07/11/2024
বর্তমান বিশ্বে জীবিকা নির্বাহ করে বাঁচতে হলে কম্পিউটার শিখতে হবে এই কথাটা নতুন করে বলার কিছু না। শুধু যে কম্পিউটার সংক্রান্ত কোন কাজে কম্পিউটার ব্যবহার হয় তা কিন্তু নয়। যে কাজ কম্পিউটার নির্ভর নয় সেই কাজে কম্পিউটার জানা একটা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হয়। কম্পিউটার জানা এক জন লোকের কর্মক্ষেত্রে বিপুল পরিমাণ চাহিদা।
কম্পিউটার ব্যবহার এক জন কর্মীর উৎপাদনশীলতা অনেক গুন বাড়িয়ে দেয়। কম্পিউটার শিক্ষা হলো এমন একটি প্লাটফর্ম , জীবন গড়ার জন্য আপনি যেকোনো ট্রেনেই যান না কেন এই ধাপটি পাড় হয়ে যেতে হবে। শুধু তাই নয়, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রতিযুগিতার বাজারে নিজেকে একজন দক্ষ ও যুগ্য হিসেবে প্রমাণ করতে কম্পিউটার শেখার কোন বিকল্প নেই।
আপনি যেকোনো পেশায় নিয়োজিত হন না কেন কম্পিউটারের উপর দক্ষতা অর্জন করতে হবে। শুধু মাত্র কম্পিউটারের উপর দক্ষতা থাকার কারণে আপনি অন্যদের তুলনায় এক ধাপ বেশি এগিয়ে যাবেন। কম্পিউটার ছাড়া বর্তমান বিশ্ব অচল বলা চলে। কম্পিউটার শিক্ষা ব্যক্তি এবং কর্মজীবনে অনেক ভালো প্রভাব ফেলে। তাই কম্পিউটার শিক্ষা অনেক জরুরী।কম্পিউটার হলো বর্তমান বিশ্বের চাবিকাঠি।
চাকরির বাজারে রয়েছে এর ব্যপক চাহিদা। সরকারি বেসরকারি উভয় চাকরির ক্ষেত্রে কম্পিউটার শেখার গুরুত্ব অপরিসীম। শুধু চাকরির ক্ষেত্রে নয় নিজেকে স্মাট ভাবে গড়ে তুলতে হলে কম্পিউটার শিখতেই হবে। বর্তমান বিশ্বে কম্পিউটার ছাড়া কিছু করা সম্ভব নয় এবং কম্পিউটার ছাড়া কিছু ভাবাটা বোকামি।
কম্পিউটার ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান চালানো খুব কষ্টসাধ্য। বর্তমান বিশ্বে কম্পিউটারের জানা লোকের চাহিদা ব্যপক । তাই নিজেকে উত্তম রূপে গড়ে তুলতে এবং ভালো কোন চাকরি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার শিখতে হবে।
গাজি আইটি একাডেমিতে 6 মাস মেয়াদি কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সে ভর্তি চলছে!!!
# কারিগড়ি শিক্ষা নিন বদলে যাবে আপনার দিন, বাবা-মায়ের উপর কত দিন, উদ্যোক্তা হওয়ার শপথ নিন।
👨🎓( কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান করা হয় )
👉আমাদের বৈশিষ্ঠ্য:
১। দক্ষ প্রশিক্ষক দ্বারা পরিচালিত।
২। ক্লাস মিস করলে রেকড ক্লাসের সুবিধা।
3। প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটারের ব্যবস্থা।
4। কোর্স শেষে রয়েছে প্র্যাকটিসের সুবিধা।
ভর্তির জন্য যোগাযোগ করুন: ধল তেমুনিয়া পয়েন্ট, লাখাই রোড। 📲01917-320122
📨[email protected]