Gazi It Academy

Gazi It Academy ’’গাজি আইটি একাডেমি ’’
বিনামূল্যে আইটি সেক্টরে দক্ষ হওয়ার প্লাটফর্ম।
Welcome to My page.

I work for Microsoft Word Tutorial in Bangla, web design, web development, and graphics design as well as freelancing tutorials for beginners to advance in Bangla.

বর্তমান বিশ্বে জীবিকা নির্বাহ করে বাঁচতে হলে কম্পিউটার শিখতে হবে এই কথাটা নতুন করে বলার কিছু না। শুধু যে কম্পিউটার সংক্র...
07/11/2024

বর্তমান বিশ্বে জীবিকা নির্বাহ করে বাঁচতে হলে কম্পিউটার শিখতে হবে এই কথাটা নতুন করে বলার কিছু না। শুধু যে কম্পিউটার সংক্রান্ত কোন কাজে কম্পিউটার ব্যবহার হয় তা কিন্তু নয়। যে কাজ কম্পিউটার নির্ভর নয় সেই কাজে কম্পিউটার জানা একটা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হয়। কম্পিউটার জানা এক জন লোকের কর্মক্ষেত্রে বিপুল পরিমাণ চাহিদা।

কম্পিউটার ব্যবহার এক জন কর্মীর উৎপাদনশীলতা অনেক গুন বাড়িয়ে দেয়। কম্পিউটার শিক্ষা হলো এমন একটি প্লাটফর্ম , জীবন গড়ার জন্য আপনি যেকোনো ট্রেনেই যান না কেন এই ধাপটি পাড় হয়ে যেতে হবে। শুধু তাই নয়, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রতিযুগিতার বাজারে নিজেকে একজন দক্ষ ও যুগ্য হিসেবে প্রমাণ করতে কম্পিউটার শেখার কোন বিকল্প নেই।

আপনি যেকোনো পেশায় নিয়োজিত হন না কেন কম্পিউটারের উপর দক্ষতা অর্জন করতে হবে। শুধু মাত্র কম্পিউটারের উপর দক্ষতা থাকার কারণে আপনি অন্যদের তুলনায় এক ধাপ বেশি এগিয়ে যাবেন। কম্পিউটার ছাড়া বর্তমান বিশ্ব অচল বলা চলে। কম্পিউটার শিক্ষা ব্যক্তি এবং কর্মজীবনে অনেক ভালো প্রভাব ফেলে। তাই কম্পিউটার শিক্ষা অনেক জরুরী।কম্পিউটার হলো বর্তমান বিশ্বের চাবিকাঠি।

চাকরির বাজারে রয়েছে এর ব্যপক চাহিদা। সরকারি বেসরকারি উভয় চাকরির ক্ষেত্রে কম্পিউটার শেখার গুরুত্ব অপরিসীম। শুধু চাকরির ক্ষেত্রে নয় নিজেকে স্মাট ভাবে গড়ে তুলতে হলে কম্পিউটার শিখতেই হবে। বর্তমান বিশ্বে কম্পিউটার ছাড়া কিছু করা সম্ভব নয় এবং কম্পিউটার ছাড়া কিছু ভাবাটা বোকামি।

কম্পিউটার ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান চালানো খুব কষ্টসাধ্য। বর্তমান বিশ্বে কম্পিউটারের জানা লোকের চাহিদা ব্যপক । তাই নিজেকে উত্তম রূপে গড়ে তুলতে এবং ভালো কোন চাকরি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার শিখতে হবে।

গাজি আইটি একাডেমিতে 6 মাস মেয়াদি কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সে ভর্তি চলছে!!!

# কারিগড়ি শিক্ষা নিন বদলে যাবে আপনার দিন, বাবা-মায়ের উপর কত দিন, উদ্যোক্তা হওয়ার শপথ নিন।

👨‍🎓( কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান করা হয় )
👉আমাদের বৈশিষ্ঠ্য:
১। দক্ষ প্রশিক্ষক দ্বারা পরিচালিত।
২। ক্লাস মিস করলে রেকড ক্লাসের সুবিধা।
3। প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটারের ব্যবস্থা।
4। কোর্স শেষে রয়েছে প্র্যাকটিসের সুবিধা।
ভর্তির জন্য যোগাযোগ করুন: ধল তেমুনিয়া পয়েন্ট, লাখাই রোড। 📲01917-320122
📨[email protected]

গাজি আইটি একাডেমিতে  (3মাস ও 6 মাস মেয়াদি) কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সে ভর্তি চলছে!!! # কারিগড়ি শিক্ষা নিন বদলে যাবে ...
21/09/2024

গাজি আইটি একাডেমিতে (3মাস ও 6 মাস মেয়াদি) কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সে ভর্তি চলছে!!!

# কারিগড়ি শিক্ষা নিন বদলে যাবে আপনার দিন, বাবা-মায়ের উপর কত দিন, উদ্যোক্তা হওয়ার শপথ নিন।

# সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা বাধ্যতামূল্যক।

👨‍🎓( কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান করা হয় )

👉আমাদের বৈশিষ্ঠ্য:
১। দক্ষ প্রশিক্ষক দ্বারা পরিচালিত।
২। ক্লাস মিস করলে রেকড ক্লাসের সুবিধা।
3। প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটারের ব্যবস্থা।
4। কোর্স শেষে রয়েছে প্র্যাকটিসের সুবিধা।
ভর্তির জন্য যোগাযোগ করুন: ধল তেমুনিয়া পয়েন্ট, লাখাই রোড। 📲01917-320122
📨[email protected]

13/06/2024

📢গাজি আইটি একাডেমিতে (3মাস ও 6 মাস মেয়াদি) বিভিন্ন ধরনের কোর্সে ভর্তি চলছে

👉 কারিগড়ি শিক্ষা নিন বদলে যাবে আপনার দিন, বাবা-মায়ের উপর কত দিন, উদ্যোক্তা হওয়ার শপথ নিন।

👉সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা বাধ্যতামূল্যক।

👨‍🎓( কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান করা হয় )

আমাদের বৈশিষ্ঠ্য:
১। দক্ষ প্রশিক্ষক দ্বারা পরিচালিত।
২। ক্লাস মিস করলে রেকড ক্লাসের সুবিধা।
3। প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটারের ব্যবস্থা।
4। কোর্স শেষে রয়েছে প্র্যাকটিসের সুবিধা।
যোগাযোগ: ধল তেমুনিয়া পয়েন্ট, লাখাই রোড। 📲01917-320122
📨[email protected]

06/06/2024

📢গাজি আইটি একাডেমিতে কম্পিউটারের (3মাস ও 6 মাস মেয়াদি) বেসিক কোর্সে ভর্তি চলছে

# কারিগড়ি শিক্ষা নিন বদলে যাবে আপনার দিন, বাবা-মায়ের উপর কত দিন, উদ্যোক্তা হওয়ার শপথ নিন।

# সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা বাধ্যতামূল্যক।

👨‍🎓( কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান করা হয় )
👉আমাদের বৈশিষ্ঠ্য:
১। দক্ষ প্রশিক্ষক দ্বারা পরিচালিত।
২। ক্লাস মিস করলে রেকড ক্লাসের সুবিধা।
3। প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটারের ব্যবস্থা।
4। কোর্স শেষে রয়েছে প্র্যাকটিসের সুবিধা।
5। ছেলে-মেয়েদের আলাদা ক্লাস করানো হয়।
যোগাযোগ: ধল তেমুনিয়া পয়েন্ট, লাখাই রোড। 📲01917-320122
📨[email protected]

23/04/2024

শুধুমাত্র একটি সফটওয়্যার এর কাজ শিখে আপনার ক্যারিয়ার গড়তে পারেন।

📢গাজি আইটি একাডেমিতে কম্পিউটারের (3মাস ও 6 মাস মেয়াদি) বেসিক কোর্সে ভর্তি চলছে 👨‍🎓( কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান...
19/04/2024

📢গাজি আইটি একাডেমিতে কম্পিউটারের (3মাস ও 6 মাস মেয়াদি) বেসিক কোর্সে ভর্তি চলছে
👨‍🎓( কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান করা হয় )
👉আমাদের বৈশিষ্ঠ্য:
১। দক্ষ প্রশিক্ষক দ্বারা পরিচালিত।
২। ক্লাস মিস করলে রেকড ক্লাসের সুবিধা।
3। প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটারের ব্যবস্থা।
4। কোর্স শেষে রয়েছে প্র্যাকটিসের সুবিধা।
5। ছেলে-মেয়েদের আলাদা ক্লাস করানো হয়।
6। প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
যোগাযোগ: ধল তেমুনিয়া পয়েন্ট, লাখাই রোড। 📲01794349940
📨[email protected]

03/04/2024

বেসিক কম্পিউটার ফুল কোর্স। বিগিনার টু এডভান্স। যারা একেবারে কম্পিউটার সম্পর্কে কিছুই জানেন না তাদের জন্য আমার এই কোর্স। এই কোর্সে আমি শেখাব কম্পিউটারের এবিসি থেকে এডভান্স লেভেল পর্যন্ত। আপনি যদি আমার ভিডিওগুলি মনযোগ সহকারে দেখেন আপনি ঘরে বসে নিজে নিজে কম্পিউটার শিখে নিতে পারবেন।

14/03/2024

বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে, মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ জানা সকলের জন্যই গুরুত্বপূর্ণ। নিজস্ব কাজ, চাকরি, ব্যবসা সকল জায়গায় মাইক্রোসফট ওয়ার্ড প্রয়োজন। অনেকেই জানেন মাইক্রোসফট ওয়ার্ড কী। তারপরও যারা জানেন না যে, মাইক্রোসফট ওয়ার্ড কী এবং কী কাজে লাগবে তাদের জন্য আমার ভিডিও তৈরি করা।

👉মাইক্রোসফট ওয়ার্ড যে সব কাজে ব্যবহার করা হয়:

✅ বই বা ডকুমেন্ট তৈরি
মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে খুব সহজেই বই লিখা বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করা যায়। মাইক্রোসফট ওয়ার্ড এ টেক্সট নিয়ে কাজ করা অন্যান্য সফটওয়্যার থেকে অনেকটাই সহজ

✅ সিভি ও রেজুমি তৈরি:-
সিভি ও রেজুমি তৈরির জন্য মাইক্রোসফট ওয়ার্ড প্রয়োজন। অধিকাংশ মানুষ -ই এ কাজের জন্য মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে। অনেক মাইক্রোসফট ওয়ার্ড টেম্পলেটও পাওয়া যায় যেগুলো সামান্য পরিবর্তন করে আপনি সিভি ও রেজুমি তৈরি করে নিতে পারবেন।

✅ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়
মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শিখে নিজের কাজের পাশাপাশি অন্যদের কাজ করে দিয়ে ইনকাম করা সম্ভব। তাছাড়া, এটি যেহেতু বহুল ব্যবহৃত অফিস সফটওয়্যার, তাই সবখানেই এটির কাজের চাহিদা রয়েছে । আপনি যদি এই সফটওয়্যারটি ব্যবহারে দক্ষ হতে পারেন আপনি চাইলে এর কাজ অন্যদের শিখিয়েও আয়ের ব্যবস্থা হতে পারে।

✅ সুন্দর লেকচার শিট বা নোট তৈরি
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা কোচিং সেন্টার, যেকোনো জায়গায় লেকচার শিট খুবই কমন একটি বিষয়। লেকচার শিট তৈরি বেশ ঝামেলার বটে। কিন্তু মাইক্রোসফট ওয়াড সহজ ও ভালো মানের হওয়ায় সুন্দর সুন্দর লেকচার শিট তৈরি করা খুবই সহজ এর মাধ্যমে। এছাড়াও অনেকে নিজের পড়াশোনার নোট গুছিয়ে রাখতে পছন্দ করেন। হাতে লিখে তৈরি করা নোটের চেয়ে মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করা নোটের সুবিধা হচ্ছে এটি পরবর্তীতে যেকোনো সময় এডিট বা পরিবর্তন করা যায়।

✅ আর্টিকল লেখা:-
লেখালেখির অভ্যাস আছে? তাহলে মাইক্রোসফট ওয়ার্ড আপনার জন্য সেরা সফটওয়্যার হতে পারে। লেখালেখি করার জন্য খুবই চমৎকার ও সহজ ইন্টারফেস আপনি মাইক্রোসফট ওয়ার্ড থেকেই পেয়ে যাবেন।

✅ পোস্টার ও কার্ড তৈরি:-
আমাদের প্রায়শই পোস্টার ও কার্ড তৈরি করতে হয়। এগুলো কোনো ফটো এডিটর দিয়ে করার জন্য বাড়তি অনেক কিছু শেখা লাগে। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে সেটা একদম সহজ। সাধারণ কাজকর্ম জানা কেউও সুন্দর পোস্টার বা কার্ড তৈরি করে ফেলতে পারবে। সাথে আছে অনেক অনেক টেম্পলেট। যা আপনার কাজ অনেকটাই কমিয়ে দেবে।

📢গাজি আইটি একাডেমিতে কম্পিউটারের (3মাস ও 6 মাস মেয়াদি) বেসিক কোর্সে ভর্তি চলছে
👨‍🎓( কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান করা হয় )

👉আমাদের বৈশিষ্ঠ্য:
১। দক্ষ প্রশিক্ষক দ্বারা পরিচালিত।
২। ক্লাস মিস করলে রেকড ক্লাসের সুবিধা।
3। প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটারের ব্যবস্থা।
4। কোর্স শেষে রয়েছে প্র্যাকটিসের সুবিধা।
5। ছেলে-মেয়েদের আলাদা ক্লাস করানো হয়।
6। প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।

যোগাযোগ: ধল তেমুনিয়া পয়েন্ট, লাখাই রোড। 📲01794349940
📨[email protected]

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবোনা। যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বিজয় তাদের  প্রত...
16/12/2023

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবোনা। যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বিজয় তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা!!

গাজি আইটি একাডেমিতে3 মাস ও 6 মাস মেয়াদি কম্পিউটারের বেসিক কোর্সে ভর্তি চলছে। # আমাদের কোর্স সমূহ:-১। বেসিক প্রোগ্রাম৩।গ্...
14/12/2023

গাজি আইটি একাডেমিতে
3 মাস ও 6 মাস মেয়াদি কম্পিউটারের বেসিক কোর্সে ভর্তি চলছে।

# আমাদের কোর্স সমূহ:-
১। বেসিক প্রোগ্রাম
৩।গ্রাফিক্স ডিজাইন
৪। ওয়েব ডিজাইন
৫। ডিজিটাল মার্কেটিং
৬। ডাটা এন্টি

# এই কোর্স গুলোর মধ্যে যে কোন একটি ভাল করে শিখে আপনি ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে পারবেন।
# আইটি সেক্টরে দক্ষ হলে বিশ্বজুরে কর্ম মিলে।
# দক্ষ জনশক্তি তৈরি করাই আমাদের প্রধান উদ্দেশ্য।
# কারিগড়ি শিক্ষা নিন, বদলে যাবে আপনার দিন, বাবা মায়ের উপর কত দিন, উদ্যোক্তা হওয়ার শপথ নিন।

আমাদের বৈশিষ্ঠ্য:
1। দক্ষ প্রশিক্ষক দ্বারা পরিচালিত।
2। ছেলে-মেয়েদের আলাদা আলাদা ক্লাস করানো হয়।
3। প্রত্যেক ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা আলাদা কম্পিউটারের ব্যবস্থা।
4। আমাদের প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সি.সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
5। যারা কোর্স করবেন তাদের জন্য রয়েছে কোর্স শেষে প্যাকটিসের সুবিধা।

তাই আর দেরি না করে আজই ভর্তি হয়ে যান, গাজী আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে কেননা আমাদের আসন সংখ্যা সীমিত।

যোগাযোগ: ধল তেমুনিয়া পয়েন্ট, ডাচ্-বাংলা ব্যাংকের উত্তর পাশে, লাখাই রোড, হবিগঞ্জ সদর।

নিজে কিছু করুন, অন্যকে কিছু করার সুযোগ করে দিন..
24/11/2023

নিজে কিছু করুন, অন্যকে কিছু করার সুযোগ করে দিন..

Address

Dholo
Habiganj Sadar
3300

Telephone

+8801917320122

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gazi It Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gazi It Academy:

Videos

Share