Last Hour

Last Hour This page is very helpful for job news, entertainment, medical related question and vedios

14/09/2023
 # স্মার্ট বাংলাদেশ কুইজ প্রতিযোগিতা ২০২৩  #আজই রেজিস্ট্রেশন করুনঃ http://quiz.smartbangladesh.gov.bd/*** যারা অংশগ্রহণ ...
14/09/2023

# স্মার্ট বাংলাদেশ কুইজ প্রতিযোগিতা ২০২৩ #
আজই রেজিস্ট্রেশন করুনঃ http://quiz.smartbangladesh.gov.bd/
*** যারা অংশগ্রহণ করতে পারবে
- গ্রুপ কঃ ৮-১২ বছর
- গ্রুপ খঃ ১৩-১৮ বছর
- গ্রুপ গঃ ১৯-তদুর্ধ্ব বছর
*** কুইজ প্রতিযোগিতার সময়
- গ্রুপ কঃ ২৪ সেপ্টেম্বর
- গ্রুপ খঃ ২৫ সেপ্টেম্বর
- গ্রুপ গঃ ২৬ সেপ্টেম্বর
*** সর্বমোট ২১টি পুরস্কার
তিনটি গ্রুপের (ক, খ, গ) প্রত্যেকটিতে ৭জন করে সর্বমোট ২১জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।
১ম পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৭, ১১ জেনারেশন
২য় পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৭, ১১ জেনারেশন
৩য় পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৫, ১১ জেনারেশন
৪র্থ পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৩, ১১ জেনারেশন
৫ম-৭ম পুরস্কারঃ স্মার্ট ফোন
এর পাশাপাশি অংশগ্রহণকারী সকলে একটি করে অনলাইনে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ সনদ পাবেন।
*** কুইজের বিষয়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, মুজিববর্ষ, স্মার্ট বাংলাদেশ দিবস, স্মার্ট বাংলাদেশ রূপকল্প, স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ
নির্বাচনী ইশতেহার, সকল ই-সেবা, ভিশন ২০২১, ২০৪১ এবং ডেল্টা প্ল্যান ২০৭১, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অর্জনসহ প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।
***কুইজ প্রতিযোগিতার সময়
- গ্রুপ কঃ ২৪ সেপ্টেম্বর
- গ্রুপ খঃ ২৫ সেপ্টেম্বর
- গ্রুপ গঃ ২৬ সেপ্টেম্বর
উল্লেখিত তারিখে সন্ধ্যা ৭.০০টা থেকে রাত ৯.০০টার মধ্যে যে কোনো সময় কুইজ শুরু করা যাবে। কুইজ শুরু করার পর একজন প্রতিযোগি পরবর্তী ২১ মিনিট সময় পাবে।
https://quiz.smartbangladesh.gov.bd/...

স্মার্ট বাংলাদেশ দিবস ২০২৩ অনলাইন কুইজ প্রতিযোগিত আয়োজনের মূল উদ্দেশ‌্য হল জাতির পিতা সম্পর্কে দেশের ও দেশের বা....

দক্ষিণ ভারতের কেরালাতে নতুন করে নিপাহ্ ভাইরাসের সংক্রমণের ঘটনা নিশ্চিত হওয়ার পর ওই রাজ্যের সরকার সেটিকে বাংলাদেশ ভ্যারিয...
14/09/2023

দক্ষিণ ভারতের কেরালাতে নতুন করে নিপাহ্ ভাইরাসের সংক্রমণের ঘটনা নিশ্চিত হওয়ার পর ওই রাজ্যের সরকার সেটিকে বাংলাদেশ ভ্যারিয়েন্ট ভাইরাস বলে দাবি করেছে।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ রাজ্যের বিধানসভায় একটি প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন, যদিও ভারতের কেন্দ্রীয় সরকার বা তাদের সংস্থাগুলো এখনও সেটি নিশ্চিত করেনি।

পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে বিশেষজ্ঞদের দল ইতোমধ্যেই কেরালাতে গিয়ে পৌঁছেছেন এবং পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। মোবাইল ল্যাবরেটরি স্থাপন করে ও বাদুড়দের ওপর জরিপ চালিয়ে তারা ভাইরাসটির প্রকৃতি ও ধরন নিশ্চিত করতে চাইছেন।

বিষয়: সাধারণ জ্ঞান০১. শেখ হাসিনা সেনানিবাস অবস্থিত - লেবুখালী, পটুয়াখালী।০২. যুক্তরাষ্ট্রের প্রথম সমকামী মন্ত্রী - পিট ব...
15/06/2023

বিষয়: সাধারণ জ্ঞান
০১. শেখ হাসিনা সেনানিবাস অবস্থিত - লেবুখালী, পটুয়াখালী।
০২. যুক্তরাষ্ট্রের প্রথম সমকামী মন্ত্রী - পিট বুটিগিগ।
০৩. বাংলার প্রথম নবাব ছিলেন - মুর্শিদকুলী খান।
০৪. ২৬ মার্চ ১৯৭১-এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন - ওয়ারলেসের মাধ্যমে।
০৫. বাংলাদেশের বৃহত্তম হাওড় - হাকালুকি।
০৬. বাংলাদেশের সংবিধানের মূলনীতি - ৪টি।
০৭. বাংলায় মোগল প্রদেশের রাজধানী স্থাপন করেন - ইসলাম খান।
০৮. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় - ২ ডিসেম্বর, ১৯৯৭।
০৯. বাংলাদেশের সাথে ভারতের সীমানা - ৪১৫৬ কি.মি।
১০. মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম ছিল - ১ নং সেক্টরের অধীনে।
১১. বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় - লালপুরে।
১২. ট্যারিফ কমিশন যে মন্ত্রণালয়ের অধীনে - বানিজ্য মন্ত্রণালয়।
১৩. বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা - যশোর।
১৪. সংবিধানের যে অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে - ১২১ নং অনুচ্ছেদে।
০১. প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল - ৫ বছর।
১৫. বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ - ভোলা।
১৬. বাংলাদেশে নদীগুলোর মধ্যে দীর্ঘপথ অতিক্রম করেছে - ব্রহ্মপুত্র।
১৭. বাংলাদেশে বয়স্কভাতা চালু হয় - ১৯৯৮ সালে।
১৮. বাংলাদেশে ‘কৃষি দিবস’ - পহেলা অগ্রহায়ণ।
১৯. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় - ১৬ ডিসেম্বর, ১৯৭২।
২০. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন - খাজা নাজিমউদ্দীন।
২১. মুজিবর্ষের লোগোর ডিজাইনার - সব্যসাচী হাজরা।
২২. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম - ইউরিয়া।
২৩. বাংলাদেশের পাহাড় শ্রেণির ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে - টারশিয়ারি যুগের।
২৪. বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা - শশাঙ্ক।
২৫. শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি - ময়মনসিংহে।

★মানুষের মুখমন্ডলের অস্থির (Facial Bones) সংখ্যা মোট কতটি? ক)১৮ টিখ)৮ টিগ)১৪ টিঘ)২২ টি
09/06/2023

★মানুষের মুখমন্ডলের অস্থির (Facial Bones) সংখ্যা মোট কতটি?
ক)১৮ টি
খ)৮ টি
গ)১৪ টি
ঘ)২২ টি

01/06/2023

প্রথম সন্তানের পরিকল্পনা করব কবে?

চাকুরী প্রত্যাশী ভাই ও বোনদের জন্য কাজী নজরুল ইসলাম কে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য।
30/05/2023

চাকুরী প্রত্যাশী ভাই ও বোনদের জন্য কাজী নজরুল ইসলাম কে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য।


24/04/2023

সিনিয়র স্টাফ নার্স চাকুরী পরীক্ষায় আসার মত গুরুত্বপূর্ণ তৎসম শব্দসমূহ

২৪/০৪/২০২৩
24/04/2023

২৪/০৪/২০২৩

17/04/2023

প্রেগন্যান্সির পূর্বে ৭টি বিষয় জেনে নেয়া জরুরি (Dr. Aklima Zinan)

বিশ্ব ভাষাচিত্র ২০২৩• বিশ্বের মোট ভাষার সংখ্যা –৭,১৬৮টি• সর্বাধিক ভাষার দেশ– পাপুয়া নিউগিনি• বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা...
04/04/2023

বিশ্ব ভাষাচিত্র ২০২৩
• বিশ্বের মোট ভাষার সংখ্যা –৭,১৬৮টি
• সর্বাধিক ভাষার দেশ– পাপুয়া নিউগিনি
• বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা– ইংরেজি
• ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান– সপ্তম
• মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা– মান্দারিন
• মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান– পঞ্চম
• বাংলাদেশে ভাষার সংখ্যা ৩৬টি
• ইংরেজি ভাষায় কথা বলে ১৪৬টি দেশে

✅General Knowledge ✅পড়া শেষে অবশ্যই ডান লিখবেন 🔥০১। মুক্তার দেশ — কিউবা ০২। প্রাচীরের দেশ — চীন ০৩। নীলনদের দেশ — মিশর ...
31/03/2023

✅General Knowledge ✅

পড়া শেষে অবশ্যই ডান লিখবেন 🔥

০১। মুক্তার দেশ — কিউবা
০২। প্রাচীরের দেশ — চীন
০৩। নীলনদের দেশ — মিশর
০৪। ধীবরের দেশ — নরওয়ে
০৫। পবিত্র দেশ — ফিলিস্তিন
০৬। ভাটির দেশ — বাংলাদেশ
০৭। বজ্রপাতের দেশ — ভূটান
০৮। সিল্ক রুটের দেশ — ইরান
০৯। পিরামিডের দেশ — মিশর
১০। সূর্যোদয়ের দেশ — জাপান
১১। ভূমিকম্পের দেশ — জাপান
১২। শ্বেতহস্তীর দেশ — থাইল্যান্ড
১৩। চির সবুজের দেশ — নাটাল
১৪। পঞ্চনদের দেশ — পাকিস্তান
১৫। নিশীথ সূর্যের দেশ — নরওয়ে
১৬। দ্বীপের মহাদেশ — অস্ট্রেলিয়া
১৭। লিলি ফুলের দেশ — কানাডা
১৮। ম্যাপল পাতার দেশ — কানাডা
১৯। নীরব খনির দেশ — বাংলাদেশ
২০। শান্ত সকালের দেশ — কোরিয়া
২১। হাজার হ্রদের দেশ — ফিনল্যান্ড
২২। হাজার দ্বীপের দেশ — ইন্দোনেশিয়া
২৩। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ — আফ্রিকা
২৪। সোনালী আঁশের দেশ — বাংলাদেশ
২৫। সোনালী প্যাগোডার দেশ — মায়ানমার
২৬। নীরব শহর — রোম
২৭। চির শান্তির শহর — রোম
২৮। সাত পাহাড়ের শহর — রোম
২৯। মসজিদের শহর — ঢাকা
৩০। মন্দিরের শহর — বেনারস
৩১। বাতাসের শহর — শিকাগো
৩২। গোলাপীর শহর — রাজস্থান
৩৩। ঝর্ণার শহর — তাসখন্দ
৩৪। সাদা শহর — বেলগ্রেড
৩৫। বাজারের শহর — কায়রো
৩৬। উদ্যানের শহর — শিকাগো
৩৭। সম্মেলনের শহর — জেনেভা
৩৮। রৌপ্যের শহর — আলজিয়ার্স
৩৯। গ্র্যানাইডের শহর — এভারডিন
৪০। রাজ প্রসাদের শহর — কলকাতা
৪১। মোটর গাড়ির শহর — ডেট্রয়েট
৪২। নিশ্চুপ সড়ক শহর — ভেনিস
৪৩। পোপের শহর — ভ্যাটিকান
৪৪। দূর্গের শহর — এডিনবার্গ
৪৫। গগণচুম্বী অট্টালিকার শহর—নিউইয়র্ক
৪৬। সোনালী তরুণের শহড়—সানফ্রান্সিসকো
৪৭। রাতের নগরী — কায়রো
৪৮। নিষিদ্ধ নগরী — লাসা
৪৯। নিমজ্জমান নগরী — হেগ
৫০। স্বর্ণ নগরী — জোহান্সবার্গ
৫১। হীরক নগরী — কিম্বার্লী
৫২। রাজপ্রসাদের নগর — ভেনিস
৫৩। চির বসন্তের নগরী — কিটো
৫৪। জাঁকজমকের নগরী — নিউইয়র্ক
৫৫। ভারতের রোম — দিল্লী
৫৬। মুক্তার দ্বীপ — বাহরাইন
৫৭। লবঙ্গ দ্বীপ — জাঞ্জিবার
৫৮। ব্রিটেনের বাগান — কেন্ট
৫৯। ইউরোপের বুট — ইতালি
৬০। পবিত্র ভূমি — জেরুজালেম
৬১। আগুনের দ্বীপ — আইসল্যান্ড

★বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি?ক-আঞ্চলিকতাখ-ধর্মগ-রাজনীতিঘ-ভাষা ও সংস্কৃতি
29/03/2023

★বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি?
ক-আঞ্চলিকতা
খ-ধর্ম
গ-রাজনীতি
ঘ-ভাষা ও সংস্কৃতি

21/03/2023

তথ্যপ্রযুক্তির যাত্রা শুরু ও প্রতিষ্ঠা সাল:-
১.ইন্টারনেট- ১৯৬৯ সাল
২.গুগল- ৪ই সেপ্টেম্বর, ১৯৯৮ সাল
৩.ইয়াহু- ১৯৯৪ সাল
৪.ফেসবুক- ৪ই ফেব্রুয়ারি, ২০০৪ সাল
৫.ইউটিউব- ১৪ই ফেব্রুয়ারি, ২০০৫ সাল
৬.টুইটার- ২১শে মার্চ, ২০০৬ সাল
৭.উইকপিডিয়া- ১৫ই জানুয়ারি, ২০০১ সাল
৮.ইনস্ট্রাগ্রাম- ২০১০ সাল
৯.ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব- ১৯৮৯ সাল
১০.মাইক্রোসফট কর্পোরেশন- ৪ই এপ্রিল, ১৯৭৫ সাল
১১.অ্যাপল- ১লা এপ্রিল, ১৯৭৬ সাল
১২.ডেল- ১লা ফেব্রুয়ারি, ১৯৮৪ সাল
১৩.ই-মেইল- ১৯৭১ সাল
১৪.মজিলা- ২৮শে ফেব্রুয়ারি, ১৯৯৮ সাল
১৫.মাইক্রোপ্রসেসর- ১৯৭১ সাল
১৬.উইকিলিস- ৪ই অক্টোবর, ২০০৬ সাল
১৭.আমাজান. কম- ৫ই জুন, ১৯৯৪ সাল
১৮.অপেরা- ২২শে জুন, ১৯৯৫ সাল

বানিজ্যিকভাবে আম চাষীদের জন্য করনীয় ----------------------------------------------------০১. মুকুল বের হওয়ার ১৫-২০ দিন প...
14/03/2023

বানিজ্যিকভাবে আম চাষীদের জন্য করনীয়
----------------------------------------------------
০১. মুকুল বের হওয়ার ১৫-২০ দিন পূর্বে-
প্রতি লিটার পানিতে সালফার জাতীয় ছত্রাকনাশক যেমন- থিওভিট বা কুমুলাস ০২ গ্রাম এবং সাপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন - রেলোথ্রিন ০১ মিলি মিশ্রিত করে স্প্রে করা।
০২. মুকুল বের হওয়ার পর বুস্টার-২ ম্যাজিক ড্রপ ১০ লিটার পানিতে ১০-১৫ ফোটা মিশিয়ে প্রথম ফুলে কুড়ি এলে ১ বার,পরে ২০ দিন অন্তর আরেক বার স্প্রে করতে হবে।
যখন মুকুলের দৈর্ঘ্য ৪-৬ ইঞ্চি হলে-
প্রতি লিটার পানিতে ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক যেমন- টিডো বা ইমিটাপ ০.৫ মিলি এবং ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন- টাইকোজেব ২ গ্রাম মিশিয়ে স্প্রে করা।
০৩. আম মটর দানার মত হলে-
কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক যেমন - অটোস্টিন ২ গ্রাম এবং কার্বারিল জাতীয় কীটনাশক যেমন- এসিকার্ব বা সেবিন ০১ মিলি প্রতি লটার পানিতে মিশিয়ে স্প্রে করা।
০৪. মুকুল বের হওয়ার পর মাটিতে রস কম থাকলে ১৫ দিন পর পর সেচ দিতে হয়।
০৫. মুকুল থেকে ফুল ফোটা অবস্থায় কোন প্রকার স্প্রে করা যাবে না।
০৬. আমের গুটি মটর দানার মত বড় হলে।
প্রতি ১০ লিটার পানিতে ০৩ মিলি প্লানোফিক্স হরমোন মিশিয়ে স্প্রে করলে ফল ঝরা বন্ধ হয়। অথবা প্রতি লিটার পানিতে ২০গ্রাম ইউরিয়া মিশিয়ে স্প্রে করলে ফল ঝরা বন্ধ হয়।
০৭. সেপ্টেম্বর -অক্টোবর থেকে মুকুল বের হওয়ার আগ পযর্ন্ত গাছের গোড়ায় সেচ দেয়া যাবে না।
বি:দ: পরামর্শ গুলো পালন করলে আমের হপার পোকা, অ্যান্থ্রাকনোজ, পাউডারি মিলডিউ, পাতা দাগ, মুকুল ও পাতার স্যুটি মোল্ড রোগের ভালো প্রতিকার দেয় এবং ফলনও চমৎকার হয়।

তথ্য-কৃষি সম্প্রসারণ অফিসার, চাঁদপুর

#আমের #পরিচর্যা #মুকুল #পোকা #দমন #আম #চাষী

Vocabulary: Over দিয়ে ১৫টি শব্দ1. Overflow (ওভারফ্লো) - উপচে পড়া2. Overload (ওভারলোড) - অতিরিক্ত বোঝাই করা3. Overdo (ওভা...
13/03/2023

Vocabulary: Over দিয়ে ১৫টি শব্দ
1. Overflow (ওভারফ্লো) - উপচে পড়া
2. Overload (ওভারলোড) - অতিরিক্ত বোঝাই করা
3. Overdo (ওভারডু) - সীমা অতিক্রম করা
4. Overcome (ওভারকাম) - জয় করা
5. Overlook (ওভারলুক) - উপেক্ষা করা
6. Overdose (ওভারডোস) - অপরিমিত মাত্রা
7. Overall (ওভারঅল) - সামগ্রীক ভাবে
8. Overtake (ওভারটেক) - ছাড়িয়ে যাওয়া
9. Overhear (ওভারহেয়ার) - আড়ি পেতে শোনা
10. Overdraft (ওভারড্রাফ্ট) - জমাতিরিক্ত উত্তোলন
11. Overburden (ওভার বারডেন) - অত্যাধিক বোঝাই
12. Over population (ওভার পপুলেশন) - অতিরিক্ত জনসংখ্যা
13. Overcharge (ওভার চার্জ) - অতিরিক্ত দাম চাওয়া
14. Over eat (ওভার ইট) - অতিভোজন করা
15. Overhead (ওভারহেড) - মাথার উপরে

10/03/2023

আজকের আপটেড সিনিয়র স্টাফ নার্স ২৩৬৭ জন পদে
এখন পর্যন্ত আবেদনকারী ২৭৫০০+
এটা শুধুমাত্র ঢাকা সেন্টার যারা দিছেন তাদের।

08/03/2023

#এগারটি কনফিউজিং সাধারণ জ্ঞান।
🖊 সাত পাহাড়ের দেশ ---রোম, কিন্তু
🅰 হাজার পাহাড়ের দেশ -------রুয়ান্ডা
🖊১২আউলিয়ার দেশ বলা হয় ----চট্টগ্রাম , কিন্তু
🅰৩৬০ আউলিয়ার দেশ বলা হয় ------সিলেট
🖊বাংলাদেশ জাতীয় সংসদের ১নং আসন হচ্ছে ---🅰পঞ্চগড় কিন্তু
🅰৩০০ তম আসন হলো বান্দরবান।
🖊পৃথিবীর রাজধানী বলা হয় ----নিউইয়র্ক, কিন্তু
🅰 পৃথিবীর কেন্দ্র রাজধানী বলা হয় -----মক্কা
🖊নিষিদ্ধ দেশ -----তিব্বত, কিন্তু
👉🅰নিষিদ্ধ শহর--- লাসা
🖊হাজার হ্রদের দেশ -----ফিনল্যান্ড, কিন্তু
🅰হাজার দ্বীপের দেশ ------আইসলেন্ড
🖊রাজনীতিবিদ কিন্তু সাহিত্য নোবেল পুরষ্কার পান -🅰উইনস্টন চার্চিল
🖊বজ্রপাতের দেশ------- ভুটান, কিন্তু
🅰 বজ্রপাতে নিহতের সংখ্যা বেশি ------বাংলাদেশে
🖊হিরণপয়েন্ট ----- সুন্দরবনে, কিন্তু
🅰এলিফেন্ট পয়েন্ট হলো ------- কক্সবাজার
🖊উত্তপ্ত গ্রহ ------- শুক্র, কিন্তু
🅰শীতল গ্রহ হল -----নেপচুন
🖊ইউরেনাসকে বলা হয় --------সবুজ গ্রহ, কিন্তু
🅰মঙ্গলকে বলা হয় -------লাল গ্রহ।

06/03/2023

▪️সাধারন জ্ঞান▪️

✬প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: নীলনদ

✬প্রশ্ন: জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
উত্তর: হনসু।

✬প্রশ্ন: জাতীয় শিশু দিবস কত তারিখে?
উত্তর: ১৭ মার্চ।

✬প্রশ্ন: বিশ্বের প্রশস্ততম নদী কোনটি?
উত্তর: আমাজান।

✬প্রশ্ন: বিশ্বের প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি?
উত্তর: ভূটান।

✬প্রশ্ন: ব্রাসেলস কোন দেশের রাজধানী?
উত্তর: বেলজিয়াম।

✬প্রশ্ন: কাপ্তাই কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: কর্ণফুলী।

✬প্রশ্ন: নিশীত সূর্যের দেশ’ বলা হয়-কোন দেশকে?
উত্তর: নরওয়ে-কে।

✬প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কত সালে?
উত্তর: ১৯৬১ সালে।

✬প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় কত সালে?
উত্তর: ৩ অক্টোবর ১৯৯০সালে।

✬প্রশ্ন: মাওরি কোন দেশের অধিবাসী?
উত্তর: নিউজিল্যান্ড।

✬প্রশ্ন: ইতালির রাজধানী কোন শহরে অবস্থিত?
উত্তর: রোম।

✬প্রশ্ন: চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?
উত্তর: ফেবো।

✬প্রশ্ন: ঢাকা বিশ্বের কততম মেগা সিটি?
উত্তর: ১১তম।

✬প্রশ্ন: ফ্রান্সের প্রেসিডেন্ট এর বাসভবনের নাম কি?
উত্তর: এলিসি প্রাসাদ।

✬প্রশ্ন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে নূন্যতম কতটি ইলেকট্ররাল ভোটের প্রয়োজন হয়?
উত্তর: ২৭০ টি।

✬প্রশ্ন: বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে কোন নদী?
উত্তর: হাড়িয়াভাঙ্গা নদী।

✬প্রশ্ন.ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৮৮৫ সালে।

✬প্রশ্ন: কোন দেশের সরকার প্রধানকে “চ্যান্সেলর” বলা হয়?
উত্তর: জার্মানি ও অস্ট্রিয়া।

✬প্রশ্ন: জার্মানির রাজধানীর নাম কি?
উত্তর: বার্লিন।

✬প্রশ্ন: যুগ সন্ধিক্ষণের কবি কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।

✬প্রশ্ন: মুসলিম লীগ কত সালে গঠন করা হয়?
উত্তর: ১৯০৬ সালে।

✬প্রশ্ন: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির কে রচনা করেন?
উত্তর: আবদুল গাফফার চৌধুরী।

✬প্রশ্ন: বাংলাদেশে আর্থিক বছরের সময়কাল হিসাব করা হয় কীভাবে?
উত্তর: জুলাই- জুন।

✬প্রশ্ন: মুসলিম রেনেসাঁর কবি বলা হয় কাকে ?
উত্তর: ফররুখ আহমেদ।

✬প্রশ্ন: বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কবে?
উত্তর: ২ জুলাই ।

✬প্রশ্ন: সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে?
উত্তর: ৫ টি।

✬প্রশ্ন: নওগাঁ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কী?
উত্তর: উজ্জীবিত নওগাঁ।

✬প্রশ্ন: ইরিত্রিয়ার মুদ্রার নাম কি?
উত্তর: নাকফা।

এভাবে মনে রাখলে কেমন হয়?1. বঙ্গবন্ধুর জন্মদিন—১৭মার্চজাতীয় শিশু দিবস -- ১৭ মার্চ2. খাঁটি বাংলা উপসর্গ --২১ টি৷২১দফার প্র...
28/02/2023

এভাবে মনে রাখলে কেমন হয়?
1. বঙ্গবন্ধুর জন্মদিন—১৭মার্চ
জাতীয় শিশু দিবস -- ১৭ মার্চ
2. খাঁটি বাংলা উপসর্গ --২১ টি৷
২১দফার প্রথম দফা--রাষ্ট্র ভাষা বাংলা চাই।
3. বর্তমানে জনসংখ্যায় শীর্ষদেশ - চীন
ধান ও গম উৎপাদনেও শীর্ষদেশ - চীন
4. তাসখন্দ চুক্তি ১৯৬৬ সালে
ছয় দফা ১৯৬৬ সালে
5. কাজী নজরুলের মৃত্যু-১৯৭৬সালে ৷
জসীম উদ্দীনের মৃত্যু--১৯৭৬সালে
6. সুফিয়া কামালের জন্ম--১৯১১সালে ৷
বঙ্গভঙ্গ রদ হয়--১৯১১সালে ৷
7. জাতীয় মানবাধিকার কমিশনের
চেয়ারম্যান-কাজী রিয়াজুল হক -৩য়
জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ায় - তৃতীয়
সবজি উৎপাদনে বিশ্বে –তৃতীয়
মায়ানমারের সাথে সীমান্ত জেলা-৩টি
8. জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে
- চতুর্থ
মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে -চতুর্থ
আয়তনে সার্ক দেশগুলোর মধ্যে - চতুর্থ।
ধান উৎপাদনে - চতুর্থ।
ঢাকা স্বাধীনতার পূর্বে রাজধানী
হয়-৪বার ।
ঢাকা মহানগর ৪ টি নদী দ্বারা বেষ্টিত।
বাংলাদেশ বিশ্বের ৪র্থ দেশ হিসেবে
নিজেদের ১০০ তম টেস্টে জয় লাভ করে।
ছাগল উৎপাদনে চতুর্থ
9.
দুদক এর চেয়ারম্যান - ইকবাল মাহমুদ -৫ম
৫ম বাংলাদেশী হিসেবে ওয়ানডে
হাট্রিক করলেন তাসকিন আহমেদ
10. যে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ
দলের অভিষেক হয়--- ৭ম
বাংলাদেশের সংবিধান ৭ টি তফসিল
বা schedule- এ বিভক্ত
বাংলাদেশে সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি
আম উৎপাদনে বিশ্বে - ৭ম
আলু উৎপাদনে বিশ্বে - ৭ম
ওয়ানডে ক্রিকেটে বর্তমানে
বাংলাদেশের অবস্থান-৭ম
জনসংখ্যার ঘনত্বে বিশ্বে -৭ম
11. জনসংখ্যায় বিশ্বে -৮ম
রেমিট্যান্স প্রাপ্তিতে -৯ম
হামের প্রকোপের তালিকায়
বাংলাদেশের অবস্থান বিশ্বে --- অষ্টম।
জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান
বিশ্বে --- অষ্টম।
12. মোবাইল ব্যবহারকারী দেশ হিসেবে
বিশ্বে -১০ম
চা উৎপাদনে বিশ্বে-১০তম
টি২০ ক্রিকেটে - ১০ম
আত্মহত্যার দিক থেকে বিশ্বে-১০ম
স্মার্ট কার্ডের মেয়াদ হবে --- ১০ বছর।
বর্তমানে বাংলাদেশ পুলিশের রেঞ্জ ---
১০টি
13. মুক্তিযোদ্ধের সময় বাংলাদেশকে
ভাগ করা হয়েছিল—১১টি সেক্টরে বাংলাদেশের
সংবিধানের ১১ টি ভাগ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর - ফজলে কবির -১১তম
14. প্রধানমন্ত্রী - শেখ হাসিনা - ১২তম
পি.এস.সি চেয়ারম্যান-ড. মোহম্মদ সাদিক-১৪তম
15. ওয়ানডে তে ১০০তম ম্যাচ খেলেছিল-
ভারতের বিপক্ষে এবং তাতে জয়ও লাভ
করেছিল।
ওয়ানডে তে ১০০তম জয় আফগানিস্তানের
বিপক্ষে।
16. Commonwealth এর সদস্যপদ লাভ –১৯৭২
সালে
WHO এর সদস্যপদ লাভ –১৯৭২সালে
ILO এর সদস্যপদ লাভ – ১৯৭২ সালে
IBRD (World Bank) এর সদস্যপদ লাভ– ১৯৭২
সালে
UNESCO এর সদস্যপদ লাভ– ১৯৭২সালে
IAEA এর সদস্যপদ লাভ– ১৯৭২ সালে
IMF এর সদস্যপদ লাভ– ১৯৭২ সালে
17. NAM এর সদস্যপদ লাভ – ১৯৭৩ সালে
FAO এর সদস্যপদ লাভ– ১৯৭৩ সালে
ESCAP এর সদস্যপদ লাভ–১৯৭৩ সালে
ADB এর সদস্যপদ লাভ–১৯৭৩ সালে
RED CROSS এর সদস্যপদ লাভ–১৯৭৩ সালে
18. UN এর সদস্যপদ লাভ- ১৯৭৪ সালে
OIC এর সদস্যপদ লাভ – ১৯৭৪ সালে
IDB এর সদস্যপদ লাভ – ১৯৭৪ সালে
FIFA এর সদস্যপদ লাভ–১৯৭৪ সালে
19. INTERPOL এর সদস্যপদ লাভ– ১৯৭৬ সালে
IFC এর সদস্যপদ লাভ– ১৯৭৬ সালে
20. WTO এর সদস্যপদ লাভ– ১৯৯৫ সালে
UNICAD এর সদস্যপদ লাভ– ১৯৯৫ সালে
21. কাজী নজরুল জন্ম- ১৮৯৯ সাল
জীবনানন্দ দাস জন্ম- ১৮৯৯ সাল।

এক কথায় প্রকাশ মনে রাখার সহজ টেকনিক 🥰
26/02/2023

এক কথায় প্রকাশ মনে রাখার সহজ টেকনিক 🥰

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩ টি আত্মজীবনী সম্পর্কে জানবো আজ:
25/02/2023

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩ টি আত্মজীবনী সম্পর্কে জানবো আজ:

আগামীকাল অনুষ্ঠিত  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পরিবার পরিকল্পনা...
24/02/2023

আগামীকাল অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা। পরীক্ষা নিয়ে কিছু কথা বলতে চাই।
১. সবাইকে বলব পরীক্ষা নিয়ে বেশি চাপ ফিল করার দরকার নাই।
২. যদি সময় পান আগের প্রশ্নগুলো দুইবার করে রিভিশন দেন।
৩. নতুন কোন টপিক আজকে পড়ার দরকার নাই।
৪. দুইটা কলম, একটা পেন্সিল, এডমিট কার্ড ও একটা ঘড়ি নিয়ে যাবেন। বই নিয়ে সকালে পরীক্ষা হলে যাওয়ার দরকার নাই।
৫. প্রশ্ন পাওয়ার পর প্রশ্নের সেট কোড এবং উত্তরপত্র মিলিয়ে নেবেন।
৬. যদি পারেন এক নাম্বার প্রশ্ন থেকে শুরু করে ক্রমান্বয়ে ১০০ পর্যন্ত শেষ করবেন। মনে রাখবেন সময় হলো মাএ এক ঘন্টা।
৭. পাশের মানুষের প্রতি নির্ভরশীল হওয়ার কোন দরকার নাই, নিজেকে মনে করতে হবে আমি একাই একশ।
৮. সবাই যদি পারেন তাহলে আগে ঘুমিয়ে যাবেন রাত ১ টার ভিতর। কারণ ভালো ঘুম হলো সকালবেলা মেমোরি খুব ভালো কাজ করবে।
৯. সকালবেলা অবশ্যই কিছু খেয়ে পরীক্ষার হলে যাবেন। নির্ধারিত কেন্দ্রে অবশ্যই আধা ঘন্টা আগে গিয়ে থাকবেন।
সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল।

 #জয়ন্তীজয়ন্তী - জয়সূচক যে উৎসব / জয়ের জন্য যে উৎসবশুভ তিথি - জয় সূচনা করে এরূপ তিথিনীলা জয়ন্তী - ৬৫ বছর পূর্তিতে অনুষ্ঠ...
18/02/2023

#জয়ন্তী

জয়ন্তী - জয়সূচক যে উৎসব / জয়ের জন্য যে উৎসব

শুভ তিথি - জয় সূচনা করে এরূপ তিথি

নীলা জয়ন্তী - ৬৫ বছর পূর্তিতে অনুষ্ঠান
(ব্রিটিশ সিংহাসনে রানী এলিজাবেথ সিংহাসনে অধিষ্ঠানের ৬৫ বছর পূর্ণ করেছেন; আর এই ৬৫ বছর পূর্ণ হওয়াই ‘নীলা জয়ন্তী’)
রজত/রৌপ্য জয়ন্তী - ২৫ বছর পূর্তিতে অনুষ্ঠান
প্লাটিনাম জয়ন্তী - ৭০ বছর পূর্তিতে অনুষ্ঠান
সুবর্ণ জয়ন্তী - ৫০ বছর পূর্তিতে অনুষ্ঠান
সার্ধশতবর্ষ - ১৫০ বছর পূর্তি
হীরক জয়ন্তী - ৬০ বছর পূর্তিতে অনুষ্ঠান

09/02/2023

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন! 💯
পদের নামঃ সিনিয়র স্টাফ নার্স
পদসংখ্যাঃ ২৩৬৭ + ৫৫ জন
প্রার্থীর সংখ্যাঃ
বাছাই/MCQ পরীক্ষার তারিখঃ
👍 MCQ/বাছাই পরীক্ষার বিষয় সমূহ ও মানবন্টনঃ
১) বাংলাঃ ২০
২) ইংরেজিঃ ২০
৩) সাধারণ জ্ঞানঃ (বাংলাদেশ ও আন্তর্জাতিক) ২০
৩) নার্সিং টেকনিক্যাল/প্রফেশনালঃ ৪০
মোটঃ ১০০ নম্বর
উল্লেখ্য, MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

গুরুত্বপূর্ণ Facts:
✅ প্রতিটা MCQ এর সঠিক উত্তরের জন্য ১ নম্বর থাকবে।
✅ প্রতিটা ভুল উত্তরের জন্য ০.৫০ মার্ক কাটা যাবে।
✅ সময় এক ঘন্টা বা ৬০ মিনিট
✅ বাছাই/MCQ পরীক্ষায় পাস নম্বর কত, সেটা স্পেসিফিক ভাবে উল্লেখ নেই, তবে পদসংখ্যা বিবেচনায় রেখে BPSC কর্তৃপক্ষ নির্ধারিত সংখ্যক প্রার্থীদের কৃতকার্য/পাস হিসেবে রেজাল্ট প্রকাশ করবেন।

✅ MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

MCQ/বাছাই পরীক্ষার ১০০ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ টপিক সমূহঃ

🔰 বাংলাঃ (২০)

☑️ উপসর্গ, অনুসর্গ, ধাতু, প্রকৃতি ও প্রত্যয়, যতি বা বিরাম চিহ্ন, শুদ্ধ ও অশুদ্ধ বানান, বাগধারা, বাক্য সংকোচন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, দ্বিরুক্ত শব্দ, পদ প্রকরণ, সন্ধি, কারক, সমাস।

🔰 ইংরেজিঃ (২০)

☑️ Right form of verbs, Article, Preposition, Voice Change, Narration, Phrase and Idioms, Translation, Tense, Transformation of Sentence, Synonym and Antonyms.

🔰 সাধারণ জ্ঞানঃ (২০)

☑️ বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা, বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস, প্রাকৃতিক ও খনিজ সম্পদ, জলবায়ু ও পরিবেশ, কৃষি সম্পদ, শিল্প ও বানিজ্যের অবদান, সাম্প্রতিক রিপোর্ট ও সমীক্ষা।

☑️ বাংলাদেশের পররাষ্ট্র নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক, জাতিসংঘ ও এর অঙ্গ সংগঠনসমূহ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান সমূহ, গ্লোবালাইজেশন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাসমূহ, বিশ্বের বিখ্যাত ব্যক্তি, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থানসমূহ, নোবেল পুরষ্কার, কোভিড-১৯, সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাবলী।

☑️ দৈনন্দিন বিজ্ঞান, বায়ু, মাটি, তাপ, বিদ্যুৎ, আলো, চুম্বক, খাদ্য, পুষ্টি ও ভিটামিন, বিভিন্ন সাধারণ রোগসমূহ, মানবদেহ, রক্ত, জনস্বাস্থ্য, বিভিন্ন দূষণ।

🔰 টেকনিক্যাল/প্রফেশনালঃ

☑️ BSc in Nursing / Diploma in Nursing Science & Midwifery কোর্সের প্রথম-ফাইনাল বর্ষের সকল বিষয়ের বেসিক গুলো ভালো করে রিভিশন দিন।

So, আজকে MCQ/বাছাই পরীক্ষার প্রস্তুতি পর্যন্তই! পরবর্তী পোস্ট লেখা হবে, MCQ/বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পর!

তথ্য সূত্রঃ বিপিএসসি
সবার জন্য শুভকামনা!

09/02/2023

★বিলিরুবিন তৈরি হয়-
পিওথলিতে
কিডনীতে
প্লীহায়
যকৃতে

BPSC senior staff nurse job circular 2023
09/02/2023

BPSC senior staff nurse job circular 2023

2.BPSC senior staff nurse job circular 2023-সিনিয়র স্টাফ নার্স জব সার্কুলার ২০২৩ ‎

প্রেসক্রিপশান_বোঝার_জন্য_শব্দগুলো_প্রয়োজন:::▪LAP = Lower Abdominal Pain. = তলপেটে ব্যথা।▪LBP = Low Back Pain.= মাজাব্যথা...
03/02/2023

প্রেসক্রিপশান_বোঝার_জন্য_শব্দগুলো_প্রয়োজন:::

▪LAP = Lower Abdominal Pain. = তলপেটে ব্যথা।
▪LBP = Low Back Pain.= মাজাব্যথা।
▪RA = Rheumatic Arthritis.= বাতজনিত সন্ধিপ্রদাহ।
▪OA = Osteo-arthritis.= অস্থি এবং অস্থিসন্ধিমূলক প্রদাহ।
▪MI = Myocardial Infarction. = একপ্রকার হৃৎপিন্ডের রোগ।
▪DUB = Dysfunctional Uterine Bleeding. = জরায়ু থেকে একাধিকবার, দীর্ঘস্থায়ী, অনিয়মিত রক্তক্ষরন।
▪ PCOS = Poly-Cystic Ovarian Syndrome.=পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম।
▪ DM = Diabetes Mellitus.= ডায়াবেটিস মেলিটাস।
▪ NIDDM = Non- Insulin Dependent Diabetes Mellitus.= ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস মেলিটাস।
▪ IDDM = Insulin Dependent Diabetes Mellitus.= ইনসুলিন নির্ভর ডায়াবেটিস মেলিটাস।
▪ CKD = Chronic Kidney Disease.= ক্রনিক কিডনী ডিজিজ।
▪ LVeF = Left Ventricle Failure.= বাম নিলয়ের কার্যকারীতার অভাব।
▪ COPD = Chronic Obstructive Pulmonary Disease.= ফুসফুসের পুরাতন প্রকৃতির প্রতিবন্ধকতামূলক রোগ।

▪ RTI = Respiratory Tract Infection.= শ্বাসতন্ত্রে সংক্রামসজনিত প্রদাহ।
▪ RTA = Road Trafic Accident. = সড়ক দূর্ঘটনা।
▪ UTI = Urinary Tract Infection.= মূত্রনালীর সংক্রামনজনিত রোগ।
▪ GBS = Guillain-Barre Syndrome.= গুলিয়েন-বেরী সিনড্রোম, একধরনের স্নায়ু রোগ।
▪ IBS = Irritable Bowel Syndrome.= অন্ত্রের বিশেষ ধরনের এক রোগ।
▪ IBD = Irritable Bowel Disease. / Inflammatory Bowel Disease.= অন্ত্রের বিশেষ ধরনের এক রোগ।
▪ DU = Duodenal Ulcer.= ডুওডেনামের ক্ষত।
▪ GU = Gastric Ulcer.= পাকস্থলীর ক্ষত।
▪ GU = Ge***al Ulcer.= জননাঙ্গের ক্ষত।
▪ ARI = Acute Respiratory Infection.= সদ্য শ্বাসতন্ত্রের প্রদাহ।

▪ HTN = Hypertension.= উচ্চরক্তচাপ।
▪ VD = Venereal Disease.= যৌনরোগ।
▪ VD = Village Doctor.= পল্লী চিকিৎসক।
▪ STD = Sexually Transmitted Disease.= যৌন সংক্রামক রোগ।
▪ NS = Nephrotic Syndrome.= কিডনী সংক্রান্ত রোগ।
▪ ALL = Acute Lymphocytic Leukemia.= এক ধরনের রক্তরোগ বিশেষ।
▪ AML = Acute Myelogenous Leukemia.= এক ধরনের রক্তরোগ বিশেষ।
▪ CML = Chronic Myeloid Leukemia = এক ধরনের রক্তরোগ বিশেষ।
▪ AAA = Abdominal Aortic Aneurysm. = পেটে অবস্থিত মহাধমনী বেলুনের মতো ফুলে যাওয়া।

▪ TAA = Thoracic Aortic Aneurysm.= বক্ষ গহ্বরে অবস্থিত মহাধমনী বেলুনের মতো ফুলে যাওয়া।
▪ PUO = Pyrexia of Unknown Origin.= যে জ্বরের কারন নির্য়য় করা যায় না।
▪ GERD = Gastro-esophageal Reflex Disease.= পাকস্থলী থেকে অন্ননালীর দিকে খাদ্যকনার রিফ্লেক্স জনিত উপসর্গ।
▪ NSAID = Non-Steroidal Anti-Inflammatory Drugs. = এ্যালোপ্যাথিতে ব্যবহৃত বেদনানাশক ঔষধ।
▪ IHD = Ischemic Heart Disease. = হৃৎপিন্ডে “ইস্কেমিয়া”জনিত রোগ।
▪ P/V = Per Vaginal ....= যোনীপথ, যোনীপথে বা যোনীপথ হতে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।
▪ P/R = Per Re**al ....= মলদ্বার, মলদ্বারে, মলদ্বার হতে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।

▪ IUCD অথবা শুধু CD = Intra-uterine Contraceptive Device অথবা শুধু Contraceptive Device.= জরায়ুর ভেতরে প্রবিষ্ট জন্মবিরতীকরন যন্ত্র বিশেষ। যেমন “কপার-টি।”
▪ A.N = Anxiety Neurosis.= একধরনের মানসিক রোগ। অকারন উদ্বিঘ্নতা।
▪ E.D = Erectile Dysfunction = লিঙ্গোথ্বানজনিত গোলযোগ।
▪ PME = Premature Ejaculation.= সময়ের পূর্বে বীর্যপতন।শীঘ্রপতন।
▪ GIT = Gastro-intestinal Tract.= পরিপাক নালী।
▪ MR = Menstruation Regulation.= ঋতুস্রাব নিয়মিতকরনের জন্য ছোট একধরনের সার্জারী। সাধারনত: ভ্রুন নষ্ট করার পদ্ধতি।

▪ D & C = Dilatation & Curettage.= একধরনের স্ত্রী প্রজননতন্ত্রের সার্জারী।এতে জরায়ু মুখ সম্প্রোসারিত করে জরায়ুর অভ্যান্তর চাঁছা হয়।
▪ VSD = Ventricular Septal Defect.= হৃৎপিন্ডের ব্যবধায়ক পেশীর ক্রুটি।
▪ DNS = Deviation Nasal Septum. = নাকের মাঝখানের নরম অস্থি বাঁকা।

100% Important Question .BPSC Senior Staff Nurse Job Circular 2023- সিনিয়র স্টাফ নার্স জব সার্কুলার ২০২৩
03/02/2023

100% Important Question .BPSC Senior Staff Nurse Job Circular 2023- সিনিয়র স্টাফ নার্স জব সার্কুলার ২০২৩

Important GK Question for BPSC Non-Cader Senior Staff Nurse Job Exam.

আমি জানি তুমি কি ধরনের মানুষ - I know what kind of person you are. নিজের মনের কথা শুনো - listen to your heart. আমার কি...
09/01/2023

আমি জানি তুমি কি ধরনের মানুষ - I know what kind of person you are.
 নিজের মনের কথা শুনো - listen to your heart.
 আমার কিছু বলার নেই - I have nothing to say.
 তোমার বাড়ির মতোই মনে করো - Consider it as your home.
 আমি যদি সুযোগ পাই তোমাকে ফোন করব = If I get a chance I will call you.
 তুমি আমার কাজ করে দিলে - You made my work is yours.
 আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ - Thanks for believing me.
 আমি তাকে অনেক দিন থেকে চিনি - I know him for a long time.
 আমি ওকে বুঝানোর চেষ্টা করব - I will try to make him understand.
 আমাকে সন্দেহের চোখে দেখো না - Don't look at me doubtful.
 আমি ওর কথা শুনে অবাক হয়ে গেছিলাম - I was surprised to hear his word.
 তুমি আমার স্বপ্ন নষ্ট করে দিলে - You shattered my dream.
 আমাকে বিরক্ত করা বন্ধ করো - Stop persecuting me.
 আমার সঙ্গে তর্ক করবে না - Don't argue with me.
 এটা ফু দিয়ে ঠান্ডা করে নাও - Make it cold blowing on it.
 আমি তোর থেকে বড় - I'm your elder / I'm older than you.
 সে এমনটা ভাবেই না - She doesn't think so.
 তুমি আমাকে অপমান করলে - You insulted me.
19.ঘাবড়াবেন না - Don't panic.
20. এই বিষয়ে আমার কোন ধারণা নেই - I have no knowledge on that.

BPSC Non-cader  Nurse Job preparation. সিনিয়র স্টাফ নার্স  সরকারি চাকরি প্রস্তুতি।
06/01/2023

BPSC Non-cader Nurse Job preparation.
সিনিয়র স্টাফ নার্স সরকারি চাকরি প্রস্তুতি।

বাংলা সাহিত্যের 100 টি বাছাই করা MCQ প্রশ্ন .Bangla Preparation For Govt.Job || চাকরির প্রস্তুতি বাংলা || Bangla Literature For Job || Job Mcq Bangla. ...

Address

Gopalganj
8100

Telephone

01571784826

Website

Alerts

Be the first to know and let us send you an email when Last Hour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like