Shibpasha News

  • Home
  • Shibpasha News

Shibpasha News শিবপাশা নিয়া কিছু কথা বা ছবি পাবেন
(1)

03/09/2023

শিবপাশা সবুজগঞ্জ বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এ গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত।

27/07/2023
02/10/2022

আগামীকাল বিকাল ২:০০ টার সময় পল্লী বিদ্যুতের ওভার লোডশেডিং ও ভুতুড়ে বিল এর কারণে শিবপাশা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করা হয়েছে,
উক্ত প্রতিবাদ সভা ও মিছিলে উপস্থিত থাকার জন্য ৫নং শিবপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে অনুরোধ করা হলো।

আয়োজনে -শিবপাশা ইউনিয়নের ভুক্তভোগী জনগণ।

02/02/2021
20/01/2021
24/12/2020

স্পেন জরুরি অবস্থা ঘোষণা করেছে যা ২০২১ সালের মার্চ পর্যন্ত বাড়তে পারে।
* যুক্তরাজ্য 1 মাসের লকডাউন ঘোষণা করেছে।
* ফ্রান্স 2 সপ্তাহ
* জার্মানি 4 সপ্তাহের জন্য।
* ইতালিও শিগগিরই অনুসরণ করবে।

* এই সমস্ত দেশ কনফার্মড দ্বিতীয় ওয়েভ আরও ডেডলি !!!

অতএব আমরা যত্নবান হই এবং সমস্ত স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

আমরা লকডাউনের দ্বিতীয় ধাপটি নিতে সক্ষম হব না!

*কোভিড -১৯ সেকেন্ড ওয়েব গুরুত্বপূর্ণ তথ্য

সংক্রমণের পরে তৃতীয় দিন থেকেই লক্ষণগুলি দেখা দেয় (ভাইরাল লক্ষণগুলি)।

➙ প্রথম স্তর
1. শরীরে ব্যথা
2. চোখের ব্যথা।
3. মাথা ব্যথা।
4. বমি বমি ভাব।
5. ডায়রিয়া।
6.নাক বা অনুনাসিক প্রবাহ
7. পঁচন।
8. চোখ জ্বলন্ত।
9. প্রস্রাব করার সময় পোড়ানো।
10. জ্বর অনুভূতি।
১১) গলা ফাটা

Symptoms:
লক্ষণের দিনগুলি গণনা করা খুব গুরুত্বপূর্ণ: প্রথম, দ্বিতীয়, তৃতীয়।

জ্বর শুরুর আগে পদক্ষেপ নিন।
সতর্কতা অবলম্বন করুন।
প্রচুর পরিমাণে তরল, বিশেষত বিশুদ্ধ জল পান করা খুব গুরুত্বপূর্ণ।

আপনার গলাটি আর্দ্র রাখতে এবং ফুসফুস পরিষ্কার করতে সাহায্য করতে প্রচুর পরিমাণে পানি পান করুন।

➙ দ্বিতীয় পর্ব (চতুর্থ থেকে অষ্টম দিন পর্যন্ত) প্রদাহজনক।
1. স্বাদ এবং / বা গন্ধ ক্ষতি।
2. সর্বনিম্ন প্রচেষ্টা সহ ক্লান্তি।
৩. বুকের ব্যথা (পাঁজর খাঁচা)
৪) বুক শক্ত হওয়া।
5. নীচের পিছনে ব্যথা (কিডনি অঞ্চলে)।

➙ ভাইরাস স্নায়ু শেষ আক্রমণ করে।
ক্লান্তি এবং শ্বাসকষ্টের মধ্যে পার্থক্য: -
বাতাসের অভাব হয় যখন ব্যক্তি বসে থাকে - কোনও প্রচেষ্টা না করে - এবং শ্বাস ছাড়াই থাকে।
ক্লান্তি হ'ল যখন ব্যক্তি কিছু সাধারণ কাজ করতে ঘুরে বেড়ায় এবং ক্লান্ত বোধ করে।

➙ এটি প্রচুর পরিমাণে হাইড্রেশন এবং ভিটামিন সি লাগে

কোভিড -১৯ অক্সিজেনকে বেঁধে রাখে, তাই রক্তের মান কম অক্সিজেনের সাথে দুর্বল।

➙ তৃতীয় পর্ব - নিরাময়।
1. 9 দিনের দিন, নিরাময়ের পর্ব শুরু হয় যা 14 দিনের (অবধি) অবধি চলতে পারে।
2. চিকিত্সা বিলম্ব করবেন না, যত তাড়াতাড়ি আরও ভাল!

সবাইকে শুভকামনা!

এই সুপারিশ রাখা ভাল, প্রতিরোধ কখনও খুব বেশি হয় না!

১৫-২০মিনিটের জন্য রোদে বসে থাকুন
বিশ্রাম নিন এবং কমপক্ষে 7-8 ঘন্টা ঘুমান।
প্রতিদিন দেড় লিটার পানি পান করুন।
সমস্ত খাবার গরম খাওয়া উচিত (ঠান্ডা নয়)।

➙ আপনি কোভিড -১৯ কীভাবে বুঝবেন ?!
গলা চুলকানো
শুকনো গলা
শুকনো কাশি
উচ্চ তাপমাত্রা
শ্বাসকষ্ট
গন্ধ এবং স্বাদ হ্রাস

এই তথ্যটি কেবল নিজের জন্য রাখবেন না, এটি আপনার পরিবার এবং বন্ধুদেরকে দিন !!!

#কালেক্টড

ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞরা সাদা তিলকে সেরা পুষ্টিসমৃদ্ধ খাদ্য হিসেবে বিবেচনা করেন। সাদা তিলে র...
24/12/2020

ডায়াবেটিস নিয়ন্ত্রণে

স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞরা সাদা তিলকে সেরা পুষ্টিসমৃদ্ধ খাদ্য হিসেবে বিবেচনা করেন। সাদা তিলে রয়েছে একাধিক ভিটামিন ও খনিজ উপাদান। তিলের গুণাগুণ সম্পর্কে আয়ুর্বেদ শাস্ত্রে অনেক কিছুই বলা হয়েছে। কালো তিলের পাশাপাশি সাদা তিলেরও অজস্র উপকারিতা রয়েছে যা অনেকেরই অজানা। তিল থেকে নিঃসৃত তেলের ব্যবহার বহু প্রাচীন কাল থেকেই এদেশে প্রচলিত। খাদ্য হিসেবে তিল খুবই জনপ্রিয়। নাড়ু, মোয়া ইত্যাদি মিষ্টি জাতীয় খাবার তৈরিতে ব্যবহার করা হয় তিল। এছাড়া তিলের তেল আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। প্রতিদিন খাদ্য তালিকায় এই উপাদানটি থাকলে বিশেষ ভাবে উপকার পাওয়া সম্ভব।
ডায়বেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী সাদা তিল। সাদা তিলে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, ক্যালসিয়াম ও ফসফরাস যা হাড় মজবুত করে এবং অস্টিওপোরোসিসের সম্ভাবনা কমায়।

সাদা তিলের তেল কিন্তু খুবই উপকারি। সাদা তিলের তের গোড়ালি ফাটা, ঠোঁট ফাটা দারুণ কাজ করে। তিল তেল একটু গরম করে রোজ মালিশ করলে এক মাসের মধ্যেই নিষ্প্রাণ ত্বকে উজ্জ্বলতা এসে যায়, সৌন্দর্য বৃদ্ধি পায়। খিদে বাড়ায় তিলের তেল।
নানা রকমের, ক্ষত, আঘাত, পুড়ে যাওয়া, মাড়িয়ে যাওয়া, ভেঙ্গে যাওয়া ইত্যাদিতে তিলের তেল অত্যন্ত উপকারি রক্তের উচ্চচাপ নিয়ন্ত্রণে প্রভূত কার্যকরী সাদা তিল। কারণ এই তিলে রয়েছে ম্যাগনেসিয়াম যা রক্তচাপ হ্রাস করে।
প্রতিদিন ভোরে এক টেবিল চামচ কালো তিল অল্প অল্প করে মুখে দিয়ে মিহি করে চিবিয়ে যখন একেবারে রসের মতো হয়ে যাবে তখন গিলে ফেলতে হবে। এই ভাবে সব তিল চিবিয়ে খাওয়া হয়ে গেলে ঠাণ্ডা জল খেতে হবে। এই তিল খাওয়ার পর তিন ঘন্টা পর্যন্ত আর কিছু খাবেন না। সাদা তিলে একাধিক প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস রয়েছে। তাই প্রতিদিনের খাবারে এই উপকরণটি ব্যবহার করলে শরীরের ক্যানসার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।
রূপ লাবণ্যের জন্যও সাদা তিল বিশেষভাবে পরিচিত ৷ মুখের অবাঞ্ছিত দাগ মিটিয়ে সুস্থ স্বাভাবিক করে তোলে ৷ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাদা তিলের কার্যকরী ভূমিকা রয়েছে। সাদা তিলে এমন সমস্ত উপাদান আছে যা খেলে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে ৷ ক্যালসিয়াম, ফসফরাস থাকায় হাড়ও মজবুত করে৷ শরীরের পুড়ে যাওয়া জায়গায় তিল পিষে নিয়ে, পানিতে ধোওয়া ঘি ও কর্পূর মিশিয়ে প্রলেপ দিলে সুফল পাওয়া যায়। তিলের তেল গরম করে লাগালেও আশ্চর্য সুফল পাওয়া যায়। যদি শরীরের কোনো অংশ খুব জ্বালা করতে থাকে তাহলে তিল দুধ দিয়ে পিষে প্রলেপ লাগালে দাহ বা জ্বালা দূর হয়। যদি টাটকা ক্ষত বা ঘা না সারে তাহলে তিল পিষে নিয়ে মধু আর ঘি মিশিয়ে লাগালে অনেক ওষুধ বা মলমের চেয়ে বেশি কাজ দেয়। অনেকেরই অকালে চুল পেকে যায় এবং দুর্বল হয়ে চুল পড়ে যায়। তাদের এই সমস্যা নিরসনে কালো তিলের প্রয়োজন। এই তিলের তেল প্রয়োগ করলে খুব উপকার পাওয়া যায়। এমনকি চুল গজাতেও সাহায্য করে।

দাঁত ব্যথা করলে হিং বা কালোজিরে পিষে নিয়ে তিলের তেল মিশিয়ে তেল গরম করে কুলকুচো করলে আরাম পাওয়া যায়। এই তেল তুলোয় লাগিয়ে মুখে রাখাও যেতে পারে। হিং, কালো লবণ মিশিয়ে গরম করা তিলের তেল পেটে মালিশ করলে বা সেঁক দিলে পেটের ব্যথা সারে এবং গ্যাস কমে যায়।
গাঁটের ব্যথা উপশমে কার্যকরী। ফাইবার-যুক্ত হওয়ার ফলে হজম ও কোষ্ঠকাঠিন্য-সংক্রান্ত সমস্যাও দূর করে। সাদা তিলে রয়েছে কপার বা তামা যা গাঁটের ব্যথা, ফুলে যাওয়া, মাসল পেইন বা বাতের ব্যথার উপশমে কার্যকরী। তেজস্ক্রিয়তার হাত থেকে ডিএনএ-কে রক্ষা করার অসাধারণ ক্ষমতা রয়েছে সাদা তিলের। তাই যাদের কেমোথেরাপি নিতে হয় তাদের খাদ্যতালিকায় এই উপাদান রাখা খুব প্রয়োজনীয়। অনেকেই জানেন না যে ওরাল হেলথের জন্যও গুরুত্বপূর্ণ এই উপকরণ। মুখের ভিতরের ব্যাকটেরিয়া নিধনের জন্য মুখের ভিতর স্প্রে করা হয় সাদা তিলের তেল। এই পদ্ধতিকে বলা হয় অয়েল পুলিং। ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা গ্রহণ করে সাদা তিল ৷ সাদা তিলে প্রচুর পরিমাণে ফাইবার তন্তু পাওয়া যায় যা পাচন ক্রিয়াকে মজবুত করে।

উদ্যোক্তা সম্মাননা পেয়েছেন আজমিরীগঞ্জ শিবপাশার এম,এ,জি এগ্রো ফার্ম লিঃ চেয়ারম্যান খালেদ হোসেন চৌধুরী। বাংলাদেশ ওপেন সোর্...
23/11/2020

উদ্যোক্তা সম্মাননা পেয়েছেন আজমিরীগঞ্জ শিবপাশার এম,এ,জি এগ্রো ফার্ম লিঃ চেয়ারম্যান খালেদ হোসেন চৌধুরী।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও চাকরি খুঁজব না চাকরি দেব এর যৌথ পরিচালনায় প্রদত্ত উদ্যোক্তা সম্মাননা পাওয়ায় আজমিরীগঞ্জের এম.এ.জি এগ্রো ফার্ম লিঃ এর সম্মানিত চেয়ারম্যান জনাব খালেদ হোসেন চৌধুরীকে।

শিবপাশার সর্বজন অভিনন্দন জানিয়েন।

২৩সে নভেম্বর ২০২০ খ্রিঃ রোজ সোমবার বিকাল ৩:৩০ ঘটিকার সময়,
শিবপাশা বাজারে মিষ্ট মুখ করার আয়োজন করা হয়।
এবং হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিত খান এম পি মহোদয়কে দাওয়াত করা হয়।

অনুষ্ঠানে এমপি মহোদয় উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন।চাকরি খুজব না চাকরি দেব এমন উদ্যোক্তা সর্বত্র হোক।
উদ্যোক্তাদের সব রকম সহযোগীতা করবেন বলে জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জনাব এডভোকেট আব্দুল মজিদ খান।
জেলা পরিষদের সদস্য জনাব নজমুল হাসান।
শিবপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আলী আমজাদ তালুকদার।
শরীফ উদ্দীন চৌধুরী প্রমুখ।

শিবপাশা সবুজগঞ্জ বাজারে ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল:-                  সভাপতি (১)=ডাঃ ছাদেকুল আ...
21/11/2020

শিবপাশা সবুজগঞ্জ বাজারে ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল:-
সভাপতি
(১)=ডাঃ ছাদেকুল আমীন চৌধুরী -১২৯ ছাতা মার্কা।
(২)=মোঃ লিলু মিয়া -১০১ আনারস মার্কা।

যুগ্ন সাধারণ সম্পাদক
{১}=মোঃ উজ্জল মিয়া-১৪৬ ফুটবল মার্কা।
{২}=মোঃ মহসিন মিয়া -৮৩ মুরগ মার্কা।

প্রচার ও ক্রিড়া সম্পাদক।
[১]= আব্দুল আজিজ -১৩১ মাইক মার্কা।
[২]=মোঃ হাবিব আহমেদ -৯৯ টেলিফোন মার্কা।

শিবপাশার দূ্র্নিতির সংবাদ।আস্তে আস্তে সব রকম দূ্র্নিতি প্রকাশ হবে।
16/11/2020

শিবপাশার দূ্র্নিতির সংবাদ।
আস্তে আস্তে সব রকম দূ্র্নিতি প্রকাশ হবে।

আবার ও আজমিরীগঞ্জে ভয়াবহ আগুনআজমিরীগঞ্জ পৌরসভা ৩নং ওয়ার্ড কুতুব উদ্দীন শাহ মাজার আগুনে পুড়ে চাই।১৩ নভেম্বর ২০২০ ইং রোজ শ...
13/11/2020

আবার ও আজমিরীগঞ্জে ভয়াবহ আগুন

আজমিরীগঞ্জ পৌরসভা ৩নং ওয়ার্ড কুতুব উদ্দীন শাহ মাজার আগুনে পুড়ে চাই।

১৩ নভেম্বর ২০২০ ইং রোজ শুক্রবার সন্ধা ৬:৩০ ঘটিকার সময় আগুন লাগে।
স্থানীয় সুত্রে জানা যায় বিদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগে।
এবং এলাকার যুবকদের আপ্যায়ন চেষ্টা ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।
এর ভিতরেই মাজারটি পুড়ে চাই হয়ে যায়।

এলাকাবাসী দৈনিক আমার হবিগঞ্জকে জানায় তিনদিন আগে আজমিরীগঞ্জ বাজারে ভয়বহ আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয় ক্ষতি হয়।আজ আবার আজমিরীগঞ্জ নোয়াগড়ে আগুন।
যদি আজমিরীগঞ্জ একটি ফায়ার সার্ভিস স্টেশন স্হাপন করা হয় তাহলে এত বড় ক্ষতির সমুক্ষিন হত না।
উর্ধতন কর্মকর্তার কাছে আকুল আবেদন জানায় আজমিরীগঞ্জ উপজেলা।

আসুন সবাই আওয়াজ তুলি!ফায়ার সার্ভিসের দাবিতে একটি মানববন্ধনের আয়োজন করা হোক আজমিরীগঞ্জ উপজেলা বাসী।
09/11/2020

আসুন সবাই আওয়াজ তুলি!
ফায়ার সার্ভিসের দাবিতে একটি মানববন্ধনের আয়োজন করা হোক আজমিরীগঞ্জ উপজেলা বাসী।

শিবপাশা স্বপ্নের কলেজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিশেষ আলোচনা সভা।আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়নে স্বপ্নের কলেজ প্রতি...
08/11/2020

শিবপাশা স্বপ্নের কলেজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিশেষ আলোচনা সভা।

আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়নে স্বপ্নের কলেজ প্রতিষ্ঠা করার জন্য একদল সেচ্ছাসেবী উদ্যোগতা শ্রমদিয়ে যাচ্ছে।
আর পরামর্শ ও সহযোগীতা দিয়ে যাচ্ছেন হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মসজিদ খান এম পি।

৮ নভেম্বর ২০২০ ইং রোজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় শিবপাশা স্বপ্নের কলেজ প্রতিষ্ঠা করার লক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেন সেচ্ছাসেবী টিম।

শিবপাশা কলেজ প্রতিষ্ঠার জন্য ভূমি,শ্রম,ও অর্থ প্রয়োজন। আর এই বিরাট উদ্যোগ কলেজ প্রতিষ্ঠা করাকে সামনে রেখে সব রকম প্রয়োজন মিটাতে বিশেষ আলোচনা সভায় এডভোকেট আব্দুল মজিদ খান এমপি মহোদয়, নিজস্ব ও সরকারি সবরকম আর্থিক সহযোগীতা ও পরামর্শ দিবেন বলে আসস্ত করে সেচ্ছাসেবী টিম কে।

এবং শিবপাশা ইউনিয়নের সর্বসাধারণের সহযোগীতা প্রয়োজন মনে করেন সেচ্ছাসেবী টিম।

হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য জনাব নাজমুল হাসান। কলেজ প্রতিষ্ঠা করার লক্ষে শুরু করার জন্য ভিটামাটি ভরাট করার আর্থিক খরছ বহন করবেন বলে আসস্ত করেন।

সভায় আরো অনেকেই কলেক প্রতিষ্ঠা করার পক্ষে বক্তব্য পেশ করেন।

উপস্থিত ছিলেন
কলেজ প্রতিষ্ঠা করার সেচ্ছাসেবীর প্রধান
জনাব খালেদ হোসেন চৌধুরী।
হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য জনাব এডভোকেট আব্দুল মজিদ খান এম পি।
হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য জনাব নাজমুল হাসান।
আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব মর্তুজা হাসান।
৫নং শিবপাশা ইউনিয়ন চেয়ারম্যান জনাব আলী আমজদ তালুকদার।
সাবেক ইউপি চেয়ারম্যান জনাব তফছির মিয়া।
ও এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সেচ্ছাসেবী টিম।

 #একটি শোক সংবাদ====================================  #শিবপাশা যশকেশরী সাতপাড়া নিবাসী  ইঞ্জিনিয়ার আলহাজ্ব আব্দুল আহাদ স...
07/11/2020

#একটি শোক সংবাদ
====================================
#শিবপাশা যশকেশরী সাতপাড়া নিবাসী
ইঞ্জিনিয়ার আলহাজ্ব আব্দুল আহাদ সাহেব আজ দুপুর আনুমানিক ০১.৩০মি: ঘটিকা সময় সিলেট ইন্তেকাল করিয়াছেন,ইন্না-লিল্লাহি-ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।মরহুমের জানাযার নামাজ পরবর্তী জানানো হবে। তাহার আত্মার মাগফেরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।মহান রাব্বুল আল-আমিন যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন,আমিন।

শিবপাশা কলেজ প্রতিষ্ঠার লক্ষে আয়োজিত আলোচনা সভার একাংশ।শিবপাশা ইউনিয়নের সর্বসাধারণের সহযোগীতা থাকলে কলেজ প্রতিষ্ঠা করা স...
06/11/2020

শিবপাশা কলেজ প্রতিষ্ঠার লক্ষে আয়োজিত আলোচনা সভার একাংশ।

শিবপাশা ইউনিয়নের সর্বসাধারণের সহযোগীতা থাকলে কলেজ প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন সেচ্ছাসেবী কর্মিরা।

শিবপাশার আপডেট নিউজ।কাজ চলছে
25/10/2020

শিবপাশার আপডেট নিউজ।

কাজ চলছে

24/10/2020
শিবপাশার একজন ইউটিউবার এই ব্লগটি করছে দেখলে ভাল লাগবে।
24/10/2020

শিবপাশার একজন ইউটিউবার এই ব্লগটি করছে দেখলে ভাল লাগবে।

ঐতিহাসিক শিবপাশার মাজার আব্দুল হেকিম শাহের মাজার। আজমিরীগঞ্জ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ মাজার ও ওরস এই মাজারে হয়। ২....

শিবপাশা বাজারের অবস্থা নাজেহাল।
23/10/2020

শিবপাশা বাজারের অবস্থা নাজেহাল।

শিবপাশা কলেজ প্রতিষ্ঠার লক্ষে সেচ্ছাশ্রমিকদের আলোচনা সভা।আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠা করার লক্ষ...
23/10/2020

শিবপাশা কলেজ প্রতিষ্ঠার লক্ষে সেচ্ছাশ্রমিকদের আলোচনা সভা।

আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠা করার লক্ষে সেচ্চায় শ্রম দিয়ে যাচ্ছেন এক দল তরুণ।

শিবপাশার সর্বসাধারণের মত হল শিবপাশায় কলেজ হওয়া,আর এই কলেজ হওয়ার জন্য জমি,টাকা,শ্রম,শিক্ষক, ছাত্র/ ছাত্রী সবার সবার সহযোগীতা প্রয়োজন।
এই প্রয়োজন মিটিয়ে কলেজ প্রতিষ্ঠা সম্ভব হবে বলে আশা করেন সেচ্ছাশ্রমিকরা।
তারা মনে করেন শিবপাশায় স্কুল /মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানের কমতি নেই,কিন্তু নাই একটি কলেজ।
এই কলেজের শুন্যতা কতটুকু তা শুধু কলেজে পড়োয়া ছাত্রছাত্রীরা জানে।আর এই কলেজে পড়ানোর জন্য কতটা ব্যয়বহুল খরছ করতে হয় তা ছাত্র/ছাত্রীদের অভিভাবকে জানেন।
এই কলেজ শুন্যতা পুরন করতে সেচ্ছাশ্রমিকরা শ্রম দিয়ে যাচ্ছেন।

সেচ্ছাশ্রমিকদের বক্তব্য হল:- আমরা কলেজ প্রতিষ্ঠা করার লক্ষে শ্রমদিয়ে যাচ্ছি, তাই নিজেকে সেচ্চাশ্রমিক মনে করি।
কিন্তু আমরা একা ও সেচ্চাশ্রমিকদের পক্ষে কলেজ প্রতিষ্ঠা করা সম্ভব না।
তাই জমির মালিকদের সাথে জনপ্রধিনির সাথে এক কথায় সর্বসাধারণের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছি।
আমরা ভাল আশ্বাস পাচ্ছি, যে কলেজ প্রতিষ্ঠা করার জন্য ৫নং শিবপাশার জনসাধারণ অনেক ত্যাগ স্বিকার করতে প্রস্তুত। টাকা দিয়ে জমি দিয়ে বিনা পয়শায় শিক্ষকতা দিয়ে সহযোগীতা করবে।

আমরা সবার সহযোগীতায় শিবপাশায় কলেজ প্রতিষ্টা করতে পারব বলে আশা রাখি।
এজন্য আমার কিছুদিন পরপর আলোচনা করি।
যাতে করে কিভাবে লক্ষের দিকে এগিয়ে যাওয়া যায়।

শুক্রবার সকল ১০ঘটিকায় শিবপাশা উচ্চ বিদ্যালয়ে সেচ্চাশ্রমিকদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্টিত হয়।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন সেচ্ছাশ্রমি _
খালেদ হুসেন চৌধুরী।
নাসির চৌধুরী।
সুমন চৌধুরী।
এহসান চৌধুরী।
দিলওয়ার হাসান চৌধুরী।
আজহারুল ইসলাম।
আবুতাহের।
মুস্তাফিজু রহমার।
গিয়াস উদ্দীন।
মারুফ আহমেদ।
লুৎফুর রহমান।
মুকাররম হুসেন।
জুনাইদ হাসান।
মস্তফা কামাল।
সফিকুন্নুর
সয়ফুল আলম
জহিরুল ইসলাম
মিনহাজ।
এবং কিছু সেচ্চাশ্রমি তরুণী।

উপজেলা পরিষদের চেয়ারম্যান হাতে লাঞ্চিত হলেন একই পরিষদের নারী ভাইস চেয়ারম্যান।
22/10/2020

উপজেলা পরিষদের চেয়ারম্যান হাতে লাঞ্চিত হলেন একই পরিষদের নারী ভাইস চেয়ারম্যান।

আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত একই উপজেলার

আরো কত কি দেখতে হবে
22/10/2020

আরো কত কি দেখতে হবে

দিলোয়ার হোসেন,আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মর...

শিবপাশা ৪নং ওয়ার্ড যশকেশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার তলার মধ্যে প্রথম তলার কাজ শুরু হল।
21/10/2020

শিবপাশা ৪নং ওয়ার্ড যশকেশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার তলার মধ্যে প্রথম তলার কাজ শুরু হল।

শিবপাশা টমটম শ্রমিকদের সরাসরি সংঘর্ষ।পুলিশের লাটি চার্জে নিয়ন্ত্রণে আসে।বিস্তারিত আসছে পরে।
16/10/2020

শিবপাশা টমটম শ্রমিকদের সরাসরি সংঘর্ষ।
পুলিশের লাটি চার্জে নিয়ন্ত্রণে আসে।
বিস্তারিত আসছে পরে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Shibpasha News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share