JOB BANK

JOB BANK Welcome to Job Bank page. Stay tuned by liking the page.

07/12/2023

এবারের প্রাথমিকে ৭৫ মার্কের লিখিত ও ২৫ মার্কের ভাইভা হবে।
*এবার বুয়েটের সয়হায়তায় সেনাবাহিনীর ছাপাখানা থেকে প্রশ্ন ছাপানো হয়েছে।
* প্রশ্ন কর্তা মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা নয় ভিন্ন কোন শিক্ষা বিশেষজ্ঞ। এবং তিনি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অভ্যন্তরীণ কক্ষে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকবেন।
*দশদিনের মধ্য রেজাল্ট প্রকাশিত হবে এবং একমাসের মধ্য ভাইবা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষাসচিব ফরিদ আহাম্মদ বলেন, ‘শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রথমবারের মতো বুয়েটের কারিগরি সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে তাদের প্রিন্টিং প্রেস থেকে প্রশ্নপত্র ছাপানো হয়েছে। প্রতি জেলায় একটি করে মোট ১৮ সেট প্রশ্ন প্রণয়ন করার পর সেখান থেকে দৈবচয়নের মাধ্যমে একজন কর্মকর্তাকে প্রশ্নপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। যিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাইরের। ওই প্রশ্নকারী কর্মকর্তাকে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইসমুক্ত করে একটি নির্দিষ্ট কক্ষে অন্তরীণ রাখা হয়েছে। পরীক্ষা পর্যন্ত তাঁকে এ অবস্থায় রাখা হবে।’

09/11/2023


হাজারো ফুলের মাঝে একটি গোলাপ 😁 #হিরোআলম
08/11/2023

হাজারো ফুলের মাঝে একটি গোলাপ 😁
#হিরোআলম



To day best photo ☘️❤️💚
07/11/2023

To day best photo ☘️❤️💚

দুটো ইন্ডাস্ট্রি খুবই জনপ্রিয় যে দুটো ইন্ডাস্ট্রি শুধু আগামী ১০-১৫ বছর এবং মানব সভ্যতা যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত ব...
04/08/2023

দুটো ইন্ডাস্ট্রি খুবই জনপ্রিয় যে দুটো ইন্ডাস্ট্রি শুধু আগামী ১০-১৫ বছর এবং মানব সভ্যতা যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত ব্যবসাগুলো জনপ্রিয় থাকবে।

হেলথ ইন্ডাস্ট্রি
ফাইন্যান্সিং ইন্ডাস্ট্রি
এই দুটো ইন্ডাস্ট্রির ভিতরে আরও অসংখ্য ছোট ছোট ব্যবসা রয়েছে যেগুলো বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং আগামী 10 থেকে 15 বছরে আরো জনপ্রিয় হবে।

যেমন: হেলথ ইন্ডাস্ট্রির ভিতরে কিছু ছোট ছোট ব্যবসা হচ্ছে -

ফিটনেস এক্সেসরিজ
জিমনেসিয়াম
অর্গানিক ফুডস
ক্লাউড কিচেন
কুইক সার্ভিস রেস্টুরেন্ট
মেডিকেল এবং মেডিসিন
ফিটনেস ট্রেনিং অ্যাট হোম ইত্যাদি
যেমন: ফাইন্যান্সিং ইন্ডাস্ট্রির ভিতরে কিছু ছোট ছোট ব্যবসা হচ্ছে-

অ্যাডভান্স POS সিস্টেম
মাইক্রো ফাইন্যান্স
ক্রউডফান্ডিং প্লাটফর্মস
মোবাইল পেমেন্টস
পেমেন্ট গেটওয়ে
ক্রেডিট কার্ড
মর্টগেজ ইত্যাদি
আর এই দুটো ইন্ডাস্ট্রির যেকোনো বিজনেসকে আপনি যদি শক্তিশালীভাবে দীর্ঘদিনের জন্য পরিচালনা করতে চান তাহলে আপনাকে টেকনোলজি যুক্ত করতে হবে।

টেকনোলজির প্রভাব অনেক বেশি থাকবে। টেকনোলজি আপনাকে বুঝতে হবে এবং সঠিক সময়ে সঠিক টেকনোলজি আপনাকে ব্যবহার করতে হবে।

এই দুটো ইন্ডাস্ট্রি হচ্ছে সব থেকে নিরাপদ ইন্ডাস্ট্রি। আপনার যদি ভালো বিজনেস Skill থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই দুটো ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করে লাভবান হতে পারবেন এবং সমাজের অনেক উপকার করতে পারবেন।

আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের পরিচিত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মধ্যে আর অবশ্যই Upvote 👍 করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি পরবর্তীতে এ ধরনের ভাল ভাল পোষ্ট আপনাদের সামনে নিয়ে উপস্থিত হতে পারি।

এ ধরনের আরো বেশ কিছু বিজনেস টিপস, মোটিভেশনাল টিপস, এবং ক্যারিয়ার অরিয়েন্টেড টিপস পেতে আমাকে অনুসরণ করুন যাতে পরবর্তীতে আমার পোস্টগুলো আপনি সবার আগে পেতে পারেন।

ধন্যবাদ 🙏

Police Constable Job Circular 2022Organization Name: Bangladesh Police.Ministry: Ministry of Home Affairs.Job Position: ...
14/12/2022

Police Constable Job Circular 2022
Organization Name: Bangladesh Police.

Ministry: Ministry of Home Affairs.

Job Position: Police Constable.

Job Circular Publish Date: 1st December (Thursday) 2022.
Application Date Start: 2nd December (Friday) 2022.
Application Date Finish: 28th December (Wednesday) 2022.
Educational Qualification: Interested candidates have to pass in SSC or equivalent exam.

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি (এয়ার ফোর্স) ২০২২ । Air Force Job Circular 2022
04/09/2022

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি (এয়ার ফোর্স) ২০২২ । Air Force Job Circular 2022

বিশাল মূল্য ছাড়!বিশাল মূল্য ছাড়!২০২২মাত্র ৳ 99 টাকায় নিয়ে নিন মাইক্রোসফট অফিস প্রোগ্রামের অমূল্য কালেকশন।২০০+ ওয়ার্ড ফরম...
18/08/2022

বিশাল মূল্য ছাড়!বিশাল মূল্য ছাড়!২০২২
মাত্র ৳ 99 টাকায় নিয়ে নিন মাইক্রোসফট অফিস প্রোগ্রামের অমূল্য কালেকশন।
২০০+ ওয়ার্ড ফরম্যাট।
মূল্য ৳ 99 টাকা মাত্র (স্বল্প সময়ের জন্য)
এই দামে অন্য কোথাও পাবেন না, চাইলে সংগ্রহ করে রাখতে পারেন, প্রোয়োজনে কাজে লাগবে।
পেমেন্ট পদ্ধতি - নগদ, রকেট।
ডেলিভারি পদ্ধতি - ইমেইল এ ডেলিভারি দেয়া হবে।
• রেডি মেড ওয়ার্ড ফরম্যাট কালেকশন।
• যেভাবে ইচ্ছা এডিট করা যাবে।
• মাইক্রোসফট ওয়ার্ড এর যেকোনো ভার্সনে এডিট করা যাবে।
• ২০০+ ওয়ার্ড ফাইল।
• সর্বোচ্চ ২ মিনিটে ফাইল ডেলিভারি হবে।
নগদ নাম্বার
01316543065
রকেট নাম্বার
013165430652
সেন্ড মানি/ ক্যাশ ইন
করে কনফার্ম করলে ১ মিনিটের ভেতর প্যাকেজগুলো আপনার জিমেইল অথবা ম্যাসেঞ্জারে পাবেন
যে নাম্বার থেকে টাকা দিবেন তার শেষ ৪ টা ডিজিট বা স্ক্রিনশট সেন্ড করবেন।
অর্ডার করতে মেসেজ দিন ,ধন্যবাদ।
প্যাকেজে যা পাবেন...

নৌবাহিনী নাবিক পদে আবেদন | 🔥১৫৮০টি পদে নৌবাহিনী নাবিক বিশাল নিয়োগ ২০২২ প্রকাশ
17/08/2022

নৌবাহিনী নাবিক পদে আবেদন | 🔥১৫৮০টি পদে নৌবাহিনী নাবিক বিশাল নিয়োগ ২০২২ প্রকাশ

🟨 যে সকল বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দেওয়া যাবেঃ🔸 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - জাবি - সাভার।🔸 বাংলাদেশ ইউনিভার্সিটি অব ...
01/02/2022

🟨 যে সকল বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দেওয়া যাবেঃ
🔸 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - জাবি - সাভার।
🔸 বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস - বিইউপি - ঢাকা।
🔸 GST (২০টি বিশ্ববিদ্যালয়)
🔸 কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ।
🟡 কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ তালিকাঃ
০১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় - বাকৃবি - ময়মনসিংহ।
০২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় - বশেমুরকৃবি - গাজীপুর।
০৩. শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় - শেকৃবি - ঢাকা।
০৪. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় - সিকৃবি - সিলেট।
০৫. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - পবিপ্রবি - পটুয়াখালী।
০৬. চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সস বিশ্ববিদ্যালয় - সিভাসু - চট্টগ্রাম।
০৭. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় - খুকৃবি - খুলনা।
🔸 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি - বশেমুরমেবি - ঢাকা।
🔸 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় - বশেমুরএএবি - ঢাকা।
🔸 রাজশাহী ইন্সটিটিউট অব বায়োসায়েন্স।
🔸 বরেন্দ্র ইন্সটিটিউট অব বায়োসায়েন্স।
🔸 মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
🔸 সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ।
🔸 ডেন্টাল কলেজ।
🔸 আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ।
🔸 মেডিকেল কলেজ।
🔸 নার্সিং (বি.এসসি/ডিপ্লোমা/মিডওয়াইফারি)
🔸 ভেটেরিনারি কলেজ
🔸 নিটোর
সফলতার ২৯ বছরে “সংশপ্তক” জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সেকেন্ড টাইম শিক্ষার্থীদের একমাত্র নির্ভরযোগ্য ভর্তি কোচিং। সকল শাখায় 2nd Time ভর্তি চলছে।
তোমার বন্ধুদের এড করে দাও যাতে সকল তথ্য সবার আগে পেয়ে যায়।
পরবর্তী পোস্ট পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে একটিভ থাকুন।

02/01/2022

যেকোন ভর্তি পরীক্ষায় এগুলো থেকে নূন্যতম একটি/দুইটি প্রশ্ন এসে থাকে-
#বাংলা
√ স্বরবর্ণ - 11টি
√ ব্যঞ্জনবর্ণ - 39 টি
√ মৌলিক স্বরধ্বনি - 7 টি
√ যৌগিক স্বরধ্বনি--২টি
যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ >> ২৫টি।(
√ হ্রসস্বর স্বরধ্বনি - 4 টি
√ দীর্ঘস্বর স্বরধ্বনি - 7টি
√ মাত্রাহীন - 10 টি
√ অর্ধমাত্রা - 8 টি
√ পূর্ণমাত্রা - 32 টি
√ কার - 10 টি
√ স্পর্শবর্ণ - 25 টি
বাংলা বর্ণমালায় মোট বর্ণ
আছে ৫০টি।(স্বরবর্ণ ১১টি + ব্যঞ্জণবর্ণ
৩৯টি)
বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ
১১টি(হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি)
বাংলা বর্ণমালায় মোট
ব্যঞ্জণবর্ণ ৩৯টি(প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪
টি)
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রাযুক্
তবর্ণ আছে ৩২টি (স্বরবর্ণ ৬টি +
ব্যঞ্জণবর্ণ ২৬টি)
বাংলা বর্ণমালায়
অর্ধমাত্রাযুক্তবর্ণ আছে ৮টি (স্বরবর্ণ
১টি + ব্যঞ্জণবর্ণ ৭টি)
বাংলা বর্ণমালায় মাত্রাহীন
বর্ণআছে ১০টি ( ব্যঞ্জণবর্ণ ৬টি +
স্বরবর্ণ৪টি)
বাংলা বর্ণমালায় হসন্ত/হলন্ত
বর্ণবলা হয় ক্, খ্, গ্ এধরণের বর্ণকে
বাংলা বর্ণমালায় অর্ধস্বর ২টি
(য,ব)
বাংলা বর্ণমালায় কার আছে এমন
স্বরবর্ণ ১০টি (“অ” ছাড়া)
বাংলা বর্ণমালায় ফলা আছে এমন
ব্যঞ্জণবর্ণ ৫টি (ম, ন, ব,য, র) { সৌমিত্র
শেখরের বই যে ৬টি । যেমন: ন, ম, য,
র ল, ব
বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি/
বর্গীয় ধ্বনি আছে ২৫টি (ক থেকে ম
পর্যন্ত)
বাংলা বর্ণমালায় কন্ঠ/
জিহবামূলীয়ধ্বনি আছে ৫টি (“ক”
বর্গীয়ধ্বনি)
বাংলা বর্ণমালায় তালব্য ধ্বনি
আছে৮টি (“চ” বর্গীয় ধ্বনি + শ,য, য়)
বাংলা বর্ণমালায় মূর্ধন্য/পশ্চা
ৎদন্তমূলীয় ধ্বনি আছে ৯টি (“ট”
বর্গীয়ধ্বনি + ষ, র, ড়, ঢ়)
বাংলা বর্ণমালায় দন্ত্য ধ্বনি
আছে৭টি (“ত” বর্গীয় ধ্বনি + স,ল)
বাংলা বর্ণমালায় ওষ্ঠ্য ধ্বনি
আছে৫টি (“প” বর্গীয় ধ্বনি)
বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি
আছে১৪টি (প্রতি বর্গের ১ম ও ২য়
ধ্বনি + ঃ, শ, ষ, স)
বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি
আছে১১টি (প্রতি বর্গের ৩য় ও ৪র্থ
ধ্বনি + হ)
বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ
ধ্বনিআছে ১৩টি (প্রতি বর্গের ১ম ও
৩য় ধ্বনি + শ, ষ, স)
বাংলা বর্ণমালায় মহাপ্রাণ
ধ্বনিআছে ১১টি (প্রতি বর্গের ২য় ও
৪র্থ ধ্বনি + হ)
বাংলা বর্ণমালায় নাসিক্য/
অনুনাসিকধ্বনি আছে ৮টি (প্রতি
বর্গের ৫ম ধ্বনি + ং, ৺, ও)
বাংলা বর্ণমালায় উষ্ম/শিষ
ধ্বনি৪টি (শ, ষ, স, হ)
বাংলা বর্ণমালায় অন্তঃস্থ
ধ্বনি৪টি (ব, য, র, ল)
বাংলা বর্ণমালায় পার্শ্বিক
ধ্বনি১টি (ল)
বাংলা বর্ণমালায় কম্পনজাত
ধ্বনি১টি (র)
বাংলা বর্ণমালায় তাড়নজাত
ধ্বনি১টি (ড়, ঢ়)
বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী
ধ্বনি৩টি (ং, ঃ, ৺)
বাংলা বর্ণমালায় অযোগবাহ
ধ্বনি২টি (ং, ঃ)
বাংলা বর্ণমালায় যৌগিক
স্বরজ্ঞাপকধ্বনি ২টি (ঐ, ঔ)
বাংলা বর্ণমালায় খন্ডব্যঞ্জণধ্বন
ি ১টি (ৎ)
বাংলা বর্ণমালায় নিলীন ধ্বনি
১টি(অ)
রেফারেন্স বুক, বাংলা ২য় পএ MCQগাইডলাইন।
বাংলা ২য় পএMCQগাইডলাইন বইটি বাংলাদেশের সকল জেলা শহরের জনপ্রিয় লাইব্রেরি তে পাওয়া যাচ্ছে।
এছাড়াও অনলাইনে রকমারি তে অডার্র করে নিতে পারবা, বাংলা ২য় পএ MCQগাইডলাইন।

bangladesh air pace job surculer 2021
13/08/2021

bangladesh air pace job surculer 2021

🇧🇩🥰🥰🥰
12/06/2021

🇧🇩🥰🥰🥰

13/05/2021
04/05/2021

ইতেহাফ কী ? ইতেহাফ সম্পকে বয়ান

বাংলাদেশ সেনাবাহিনীর ৮৭ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের নিয়োগ বিজ্ঞপ্তিবাংলাদেশ সেনাবাহিনীর ৮৭ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের...
21/04/2021

বাংলাদেশ সেনাবাহিনীর ৮৭ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সেনাবাহিনীর ৮৭ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের নিয়োগ বিজ্ঞপ্তি Ad Banner




Report
বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৭ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ ২২ মে, ২০২১। বাংলাদেশ সেনাবাহিনীর ৮৭ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে নিয়োগের বিস্তারিত তথ্য নীচে তুলে ধরা হলো।

বয়স: ০১ জুলাই ২০২১ তারিখে ১৭-২১ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ১৮-২৩ বছর।

শারীরিক যােগ্যতা (ন্যূনতম)

পুরুষ প্রার্থীদের জন্য
• উচ্চতা: ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
•ওজন: ৫৪ কিলােগ্রাম (১২০ পাউন্ড)
•বুক: স্বাভাবিক – ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) প্রসারণ – ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)

মহিলা প্রার্থীদের জন্য
•উচ্চতা: ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)
•ওজন: ৪৭ কিলােগ্রাম (১০৪ পাউন্ড)
•বুক: স্বাভাবিক – ০.৭১ মিটার (২৮ ইঞ্চি) প্রসারণ – ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)

উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযােগ্য বিবেচিত হবেন।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত
জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক।

শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম)

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/ সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ-৫.০০ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ।

ইংরেজী মাধ্যম ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি। বিষয়েই ন্যুনতম B গ্রেড পেয়ে উত্তীর্ণ।
অথবা ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড় ও ১টিতে C গ্রেড় এবং ‘এ’ লেভেলে ২টি.বিষয়ের মধ্যে ১টিতে A গ্রেড ও ১টিতে B গ্রেড পেয়ে উত্তীর্ণ।



বিঃ দ্র ২০২১ সালের নিয়মিত এইচএসসি পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন। তবে এসএসসি পরীক্ষায় অবশ্যই জিপিএ-৫.০০সমমান থাকতে হবে।



প্রার্থীর জন্য অযােগ্যতাঃ

সেনা/নৌ/ বিমান বাহিনী অথবা যে কোন সরকারী চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
আইএসএসবি (ISSB) পরীক্ষায় দু’বার ক্লিন্ড আউট অথবা দু’বার প্রত্যাখ্যাত (একবাৰ ক্ৰিস্ত আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন)।
যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দনন্ডপ্রাপ্ত।
সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিক্যাল বাের্ড কর্তৃক অযােগ্য বিবেচিত হলে।

প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK] রা হলে গ্রহণযােগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে নূন্যতম ৬ (ছয়) মাস অতিবাহিত হতে হবে।

আবেদন পদ্ধতিঃ

অনলাইনে আবেদনের সময়সীমা: ৫ মার্চ ২০২১ তারিখ হতে ২২ মে ২০২১ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনকারী প্রার্থীগণকে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোনায় APPLY NOW তে গিয়ে ৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে APPLY করতে হবে।

আবেদনকারী প্রার্থীগণ টেলিটক, Trust Bank t-cash, SA/Master Card, bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০ (এক হাজার) টাকা (অফেরতযােগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েব সাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যায়।

নির্বাচন পদ্ধতি :

প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ৩০ মে ২০২১ হতে ০৩ জুন ২০২১ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। কোন প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোন দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে।

লিখিত পরীক্ষা:

প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আগামী ১৮ জুন ২০২১ (শুক্রবার) তারিখে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল আগামী ২৮ জুন ২০২১ তারিখে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আন্তঃ বাহিনী নির্বাচন পর্ষদ (SSB) পরীক্ষা:

লিখিত পরীক্ষায় যােগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি’র ওয়েবসাইট www.jssb-bd.org তে প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে।

চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা:

আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে
চুড়ান্ত নির্বাচন এবং যােগদান নির্দেশিকা প্রদান। স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যােগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনাসদর, এজি’র শাখা (পিএ পরিদপ্তর) কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘােষণা এবং পরবর্তীতে যােগদান নির্দেশিকা প্রদান করা হবে।

বিএমএ প্রশিক্ষণ:
ক্যাডেটগণ একাডেমিতে ৩ (তিন) বৎসরের প্রশিক্ষণ গ্রহণ করবেন। বিএমএ প্রশিক্ষণকালীন সময়ে প্রশিক্ষণের পাশাপাশি এমআইএসটি’তে ইঞ্জিনিয়ার ডিগ্রী (EECE, CSE, ME. CE) ও বিইউপি’তে (IR, Economics, Physics, BBA) স্নাতক (সম্মান) বিষয়ে পড়াশুনা করবেন।

প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদবীতে কমিশন পাবেন।

৪র্থ বৎসর বিএমএ/এমআইএসটি’তে অবস্থান করে অফিসার হিসেবে স্নাতক (সম্মান)/ইঞ্জিনিয়ার ডিগ্রী সমূহ সম্পন্ন। করবেন ।

প্রাপ্ত সুযােগ সুবিধা:
বেতন/ভাতাঃ- সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে কমিশন প্রাপ্তির পর লেফটেন্যান্ট-এর বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন।

অন্যান্য বিশেষত্ব:

প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণের প্রশিক্ষণের জন্য বিদেশে গমনের সুযােগ।
উচ্চতর শিক্ষা। ব্যক্তিগত যােগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রী অর্জনের সুযােগ ।

নিরাপদ ও মনােরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তির সুযােগ। সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দূরারােগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়ােজন হলে বিধি মােতাবেক নগদ অর্থ প্রদানসহ বিদেশে পাঠানাের ব্যবস্থা । নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (AFMC), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনােলজি (MIST), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (BUP) এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজে অধ্যয়নের সুযােগ।

বিশেষ নির্দেশনাঃ-
সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়ােজনে প্রার্থীদেরকে বিএমএ’তে যােগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেয়া হলাে।
ক্যাডেট কলেজ/বিএনসিসি/এমসিএসকে-এর ক্যাডেটদের স্ব স্ব কলেজরেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তির যে কোন অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাসদর সংরক্ষণ করে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যােগদান পত্র প্রদান/বাতিলের ক্ষমতা সেনাসদর সংরক্ষণ করে।

ঐতিহাসিক চরমোনাই'র বাৎসরিক মাহফিল - ফাল্গুন ১৪২৭ / ফেব্রুয়ারী ২০২১
26/02/2021

ঐতিহাসিক চরমোনাই'র বাৎসরিক মাহফিল - ফাল্গুন ১৪২৭ / ফেব্রুয়ারী ২০২১

ঐতিহাসিক চরমোনাই'র বাৎসরিক মাহফিল - ফাল্গুন ১৪২৭ / ফেব্রুয়ারী ২০২১Like, Share, Subscribe and Stay with us !!!Youtube: http://www.youtube.com/CharmonaiVSTwitt...

বাংলাদেশ নৌবাহীনি নিয়োগ চলছে,যাদের ইচ্ছুক নিচে লিংকে আবেদন করুন।https://www.navy.mil.bd/
22/02/2021

বাংলাদেশ নৌবাহীনি নিয়োগ চলছে,যাদের ইচ্ছুক নিচে লিংকে আবেদন করুন।https://www.navy.mil.bd/

place a description for your webpage here

জরুরি চাকরির নিয়োগ চলছে......
01/01/2021

জরুরি চাকরির নিয়োগ চলছে......

জরুলি নিয়োগ.......
08/11/2020

জরুলি নিয়োগ.......

BANGLADESH NOWBAHINI...JOB
05/11/2020

BANGLADESH NOWBAHINI...JOB

26/10/2020
26/10/2020

Address

Habiganj
3301

Alerts

Be the first to know and let us send you an email when JOB BANK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JOB BANK:

Share

Category