AllNewsbd24

AllNewsbd24 all news Bangladesh 24

আগামীকালের টাউনহলের সমাবেশ 'হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়' এর সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়...
18/07/2024

আগামীকালের টাউনহলের সমাবেশ 'হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়' এর সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি।

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে অংশ নেয়ার জন্য।

একটি বিষয় ক্লিয়ার করতে চাই,
ছাত্রলীগ, ছাত্রদল, শিবির বা যেকোনো সংগঠন এর আন্দোলন না এটা। এটা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি। তাই দলীয় পরিচয় নিয়ে কাউকে কালকের কর্মসূচিতে অংশ না নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

পাশাপাশি যেহেতু স্কুলের সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি, তাই এটিতে কোনো প্রকার রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য বা স্লোগান দেয়া থেকে বিরত থাকতে আহ্বান করছি।

08/01/2024

আমি বড় হলে ধানের ছড়ায় ভোট দিব

04/04/2023
19/12/2022

বাংলা মোটর যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

অব সেষে জিতে গেলাম আরজান্টির
18/12/2022

অব সেষে জিতে গেলাম আরজান্টির

10/12/2022
08/12/2022
07/12/2022

নয়াপল্টন বিএনপির কার্যালয়ে সামনে পুলিশ নিজে গাড়ি ভাঙচুর করছেন। নাম দিচ্ছি BMP দলের ভিডিও শেয়ার করুন

07/12/2022
07/10/2022
নিখোঁজের ১০ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার হবিগঞ্জের ৩ কিশোরহবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল থেকে নিখোঁজের ১০ দিন পর তি...
03/10/2022

নিখোঁজের ১০ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার হবিগঞ্জের ৩ কিশোর

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল থেকে নিখোঁজের ১০ দিন পর তিন কিশোরকে চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

শনিবার (১ অক্টোবর) বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তারা কি কারণে নিখোঁজ হয়েছিল, তা জানা যায়নি। গত ১৯ সেপ্টেম্বর বাহুবল উপজেলার জামেয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসা থেকে তারা নিখোঁজ হয়।

উদ্ধার হওয়া ছাত্ররা হলো, বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের হাফেজ আব্দুস শহীদের ছেলে জাকারিয়া মিয়া (১৩), নিজগাঁও গ্রামের পাকু মিয়ার ছেলে আব্দুল ওয়াহিদ (১৪) ও হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব কাটাখালী গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে রাহিম উদ্দিন (১৪)।

বাহুবল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশিস চন্দ্র তালুকদার বলেন, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে ওই তিন ছাত্র চট্টগ্রামের সদরঘাট এলাকায় কাজ করছিল। একপর্যায়ে তারা খাবারের জন্য কান্নাকাটি শুরু করে। এ সময় আল আমিন নামে এক ব্যক্তি তাদের সাথে কথা বলে স্থানীয় থানায় খবর দেন।

পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাশ বলেন, পুলিশ তাদের উদ্ধার করে বাহুবল থানাকে অবগত করে। ওই দিন রাতেই বাহুবল থানার পুলিশ তাদের চট্টগ্রাম থেকে নিয়ে আসে। বর্তমানে তিন ছাত্র তাদের অভিভাবকের কাছে রয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর দুপুর থেকে ওই তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়। ৩ দিন পর ২২ সেপ্টেম্বর বাহুবল মডেল থানায় তিন ছাত্রের অভিভাবক পৃথক তিনটি জিডি করেন।

জিডি সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর জাকারিয়া মিয়া, আব্দুল ওয়াহিদ ও রাহিম উদ্দিন মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। তাদেরকে খুঁজে না পেয়ে মাদ্রাসার পক্ষ থেকে অভিভাবকদের বিষয়টি জানান। তাৎক্ষণিক জাকারিয়া, ওয়াহিদ ও রাহিমের অভিভাবকরা তাদের নিজ নিজ আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাদের কোনো সন্ধান পাননি। পরে ২২ সেপ্টেম্বর নিখোঁজ জাকারিয়ার পিতা হাফেজ আব্দুস শহিদ, ওয়াহিদের পিতা পাকু মিয়া ও রাহিম উদ্দিনের বড় ভাই সাইদ আহমদ বাদী হয়ে বাহুবল মডেল থানায় পৃথক তিনটি জিডি করেন।

২ বছর আগেই ছেলের মা হন বুবলী, বাবা শাকিব খানবিনোদন ডেস্কঃ শোবিজ অঙ্গনে কয়েক দিন ধরে চিত্রনায়িকা বুবলী ও তার সন্তানকে কেন...
29/09/2022

২ বছর আগেই ছেলের মা হন বুবলী, বাবা শাকিব খান

বিনোদন ডেস্কঃ শোবিজ অঙ্গনে কয়েক দিন ধরে চিত্রনায়িকা বুবলী ও তার সন্তানকে কেন্দ্র করে নানা ধরনের সংবাদ প্রকাশ হচ্ছে। গত মঙ্গলবার বুবলীর ‘বেবি বাম্প’-এর ছবি প্রকাশ্যে আসার পর শোবিজ অঙ্গনে থাকা গুঞ্জনগুলো যেন সত্যি হয়ে সামনে আসছে। সিনেমাপাড়ায় গুঞ্জন আছে, কন্যা সন্তানের মা হয়েছেন এই চিত্রনায়িকা। আর সেটি হয়েছে বছর কয়েক আগে। আর সে সময়ের ‘বেবি বাম্প’-এর ছবি এতদিন পর সামনে এনেছেন বুবলী।

তবে বুবলীর একাধিক ঘনিষ্ঠসূত্র জানিয়েছেন, মেয়ে নয় ছেলের মা হয়েছেন বুবলী। আর তার সন্তানের বাবা ঢালিউডের সুপারস্টার শাকিব খান। ছেলের নাম শেহজাদ খান। বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমার মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শেহজাদ খানের জন্ম হয়েছে। আর ‘বীর’ মুক্তি পেয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে।

নাম প্রকাশে অনিচ্ছুক বুবলীর এক ঘনিষ্ঠজন জানান, যুক্তরাষ্ট্রে বুবলীর ছেলে হয়েছে। যখন বুবলী আড়ালে ছিলেন, তখনই তিনি মা হয়েছেন। বুবলীর ছেলে শেহজাদ খানের বয়স এখন দুই বছরের ওপরে।

খোঁজ নিয়ে জানা যায়, যুক্তরাষ্ট্র থাকা বাংলাদেশের মডেল-অভিনেত্রী নওশীন নাহরীন মৌ সেসময় বুবলীর পাশে ছিলেন। আর বুবলী ও তার সন্তানের পাশে থেকে সার্বিক সহযোগিতাও করেছেন তিনি। শুধু তাই নয়, শাকিব খানকে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি নিয়ে দেওয়ার পেছনেও নওশীনের অবদান অনেক। তার গ্রিন কার্ড পাওয়ার সব সহযোগিতা করেছেন এই মডেল-অভিনেত্রী।

এদিকে, ২০১৭ সালে বুবলী তার ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন। আর ক্যাপশনে লিখেছিলেন, ‘ফ্যামিলি টাইম’। সেই ছবিতে বুবলী বোন ও দুলাভাইয়ের সঙ্গে বসে আছেন শাকিব খান। এখন নেটিজেনদের ধারণা ছিল, শাকিব-বুবলীর সম্পর্কের শুরুটা সেখান থেকেই। তবে সত্যটি তা নয়, বুবলীর রূপালি পর্দায় পা রাখার আগে থেকেই শাকিব খানের সঙ্গে তার পরিচয়। শাকিব খানই তাকে নিয়ে আসে রূপালি ভুবনে। ২০১৬ সালে ‘বসগিরি’ ও ‘শুটার’ সিনেমা দিয়ে শোবিজে বুবলীর আত্মপ্রকাশ। এরপর এই জুটি উপহার দিয়েছেন বেশ কিছু সিনেমা।

যদিও অভিনয়ের ভুবনে পা রাখার কোনো আগ্রহই ছিল না বুবলী ও তার পরিবারের। তারপরও কিসের মোহে বুবলী সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তা জানা নেই কারো। এ নিয়ে পরিবারের সঙ্গেও অনেক মতবিরোধ হয়েছে তার। আর বর্তমান সময়ের ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে তার পরিবারও বেশ উদ্বিগ্ন।
সূত্রঃ আমাদের সময়

31/07/2022

আজমিরীগঞ্জে জমি দখল নিয়ে দু’ পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ ২০

31/07/2022

ও বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। সংবাদে বলা হয়েছে চুরি ও লুটপাটের ঘটনায় হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের ডেম....

23/06/2022
Update💥💥💥"মাত্র ৩ দিনে দেড় কোটি টাকা সংগ্রহ। ❤️মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন।।
22/06/2022

Update💥💥💥
"মাত্র ৩ দিনে দেড় কোটি টাকা সংগ্রহ। ❤️
মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন।।

আজকের সাহরী ও ইফতারের সময়সূচী হবিগঞ্জ
05/04/2022

আজকের সাহরী ও ইফতারের সময়সূচী হবিগঞ্জ

21/03/2022

তাইতো বলি এত দ্রুত গ্যাস শেষ হয় কি ভাবে

15/03/2022

সয়াবিন তেলের দাম বেশি নিলে ১৬১২১-এ,০১৩১৮৩৯৬৯৬৭, জানানোর অনুরোধ,আজকের সাতক্ষীরা প্রকাশিত: ১১ মার্চ ২০২২,সরকার ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিলেও তা মানছেন না অসাধু ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বাজার মনিটরিংয়ে যৌথ অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরপরেও অনেকে গোপনে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।এ পরিস্থিতিতে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নিলে ভোক্তা অধিদপ্তরের হটলাইনে কল করে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তরা। একই সঙ্গে তারা বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত দাম অর্থাৎ ন্যায্যমূল্যও জানিয়েছেন।শুক্রবার (১১ মার্চ) অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ৬ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিনের দাম নির্ধারণ করে দেয়। সরকারের নির্ধারণ করে দেওয়া বাজারমূল্য অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিনের সর্বোচ্চ খুচরামূল্য ১৬০টাকা এবং বোতলজাত ৫ লিটারের দাম ৭৯৫ টাকা। এছাড়া খোলা সয়াবিন প্রতি লিটার সর্বোচ্চ ১৪৩ টাকা এবং খোলা পাম অয়েল লিটারপ্রতি ১৩৩ টাকা।


মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘অনেকেই ভোজ্যতেলের প্রকৃত দাম সম্পর্কে ওয়াকিবহাল নয়। এটা প্রচার করা বেশি প্রয়োজন। কারও কাছ থেকে নির্ধারিত দামের বেশি নেওয়া হলে, আমাদের হটলাইন ১৬১২১ নম্বরে কল করে অভিযোগ জানাতে হবে। আমরা দ্রুত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।’

15/03/2022

দ্রব্য মূল্য দাম বাড়তি হবে না রমজানের আগে,তেলের দাম বেশি রাখায় দোকানদারকে ১ মাসের কারা বিনাশ্রম কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে,

13/03/2022

নতুন গজল মা আরকি ফিরে আসবে না হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ || Jubayer Ahmad Tasrif

13/03/2022

জমি খারিজ করতে এবং নামজারি করতে কত টাকা লাগে জেনে নিন এসিল্যান্ডের কাছ থেকে সবাই দোয়া করবেন আল্লাহ যেন এ ধরনের অফিসার প্রতিটি এলাকায় হয়

12/03/2022

দের টাকার সাংবাদিক তদের কারনে তেল পিয়াজ🧅চিনি দাম বারছে Neil miah

04/03/2022

কাফনের কাপড় নিয়ে রাস্তায় নেমেছে তরুণ যুবক

Address

Habiganj
3300

Telephone

+8801893533674

Website

Alerts

Be the first to know and let us send you an email when AllNewsbd24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like