খেলাফত মজলিস ৬নং ফতেপুর ইউনিয়ন

  • Home
  • Gowainghat
  • খেলাফত মজলিস ৬নং ফতেপুর ইউনিয়ন

খেলাফত মজলিস ৬নং ফতেপুর ইউনিয়ন খেলাফত প্রতিষ্ঠার লক্ষে গণ আন্দোলন গড়ে তুলুন

09/04/2024
শিক্ষক সাংবাদিক আনহার বিন সাইদ,দরদী জননেতা।ছোটদের শ্রদ্বেয়ভাজন।সমবয়সিদের আস্থাভাজন।বড়দের স্নেহভাজন একমনিষী,খুশি লাগছে। দ...
20/11/2023

শিক্ষক সাংবাদিক আনহার বিন সাইদ,দরদী জননেতা।ছোটদের শ্রদ্বেয়ভাজন।
সমবয়সিদের আস্থাভাজন।বড়দের স্নেহভাজন একমনিষী,খুশি লাগছে। দীর্ঘকয়েকদিন তাহার সাথে চলাফেরা করেছি।
আরো চলব বলে আশা করি।তাঁর স্বভাবচরিত্র আমাকে মুগ্ধ করেছে।
গাম্ভীর্যপুর্ণমনোভাব নিয়েই সর্বদা চলাফেরা।
গুরুত্বপূর্ণ উপদেশাবলি তাঁর মাঝে লুকায়িত।
যেই পাশে যায়, তাকে সেগুলোদিয়ে ধনি করেন।

পাশে ছিলাম বিদায়,তাঁর উপদেশ গ্রহণের পাত্রের সৌভাগ্য আমার হয়েছে।
খুবভালো উপদেশ দিতে পারেন তিনি।
যা আমার জীবনের সর্বক্ষেত্রে কাজে আসবে মনে হয়।কিন্তু তাঁরপাশে বেশি থাকতে পারব না।
তাঁকে ও তাঁর উপদেশগুলোকে খুবমিস করব।
তিনি কিন্তু আমার রাজনৈতিক শক্তিও বটে।রাজনৈতিকমাঠে তাঁর কোনো দাপট নেই সাংবাদিক হিসাবে সর্ব মহলে পরিচিত।
তবে তিনি নিজের জন্য কাজ করেন না।
সর্বদা সংগঠনকে নিয়ে ভাবেন।
কিভাবে সংগঠন এগায়।যেন সংগঠনই তাঁর সবকিছু।

তাছাড়া কয়েকটি সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন।
আল-ফাতাহ সংগঠনের সভাপতি।
আল-ফোরকান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক।
উলামা হেল্পিং ফাউন্ডেশনের সভাপতি।
কলম একাডেমি লন্ডন এর বিভাগীয় সাধারণ সম্পাদক।
দক্ষতার সহিত পরিচালনা করে আসছেন।

দুয়া করি আল্লাহ তাঁকে আরো বড় করুক।
তিনি ও তিনার দল আরো এগিয়েযাক।সমাজে তাঁর জুড় আরো শক্ত হোক।আল্লাহ তাঁর মনের বাসনা পূরন করুক।আমিন।

সিলেট ৪আসনে সাবেক ছাত্রনেতা গোয়াইনঘাট সংবাদের সম্পাদক সাংবাদিক এম এ রহিম কে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চাই।
15/04/2023

সিলেট ৪আসনে সাবেক ছাত্রনেতা গোয়াইনঘাট সংবাদের সম্পাদক সাংবাদিক এম এ রহিম কে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চাই।

07/02/2023
গণ মানুষের সংগঠন খেলাফত মজলিস ডৌবাড়ী ইউনিয়ন ৬নং ওয়ার্ড শাখার নবনির্বাচিত সভাপতি, মাওলানা আলী হুসাইন সেক্রেটারি মাওলানা আ...
08/10/2022

গণ মানুষের সংগঠন খেলাফত মজলিস ডৌবাড়ী ইউনিয়ন ৬নং ওয়ার্ড শাখার নবনির্বাচিত সভাপতি, মাওলানা আলী হুসাইন সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম।

নারায়ণগঞ্জে গ্যাসের তীব্র সংকটের প্রতিবাদে খেলাফত মজলিসের সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিতখেলাফত মজলিস নারায়...
21/09/2022

নারায়ণগঞ্জে গ্যাসের তীব্র সংকটের প্রতিবাদে খেলাফত মজলিসের সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী শাখা আজ দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশ শেষে মিছিল সহ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও জোবিঅ-ফতুল্লার ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীনের কাছে স্মারকলিপি প্রদান করে।

এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, মহানগর সহ-সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, মুফতী আব্দুল গনী, আব্বাস সিকদার, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মাদ আব্দুল্লাহ, মহানগর প্রশিক্ষণ সম্পাদক খন্দকার মুহাম্মাদ ইউনুস, বায়তুলমাল ও ছাত্র বিষয়ক সম্পাদক মাইদুল ইসলাম, ছাত্র মজলিসের মহানগর সভাপতি শরীফ মাহমুদ, খেলাফত মজলিস বন্দর থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, মহানগর প্রকাশনা সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদ হাসান, ছাত্র মজলিস মহানগর ক্যাম্পাস সম্পাদক মুহাম্মাদ নেওয়াজ, হাফেজ বজলুর রহমান, ফরহাদ হোসাইন, মুহাম্মাদ দেওয়ান, হাজ্বী রিপন আহমদ, সাঈদ হাসান নুর প্রমুখ।

আলহামদুলিল্লাহ
17/09/2022

আলহামদুলিল্লাহ

03/06/2022

G News Tv এই পেইজটিতে লাইক দিয়ে সাথে থাকুন

10/05/2022

দেশ বিদেশের সবাইকে ঈদ মোবারক

শুভ জন্মদিন এনাম আহমদ
10/05/2022

শুভ জন্মদিন এনাম আহমদ

السلام عليكم ورحمة الله وبركاته. تقبل الله منا ومنكم صالح الاعمال يارب العالمين○ বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়কে  #ঈদমুব...
03/05/2022

السلام عليكم ورحمة الله وبركاته.
تقبل الله منا ومنكم صالح الاعمال يارب العالمين○

বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়কে #ঈদমুবারকের শুভেচ্ছা। এই ঈদ আমাদেরকে একক জাতি হিসেবে একত্রিত করুক এবং আমাদের হৃদয় ভ্রাতৃত্বে ভরিয়ে তুলুক।
এই ঈদ, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আপনাকে এবং আপনার পরিবারের উপর অগণিত আনন্দ এবং আশীর্বাদ বর্ষণ করুন। রমজানের রোজাদারদের জন্য উপহার এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সকল মুত্তাকীদেরকে ঈদ মোবারক।

আল্লাহ যেন আমাদের রোজা ও ইবাদত কবুল করেন এবং আমাদের গুনাহগুলো ধুয়ে দেন। আমার সকল প্রিয় রোজাদারদের ঈদুল ফিতরের শুভেচ্ছা।
দোয়ায় আমাকে মনে রাখবেন।🤲🏼🤲🏼🤲🏼
ওয়াসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

22/04/2022

প্রতিভা আছে ছোট্ট কোমলমতি শিশুটির
বারাকাল্লাহু ফি হায়াতিহি

আলহামদুলিল্লাহ।খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার ইফতার মাহফিল সম্পন্ন।প্রধান অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব, জনা...
22/04/2022

আলহামদুলিল্লাহ।
খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার ইফতার মাহফিল সম্পন্ন।
প্রধান অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব, জনাব মুহাম্মদ মুনতাসির আলী।
বিশেষ অতিথি ছিলেন, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক, মাওলানা Dilwar Hussain ভাই।
এছাড়াও উলামায়ে কেরাম, রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

Address

Sylhet
Gowainghat

Alerts

Be the first to know and let us send you an email when খেলাফত মজলিস ৬নং ফতেপুর ইউনিয়ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খেলাফত মজলিস ৬নং ফতেপুর ইউনিয়ন:

Videos

Share



You may also like