09/02/2023
সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন! 💯
পদের নামঃ সিনিয়র স্টাফ নার্স
পদসংখ্যাঃ ২৩৬৭ + ৫৫ জন
প্রার্থীর সংখ্যাঃ
বাছাই/MCQ পরীক্ষার তারিখঃ
👍 MCQ/বাছাই পরীক্ষার বিষয় সমূহ ও মানবন্টনঃ
১) বাংলাঃ ২০
২) ইংরেজিঃ ২০
৩) সাধারণ জ্ঞানঃ (বাংলাদেশ ও আন্তর্জাতিক) ২০
৩) নার্সিং টেকনিক্যাল/প্রফেশনালঃ ৪০
মোটঃ ১০০ নম্বর
উল্লেখ্য, MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
গুরুত্বপূর্ণ Facts:
✅ প্রতিটা MCQ এর সঠিক উত্তরের জন্য ১ নম্বর থাকবে।
✅ প্রতিটা ভুল উত্তরের জন্য ০.৫০ মার্ক কাটা যাবে।
✅ সময় এক ঘন্টা বা ৬০ মিনিট
✅ বাছাই/MCQ পরীক্ষায় পাস নম্বর কত, সেটা স্পেসিফিক ভাবে উল্লেখ নেই, তবে পদসংখ্যা বিবেচনায় রেখে BPSC কর্তৃপক্ষ নির্ধারিত সংখ্যক প্রার্থীদের কৃতকার্য/পাস হিসেবে রেজাল্ট প্রকাশ করবেন।
✅ MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
MCQ/বাছাই পরীক্ষার ১০০ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ টপিক সমূহঃ
🔰 বাংলাঃ (২০)
☑️ উপসর্গ, অনুসর্গ, ধাতু, প্রকৃতি ও প্রত্যয়, যতি বা বিরাম চিহ্ন, শুদ্ধ ও অশুদ্ধ বানান, বাগধারা, বাক্য সংকোচন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, দ্বিরুক্ত শব্দ, পদ প্রকরণ, সন্ধি, কারক, সমাস।
🔰 ইংরেজিঃ (২০)
☑️ Right form of verbs, Article, Preposition, Voice Change, Narration, Phrase and Idioms, Translation, Tense, Transformation of Sentence, Synonym and Antonyms.
🔰 সাধারণ জ্ঞানঃ (২০)
☑️ বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস, প্রাকৃতিক ও খনিজ সম্পদ, জলবায়ু ও পরিবেশ, কৃষি সম্পদ, শিল্প ও বানিজ্যের অবদান, সাম্প্রতিক রিপোর্ট ও সমীক্ষা।
☑️ বাংলাদেশের পররাষ্ট্র নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক, জাতিসংঘ ও এর অঙ্গ সংগঠনসমূহ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান সমূহ, গ্লোবালাইজেশন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাসমূহ, বিশ্বের বিখ্যাত ব্যক্তি, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থানসমূহ, নোবেল পুরষ্কার, কোভিড-১৯, সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাবলী।
☑️ দৈনন্দিন বিজ্ঞান, বায়ু, মাটি, তাপ, বিদ্যুৎ, আলো, চুম্বক, খাদ্য, পুষ্টি ও ভিটামিন, বিভিন্ন সাধারণ রোগসমূহ, মানবদেহ, রক্ত, জনস্বাস্থ্য, বিভিন্ন দূষণ।
🔰 টেকনিক্যাল/প্রফেশনালঃ
☑️ BSc in Nursing / Diploma in Nursing Science & Midwifery কোর্সের প্রথম-ফাইনাল বর্ষের সকল বিষয়ের বেসিক গুলো ভালো করে রিভিশন দিন।
So, আজকে MCQ/বাছাই পরীক্ষার প্রস্তুতি পর্যন্তই! পরবর্তী পোস্ট লেখা হবে, MCQ/বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পর!
তথ্য সূত্রঃ বিপিএসসি
সবার জন্য শুভকামনা!