Gowainghat TV

Gowainghat TV সত্য প্রকাশে নির্ভীক, গোয়াইনঘাট টি.ভি।
(5)

18/06/2024

গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানি গঞ্জের মানুষ দ্বিতীয় বারের মতো পানি বন্ধী হয়ে পড়েছে।

31/03/2024

সরিষা তেল ফেরা হচ্ছে
তোয়াকুল স্ট্যান্ড,গোয়াইনঘাট, সিলেট।

এখানে... সরিষা, ধান, চাউল, মরিছ,ধনিয়া ইত্যাদি যত্নসহকারে ভাঙ্গানো হয় এবং সূলভ মূল্যে বিক্রি করা হয়।

স্থানঃ তোয়াকুল স্ট্যান্ড, গোয়াইনঘাট, সিলেট।
যোগাযোগঃ ০১৭৯৩-৬৪০৫৯৪, ০১৭২৮-২৮৭২৩৭

অসাধু সিএনজি চালকরা কেড়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। যাত্রীদের দুর্ভোগ চরমে!!!!সময়:১৩:৪৫:১৫তারিখ:০৯/০৩/২০২৪ইংনিজস্ব সংবাদদাতা ...
09/03/2024

অসাধু সিএনজি চালকরা কেড়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। যাত্রীদের দুর্ভোগ চরমে!!!!

সময়:১৩:৪৫:১৫
তারিখ:০৯/০৩/২০২৪ইং

নিজস্ব সংবাদদাতা
বিগত কিছুদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে যে, তোয়াকুল হতে সালুটিকর, আম্বরখানা গামী সিএনজি চালকরা অসাধু পথ অবলম্বন করে রাস্তায় মানুষদেরকে এক প্রকার জিম্মি করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে।

এতে করে মধ্যভিত্ত ও নিম্ন আয়ের মানুষ চরমভাবে ভোগছে এবং অসাধু কিছুচালকদের দ্বারা হয়রানির শিকার হচ্ছে। অসাধু ড্রাইভাররা যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া চায়, এর কারণ জানতে চাইলে বলে "পুশলে গাড়িতে উঠো না পুশলা অন্য দিকে যাও।" বিশেষ করে সন্ধ্যা হলেই তাদের ভয়াল রূপ আরোও ভয়ঙ্কর হয়ে উঠে।

যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণসহ নানাবিধ খারাপ বাক্য ব্যবহার করেন এসব চালক। এরা সন্ধ্যা হলেই যাত্রীদের কাছে ভাড়া দ্বিগুণ চেয়ে বসে, দ্বিগুন ভাড়া না দিলে তারা যাবে না সূচক কথা বলে।

উক্ত রোডে প্রশাসনের দৃষ্টি ও জন দুর্ভোগ কমানোর জন্য উপযুক্ত ব্যবস্থাসহ অসাধু চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ একান্ত প্রয়োজন। নির্ধারিত ভাড়ায় গাড়ি চালাতে বাধ্য করতে হবে হোক সেটা রাত অথবা দিন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এর বিকল্প ব্যবস্থার চিন্তা করতে হবে। গরিবের পকেট মেরে ওরা বড় লোক হতে চায়, প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

28/01/2024
বিগ ব্রেকিং               বিগ ব্রেকিং             বিগ ব্রেকিং বাংলাদেশ থেকে টিকটক ব্যান🚫🚫অবশেষে টিকটক নামক অভিশাপ থেকে ব...
22/01/2024

বিগ ব্রেকিং বিগ ব্রেকিং বিগ ব্রেকিং

বাংলাদেশ থেকে টিকটক ব্যান🚫🚫

অবশেষে টিকটক নামক অভিশাপ থেকে বাংলার অভিভাবক, সচেতন নাগরিকরা স্বস্তি পাচ্ছেন। পড়া-লেখার মানোন্নয়নে টিকটক ব্যান করা সময়ের দাবি এবং জাতির মেরুদণ্ড রক্ষায়, সু-নাগরিক গঠনে এটি (টিকটক) বিরূপ প্রভাব ফেলেছে যা বন্ধ করা একান্ত জরুরী। টিকটক যুব সমাজকে মানসিক প্রতিবন্ধকতার দিকে ঠেলে দিচ্ছে।

বাংলাদেশ শিক্ষা বোর্ডকে ধন্যবাদ।

22/01/2024

বর্তমানে একটা বিষয় লক্ষ করলাম।

মানুষ প্রতিবন্ধীর মতো আচরণ করে
সোস্যাল মিডিয়াতে অহরহ, যারা আসলে শারীরিকভাবে প্রতিবন্ধী নয় এরা মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে গেছে বা যাচ্ছে।

এমন করার কারণ হলো সোস্যাল মিডিয়াতে পরিচিতি লাভ করা। এটা বিকৃত মানসিকতার পরিচয়। এরকম চলতে থাকলে এক সময় মানুষ মনে করবে এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু এটা মারাত্মক ও ভয়ানক পরিণতি ডেকে আনছে সমাজে।

শর্ট ভিডিও তৈরীতে এসব বিকৃত অঙ্গভঙ্গি মারাত্মক আকার ধারণ করছে। এসব করলে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ গড়ে উঠে না। বিবেক সম্পন্ন মানুষ এটা করতে পারে না।

সবাই (যারা করে) এসব বিকৃত মানসিকতা পরিহার করার অনুরোধ করছি।
সবার সুস্থতা কামনা করছি। সুশীল সমাজ গঠনে ভূমিকা পালন করুন।

কয়েছ আহমদ

18/01/2024

রমনা পার্ক,ঢাকা। সকাল: ০৭:৩০

Heartiest congratulations New Elected President   and Secretary   also to all new leader and members and special Congrat...
15/01/2024

Heartiest congratulations New Elected President and Secretary also to all new leader and members and special Congratulations for elected as Sports Editor of Gowainghat Probashi Trust.

পরিমণির হুশিয়ারীবার্তাবিনোদনপ্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৪ ১৭:৪৪পরীমনির  হুশিয়ারীবার্তা বিনোদন প্রতিবেদকপরীমনির হুশিয়ারীবার্ত...
14/01/2024

পরিমণির হুশিয়ারীবার্তা

বিনোদন

প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৪ ১৭:৪৪
পরীমনির হুশিয়ারীবার্তা
বিনোদন প্রতিবেদক

পরীমনির হুশিয়ারীবার্তা
পরীমণি ও ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য

কয়েক দিন আগেই নিজের গ্রামের বাড়ি বরিশালে ঘুরে বেড়িয়েছেন অভিনেত্রী পরীমনি। সেখানে পরিবারের মানুষদের নিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন তিনি। তবে ঢাকায় ফিরেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। তিনি একা নন, ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যসহ পরিবারের পাঁচ সদস্য হাসপাতালে ভর্তি ছিলেন।

তবে সবার অবস্থা ভালো হলেও ছেলে রাজ্য এখনো হাসপাতালে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই খবর দিয়েছেন পরীমনি। ব্যান্ডেজ হাতে ছেলের একটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে সতর্কবার্তা দিয়ে লিখেছেন, ‘শীতকালে সবাই খাবারদাবার বুঝে খাবেন।

বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস, শীতের সময় এসব থেকে নিরাপদ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে পরিষ্কার করা হয় সেভাবে না করেই শুধু খাওয়ার পানি দিয়ে ধুয়ে খেয়েছিলাম।

তিনি আরো লিখেছেন, ‘বাবু (পরীর ছেলে) খুবই অল্প পরিমাণ, মানে দু-একটা কামড় দিয়েছিল। ব্যস! বাচ্চা, আমি, আমার গাড়িচালকসহ আমার বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে গত ১১ তারিখ রাত থেকে হাসপাতালে। সবাই মোটামুটি সুস্থ হলেও পুণ্য (পরীমনির ছেলে) এখনো হাসপাতালে!’

ছুটি কাটিয়ে একটানা কাজ শেষ করার চিন্তা ছিল অভিনেত্রীর। তা জানিয়ে তিনি লিখেছেন, “নানুবাড়ি থেকে ভীষণ রকম ভালো সময় নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম।

গতকাল আমার ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’-এর সংবাদ সম্মেলন ও প্রিমিয়ার ছিল এফডিসিতে। থাকতে পারিনি। স্বাভাবিকভাবেই মন খারাপ হচ্ছিল খুব। কিন্তু সকাল থেকে ‘কাগজের বউ’-এর প্রশংসা পাচ্ছিলাম। আমার বেশ আনন্দ হচ্ছে এসবে।”
পরীমনি অভিনীত ‘কাগজের বউ’ সিনেমাটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে আরো অভিনয় করেছেন ডি এ তায়েব, মামনুন হাসান ইমন, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ।

New Cover and Logo Done
08/01/2024

New Cover and Logo Done

🔥Breaking News🔥Once Again Congratulations Member Of Parliament Govt of The people’s Republic of Bangladesh. Parliamentar...
07/01/2024

🔥Breaking News🔥

Once Again Congratulations
Member Of Parliament
Govt of The people’s Republic of Bangladesh.

Parliamentary Seat No-232
Sylhet-4
Imran Ahmad
Free and fair Twelve National Parliamentary Election in 2024.

05/01/2024
31/12/2023

নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা ২০২৪ এবং স্মৃতির বছরে আরেকটি বছর যোগ হলো ২০২৩।

Happy New Year 2024 and
Bye Bye memory year 2023.

অপরিচিতা গল্পের মতো বলতে হচ্ছে......

আজ আমার বয়স চব্বিশ পেরিয়েছে মাত্র কয়েক মাস হলো। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়ো, না গুণের হিসাবে। তবুও ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে।

সেই ইতিহাসটুকু আকারে ছোটো, তাহাকে ছোটো করিয়াই লিখিব। ছোটোকে যাঁহারা সামান্য বলিয়া ভুল করেন না তাঁহারা ইহার রস/মর্ম বুঝিবেন।

সেই ১৯৯৯ সাল থেকে শুরু করে ২০২৩ এর আজ শেষ দিন ৩১/১২/২০২৩ইং রাত পোহালেই ১লা জানুয়ারি ২০২৪জন্ম এবং এর পথচলা শুরু।

২৪টি বছর পেরুলেও জীবনে কারো কোনো উপকারে আসতে পারলাম না বা নিজেকে সেভাবে তৈরি করতে সক্ষম হইনি। এটা আমার জীবনের ব্যর্থতা হলেও, ব্যর্থতা যে একটা শিক্ষা তা অন্তত অর্জিত হয়েছে বলে মনে করি। বিগত সালগুলো হয়তো আমাকে ব্যর্থতা উপহার দিয়েছে। ২০২৩ এ আমার সবচেয়ে মূল্যবান দুটি জিনিসের মধ্যে অন্যতম একটি হারিয়েছি যা কখনো পূরণ হবার নয়। মাওলার ডাকে সাঁড়া দিয়ে আমার বাবা পরপারে পাড়ি জমিয়েছেন, বাবাগো ওপারে তোমার জন্য কিছুই করতে পারবো না জানি, শুধু যা করতে পারি তা হলো তোমার মাগফেরাতের জন্য দোয়া করতে পারি যতটুকু শিখিয়েছো। তুমি ছিলে আমার সবচেয়ে বড় ইন্সট্রাক্টর যা আর আমার জীবনে আসবে না। তোমার জন্য কিছু করতে পারলাম না বলে বাবা তোমার কাছে আমি ক্ষমাপ্রার্থী। তুমি জীবিত থাকাবস্থায় অনেক অবাধ্যতা করেছি বাবা সময় ও সুযোগ হয়নি তোমার কাছে এসবের জন্য ক্ষমা চাওয়ার। বাবা আমাকে মাফ করে দিও।

১৬/১১/২০২৩ রাত: ১১:৪৫ এ তোমার মৃত্যুর খবর শুনে আমি বাকরুদ্ধ হয়ে পড়ি। ভাবি নাই এভাবে আমাকে ঘর থেকে বের করে দিয়ে তুমি আমাদেরকে ফাঁকি দিবে। আজ গুণে গুণে ৪৫দিন অতিবাহিত হলো, কেউ আমাকে আর ডাকে না পিছনে বারবার।

২০২৩সালটা আমার জন্য খুব'ই বেদনা দায়ক হয়ে থাকবে। যে সালটি আমার জীবনে অনেক আনস্পেকটেড ঘটনার জন্ম দিয়েছে। এই সালে অনেকের সাথে অনিচ্ছাকৃত বা ভূলবশত কোনো বাজে ব্যবহার করে থাকলে নিজগুণে আমাকে ক্ষমা করে দিবেন, আপনাদের কাছে আমার প্রার্থনা। কারণ আমিও মানুষ, আমার ভূল-ভ্রান্তি হওয়া অস্বাভাবিক কিছু না।

আশা করছি সবাই আমার জন্য দোয়ায় শামিল রাখবেন এবং আমি যেন ২০২৪সালে মানুষের উপকারে নিজেকে তৈরি করতে পারি এই দোয়া করবেন এবং কাঙ্খিত জীবন গঠন করতে পারি। ২০২৪ সাল যেন সবার সফল ও সার্থক হয় এবং আল্লাহ প্রত্যেকের নেক মনোবাসনা পূর্ণ করেন এই আশা করি।

যারা অসুস্থ তাদের যেন সুস্থ্যতায় শুরু হয় এ বছর। নতুন বছর, নতুনের মতো হোক সবার।

পরিশেষে, সবার জন্য শুভ হোক ২০২৪সাল এবং ২০২৩ সাল রয়ে গেলো স্মৃৃতি হয়ে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, উস্তাদ, শুভাকাঙ্ক্ষী, গুরুজন সবার জন্য এই বছরটি হোক রঙ্গিন ও সাফল্যমন্ডিত।

শুভ নববর্ষ ২০২৪

কয়েছ আহমদ

তামিম কোন পজিশনে ব্যাট করবে এটা বলার অধিকার ক্রিকেট বোর্ড রাখে না-মাশরাফি বিন মুর্তজা
28/09/2023

তামিম কোন পজিশনে ব্যাট করবে এটা বলার অধিকার ক্রিকেট বোর্ড রাখে না
-মাশরাফি বিন মুর্তজা

তোয়াকুল ইউনিয়ন ছাত্রলীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও আনন্দ মিছিল। বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, বিশ্ব নেত...
28/09/2023

তোয়াকুল ইউনিয়ন ছাত্রলীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও আনন্দ মিছিল।

বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, বিশ্ব নেত্রী, স্মার্ট বাংলাদেশের রূপকার, বঙ্গবন্ধুর তনয়া, বাংলার মাটি ও গণমানুষের আস্থার প্রতীক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্ম বার্ষিকী উদযাপন করেন তোয়াকুল ইউনিয়ন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন।

নেতা কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আনন্দ প্রকাশ ও মুজিবীয় শুভেচ্ছা জানান। এবং বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

৮নং তোয়াকুল ইউনিয়নের ছাত্রলীগের কমিটি গঠনের জন্য সিভি আহবান করায় গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অ...
26/09/2023

৮নং তোয়াকুল ইউনিয়নের ছাত্রলীগের কমিটি গঠনের জন্য সিভি আহবান করায় গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

আয়োজনে : ৮নং তোয়াকুল ইউনিয়ন ছাত্রলীগ

নিজস্ব সংবাদ দাঁতা: ২৬-০৯-২০২৩, ০৫.২০

৮নং তোয়াকুল ইউনিয়ন ছাত্রলীগের দীর্ঘদিন কমিটি না থাকায় গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তোয়াকুল ইউনিয়ন ছাত্রলীগের নতুন নেতৃত্ব তুলে আনতে ও আগামী জাতীয় সংসদ (দ্বাদশ) নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগকে চাঙ্গা করতে সিভি আহবান করেন। সিভি আহবান করায় গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে ৮নং তোয়াকুল ইউনিয়ন ছাত্রলীগের আনন্দ মিছিল। উক্ত আনন্দ মিছিলে তোয়াকুল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রলীগের নেতা কর্মী উপস্থিত হয়ে আনন্দ মিছিল সফল করেন এবং উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক সুফিয়ান ও বিপ্লবী সাধারণ সম্পাদক রাজিব এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও মুজিবীয় শুভেচ্ছা জানান ।

এতে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মোঃ মিসবাহ উদ্দিন,তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তোয়াকুল ইউনিয়ন ছাত্রলীগের দীর্ঘদিন কমিটি না থাকায় ছাত্রলীগের নতুন নেতৃত্ব উঠে আসছে না তোয়াকুলের ছাত্রলীগ সাংগঠনিকভাবে দূর্বল হয়ে পড়ছে। ছাত্রলীগকে চাঙ্গা করতে হলে নতুন কমিটির বিকল্প নাই। এই সিভি আহবানের মাধ্যমে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মীদের মূল্যায়ন করার জন্য এবং যাদের দ্বারা দল উপকৃত হয় এমন কর্মীকে ছাত্রলীগের দায়িত্ব দেওয়ার আহবান করেন যারা দলের দুঃসময়ে দলের সাথে কাজ করেছেন জাতীয় এবং স্থানীয় নির্বাচনে এমন কর্মীকে দায়িত্ব দেওয়ার জন্য আহবান জানান। তিনি বলেন, দুই-চার মাস দলের সাথে থেকে পদ পাওয়ার দাবি করা লোকদেরকে এসব গুরুত্বপূর্ণ দায়িত্ব না দেওয়ার ও আহবান জানান। তিনি আরও বলেন, আমি আশা রাখি সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদেরকে একটি সুন্দর কমিটি উপহার দিবেন।

পরিশেষে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি গঠনের লক্ষ্যে সিভি আহবান করায় তাদেরকে ধন্যবাদ ও মুজিবীয় শুভেচ্ছা জানান।

এছাড়া উপস্থিত ছিলেন, তোয়াকুল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মোঃ মাসুক আহমদ, তোয়াকুল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ তাজ উদ্দিন, তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান কমর, তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,ছাত্রলীগ নেতা রেজা চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ সভাপতি ফরিদ উদ্দিন, ৫নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসাইন, তোয়াকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ সুজন আহমদ, তোয়াকুল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গুলজার আহমদ সহ সুমিতচন্দ্র তালুকদার,আমির উদ্দিন, জুবায়ের আহমদ রাজু, আলিম উদ্দিন, ইমদাদুল হক, রাসেল আহমদ,ফখরুল আমিন, সম্রাট আহমদ, সাহেদ আহমদ, মুশাররফ হোসাইন, আলমগীর হোসাইন, আতিফুল ইসলাম, মুনাইম আহমদ,জাবের আহমদ, মুজিবুর রহমান, আবু বকর সিদ্দিক,মুজিবুর রহমান, তামিম ইকবাল, জুবায়েল করিম, ইসলাম উদ্দিন, গোলাম কিবরিয়া রুপন, শারজুল ইসলাম শিপন, শাহ আলম,এলোয়ার হোসেন,মাসুক আহমদ, মাসুম আহমদ, আব্দুল আহাদ, নজরুল ইসলাম, বাবলু,আনোয়ার হোসেন,ইমদাদুল হক মিলন, এলোয়ার হোসেন বাবলা,আলামিন, স্বপন দাস, জাবেদ আহমদ,নয়ন রবি দাস, মিসবাহ উদ্দিনসহ আরো অনেকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন লিটন দাস, এই প্রঙ্গগে সাবেক ক্রিকেটার রকিবুল হাসান বলেন 👇👇👇
25/09/2023

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন লিটন দাস, এই প্রঙ্গগে সাবেক ক্রিকেটার রকিবুল হাসান বলেন 👇👇👇

একমাত্র দেশি ক্রিকেটার হিসেবে বিপিএল প্লেয়ার্স ড্রাফটের ক্যাটাগরি 'এ'তে মুশফিক, পারিশ্রমিক ৮০ লাখ টাকা
24/09/2023

একমাত্র দেশি ক্রিকেটার হিসেবে বিপিএল প্লেয়ার্স ড্রাফটের ক্যাটাগরি 'এ'তে মুশফিক, পারিশ্রমিক ৮০ লাখ টাকা

শুভকামনা রইলো সিলেট স্ট্রাইকার্স এর জন্য ২০২৪।
24/09/2023

শুভকামনা রইলো সিলেট স্ট্রাইকার্স এর জন্য ২০২৪।

সেই সোধির বোলিংয়েই নিউজিল্যান্ডের বড় জয়দেশের মাটিতে টাইগারদের ৮৬ রানের লজ্জার হার!!!ক্রীড়া প্রতিবেদক: গোয়াইনঘাট টি.ভিআপড...
23/09/2023

সেই সোধির বোলিংয়েই নিউজিল্যান্ডের বড় জয়
দেশের মাটিতে টাইগারদের ৮৬ রানের লজ্জার হার!!!

ক্রীড়া প্রতিবেদক: গোয়াইনঘাট টি.ভি
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১: ১৫

প্রেসবক্সের বাইরে তখন মানকাডিং নিয়ে তুমুল বিতর্ক। এক দল বলছে, হাসান মাহমুদ ঠিক কাজটাই করেছেন। অধিনায়ক লিটন দাস বরং ভুল করেছেন। ইশ সোধিকে ফিরিয়ে আনা ঠিক হয়নি। আরেক দল স্পিরিট অব ক্রিকেটের বিষয়টি আলোচনায় টেনে আনলেন। ধারাভাষ্যকার মাইক হেইসম্যান স্পিরিট অব ক্রিকেটে বিশ্বাসী। ব্যাটসম্যানকে সতর্ক না করে মানকাডিং করায় তিনি বেশ বিরক্ত হয়েছিলেন। তবে সোধিকে আবার ফিরিয়ে আনায় খুশিও হয়েছেন।

যেই সোধিকে নিয়ে কথা হচ্ছে, তাঁকে বাংলাদেশ দল নন স্ট্রাইক প্রান্তে রানআউট করার পর শুধু ফিরিয়ে আনেনি, বুকে টেনে নিয়েছে হাসিমুখে। ১৭ রানে অপরাজিত থাকা সেই সোধি ফিরে এসে আরও ১৮ রান যোগ করেন, নিউজিল্যান্ড যোগ করে আরও ৩০। তাতে নিউজিল্যান্ডের রানটা বেড়ে দাঁড়ায় ২৫৪ রানে।

এরপর যে সোধিকে বুকে টেনে নিয়েছে, সেই সোধির ঘূর্ণিতেই বাংলাদেশের ভরাডুবি। বাংলাদেশের রান তাড়ায় সোধির নিলেন ৬ উইকেট। ১০ ওভারে মাত্র ৩৯ রান দিয়েছেন এই লেগ স্পিনার। যা ওয়ানডেতে কিউই স্পিনারদের সেরা বোলিং। এমন বোলিংয়ের পর যা হওয়ার ঠিক তা-ই হয়েছে। বাংলাদেশ ৪১.১ ওভারে ১৬৮ রানে অলআউট। ৮৬ রানের বড় জয়ে নিউজিল্যান্ড এখন তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে।

বাংলাদেশের সকল ধরনের ক্রিকেট হতে নিষিদ্ধ হলেন আলোচিত ক্রিকেটার  #নাসির_হোসাইন
23/09/2023

বাংলাদেশের সকল ধরনের ক্রিকেট হতে নিষিদ্ধ হলেন আলোচিত ক্রিকেটার #নাসির_হোসাইন

গতকালকের সড়ক দূর্ঘটনার বিবরণ। গোয়াইনঘাট উপজেলা
21/07/2023

গতকালকের সড়ক দূর্ঘটনার বিবরণ। গোয়াইনঘাট উপজেলা

21/07/2023

ভর্তি হতে পারেন, কম্পিউটার প্রশিক্ষণের ভালো একটি প্রতিষ্ঠান।

03/02/2023

গ্রামের গোপাটে অবৈধভাবে ঘর নির্মাণ করে, গ্রামবাসীকে ফাসানোর উদ্দেশ্যে নিজেই নিজের ঘর ভেঙ্গে থানায় অভিযোগ করে সাধারণ মানুষকে হয়রানির অপচেষ্টা।
https://fb.watch/ipYA0sz96y/?mibextid=RUbZ1f

কিছু দিন আগে আমি সকল নেতা কর্মিদের ডেকে মিনতি করে বলছিলাম, আওয়ামীলীগ তথা দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে।তিন দ...
08/08/2021

কিছু দিন আগে আমি সকল নেতা কর্মিদের ডেকে মিনতি করে বলছিলাম, আওয়ামীলীগ তথা দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে।

তিন দিন আগের কথা ভুলে গিয়ে কিছু আওয়ামী নামধারী কুলাঙ্গার আমাকে ক্ষতবিক্ষ করে দিলো।
সকল তথ্য আমার কাছে আছে খন্দকার মোস্তাকরা, আমার বাবার মত অন্ধ বিশ্বাস আমি তোমাদের করবো না।
আমার বাবা বিশ্বাস করেছিলো বলে স্ব পরিবারে প্রান দিয়ে তার মূল্য দিতে হয়েছিল।

অনেক দেখেছি আর নয় কেন্দ্রীয় নেতা হন আর জেলার নেতা , কাউকে ছাড় দেওয়া হবেনা। সে যেই হোক না কেন। মুখে নৌকা অন্তরে বিষ, মুখে মুজিব আদর্শ আর মনের ভিতরে নিজের স্বার্থ। আমি রাত দিন পরিশ্রম করে দেশের মানুষের কল্যানে দেশের উন্নয়নের জন্য কাজ করি আর আপনারা কি করেন তার হিসাব আমাকে দিতে হবে। "

- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।💗💗💗

18/05/2021

সুবহানাল্লাহ!!
আল্লাহ মহান!! আল্লাহ মহান!!
আবাবিল দিয়ে আমাদের প্রথম ক্বিবলা পাহারা দিচ্ছেন।

আল্লাহু আকবর!!! আল্লাহু আকবর!!! আল্লাহু আকবর!!!

বিএনপি নেতা সিলেট-৪ আসনের সাবেক সংসদসদস্যের মৃত্যুতে গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যানের শোকনিজস্ব প্রতিনিধিঃইন্নালিল্লাহি ওয়...
06/05/2021

বিএনপি নেতা সিলেট-৪ আসনের সাবেক সংসদসদস্যের মৃত্যুতে গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যানের শোক

নিজস্ব প্রতিনিধিঃ
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন –

সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা জনাব দিলদার হোসেন সেলিম সাহেব আর নেই।

গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান জনাব,ফারুক আহমেদ প্রবীণ এই রাজনীতিবিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি উপজেলা পরিষদের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।


রাজনৈতিক ইতিহাসে তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা জনাব দিলদার হোসেন সেলিম।

বুধবার (৫ মে) রাত পৌনে ১০টার দিকে সিলেট মাউন্ড এডোরা হসপিটালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।


তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।


দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে প্যারালাইসিস-সহ নানা রোগে ভোগছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন।

মঙ্গলবার (৪ মে) রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে সিলেট মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি করা হলে
সেখানেই তিনি বুধবার রাত পৌনে ১০টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

�💥নিয়োগ বিজ্ঞপ্তি💥�     �পদের নাম- কম্পিউটার অপারেটর�                    পদের সংখ্যাঃ ১ জন।...........................প্...
10/03/2021

�💥নিয়োগ বিজ্ঞপ্তি💥�

�পদের নাম- কম্পিউটার অপারেটর�
পদের সংখ্যাঃ ১ জন।...........................প্রতিষ্ঠানঃ-....................... . .......... মা-বাবা ডিজিটাল মিডিয়া..........................লোকেশনঃ.............................. তোয়াকুল স্ট্যান্ড, গোয়াইনঘাট, সিলেট।
🌀শিক্ষাগত যোগ্যতাঃ
🎯মিনিমাম এস এস সি পাশ।
🎯কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

🌀স্কিলসঃ-.........................
🎯ইন্টারনেট ব্রাউজিং,
🎯এম এস অফিস,
🎯ফটোশপ ইত্যাদি।

💲বেতন-আলোচনা সাপেক্ষে।💲
🕰️সময়ঃ ফুল টাইম🕰️
আগ্রহী প্রার্থীরা নিচের নাম্বারে বা ই-মেইলে যোগাযোগ করতে পারেন।
💌[email protected]
📞যোগাযোগঃ 01770932779

আবেদনের শেষ তারিখঃ ০৫/০৪/২০২১

Address

Gowainghat
3100

Alerts

Be the first to know and let us send you an email when Gowainghat TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gowainghat TV:

Videos

Share