নাস্তিকতার মূলোৎপাটন

নাস্তিকতার মূলোৎপাটন ইসলাম বনাম নাস্তিকতা নিয়ে যুক্তি প্র?
(5)

ইউটিউব থেকে দেখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্বীন প্রচারে সহযোগিতা করুন।
16/09/2024

ইউটিউব থেকে দেখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্বীন প্রচারে সহযোগিতা করুন।

| রাষ্ট্রধর্ম ইসলাম vs রাষ্ট্রভাষা বাংলা | প্রশ্নোত্তরে সত্যমনা : পর্ব-০৫আলোচক: মুফতি আব্দুর রাজ্জাক লেখক, সত্যমনা ব...

05/05/2024

ঐতিহাসিক ৫ মে
নাস্তিকতার বিরুদ্ধে একটি বিজয়ের ইতিহাস।

ঢাবির চারুকলায় জ'ঙ্গি তৈরি হচ্ছে!? নতুন জ*ঙ্গি সংগঠন কু*কি*চি*ন। এর প্রধান না*থা*ন ব*ম ঢাবির চারুকলার ছাত্র ছিল। জাতি এখ...
07/04/2024

ঢাবির চারুকলায় জ'ঙ্গি তৈরি হচ্ছে!?

নতুন জ*ঙ্গি সংগঠন কু*কি*চি*ন। এর প্রধান না*থা*ন ব*ম ঢাবির চারুকলার ছাত্র ছিল। জাতি এখন এই জ*ঙ্গি প্রজননকেন্দ্র বন্ধ করার দাবি তুলছে না কেন? ঢাবি বন্ধ না করলেও অন্তত চারুকলা বন্ধ করা তো সময়েরই দাবি। আসুন, ওদের নীতি অনুসারেই ওদের ব্যাপারে এই দাবি উচ্চকিত করি।

Ali Hasan Osama

21/02/2024

আলহামদুলিল্লাহ।

→ একুশে বই মেলা ২০২৪ 'নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ' বইটি প্রথম বারের মতো একুশে বই মেলায় প্রবেশ করলো। বইটি পাবেন প্রজন...
14/02/2024

→ একুশে বই মেলা ২০২৪
'নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ' বইটি প্রথম বারের মতো একুশে বই মেলায় প্রবেশ করলো।

বইটি পাবেন প্রজন্ম পাবলিকেশনের স্টলে। স্টল নং ৯২। যেভাবে খুঁজে পাবেন :
( টিএসএসসি গেইট দিয়ে প্রবেশ করলে লেকের কাছাকাছি হাতের বামপাশেই প্রজন্ম পাবলিকেশনের স্টল। )

|| স্রষ্টার সন্ধানে ||(আমিও দেখেছি বিভিন্ন সময়ে নানান ও অমুসলিমদের ইসলাম ধর্ম গ্রহণ করার সময় তারা অঝোরে কান্না করে ফেল...
21/01/2024

|| স্রষ্টার সন্ধানে ||

(আমিও দেখেছি বিভিন্ন সময়ে নানান ও অমুসলিমদের ইসলাম ধর্ম গ্রহণ করার সময় তারা অঝোরে কান্না করে ফেলে, যা আমি অন্য কোন ধর্মে কনভার্ট হওয়া মানুষদেরকে দেখি নাই, নাস্তিক বিশ্বাসে কনভার্ট হয়ে নাস্তিক হওয়া মানুষদের ভিতরে আমি দেখি নাই।)

শুনতেছিলাম eternal passengerএর পেজ থেকে এক আমেরিকান কমান্ডারের মেয়ের ইসলাম গ্রহণ করার কাহিনী।
তিনি এমন কোন বড় বড় ধর্ম বাদ দেন নাই যে স্টাডি করেন নাই, করেছেন শুধুই মাত্র সৃষ্টিকর্তার সন্ধানের উদ্দেশ্যে। তার নিজের ধর্ম তাকে সন্তুষ্ট করতে পারেনি সৃষ্টিকর্তার প্রকৃত রূপ সম্পর্কে।
তিনি হিন্দু ধর্ম সম্পর্কে বলেছেন যে, অসংখ্য সৃষ্টিকর্তা থাকতে পারে না।, বুদ্ধ সম্পর্কে বলেছেন যে, মানুষ হিসেবে বুদ্ধকে যদি আমি সৃষ্টিকর্তা হিসেবে নেই, তাহলে আমার জিসাস কে সৃষ্টি করতে হিসেবে মানতে দোষ কোথায় ছিল? এ দুটো ধর্মেই ধর্মের মূল কথা থেকে ফিলোসফি বেশি ইত্যাদি। তিনি অনেকগুলো বছর ধর্ম নিয়ে স্টাডি করেছেন, খুঁজে বেরিয়েছেন সৃষ্টিকর্তাকে।

উনি ইউনিভার্সিটি থেকে international relationship এর উপর লেখাপড়া সম্পন্ন করেছিলেন। এ কারণে উনার বাবা ওনাকে একটা সংগঠনের সাথে জড়িত করিয়াছিলেন কাজ করার জন্য, যে কাজটা ছিল মুসলিম মেয়েদেরকে ইসলাম থেকে সরিয়ে আনা। এবং নারীবাদী তৈরি করা। কারণ হিসাবে তারা নাকি বলেছিল, মুসলিম মেয়েদেরকে সরিয়ে আনতে পারলেই তার পরবর্তী জেনারেশন আর ইসলামের দিকে যাবে না। এবং এর জন্য দুর্বল মুসলিম নারীদেরকে টার্গেট করতে বলা ছিল, যারা দুনিয়াবী আনন্দ-ফূর্তি, সম্পদ, সৌন্দর্যের দিকে প্রাধান্য দেয় । তারা জানে যে স্ট্রং ধার্মিক মুসলিম মহিলারা ইসলাম থেকে সরবে না।

যাইহোক স্রষ্টার সন্ধানে থাকা এই মহিলা তার ইউনিভার্সিটি সবচেয়ে বয়োজষ্ঠ আশিতোপর ধর্মীয় বিষয়ে বিশেষজ্ঞ ও এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত প্রফেসরের কাছে তাদের জেমস ভার্সন বাইবেলের একটা ভার্স এর ব্যাপারে জানতেও চেয়েছিলেন।
তিনি বলেছেন এই বাইবেল ট্র্যাশ‌এ ফেলে দাও, ইংরেজিতে বাইবেল রচিত হয়নি। বলেছেন, জিসাস ক্রাইস্ট ঈশ্বরের পুত্র নন, তিনি ঈশ্বরের প্রফেট। যদিও তিনি মুসলিম নন কিন্তু তিনি ওই বিশ্বাসএ ই বিশ্বাসী। এবং সেই প্রফেসর তাকে অনেক ইতিহাস বলল, কিভাবে কে বাইবেল কে কোন সময় করাপ্টেড করেছে।
ওই মহিলা যে অত্যন্ত উঁচু পর্যায়ের একজন জ্ঞানী মানুষ, তা উনার কোথা থেকে বোঝা যাচ্ছিল। এই ইউনিভার্সিটির ধর্মীয় ক্লাসে তাদেরকে কোরআন হাদিসও পড়ানো হতো, কিন্তু তিনি তাতে সন্তুষ্ট না হতে পেরে নিজেই কুরআন পড়া শুরু করলেন। এবং বুঝতে পারলেন যে, ইউনিভার্সিটিতে কোরআন হাদিস ভুলভাবে পড়ানো হচেছ। এবং তিনি নিজে কোরআন পড়ার সিদ্ধান্ত নিলেন। এবং কোরআন পড়ে পড়ে হৃদয় দিয়ে উপলব্ধি করেছেন যে, এই সত্যই তিনি খুঁজছিলেন সারা জীবন ধরে, এবং এটাই এটাই মহা স্রষ্টার বাণী।

এর পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার সময় যখন তিনি শাহাদত পাঠ করতেছিলেন, তখন তিনি বুকের ভিতরে এক ধরনের শক্ অনুভব করলেন, মনে হল মনের ভিতরে বড় কিছু একটা চেঞ্জ হয়ে গেল। মনে হল বুকের উপর থেকে কি যেন একটা ভারী পাথর সরে গেল।
(আমিও বিভিন্ন সময়ে নানান ও মুসলিমদের মুসলিম হবার সময় দেখেছি তারা অঝোরে কান্না করে ফেলে, যা আমি অন্য কোন ধর্মে কনভার্ট হওয়া মানুষদেরকে দেখি নাই, নাস্তিক বিশ্বাসে কনভার্ট হয়ে নাস্তিক হওয়া মানুষদের ভিতরে আমি দেখি নাই)। সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি সম্পূর্ণভাবে হিজাবের আবৃত ছিলেন।

ওনার ইসলাম ধর্ম গ্রহণের সংবাদে জার্মানি কর্মরত তার কমান্ডার বাবা, তার পরিবার, তার চাকুরি, সব তাকে ত্যাগ করল। তিনি প্রচন্ড অর্থ কষ্টে পতিত হলেন। কিন্তু তিনি ইসলাম ত্যাগ করলেন না। আর এখানেই আমার প্রশ্নটা; -কি এমন আছে ইসলামে, কুরআনে যে, যার স্বাধ একবার পেয়ে গেলে, কোন দুঃখ কষ্টই তাকে ইসলাম থেকে ফেরাতে পারে না? আমরা বাপ-দাদা থেকে পাওয়া ইসলাম বলে এর গুরুত্ব উপলব্ধি করতে পারি না; ইসলামের অন্তর্নিহিত মর্ম বাণীও বুঝতে পারি না। ফলে আমাদের কাছে ইসলা মতই ইফেক্টিভ না। ‌ কিন্তু যারা অন্য বিশ্বাস থেকে ইসলাম গ্রহণ করেছে, তাদের কাছে ইসলামিক গুরুত্ব এতই মূল্যবান যে, দুনিয়ার অন্য কোন কিছুই তাদের কাছে অত গুরুত্ব বহন করে না।

সত্যমনা লেখক: খন্দকার আহমেদ
সত্যমনা ব্লগ। www.sotto-mona.com

26/10/2023

বিবর্তন নিয়ে আলোচনা...

19/10/2023

অল্পতেই সংশয়ে পড়া মানুষগুলো মনযোগ দিয়ে শুনবেন।

মুফতি আব্দুর রাজ্জাক

আমাদের সত্যমনা।
27/09/2023

আমাদের সত্যমনা।

মনে যখন বাধে সংশয়ের জটলা। আলোকিত অন্তরে যখন আসে কিছুটা ভ্রান্তির আঁধার। তখন এভাবেই সত্যমনাকে খুঁজে নেয় কিছু মানুষ।

জানার জন্য আগ্রহী মানুষগুলো সঠিক দাওয়াহ গাইডলাইন পেয়ে এভাবেই তুলে ধরে তাদের অনুভূতি। এ অনুভূতিগুলো বড়ই প্রশান্তির।

সত্যমনা টিম

মাশাআল্লাহ। সত্যমনা প্রকাশনীর বই এর খণ্ডাংশ তুলে ধরলেন ব্রাদার রাহুল হুসাইন ভাই। বই: নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ।
25/09/2023

মাশাআল্লাহ। সত্যমনা প্রকাশনীর বই এর খণ্ডাংশ তুলে ধরলেন ব্রাদার রাহুল হুসাইন ভাই।

বই: নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ।

বিজ্ঞানের উপর ভরষা করেও কেউ অন্ধবিশ্বাসী হতে পারে!?

উত্তর : হ্যাঁ হতে পারে।
একজন রিক্সাওলা বা ভ্যানওয়ালা মূর্খ ব্যক্তিকে যদি আমি বলি ‘আপনি কি বিশ্বাস করেন পৃথিবী গোল।’ কিংবা বিশ্বাস করেন পৃথিবী ঘুরছে। অথবা থিওরি অফ রিলেটিভিটি ও বিগব্যাং থিওরীতে বিশ্বাস করেন। তখন বেচারা রিক্সাওলা কিংবা ভ্যানওয়ালা কী উত্তর দিবে?

সে তো জানলেও কেবল এতটুকুন জানে এগুলো বিজ্ঞানের বিষয়। এছাড়া কিছু বুঝেও না। তাহলে না জেনে বুঝে তার কি বিজ্ঞানের উপর বিশ্বাস করা উচিত হবে? সে কি বিশ্বাস করবে যে পৃথিবী গোল ও প্রতিনিয়ত ঘুরছে!

নাকি সে বুঝেনা বিধায় বলবে- ‘এগুলোতে আমি বিশ্বাস করি না। এগুলো মিথ্যা।’ আর যদি তাদের বিশ্বাস করা আবশ্যক হয়। তাহলে তাদের বিশ্বাসকে আমরা কীভাবে জাস্টিফাই করবো। তাদের তো না জেনে বুঝে বিশ্বাস করতে হচ্ছে। নাকি তাদের বিশ্বাসটা অন্ধবিশ্বাসের ক্যাটাগরিতে পরবে? তাহলে কি বিজ্ঞানের উপর বিশ্বাস করেও কেউ অন্ধবিশ্বাসী হতে পারে!?

বিদ্র : বিশ্বের অধিকাংশ মানুষ বিজ্ঞানের উপরে অন্ধ বিশ্বাস করে থাকে। তাদের যদি বলেন বিবর্তনবাদ অথবা আবর্তবাদ প্রমাণ করে দেখান। তারা শুধুমাত্র মাত্র বই খুলে পড়া শুরু করে দেবে। একজন সাধারণ মানুষের কাছে বিজ্ঞানকে বিশ্বাস করা মানেই অন্ধ বিশ্বাস ব্যাতিত কিছুই না। অতএব সাধারন মানুষের কাছে ডাক্তারকে বিশ্বাস করা আর ওঝাকে বিশ্বাস দুইটাই সমান। তাই যেসব নাস্তিক বিজ্ঞান বিজ্ঞান করে চিল্লা চিল্লি করে পরিবেশ দুষন করে। দিন শেষে তারাও বিজ্ঞানের নামে অন্ধবিশ্বাসী।

সত্যমনা লেখক,

আলহামদুলিল্লাহ সত্যমনা লেখকের আরটিক্যাল ব্রাদার রাহুল হুসাইনের টাইমলাইনে। সত্যমনার প্রতি রইল অনেক অনেক শুভকামনা।
24/09/2023

আলহামদুলিল্লাহ সত্যমনা লেখকের আরটিক্যাল ব্রাদার রাহুল হুসাইনের টাইমলাইনে। সত্যমনার প্রতি রইল অনেক অনেক শুভকামনা।

নাস্তিকতা– আপনাকে চিন্তা-প্রতিবন্ধী করে দিচ্ছে না তো!?

তাদের ‘এমনি এমনি’ থিওরী আপনার চিন্তাগত বিকাশের অন্তরায়– না তো!? কেননা নাস্তিকদের জ্ঞান যদ্দূর পৌঁছায়– তারপর থেকে শুরু হয় তাদের ‘এমনি এমনি’ থিওরী। যেমন-

→ প্রশ্ন : বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে কীভাবে?

–নাস্তিক : এমনি এমনি।

→ প্রশ্ন : সর্বপ্রথম প্রাণ সৃষ্টি হয়েছে কীভাবে?

–নাস্তিক : এমনি এমনি।

→ প্রশ্ন :বিশ্বজগৎ এত নিখুঁতভাবে কে পরিচালনা করছে?

–নাস্তিক : কেউ না, এমনি এমনি।

→ প্রশ্ন : ইন্টেলিজেন্ট ডিজাইনের এই মানুষ সৃষ্টি হয়েছে কীভাবে?

–নাস্তিক : কারো হস্তক্ষেপ ছাড়া, এমনিতেই।

→ প্রশ্ন :সবকিছুর অস্তিত্বে আসার পিছনে উদ্দেশ্য কী?

–নাস্তিক : কিছুনা, এমনি এমনি।

→ইত্যাদি ইত্যাদি আরও কতো কী!

–’মধ্যাকর্ষন শক্তি’–

যার বলে উপর থেকে সবকিছু নিচে পড়ে। অথচ এই বিষয়টা মানুষ পৃথিবীর শুরু লগ্ন থেকে দেখে এসেছে।

যাকে প্রতিনিয়ত অনুভব করেছে। কিন্তু কখনো পাত্তা দেইনি। রীতিমত ধাক্কা দিয়ে সে বলেছে, হে মানুষ! আমি মধ্যাকর্ষণ। কিন্তু অজ্ঞতার কারণে ধাক্কার অনুভূতিকে একরকম উপেক্ষা করেই মানুষ ভেবেছে, এমনি এমনিই হয়তো সবকিছু উপর থেকে নিচে পড়ে! হয়তো এটাই প্রকৃতির নিয়ম!! জ্ঞানের সীমাবদ্ধতার কারণে সেটা হয়ে গেল প্রকৃতির নিয়ম। হয়ে গেল জ্ঞানের

প্রান্তসীমা।

– নিউটনও যদি তাদের পাল্লায় পড়ে ভাবতো- উপর থেকে সবকিছু ‘এমনি এমনিই’ নিচে পড়ে এর পিছনে কোন কারণ নেই। কোন রহস্য নেই। তাহলে কি আমরা আজ Gravitational Force এর ব্যাপারে জানতে পারতাম!? নিউটন যদি সেদিন এমনি এমনি থিওরীতে বিশ্বাস করতো তাহলে সেখানেই তার চিন্তা সীমাবদ্ধ হয়ে

যেত। আজ আমরা বাস্তবতার সম্মুখীন হতে পারতাম না। পেরেছি কেবল চিন্তার স্বাধীনতা ছিলো বলে, সুতরাং এমনি এমনি থিওরী যাতে কাউকে চিন্তা প্রতিবন্ধী করে না দেয়।

সত্যমনা লেখক-

মুসলিমরা নারীদেরকে চাকরানি নয়, রাজরানী বানাতে চায়।কয়েকটা দৃশ্যপট কল্পনা করুন;১. পাবলিক টয়লেট নারী-পুরুষ সবাই ব্যবহার করে...
18/09/2023

মুসলিমরা নারীদেরকে চাকরানি নয়, রাজরানী বানাতে চায়।

কয়েকটা দৃশ্যপট কল্পনা করুন;

১. পাবলিক টয়লেট নারী-পুরুষ সবাই ব্যবহার করে। কিন্তু সরকার তা পরিস্কারের ভার কেবল পুরুষদের উপরই দিয়ে রেখেছেন। নারীদের ব্যবহার করার অধিকার থাকলেও পরিস্কার করার দায়িত্ব নাই। অথচ সেক্যুরা চায় এই দায়িত্ব নারীদের উপরও আসুক। নারীরাও টয়লেট পরিস্কার করে পুরুষদের মতো সমান অধিকার কায়েম করুক। এখন তাদের নসিহতে উদ্ভুদ্ধ হয়ে কোনো নারী যদি বলে সরকার আমাদের উপরও কেন টয়লেট ধোয়ার দায়িত্ব চাপিয়ে দিচ্ছে না? কেন আমাদের অধিকার হরণ করছে? এটা কি সত্যিই নারী অধিকার হরণ বলে গণ্য হবে!?

২. হাত পা টিপলো, জুতা পরিয়ে দিলো, সারাদিন হাতের ইশারায় নাচলো। অবশেষে মাহাজনের এসব ফাই-ফরমাস খেটে ক্লান্ত শরীরে ঘরে ফিরে সেক্যু স্বামী তার স্ত্রীকে বললো- শোনো বউ! চাকুরির মতো সম্মানের কাজ আর হয় না! তুমি যে কী মিস করতাছো তা তুমি নিজেই জানো না। ইসলাম তোমাদেরকে এতো বড় সম্মান থেকে ফিরিয়ে রাখছে। তোমাদের অধিকার হরণ করছে। সেক্যু স্বামীর এমন আবেগঘন কথা শুনে স্ত্রী ঠিক করলো আগামী মাস থেকেই সে তার স্বামীর সাথে মাহাজনের হাত পা টিপে, জুতা পরিয়ে দিয়ে, হাতের ইশারায় নেচে উক্ত বড় সম্মান অর্জন করবে।

৩. গ্রীষ্মকালে কাঠফাটা রোদে যখন মাথার মগজ রৌদ্রের তীব্রতায় টগবগ করে তখন ধান ক্ষেত পরিচর্যার জন্য স্বামী-স্ত্রীর মধ্যে কোনো একজনকে যেতে হবে। কারণ ক্ষেতের ফসল স্বামী স্ত্রী উভয়েরই সম্পদ। উভয়ই তা ভোগ করবে। কিন্তু সমস্যা হলো উভয়ের মধ্যে কেউ যেতে চাচ্ছে না। একদা তারা এক হুজুরের কাছে জানতে চাইলে হুজুর বললেন: স্বামীকেই এই কষ্ট স্বীকার করতে হবে, স্ত্রীকে নয়। কথা শুনে এক স্যেকু বলে উঠলো- দেখছো হুজুররা কেমন নারী বিদ্বেষী! নারীদেরকে ক্ষেতে যেতে দিলো না।

উপসংহার: নারীরা কাজ করতে পারবেনা এমনটা ইসলাম বলে না। বরং নারীরাও পর্দা মেইনটেইন করে কাজ করতে পারবে। তবে এসমস্ত কাজ করার ভার আল্লাহ পুরুষদের উপর দিয়েছেন। পুরুষরা বাহিরের ঝায় ঝামেলা আঞ্জাম দিবে আর নারীরা ঘরের রাজরানি হয়ে থাকবে। একটা কথা মনে রাখবেন, সর্বদা কাজ করতে পারার মধ্যে অধিকার থাকে না। কখনো কখনো না করার মধ্যেও অধিকার থাকে। যেমন গোলামি করার মধ্যে অধিকার নেই বরং না করার মধ্যে রয়েছে অধিকার।

© Robiul Islam.

কমেন্টটে দেওয়া সত্যমনা ব্লগের লিংক। তানজিম হাসান সাকিবকে নিয়ে লেখা আর্টিকেলটি পড়বেন। অসাধারণ এই আর্টিকেলটি মিস করবেন না ...
18/09/2023

কমেন্টটে দেওয়া সত্যমনা ব্লগের লিংক। তানজিম হাসান সাকিবকে নিয়ে লেখা আর্টিকেলটি পড়বেন। অসাধারণ এই আর্টিকেলটি মিস করবেন না কেউ।

ধর্মীয় পোস্ট দিলে ধর্মনিরপেক্ষবাদিদের জ্বলে কেন জানেন!? কারণ ধর্মনিরপেক্ষতা মানেই ধর্মের প্রতি বিদ্বেষ। ধর্মনিরপেক্ষতা ম...
17/09/2023

ধর্মীয় পোস্ট দিলে ধর্মনিরপেক্ষবাদিদের জ্বলে কেন জানেন!?

কারণ ধর্মনিরপেক্ষতা মানেই ধর্মের প্রতি বিদ্বেষ। ধর্মনিরপেক্ষতা মানেই ইসলাম বিদ্বেষ। ধর্মনিরপেক্ষতা মানেই ধর্মীয় রীতিনীতি পালনে বাধা প্রদান। ধর্মনিরপেক্ষতার লক্ষ্য হলো পৃথিবী থেকে ধর্মের অস্তিত্ব বিলীন করে দেয়া।ধর্মনিরপেক্ষতার উদ্দেশ্য স্রষ্টার ধারণাহীন এক স্বার্থপর বস্তুবাদী সমাজ ব্যবস্থা চালু করা।

ধর্মনিরপেক্ষতা তা নয় যা আমরা শাব্দিক অর্থ বিশ্লেষণে পাই। কিংবা তাও নয়, যা তারা আমাদেরকে বুঝাতে চায়। বরং ধর্মনিরপেক্ষতা হলো তা-ই যা আমরা (সেক্যুলার) ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গুলোতে দেখতে পাচ্ছি। ধর্মনিরপেক্ষতা হলো একটি ছদ্ম নাম। যার মাধ্যমে সেক্যুলাররা সাধারণ মানুষের সিমপ্যাথি অর্জন করছে। বাস্তবে তাতে ধর্মের প্রতি নিরপেক্ষ কোন দৃষ্টিভঙ্গি নেই। আছে কেবলই বিদ্বেষ। কেবলই নগ্নতার অপপ্রয়াস।

প্রাথমিকভাবে ধর্মনিরপেক্ষতা সম্পর্কে জানতে উক্ত লেখাটি পড়ুন- https://rb.gy/1nxpx0

মুখোশের আড়ালে ধর্মনিরপেক্ষতার আসল রূপ জানতে উক্ত লেখাটি পড়ুন- [ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নয়, ধর্মবিদ্বেষ-ই ধর্মনিরপেক্ষতার আসল পরিচয়। ] https://rb.gy/pddo6d

ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নিজস্ব কিছু মত ও দৃষ্টিভঙ্গি রয়েছে। যেগুলো বাস্তবায়নের উদ্দেশ্যেই এই মতবাদের জন্ম। আর তা হলো- নাস্তিক্যবাদী দৃষ্টিভঙ্গি। প্রথমে তারা মিনি মিনি স্বরে নিরপেক্ষতার শ্লোগান দিয়ে রাষ্ট্রীয়ধর্ম সেক্যুলারিজমে রুপান্তর করে। পাকাপোক্ত হয়ে বসার পর শুরু হয় তাদের আসল খেলা। সেই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের খেলা। স্রষ্টাহীনতা, নগ্নতা, যৌনতা ইত্যাদি ইত্যাদি৷

কীভাবে? জানতে হলে পড়ুন...
[পোশাকের স্বাধীনতা কি নগ্নতায় সীমাবদ্ধ?] https://rb.gy/jiwdsq

Robiul Islam.
লেখক ও গবেষক, সত্যমনা ব্লগ।

ধন্যবাদ সত্যমনা • Sottomona
13/09/2023

ধন্যবাদ সত্যমনা • Sottomona

সত্যমনা থেকে উত্তর পাওয়ার পর হৃদয়ের অনুভূতি। এভাবেই সত্যমনা প্রতিনিয়ত হেল্প করে যাচ্ছে মানুষকে।

একজন মুমিনের আকুতি...

সত্যমনা'র ইনবক্স থেকে–
আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন ছিল প্রশ্নটা একটু বড় হবে সময় নিয়ে পড়বেন ৷ আমি চাইনা একবারে উত্তর দিন। এই প্রশ্নটির উত্তর আমি অনলাইন এবং অফলাইনে খুঁজেছি কিন্তু কোন সন্তোষ জনক উত্তর পাই নাই।

প্রশ্ন করার আগে নিজের সম্পর্কে একটু বলি আমি হাফিজি শেষ করেছি আমি এখন আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করি। প্রথম যখন মাদ্রাসায় ভর্তি হই তখন কখনোই ইসলাম মন থেকে মানা হতো না। আমার মনে আল্লাহ সম্পর্কে নানান প্রশ্ন জাগতো। হঠাৎ একদিন প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের সাথে পরিচয় হয়। বইটি পড়ে আমার মনের ভিতর থাকা অনেকগুলো প্রশ্ন চলে যায়। তারপর থেকে আমি প্র্যাকটিসিং মুসলিম হয়ে যাই। তার কিছুদিন পর আমি পরিচিত হই নাস্তিকদের একটা ওয়েবসাইট এর সাথে। এখান থেকে অনেক আর্টিকেল পড়েছিলাম৷ আমি কিছুটা না অনেকটাই সংশয়বাদী হয়ে গিয়েছিলাম। তারপর আমি পড়াশোনা আরো বাড়িয়ে দেই এই বিষয়ে ৷ কিছুদিন পড়াশোনা করার পর জানতে পারলাম এদের কোন মূল ভিত্তিই নাই। তারা আরো বেশি বিশ্বাসী। এ বিষয়ে একটি বই আমাকে খুব সাহায্য করেছে সেটি হল 'নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ' লেখক রবিউল ইসলাম। সত্যি বলতে বইটি আসলে অনেক ভালো লেগেছে ৷ এছাড়াও আমি নিজে অনেক আর্টিকেল পড়েছি, অনেক বই পড়ছি এগুলো আমাকে অনেক সাহায্য করেছে। ইতিপূর্বে আমার ইসলাম সম্পর্কে মৌলিক জ্ঞান ছিল বলে আল্লাহর রহমতে সহজেই ফিরে আসতে পারছিলাম। আলহামদুলিল্লাহ এখন আমি এক আল্লাহ তাআলার উপর বিশ্বাসী কিন্তু ইসলামের বিষয়ে অনেক প্রশ্ন আছে আমার। সবগুলো তো আর করা যাবে না। যে প্রশ্নটা আমাকে সবচেয়ে বেশি ভাবায় আমি সেই প্রশ্নটা আগে করতে চাই তাহলে শুরু করছি... ( একটা প্রশ্ন করেছে সেই ভাইটি। প্রশ্নটা হাইড করা হলো )

প্রশ্নটির উত্তর দিতে পারলে তার মনের সংশয় পুরোপুরি দূর হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেছেন। 'সত্যমনা লেখক টিম' তাকে সন্তোষজনক উত্তর দেয়ার চেষ্টায় আছে... বাকিটা আল্লাহর ইচ্ছা।

11/09/2023

😀😀😀

11/09/2023

একজন মুমিনের আকুতি...

সত্যমনা'র ইনবক্স থেকে–
আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন ছিল প্রশ্নটা একটু বড় হবে সময় নিয়ে পড়বেন ৷ আমি চাইনা একবারে উত্তর দিন। এই প্রশ্নটির উত্তর আমি অনলাইন এবং অফলাইনে খুঁজেছি কিন্তু কোন সন্তোষ জনক উত্তর পাই নাই।

প্রশ্ন করার আগে নিজের সম্পর্কে একটু বলি আমি হাফিজি শেষ করেছি আমি এখন আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করি। প্রথম যখন মাদ্রাসায় ভর্তি হই তখন কখনোই ইসলাম মন থেকে মানা হতো না। আমার মনে আল্লাহ সম্পর্কে নানান প্রশ্ন জাগতো। হঠাৎ একদিন প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের সাথে পরিচয় হয়। বইটি পড়ে আমার মনের ভিতর থাকা অনেকগুলো প্রশ্ন চলে যায়। তারপর থেকে আমি প্র্যাকটিসিং মুসলিম হয়ে যাই। তার কিছুদিন পর আমি পরিচিত হই নাস্তিকদের একটা ওয়েবসাইট এর সাথে। এখান থেকে অনেক আর্টিকেল পড়েছিলাম৷ আমি কিছুটা না অনেকটাই সংশয়বাদী হয়ে গিয়েছিলাম। তারপর আমি পড়াশোনা আরো বাড়িয়ে দেই এই বিষয়ে ৷ কিছুদিন পড়াশোনা করার পর জানতে পারলাম এদের কোন মূল ভিত্তিই নাই। তারা আরো বেশি বিশ্বাসী। এ বিষয়ে একটি বই আমাকে খুব সাহায্য করেছে সেটি হল 'নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ' লেখক রবিউল ইসলাম। সত্যি বলতে বইটি আসলে অনেক ভালো লেগেছে ৷ এছাড়াও আমি নিজে অনেক আর্টিকেল পড়েছি, অনেক বই পড়ছি এগুলো আমাকে অনেক সাহায্য করেছে। ইতিপূর্বে আমার ইসলাম সম্পর্কে মৌলিক জ্ঞান ছিল বলে আল্লাহর রহমতে সহজেই ফিরে আসতে পারছিলাম। আলহামদুলিল্লাহ এখন আমি এক আল্লাহ তাআলার উপর বিশ্বাসী কিন্তু ইসলামের বিষয়ে অনেক প্রশ্ন আছে আমার। সবগুলো তো আর করা যাবে না। যে প্রশ্নটা আমাকে সবচেয়ে বেশি ভাবায় আমি সেই প্রশ্নটা আগে করতে চাই তাহলে শুরু করছি... ( একটা প্রশ্ন করেছে সেই ভাইটি। প্রশ্নটা হাইড করা হলো )

প্রশ্নটির উত্তর দিতে পারলে তার মনের সংশয় পুরোপুরি দূর হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেছেন। 'সত্যমনা লেখক টিম' তাকে সন্তোষজনক উত্তর দেয়ার চেষ্টায় আছে... বাকিটা আল্লাহর ইচ্ছা।

10/09/2023
একজন রিক্সাচালক বা ভ্যানচালক ব্যক্তিকে যদি আমি বলি ‘আপনি কি বিশ্বাস করেন পৃথিবী গোল।’ কিংবা বিশ্বাস করেন পৃথিবী ঘুরছে। অ...
08/09/2023

একজন রিক্সাচালক বা ভ্যানচালক ব্যক্তিকে যদি আমি বলি ‘আপনি কি বিশ্বাস করেন পৃথিবী গোল।’ কিংবা বিশ্বাস করেন পৃথিবী ঘুরছে। অথবা থিওরি অফ রিলেটিভিটি ও বিগব্যাং থিওরীতে বিশ্বাস করেন। তখন বেচারা রিক্সাচালক কিংবা ভ্যানচালক কী উত্তর দিবে?

সে তো খুব বেশি জানলেও কেবল এতটুকুন জানে এগুলো বিজ্ঞানের বিষয়। এছাড়া কিছু বুঝেও না। তাহলে না জেনে বুঝে তার কি বিজ্ঞানের উপর বিশ্বাস করা উচিত হবে? সে কি বিশ্বাস করবে যে পৃথিবী গোল ও প্রতিনিয়ত ঘুরছে!

নাকি সে বুঝেনা বিধায় বলবে- ‘এগুলোতে আমি বিশ্বাস করি না। এগুলো মিথ্যা।’ আর যদি তাদের বিশ্বাস করা আবশ্যক হয়। তাহলে তাদের বিশ্বাসকে আমরা কীভাবে জাস্টিফাই করবো। তাদের তো না জেনে বুঝে বিশ্বাস করতে হচ্ছে। নাকি তাদের বিশ্বাসটা অন্ধবিশ্বাসের ক্যাটাগরিতে পরবে? তাহলে কি বিজ্ঞানের উপর বিশ্বাস করেও কেউ অন্ধবিশ্বাসী হতে পারে?

বই: নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ।
লেখক, রবিউল ইসলাম।

নাস্তিকদের গঞ্জিকা ল্যাবে একটা ডিম দিয়ে আসুন। আর দেখুন সকল নাস্তিক মিলে তা দিয়ে বাচ্চা ফোটাতে পারে কিনা? সকল নাস্তিক মুর...
07/09/2023

নাস্তিকদের গঞ্জিকা ল্যাবে একটা ডিম দিয়ে আসুন। আর দেখুন সকল নাস্তিক মিলে তা দিয়ে বাচ্চা ফোটাতে পারে কিনা? সকল নাস্তিক মুরগি হলেও পারবে না।

নাস্তিকদের বিশ্বাস সব কিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে। কিন্তু একটা ডিম এমনি এমনি মুরগি হতে পারবে না... 😇।

06/09/2023

ঠুনকো নাস্তিকতাবাদ নিয়ে অসাধারণ একটা আলোচনা।

05/09/2023

একজন যুগশ্রেষ্ঠ আলেম, যিনি যুগের চাহিদা বুঝেন। কুরআন ও সুন্নাহর আলোকে সময়োপযোগী কথা বলেন।
আর বিশ্ববাসী যাকে চিনেন মানবতার দরদী ব্যক্তিত্ব হিসেবে। বন্যা, দুর্যোগ, বেকারত্ব দূরীকরণ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সবার আগে যাকে দেখা যায় তিনিই হলেন শায়েখ আহমাদুল্লাহ হাফি.।

হযরতের সুস্থতার জন্য দোয়ার মুহতাজ "সত্যমনা টিম"।

02/09/2023

সত্যমনা পাঠকের অসাধারণ একটি আলোচনা "নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ" বই সম্পর্কে।

Address

Goran

Alerts

Be the first to know and let us send you an email when নাস্তিকতার মূলোৎপাটন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নাস্তিকতার মূলোৎপাটন:

Videos

Share

Category

Nearby media companies