02/06/2024

(সময় থাকতে না বুঝলে পরে আমাদের মতো মাস্টার্স পাশ করে বিদেশ আসতে হবে কামলা দিতে)

সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দেই!

১. যদি আপনার বাবার ৪-৫ লাখ টাকা থাকে তাহলে ড্রাইভিং, ইলেকট্রিক কাজ, এসি ফ্রিজ মাস্টার, পাইপলাইন এর কাজ শিখুন মনোযোগ দিয়ে একবছর শিখলে শিখে যাবেন, এর মাঝে পার্সপোর্ট করে রাখুন, ভালো কোন এজেন্সি দেখে মধ্যপ্রাচ্যে যান। বিদেশে দক্ষ হয়ে গেলে কাজের অভাব নাই, মাসে লাখ টাকা কামাবেন কোন ব্যাপার নয়

২. বিদেশ না যেতে চাইলে মানবিক বিভাগে ভর্তি হউন...অটোমোবাইল এর কাজ শিখুন,,, অটোমবাইল এর কাজের কী দাম সেটা যার গাড়ি আছে সই ভালো জানে।

৩. আপনার বাবার যদি মোটামুটি জমি জমা থাকে তাহলে আপনাকে বিদেশ যাওয়ার দরকার নাই... বাবার থেকে লাখ দুয়েক টাকা নিয়ে গরুর খামার করুন, আপরার বন্ধু ইন্টার পাশ করার আগেই আপনি দশটা গরুর মালিক হয়ে যাবেন!

৪. রাশিয়ান, চিনা, জার্মান, ইংরেজি, কোরিয়ান ভাষা শিখুন কাজের অভাব থাকবেনা! এমন কোম্পানি আছে যারা মাসে ৫ লাখ টাকা দিয়ে এমন লোক রাখে, তবে ইন্টারের লেখাপড়া কন্টিনিও রাখতে হবে।

৫. আপনার যদি ডাক্তার ইন্জিনিয়ার, হওয়ার ইচ্ছে থাকে, আর সেই পরিমান রেজাল্ট থাকে তাহলে তাহলে ৩ হাজার টাকা দিয়ে একটা স্টাডি টেবিল কিনুন আর হাতের ফোনটা টয়লেটের কোমডে ফেলে দিয়ে এখনি পড়তে বসুন।

৬. সবকিছুর মাঝে সার্টিফিকেট এর জন্য যেকোন কলেজে ভর্তি হয়ে থাকবেন,তাহলে কেউ মুর্খ কামলা বলতে পারবেনা।

৭. আপনি যদি লম্বা, ফিটপাট হয়ে থাকেন তাহলে বয়স থাকাকালিন বাহিনি গুলোর সব সার্কুলারে আবেদন করতে হবে। যদি লেগে যায়!

উপরের পরামর্শ গুলা স্কিন শর্ট দিয়ে রেখো, কারণ এখন এগুলো তোমারদের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু যখন অর্নাস পাশ করবা তখন দেখবা একটা মালির চাকরির জন্য লাখ লাখ মানুষ পরিক্ষা দিচ্ছে। তখন বুঝবা এসব বলার মানে কী।
সংগৃহীত

ছবি আটেনশন এর জন্য 😊

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
13/10/2023

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

13/10/2023
পৃথিবীর একমাত্র ট্রেন🚆, যা নদীতেও চলতে পারে🐸📸Raihan Hasan
07/10/2023

পৃথিবীর একমাত্র ট্রেন🚆, যা নদীতেও চলতে পারে🐸

📸Raihan Hasan

Today best photo ❤️‍🩹
07/10/2023

Today best photo ❤️‍🩹

28/09/2023

তামিম ভাই ভুলে যাবো না ✋

26/09/2023

বোকা চো****😃✋

24/09/2023

কিছু একটা লিখবো, ইনশাআল্লাহ

জীবনে কিছু করতে চাইলে নাইটকোচ এর ড্রাইভারের মতো হও........হানিফ এন্টারপ্রাইজের একটি বাস জয়পুরহাট-হিলির উদ্দেশ্যে ঢাকা ত্...
17/09/2023

জীবনে কিছু করতে চাইলে নাইটকোচ এর ড্রাইভারের মতো হও........

হানিফ এন্টারপ্রাইজের একটি বাস জয়পুরহাট-হিলির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করল। বাসটির ৪০ টি সিট যাত্রীতে পূর্ণ। বাসের সুপারভাইজার, ড্রাইভার এবং হেলপার বেশ খুশি মনে ‘বিসমিল্লাহ...’ পড়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন।

ড্রাইভারের পিছনের সিটে দু’জন মাঝবয়সী লোক বসেছেন। তাদের একজন আজকের ‘ প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকা পড়তে শুরু করলেন। পত্রিকার পাতাগুলো উদ্দেশ্যহীনভাবে উল্টানোর এক পর্যায়ে তার চোখ দু’টো বিনোদন পাতায় আটকে গেল। হালের উঠতি এক নায়িকা স্বল্প বসন পরিহিত ছবিতে তার নয়ন দু’টি থমকে গেছে। তার নয়নের এরূপ কড়া দৃষ্টি দেখে তার পাশের জনও পত্রিকার পাতার দিকে তাকালেন। তিনিও মোহগ্রস্থ হলেন। তিনি একবার সামনের দিকে তাকান আর একবার আড়চোঁখে পত্রিকায় দৃশ্যমান স্বল্প বসনের সেই নায়িকার দিকে তাকান।

এভাবেই এক সময় বাসটি নবীনগর,চন্দ্রা অতিক্রম করে এখন হাইওয়েতে উঠেছে। মাঝের দিকে বসেছেন দুই তরুন-তরুনী। তারা সম্ভবত নববিবাহিত দম্পতি। যাত্রী ভর্তি এই বাসেও তাদের ভালোবাসাময় দুষ্টামী থেমে থাকে না। এরই ফাঁকে মেয়েটি লজ্জা,শঙ্কা আর খানিকটা ভয়ার্ত দৃষ্টি নিয়ে চারদিকে তাকায়,এই বুঝি কেউ দেখে ফেললো.......

বাসটি যমুনা সেতুতে এসে পড়ল। যমুনা সেতুতে বাসটি আসা মাত্রই বাসের যাত্রীদের মধ্যে হঠাৎ চাঞ্জল্য লক্ষ্য করা গেল। কিন্তু তাদের মধ্যে একজন যুবক জানালায় তার দুই হাত এলিয়ে তার উপর থুঁতনি রেখে, এক দৃষ্টিতে যমুনার কালো জলের যৌবনের জোঁয়ার দেখতে লাগল। দূর নদীতে দেখা যায়, হারিকিনের টিমটিম আলো। হয়তো নৌকার মাঝি, মাছভর্তি নৌকা নিয়ে খুশির চোটে প্রিয়ার আলিঙ্গন পাবার দূর্নিবার ইচ্ছা নিয়ে পাড়ের দিকে ছুটছে। ঠিক তখনই যুবকটির মনে আপনা থেকেই বেজে উঠল আব্বাস উদ্দিনের সেই গান, ‘মাঝি বাইয়া যাও রে...’

এভাবে আরো খানিকটা পথ চলে বগুড়ার শেরপুর পার হবার পর পিছনের দিক থেকে এক বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো। কান্নার শব্দে বাচ্চাটির মায়েরও ঘুম ভেঙ্গে যায়। পিঠে মৃদু থাপ্পড় দিতে দিতে মা বলে,
‘ওরে আমার বাবাটা! স্বপ্ন দেখছো, ভয় পাইছো। এইতো আম্মু তোমার পাশে আছি। ঐ যে দেখ চাঁদ। জানালা দিয়ে চাঁদ দেখ।’

আড়াই বছরের বাচ্চাটি আচমকা কান্না থামিয়ে অবাক হয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকে। তার কান্না থেমে যাওয়ায় আশ্বস্ত হন মা। কিন্তু কিছুক্ষণ বাদেই বাচ্চাটি বলে, ‘দেখছো আম্মু, চাঁদটাও আমাদের সঙ্গে যাচ্ছে। চাঁদটা আমাদের সঙ্গে যাচ্ছে কেন?’
এই ‘কেন’ এর কোনো উত্তর হয় না। একটি বাসে এতোকিছু হচ্ছে কিন্তু তার কোনো কিছুই বাসের ড্রাইভারটিকে স্পর্শ করে না। সে যেমন স্বল্প বসনার সেই মডেলকে দেখতে যেমন নিজ আসন ত্যাগ করে না। ঠিক তেমনি যমুনার কালো জলও তাকে আকৃষ্ট করতে পারে না। আর ঠিক সেকারণেই গভীর রাত পেরিয়ে সবার যখন ঘুম ভাঙ্গে তখন সবাই নিজেদের বগুড়া ছাড়িয়ে মোকামতলা হয়ে জয়পুরহাট বাসষ্ট্যান্ডে আবিষ্কার করতে পারে।

আর সবার মত ড্রাইভার সাহেবও যদি সেই নববিবাহিত দম্পতির দুষ্টামো দেখার জন্য মুখিয়ে উঠতেন, তবে সেই বাসটি আর কখনোই ঢাকা থেকে রওনা করে বগুড়া পেরিয়ে জয়পুরহাট পৌঁছাতো না। হয়তো তা যমুনার অতল খাঁদে হারিয়ে যেত।

জীবন একটি চলন্ত বাসের মত। জীবনে চলতে গিয়ে অনেক মানুষের সাথেই পরিচয় হয়। নানা জন, নানান কথা বলে। কেউবা পিঠ চাপড়ে উৎসাহ দেয়। আর কেউবা ঠোঁটের কোনায় বাঁকা হাসি দিয়ে উপহাস করে। পিঠ চাপড়ানোর মুহুর্তটা যতোটানা অনুপ্রেরণা দেয় , বাঁকা হাসিটা তার চেয়ে সহস্রাধিক গুন বেশি জ্বালা দেয়। সেই জ্বালা স্মরণ রাখলে মুশকিল। আর কখনো জীবনের গন্তব্যে স্থলে পৌঁছানো হবে না। জীবন নামক বাসটি কোন এক খাঁদের কিনারাতেই থমকে থাকবে।

জীবনে কিছু করতে চাইলে নাইটকোচের বাসের ড্রাইভারদের মত হওয়া প্রয়োজন। বাসের ভিতরে যাই ঘটুক ড্রাইভারের যেমন তাতে কোন-ই যায় আসে না। তেমনি আমাদের আশে-পাশের মানুষ যাই বলুক না কেন, সেগুলো গায়ে মাখানো যাবে না। তবেই একদিন দেখবেন, আপনার ‘বাস’ নামক জীবনখানি সঠিক লক্ষ্যে পৌঁছে গেছে।

#সংগৃহীত

আম্মাকে তসবীহ হাতে গ্রিল ঘেঁষে নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে দেখছি অনেকক্ষণ ধরে। কাছে যাবার সাহস হচ্ছেনা। শেষ বিকেলের আলো...
07/09/2023

আম্মাকে তসবীহ হাতে গ্রিল ঘেঁষে নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে দেখছি অনেকক্ষণ ধরে।

কাছে যাবার সাহস হচ্ছেনা।

শেষ বিকেলের আলোতে যে এতো বিষাদ আগে কখনো খেয়াল করিনি!

আমার একমাত্র ভাই অনিন্দ্য গতকাল কানাডা চলে গেল।University of Toronto তে ও ফুল স্কলারশিপ পেয়েছে পিএইচডির জন্যে।

বলে গেছে ঘরে ফিরবে।কিন্তু আম্মা বিশ্বাস করছেন না।

তোমাদের যাদের বয়স ১৫-১৬ বছর তারা এই ছবিটা মনে রেখ।

'পড় পড় পড়!!' বলে এখন তোমার 'মাথা খাওয়া' মা টা একদিন দেখতে ঠিক এরকম হবে!

ঠিক মিলিয়ে নিও, একদিন তুমি অনেক বড় হবে স্রেফ এটুকুর বাইরে তোমার 'রাগী' মায়ের দোয়াতে আর কিচ্ছু ছিল না!

ভাবছ তো একদিন টাকা দেবে,বাড়ি দেবে, হীরা দিয়ে মুড়ে দেবে মাকে!

আমাদের অসহায়ত্ব এখানেই যে,আমরা যখন ছোট থাকি শাসনের আড়ালের মায়াটা দেখিনা!

আর যেদিন আমাদের বোঝার বয়স হয়, সেদিন হয় আমরা দূরে চলে যাই বা তাঁরা আল্লাহর মেহমান হয়ে যান।

কি অদ্ভূত একটা সম্পর্ক!

Copy

29/08/2023
গতকাল ফেসবুকে একটা ছবি পোস্ট করেছিলাম আর ছবির ক্যাপশন ছিলো,”এই রোমান্টিক আবহাওয়ায় যার বউ নাই তার কোলবালিশ আছে অথচ আমার ব...
24/08/2023

গতকাল ফেসবুকে একটা ছবি পোস্ট করেছিলাম আর ছবির ক্যাপশন ছিলো,”এই রোমান্টিক আবহাওয়ায় যার বউ নাই তার কোলবালিশ আছে অথচ আমার বউ কোলবালিশ কোনটাই নাই ”

আজ সকালে দেখি আমার গার্লফ্রেন্ড শ্রাবণী একটা কোলবালিশ নিয়ে আমার অফিসে এসে হাজির। আমায় দেখে মিষ্টি হেসে বললো,
“তোমার তো কেউ নেই তাই তোমার জন্য একটা কোলবালিশ নিয়ে আসলাম”

আমি কিছুটা ভয়ে ভয়ে বললাম,
-পোস্টটা তো আমি মজা করে করেছি। তুমি সিরিয়াসলি নিচ্ছো কেন?

শ্রাবণী দাঁতে দাঁত চেপে নিজের রাগটা কন্ট্রোল করে বললো,
- “তোমায় কে বলেছে রোমান্টিক আবহাওয়ায় একা একা থাকতে? এতোদিন বিয়ের কথা বললে বলতে, “আগে পড়াশোনাটা শেষ করি” পড়াশোনা শেষ হবার পর যখন বিয়ের কথা বললাম তখন বলেছো, “আগে একটা চাকরির ব্যবস্থা করি” এখন চাকরি পাবার পর যখন বিয়ের কথা বলি তুমি শুধু এই সমস্যা ওই সমস্যা দেখাও। সত্যি করে বলো তো তুমি কি চাও?”

আমি বিড়বিড় করে বললাম,
-শান্তি চাই।
- “ঠিক বুঝলাম না? কি বলেছো তুমি?”

আমি আমতা আমতা করে বললাম,
- “আসলে সামনের মাসে আমার মামাতো বোনের বাচ্চা ডেলিভারি। ওর বাচ্চাটা হয়ে গেলেই আমরা বিয়ে করে নিবো?”

শ্রাবণী অবাক চোখে আমার দিকে তাকিয়ে বললো,
- “মামাতো বোনের বাচ্চা ডেলিভারির সাথে আমাকে বিয়ে না করার কি সম্পর্ক?”

কথাটা বলার পর বুঝতে পেরেছি আমি কতবড় বোকামি করেছি। আসলে শ্রাবণীর রাগী চেহারা দেখলে আমি আমার ভিতর থাকি না। সব এলোমেলো হয়ে যায়। জানি না কোন আহাম্মক বলেছিলো মেয়েরা রাগলে সুন্দর লাগে। কিন্তু আমার তো মনে হয় নারী জাতি রাগলে ক্ষুধার্ত বাঘিনীর মতো লাগে। আমি তখন বললাম,
- আসলে আমার মামাতো বোনটা ৯ মাসের প্রেগন্যান্ট। ও আমায় বারবার বলেছে আমার বিয়েতে নাকি ও নোরা ফাতিহির মতো বেলি ডান্স দিবে। একটাবার কল্পনা করে দেখো আমাদের বিয়ে হচ্ছে আর সেই বিয়েতে সকল মানুষের মাঝে ৯মাসের প্রেগন্যান্ট একটা মেয়ে বেলি ডান্স দিচ্ছে। বিষয়টা কতটা জঘন্য হবে বুঝতে পারছো?

কথাটা শোনার পর শ্রাবণী যখন চোখ বড় বড় করে আমার দিকে তাকালো তখন আমার অফিস কলিগ শাহীন ভাই এসে হাজির। এই লোকটাকে দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমি এমনও দেখেছি ৬ বছরের সংসার ভেঙে গেছে উনার এক কথাতে। উনি আমাকে দেখে চোখ মুখ শক্ত করে বললো,
-“আরে পিয়াস সাহেব, আপনি এখানে। আপনাকে নিয়ে তো পুরো অফিসে আলোচনা হচ্ছে”

আমি অবাক হয়ে বললাম,
-আমাকে নিয়ে আলোচনার কি আছে?

শাহীন সাহেব আমার আরো কাছাকাছি এসে বললো,
- “ GM ম্যাডাম তো আজ উনার দেড় বছরের বাচ্চাটাকে নিয়ে অফিসে এসেছে। বাচ্চাকে দেখে তো আমরা সবাই অবাক। হুবহু আপনার মতো দেখতে। সেইম আপনার মতো নাক, মুখ, কান। সবাই বলাবলি করছে এই বাচ্চাটা আপনার। আর এজন্যই নাকি ম্যাডাম আপনাকে অন্যদের থেকে আলাদা চোখে দেখে। তাছাড়া বহুদিন আগে শুনেছিলাম আফিশিয়াল কাজে আপনারা দুইজন একবার কক্সবাজার গিয়েছিলেন তখন নাকি হোটেলে একটা রুমেই খালি ছিলো। আপনারা নাকি একসাথে একই রুমে রাত কাটিয়ে ছিলেন ।”

কথাটা শুনার পর আমি বিরক্ত হয়ে উনাকে বললাম,
- “আপনি এইসব আজগুবি কথা কোথা থেকে শুনেন?”

শ্রাবণীর দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম, মেয়েরা রেগে গেলে সুন্দর লাগে না, সুন্দর লাগে তখন যখন মেয়েরা অনেক কষ্টে কান্না চেপে রাখে। কি ভয়ংকর রকম সুন্দর লাগছে শ্রাবণীকে। শ্রাবণী কিছু না বলে চলে যেতে লাগলো। আমি পিছন পিছন যেতে যেতে বললাম,
-বিশ্বাস করো ম্যাডামের সাথে আমার এমন কোন সম্পর্ক নেই। তাছাড়া আমার তো বাবা হবার সম্ভাবনাই নেই?

শ্রাবণী আমার দিকে ঘুরে তাকিয়ে বললো,
- “কেন সম্ভাবনা নেই?”

কথাটা বলার পর চিন্তা করতে লাগলাম, এটা আমি কি বললাম! আমি সবসময় উল্টো পাল্টা বেফাঁস কথা বলে বিপদে পড়ি।
শ্রাবণী রেগে বললো,
- “কি হলো চুপ করে আছো কেন?”

আমি কি বললো না বলবো ভাবতে ভাবতেই খেয়াল করি দেয়ালে একটা পোস্টার আর তাতে লেখা, “ আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? তাহলে আপনার একমাত্র ঠিকানা হাকিম কবিরাজ। যোগাযোগঃ০১৭—----”

আমি মাথা নিচু করে দেয়ালের পোস্টারটা শ্রাবণীকে দেখিয়ে বললাম,
-আমার উনার কাছে যেতে হয় প্রায় সময়। বাকিটা তুমি বুঝে নাও

শ্রাবণী আমার হাতটা শক্ত করে চেপে ধরে বললো,
- “ছিঃ পিয়াস, তুমি এইসব নিয়ে ভয় পাচ্ছো কেন? আমার এইসবের প্রয়োজন নেই। তাছাড়া এইসব আলতু ফালতু কবিরাজের কাছে না গিয়ে ভালো ডাক্তার দেখালে তুমি ঠিক হয়ে যাবে। এখন চলো আমাকে ফুচকা খাওয়াবে।”-----

—---

কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। শ্রাবণীকে নিয়ে যখন ফুচকার দোকানে গেলাম তখন খেয়াল করি আমার মামাতো বোন লামিয়া সেখানে। আমাকে দেখে সে আমার কাছে এসে বললো,
- “উনিই তাহলে শ্রাবণী ভাবি? আচ্ছা তোরা এখনো বিয়ে করছিস না কেন? আমার কতদিনের শখ তোর বিয়েতে আমি নাচ করবো”
শ্রাবণী অবাক হয়ে বললো,
- “তুমি না প্রেগন্যান্ট?”

লামিয়া আরো অবাক হয়ে বললো,
-“ নাউযুবিল্লাহ, আমার তো বিয়েই হয় নি। তাহলে প্রেগন্যান্ট হবো কিভাবে?”

শ্রাবণী রাগে যখন চলে যেতে লাগলো তখন আমি ওর পিছন পিছন এসে ওর হাতটা ধরে বললাম,
- “প্লিজ তুমি আমায় ভুল বুঝো না। আসলে আমি বিয়ে করতে ভয় পাই আমার বাবার জন্য?”

শ্রাবণী চোখের পানি মুছতে মুছতে বললো,
- “মানে কি! তোমার বিয়ে করার সাথে আংকেলের কি সমস্যা?”

আবার বেফাঁস কথা বলে ফেলেছি। বেচারা বাবার উপর এখন দোষ চাপাতে হবে। আমি শ্রাবণীকে বললাম,
-জন্মের পর থেকেই দেখেছি বাবা মায়ের উপর অত্যাচার করে। রঞ্জিত মল্লিক প্যান্টের বেল্ট খুলে যেমন গুন্ডাদের মারতো তেমনি প্রতি রাতে বাবা প্যান্টের বেল্ট দিয়ে মাকে মারতো। অথচ মা বাবা প্রেম করে বিয়ে করেছিলো। আমার ভয় হয় বিয়ের পর আমিও যদি বাবার মতো বদলে যায়। তোমার উপর অত্যাচার করি।

কথাগুলো বলে হালকা আবেগে কেঁদে দিলাম। শ্রাবণী আমায় জড়িয়ে ধরে বললো,
“এমন কিছুই হবে না।তুমি যাকে এতো ভালোবাসো তার গায়ে তুমি কখনো হাত উঠাতে পারবে না?”---

—---

একদিন সকালে শ্রাবণী আমাদের বাসায় এসে হাজির। আমি কিছু বলতে যাবো তার আগেই বাবা রান্নাঘর থেকে বের হয় কপালের ঘাম মুছতে মুছতে মাকে বললো,
- “ওগো শুনছো? সকালের নাস্তা তৈরি হয়ে গেছে। তোমার নাস্তা করা হয়ে গেলে আমি প্লেটগুলো ধুয়ে অফিস যাবো।একটু যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে”

শ্রাবণী আমার দিকে তাকিয়ে বললো,
- “হারামি, আমি বিয়ের আগেই আজ বিধবা হবো”---

রাস্তায় আমি দৌড়াচ্ছি আর ভাবছি, “শ্রাবণীকে কি করে বলি বাবাকে দেখে আমার বিয়ের শখ মিটে গেছে। আল্লাহ ৩০টা দিন মা বাবাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করায়। আমার সাথে যদি এমন হয়। সেই ভয়েই তো বিয়ে করি না…

-ভয়
-আবুল বাশার পিয়াস

যারা এখনো আমাদের পেজে ফলো না দিয়ে গল্প পড়ছেন তারা এখনোই আমাদের পেজে ফলো এবং লাইক দিয়ে আমাদের পেজটা পাবলিক করে দেন।আমাদের গ্রূপের গল্প মন ছুঁয়ে যাবে নীল লেখায় চাপ দিয়ে ফলো এবং লাইক দিন। Xilal

তে সবার সাথে দেখা হয়ে যাক। Welcome
24/08/2023

তে সবার সাথে দেখা হয়ে যাক।

Welcome

২ গ্লাস শরবত নিয়ে দাঁড়িয়ে ১০/২০ হাজার টাকা দাবী করা উদ্যোক্তারা..! 🐸
21/08/2023

২ গ্লাস শরবত নিয়ে দাঁড়িয়ে ১০/২০ হাজার টাকা দাবী করা উদ্যোক্তারা..! 🐸

ঠান্ডা লাগার পর আমার নাকের অবস্থা 😪🥱
20/08/2023

ঠান্ডা লাগার পর আমার নাকের অবস্থা 😪🥱

পানির দামে ডিম! তবুও কিছু মানুষ বলবে ডিমের দাম বেশি
19/08/2023

পানির দামে ডিম! তবুও কিছু মানুষ বলবে ডিমের দাম বেশি

16/08/2023
12/08/2023

পুরুষের মন খারাপ মানে টাকার অভাব.! 😅💔

11/08/2023

মনের মানুষ বদলায়,
ছবির মানুষ কিন্তু বদলায় না... 🥀

10/08/2023

নারী কিসে আটকায় জানি না
তবে
পুরুষ আটকায় ছাত্রলীগে! 😃🙂🌚

চলুন জায়েদ খানের থেকে কিছু ইংরেজি শিখিI thought i think i’m thinking the bangladeshi people bangladeshi some of people n...
10/08/2023

চলুন জায়েদ খানের থেকে কিছু ইংরেজি শিখি
I thought i think i’m thinking the bangladeshi people bangladeshi some of people not the lot’s of people because lot’s of actor actress lot’s of journalistht is a giving me the hi giving me the is a good way wishes for the award but lot’s of but few people is all over in the country view of journalisht few of people is not the happy for the award because of zelas.- Zayed Khan🤐

আমি ভেবেছিলাম আমি ভাবছি আমি বাংলাদেশের মানুষ ভাবছি বাংলাদেশী কিছু লোকের লোক নয় কারণ অভিনেতা অভিনেত্রীর প্রচুর সাংবাদিকতা আমাকে হাই দেওয়া একটি ভাল উপায় হল পুরস্কারের জন্য শুভকামনা কিন্তু অনেকগুলি কিন্তু খুব কম সারাদেশে মানুষ সাংবাদিকতার দৃষ্টিতে জেলের কারণে পুরস্কার পেয়ে খুশি নয়।- জায়েদ খান🤐

©

(অনুবাদকারীর নাম জানলে বলবেন কেউ)
এমন অনুবাদ কিছু দিন পড়লে পাগল হয়া ছাড়া আর রাস্তা থাকবে না।😀

প্রাচীন যুগে চীনারা যখন শান্তিতে বসবাস করার সিদ্ধান্ত নিল তখন তারা গ্রেট ওয়াল নির্মাণ করলো। চীনারা ভেবেছিল এটার উচ্চতার...
09/08/2023

প্রাচীন যুগে চীনারা যখন শান্তিতে বসবাস করার সিদ্ধান্ত নিল তখন তারা গ্রেট ওয়াল নির্মাণ করলো। চীনারা ভেবেছিল এটার উচ্চতার জন্য কেউ টপকে তাদের আক্রমণ করতে পারবে না।
গ্রেট ওয়াল নির্মাণের প্রথম একশো বছরের মধ্যেই চীনারা তিন বার আক্রান্ত হয়। আশ্চর্যের বিষয় কোনোবারই আক্রমণকারীদের দেওয়াল টপকানোর বা ভাঙার প্রয়োজন হয় নাই। কারণ প্রত্যেকবারই আক্রমণকারীরা দেওয়াল পাহারারত রক্ষীদের উৎকোচ দিয়ে সামনের গেট দিয়ে ঢুকে গেছে। চীনারা অনেক পরিশ্রম করে মজবুত দেওয়াল তৈরি করেছিল। কিন্তু তারা দেওয়াল পাহারা দেওয়া রক্ষীদের চরিত্র মজবুত করার জন্য কোন পরিশ্রমই করেনি।

তাহলে দেখা যাচ্ছে দেওয়াল মজবুত করার থেকে চরিত্র মজবুত করার প্রশ্নটিই আগে আসে। শুধু দেওয়াল মজবুত করার ফলাফল শূন্য।

তাই অনেক আগেই একজন প্রাচ‍্যদেশীয় দার্শনিক বলে গেছেন তুমি যদি কোন সভ্যতা ধ্বংস করতে চাও তাহলে তিনটি কাজ কর-

(ক) যে জাতিকে পদানত করতে চাও তার পারিবারিক গঠন আগে ধ্বংস করো। পারিবারিক গঠন ধ্বংস করতে হলে সংসারে মায়ের ভূমিকাকে খাটো করে দেখাও যাতে সে গৃহবধূ পরিচয় দিতে লজ্জাবোধ করে।

(খ) শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও। এটা করতে হলে শিক্ষককে প্রাধান্য দিও না। সমাজে তার অবস্থান নিচু করে দেখাও যাতে তার ছাত্ররাই তাকে উপহাস করে।

(গ) তরুণ সমাজ যেন অনুসরণ করার মত কোন রোল মডেল না পায়। তাই তাদের জ্ঞানীদের নানাভাবে অপমান কর। রোল মডেলদের নামে অসংখ্য মিথ্যা কুৎসা রটাও যাতে তরুণ সমাজ তাদের অনুসরণ করতে দ্বিধাবোধ করে।

(সংগ্রহ)

তবে বর্তমানে আমাদের দেশের সাথে তিনটি কাজেরই মিল হয়েছে।

03/08/2023

কি সুন্দর, এমন ও ভালোবাসা হয়।

যে দেশে ১৭ বছর পড়ালেখা করেপড়ালেখার পাঠ চুকিয়ে চাকরিরআবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না...
31/07/2023

যে দেশে ১৭ বছর পড়ালেখা করে
পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির
আবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে
"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না।
তখন প্রশ্ন জাগে তাহলে ১৭ বছর
ওয়ার্কশপে কাজ শিখলেই হতো !
- যে দেশে পাশ করার ৪ বছরের মধ্যে
বিয়ে করতে গেলে পাত্রীর মা
"প্রতিষ্ঠিত পাত্রের" দোহাই দিয়ে
বিদায় করে দেয় সেখানেও প্রশ্ন আসে
১৭ বছর পড়ালেখা না করে তো ব্যবসার
চিন্তা করলেই হতো, কাড়ি কাড়ি
টাকা থাকতো !
- এদেশে কি সার্টিফিকেট আর ২
টাকার পুরোনো নোটের মধ্যে আদৌ
কি কোন পার্থক্য থাকছে ?
১৭ বছর পড়াশোনা করে যদি ১২ হাজার
টাকা বেতনে সকাল ৯টা টু রাত ৯টা
ডিউটির অফার আসে, তাহলে নামের
আগে ওই "ইঞ্জিনিয়ার/ গ্রেজুয়েট"
শব্দের
দরকার কি ?
সিএনজি চালিয়েও ১৫ হাজারের ও
বেশী ইনকাম করা যায় !

❤️❤️‍🩹
24/07/2023

❤️❤️‍🩹

দুঃখ আছে বলেই , সুখের এতো মূল্য ।🤦🥀✋
24/07/2023

দুঃখ আছে বলেই ,
সুখের এতো মূল্য ।🤦🥀✋

Address

Habiganj Sadar
3300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Xilal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Xilal:

Videos

Share