্য ধ্বনি
আছে৮টি (“চ” বর্গীয় ধ্বনি + শ,য, য়)
বাংলা বর্ণমালায় মূর্ধন্য/পশ্চা
ৎদন্তমূলীয় ধ্বনি আছে ৯টি (“ট”
বর্গীয়ধ্বনি + ষ, র, ড়, ঢ়)
বাংলা বর্ণমালায় দন্ত্য ধ্বনি
আছে৭টি (“ত” বর্গীয় ধ্বনি + স,ল)
বাংলা বর্ণমালায় ওষ্ঠ্য ধ্বনি
আছে৫টি (“প” বর্গীয় ধ্বনি)
বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি
আছে১৪টি (প্রতি বর্গের ১ম ও ২য়
ধ্বনি + ঃ, শ, ষ, স)
বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি
আছে১১টি (প্রতি বর্গের ৩য় ও ৪র্থ
ধ্বনি + হ)
বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ
ধ্বনিআছে ১৩টি (প্রতি বর্গের ১ম ও
৩য় ধ্বনি + শ, ষ, স)
বাংলা বর্ণমালায় মহাপ্রাণ
ধ্বনিআছে ১১টি (প্রতি বর্গের ২য় ও
৪র্থ ধ্বনি + হ)
বাংলা বর্ণমালায় নাসিক্য/
অনুনাসিকধ্বনি আছে ৮টি (প্রতি
বর্গের ৫ম ধ্বনি + ং, ৺, ও)
বাংলা বর্ণমালায় উষ্ম/শিষ
ধ্বনি৪টি (শ, ষ, স, হ)
বাংলা বর্ণমালায় অন্তঃস্থ
ধ্বনি৪টি (ব, য, র, ল)
বাংলা বর্ণমালায় পার্শ্বিক
ধ্বনি১টি (ল)
বাংলা বর্ণমালায় কম্পনজাত
ধ্বনি১টি (র)
বাংলা বর্ণমালায় তাড়নজাত
ধ্বনি১টি (ড়, ঢ়)
বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী
ধ্বনি৩টি (ং, ঃ, ৺)
বাংলা বর্ণমালায় অযোগবাহ
ধ্বনি২টি (ং, ঃ)
বাংলা বর্ণমালায় যৌগিক
স্বরজ্ঞাপকধ্বনি ২টি (ঐ, ঔ)
বাংলা বর্ণমালায় খন্ডব্যঞ্জণধ্বন
ি ১টি (ৎ)
বাংলা বর্ণমালায় নিলীন ধ্বনি
১টি(অ)
রেফারেন্স বুক, বাংলা ২য় পএ MCQগাইডলাইন।
বাংলা ২য় পএMCQগাইডলাইন বইটি বাংলাদেশের সকল জেলা শহরের জনপ্রিয় লাইব্রেরি তে পাওয়া যাচ্ছে।
এছাড়াও অনলাইনে রকমারি তে অডার্র করে নিতে পারবা, বাংলা ২য় পএ MCQগাইডলাইন।