অল্পতেই সংশয়ে পড়া মানুষগুলো মনযোগ দিয়ে শুনবেন।
মুফতি আব্দুর রাজ্জাক
নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ।
সত্যমনা পাঠকের অসাধারণ একটি আলোচনা "নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ" বই সম্পর্কে।
নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ বইটি পড়লে নাস্তিকরা আপনার সাথে তর্ক করার সাহস পাবে না ইনশাআল্লাহ।
আগের নাম: সুপ্রিতী দত্ত তমার
নতুন নাম: আয়াত
পড়াশোনা:
----------------------
ডিপার্টমেন্ট: ইকোনমিকস
ইসলামিক ইউনিভার্সিটি, কুষ্টিয়া
এখন তিনি নিরাপত্তা শঙ্কায় ভুগছেন বলে জানিয়েছেন। লোকে বলে বাংলাদেশ নাকি ৯০% মুসলিমের দেশ? আসলে কি তাই?
#সত্যমনা
আপনি কি নাস্তিকতাবাদের ঘোর আঁধারে কিংবা সংশয়বাদের ঘুটঘুটে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছেন!? আপনি কি নাস্তিকদের অপপ্রচার ও বিভ্রান্তির জালে আটকে গিয়েছেন!
অথবা আপনি কি সত্য ধর্ম খোঁজে অস্থির? শুধুমাত্র বংশপরম্পরায় পাওয়া কোন রীতিকে জাস্টিফাই না করে মানতে অনিচ্ছুক? বরং সত্যকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছেন?
সবকিছুকে যৌক্তিকভাবে বিশ্লেষণ করতে ভালোবাসেন? তাহলে
'সত্যমনা' (sotto-mona.com) আপনার জন্য এক বড় নেয়ামত।
আপনার কোনো বন্ধু, প্রিয়োজন, প্রতিবেশী বা পরিচিত কেউ এই সমস্যায় ভুক্তভোগী। কিংবা এমন কেউ আছে, যে বিজ্ঞান ও যুক্তির আলোকে ইসলামের উপর পড়াশোনা করতে ভালোবাসে? তাহলে আপনি এই বার্তা তাদের কাছে পৌঁছেদিন। তাদেরকে সত্যের পথে ফিরেয়ে আনার জন্য আপনার সামান্য পৌঁছে দেয়াই যথেষ্ট হবে ইনশাআল্লাহ।
সর্বোপরি হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা। আমরা শুধু চেষ্টা করতে প
সংশয় নিরসন ; প্রশ্নোত্তরে সত্যমনা। পর্ব : ১
নাস্তিকদের জবাব।
আলোচক: আহমাদ আব্দুর রাজ্জাক || Ahmad Abdur Razzak
আলোচক , লেখক ও গবেষক সত্যমনা ডট কম || sottomona ||
প্রশ্ন:
আল্লাহ কি কর্ম সম্পাদনায় কারো বা কোনো কিছুর মুখাপেক্ষী?
নাস্তিকদের উদ্ভট ও বস্তাপচা প্রশ্নে যারা সংশয়ে আছেন তাদের জন্য সত্যমনা কাজ করে যাচ্ছে। পাঠিয়ে দিন আপনার উত্তর নাজানা প্রশ্নটি। এবং ভুক্তভোগীদের নিকট পৌঁছেদিন সত্যমনা'র দাওয়াতি কার্যক্রম। আল্লাহ এই দাওয়াহ প্রতিষ্ঠানকে উম্মার জন্য কল্যাণময় বানাক।
আমিন৷
বাংলাদেশের প্রগতিশীলরা যেভাবে ইসলাম বিদ্বেষ ছড়ায়৷
বাংলাদেশের প্রগতিশীলরা যেভাবে ইসলাম বিদ্বেষ ছড়ায়৷
সত্যমনা প্রোগ্রাম।
সত্যমনা লেখক আহমাদ আব্দুর রাজ্জাক ও বিশিষ্ট লেখক সাইমুম সাদী।
নারী ফুটবল দলের বিজয় নিয়ে ইসলাম বিদ্বেষ
নারী ফুটবল দলের বিজয় নিয়ে ইসলাম বিদ্বেষ।
তরুণ লেখক ও গবেষক আহমাদ আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছেন
বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সাইমুম সাদী এবং কবি , কথাশিল্পী ও আলেম মাওলানা ইখতিয়ার হুসাইন।
বাংলাদেশী ক্রিকেটারের নাস্তিকতা ছেড়ে ইসলামে ফেরার গল্প।
তিনি নাস্তিক হয়েছিলেন প্রশ্নের উত্তর না পাওয়ার কারণে... এমন আরও অসংখ্য মানুষ রয়েছে যারা প্রশ্নের উত্তর না পেয়ে সংশয়ে ভুগছে।
তাই আমাদের আহবান, ❤️❤️
আপনার কোনো বন্ধু, প্রিয়োজন, প্রতিবেশী বা পরিচিত কেউ নাস্তিকতা সমস্যায় ভুক্তভোগী। কিংবা এমন কেউ আছে, যে বিজ্ঞান ও যুক্তির আলোকে ইসলামের উপর পড়াশোনা করতে ভালোবাসে? তাহলে আপনি এই বার্তা তাদের কাছে পৌঁছেদিন। তাদেরকে সত্যের পথে ফিরেয়ে আনার জন্য আপনার সামান্য পৌঁছে দেয়াই যথেষ্ট হবে ইনশাআল্লাহ।
https://www.sotto-mona.com/?m=1
হিজাব পরে স্কুলে আসায় ১৮ ছাত্রীকে মারধর করলেন হিন্দু শিক্ষিকা।বাংলাদেশের আজকের ঘটনা। ভারতের নয়।
টিপ নিয়ে তো অনেক হলো। এবার এদের বিচার চাই। দেখি এবার দেশের আইন ও প্রগতিশীলরা কী করে? কয়জন হিজাব পরে প্রতিবাদ করে? আর সংবাদমাধ্যম এ নিয়ে কতটুকু তৎপর হয়??
১. হিন্দু হয়ে হিজাব নিয়ে কটুক্তি করে ইসলাম অবমাননা করেছে।
২. হিজাব নিয়ে কটুক্তি করে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর অপচেষ্টা।
৩. একটি অসহায় মেয়েকে গালাগালি করে সকল শিক্ষার্থীর সামনে লাঞ্চিত করেছে।
৪. হিজাব খুলতে বলে ধর্ম পালনের স্বাধীনতা ক্ষুন্ন করেছে।
৫. একই সাথে একজন নাগরিকের সাংবিধানিক অধিকার আদায়ে বাধা দিয়েছে।
সুতরাং এতগুলো অপরাধের পরও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর ইউনিয়নের নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র দাসের বিচার হবে কি ?
Robiul Islam