BinodonShomoy.Com

BinodonShomoy.Com BinodonShomoy.Com ( বিনোদনসময়.কম ) is a Bangla 24 hours online news portal in Bangladesh. Started publishing in 2022 under Chief editor of S.M. Sabbir.

বাংলার বাঘিনীদের অভিনন্দন ♥
19/09/2022

বাংলার বাঘিনীদের অভিনন্দন ♥

অভিনেতা আনোয়ার হোসেন  মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জন্ম: ৬ নভেম্বর ১৯৩১ মৃত্যু: ১৩ সেপ্টেম্বর ২০১৩বাংলাদেশের একজন চ...
13/09/2022

অভিনেতা আনোয়ার হোসেন
মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

জন্ম: ৬ নভেম্বর ১৯৩১
মৃত্যু: ১৩ সেপ্টেম্বর ২০১৩

বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা। তিনি চলচ্চিত্র ভুবনে নবাব সিরাজউদ্দৌলা ও মুকুটহীন নবাব নামে খ্যাত।তিনি ঐতিহাসিক, রাজনৈতিক, নাট্যধর্মী, লোককাহিনীভিত্তিক, পোশাকি ফ্যান্টাসি, সাহিত্যনির্ভর, শিশুতোষ, পারিবারিক মেলোড্রামা, বক্তব্যধর্মীসহ বিভিন্ন ধরনের চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ১৯৫৮ সালে চিত্রায়িত তোমার আমার চলচ্চিত্রটির মাধ্যমে অভিনয় জীবনে প্রবেশ করেন। ঢাকার চলচ্চিত্রের এই কিংবদন্তী অভিনেতা ৫২ বছরের অভিনয় জীবনে পাঁচ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন।

দাম্পত্য সঙ্গী
নাসিমা আনোয়ার
সন্তান
৪ পুত্র, ১ কন্যা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার
একুশে পদক (১৯৮৮)
বাচসাস পুরস্কার
পাকিস্তানের নিগার পুরস্কার
মেরিল-প্রথম আলো পুরস্কার
১৯৭৫ সালে লাঠিয়াল ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে প্রথমবারের মত আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৮৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তাকে একুশে পদক প্রদান করা হয় এবং অভিনেতাদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার লাভ করেন।

আনোয়ার হোসেনের জন্ম ১৯৩১ সালের ৬ নভেম্বর জামালপুর জেলার সরুলিয়া গ্রামে। তার পিতা একেএম নজির হোসেন ছিলেন সাব-রেজিস্টার এবং মাতা সাঈদা খাতুন। নজির-সাঈদা দম্পতির তৃতীয় সন্তান আনোয়ার হোসেন। তিনি ১৯৪০ সালে দেওয়ানগঞ্জ প্রাইমারি স্কুলে ভর্তি হন এবং ১৯৫১ সালে তিনি জামালপুর স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। পরবর্তীতে ভর্তি হন ময়মনসিংহ আনন্দমোহন কলেজে। কলেজের প্রথম বর্ষে অভিনয় করেন আসকার ইবনে শাইখের পদক্ষেপ নাটকে।প্রথম বর্ষের পরীক্ষার পর তার পিতার বন্ধু আবদুল্লাহ খানের সেলকন ইঞ্জিনিয়ারিং ফার্মে সুপারভাইজার হিসেবে যোগ দেন এবং ১৯৫৭ সালে তিনি ঢাকায় চলে আসেন এবং নাসিমা খানমকে বিয়ে করেন।

১৯৬৭ সালে নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে আনোয়ার হোসেন
হোসেন ১৯৫৯ সালে ঢাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ননী দাস নির্দেশিত এক টুকরো জমি নাটকে অভিনয় করেন। পরে তিনি ঢাকা বেতারে অডিশন দেন এবং হাতেম তাই নাটকে একটি অপ্রধান চরিত্রে কাজ করেন। মঞ্চনাটকে কাজের সুবাদে তিনি আবদুল জব্বার খান, মোহাম্মদ আনিস ও হাবিবুর রহমানের সাথে পরিচিত হন। এসময়ে তারা ঝিনুক পত্রিকার সম্পাদক আসিরুদ্দিনের সহযোগিতায় মিনার্ভা থিয়েটার প্রতিষ্ঠা করেন এবং এতে যুক্ত হন সৈয়দ হাসান ইমাম, ফতেহ লোহানী, মেহফুজ, সুভাষ দত্ত, চিত্রা সিনহাসহ আরও অনেক অভিনয়শিল্পী।

পরিচালক মহিউদ্দিনের সঙ্গে পরিচিত হওয়ার সুবাদে প্রথম পরিচয়েই আনোয়ার হোসেন তার অভিনয় দক্ষতা প্রমাণ করে তোমার আমার (১৯৬১) ছবিতে অভিনয়ের সুযোগ পান। এতে তিনি খলচরিত্রে অভিনয় করেন। বিডিনিউজ ২৪ ডট কম দেয়া সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের শুরুর কথা তিনি জানান।

বালকবেলায় স্কুলের নাটকে অভিনয় করতে গিয়েই অভিনয়ের প্রতি আমার আসক্তি। এরপর তখনকার রূপালী জগতের তারকা ছবি বিশ্বাস, কাননদেবী এদের বিভিন্ন ছবি দেখতে দেখতেই রূপালী জগতে আসার ইচ্ছাটি প্রবল থেকে প্রবলতর হয়ে ওঠে। পঞ্চাশ দশকের শেষের দিকে সিদ্ধান্ত নিলাম অভিনয় করবো সারাজীবন। সুতরাং অন্য কোন জীবিকার সন্ধান না করে সরাসরি চলে গেলাম পরিচালক মহিউদ্দিন সাহেবের কাছে। তিনি তখন মাটির পাহাড় নামের একটি ছবির কাজ করছেন। তাকে ধরলাম আমাকে নেওয়ার জন্য। তিনি জানালেন, ছবিতে অভিনয় শিল্পী নির্বাচনের কাজ শেষ। ফলে আমাকে নেওয়া যাচ্ছে না আপাতত। ৫৮ সালে শুরু করলেন ‘তোমার আমার’ ছবিটির কাজ। এখানে আমাকে নির্বাচন করা হলো খল-নায়কের চরিত্রে। আমার রূপালী পর্দায় অভিষেক হলো ‘বীরেন’ হিসেবে। এই ছবিতে আমার সহশিল্পী ছিলেন কাফী খান আর আমিনুল ইসলাম। এরা এখনও বেঁচে আছেন। আমাদের সমসাময়িকদের মধ্যে সম্ভবত একমাত্র আমরাই এখনো বেঁচে আছি।”

একই বছর তিনি তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র সূর্যস্নান-এ মুখ্য অভিনেতা হিসেবে অভিনয় করেন। এরপর তিনি জোয়ার এলো (১৯৬২), কাঁচের দেয়াল (১৯৬৩), নাচঘর (১৯৬৩), দুই দিগন্ত (১৯৬৬), বন্ধন (১৯৬৪), একালের রূপকথা (১৯৬৫) চলচ্চিত্রে অভিনয় করেন। তার ও সুমিতা দেবী অভিনীত দুই দিগন্ত চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে ঢাকার বলাকা সিনেওয়ার্ল্ডের উদ্বোধন হয়েছিল। তার অভিনীত প্রথম উর্দু ভাষার চলচ্চিত্র উজালা। এটি ১৯৬৬ সালে মুক্তি পায়।১৯৬৭ সালে নবাব সিরাজউদ্দৌল্লা চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেন।এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে নিগার পুরস্কার লাভ করেন।

১৯৭৫ সালে তিনি নারায়ণ ঘোষ মিতা পরিচালিত লাঠিয়াল চলচ্চিত্রে কাদের লাঠিয়াল চরিত্রে অভিনয় করেন। এই কাজের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম আয়োজনে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। ১৯৭৮ সালে তিনি আমজাদ হোসেনের গোলাপী এখন ট্রেনে' চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

২০১০ সালে হোসেনকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রদান

২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যু বরণ করেন।

উল্লেখযোগ্য চলচ্চিত্র

আনোয়ার হোসেন অভিনীত নবাব সিরাজউদ্দোল্লা চলচ্চিত্র
তোমার আমার - পরিচালক: মহিউদ্দিন - (১৯৬১)
সূর্যস্নান - পরিচালক: সালাউদ্দিন - (১৯৬২)
কাচের দেয়াল - পরিচালক: জহির রায়হান - (১৯৬৩)
বন্ধন - পরিচালক: কাজী জহির - (১৯৬৪)
নবাব সিরাজউদ্দৌলা - পরিচালক: খান আতাউর রহমান - (১৯৬৭)
অপরাজেয় - পরিচালক: এম এ হামিদ - (১৯৬৭)
সাত ভাই চম্পা (১৯৬৮)
জীবন থেকে নেয়া - পরিচালক: জহির রায়হান - (১৯৭০)
অরুণোদয়ের অগ্নিসাক্ষী - পরিচালক: সুভাষ দত্ত - (১৯৭২)
রংবাজ - পরিচালক: জহিরুল হক - (১৯৭৩)
ধীরে বহে মেঘনা - পরিচালক: আলমগীর কবির - (১৯৭৩)
লাঠিয়াল - পরিচালক: নারায়ণ ঘোষ মিতা - (১৯৭৫)
পালঙ্ক - পরিচালক: রাজেন তরফদার - (১৯৭৬)
রূপালী সৈকতে - পরিচালক: আলমগীর কবির - (১৯৭৭)
নয়নমনি - পরিচালক: আমজাদ হোসেন - (১৯৭৭)
কুয়াশা - পরিচালক: আজিজুর রহমান - (১৯৭৭))[৮]
নাগরদোলা - পরিচালক: বেলাল আহমেদ - (১৯৭৮)
গোলাপী এখন ট্রেনে - পরিচালক: আমজাদ হোসেন - (১৯৭৮)
সূর্য সংগ্রাম - পরিচালক: আবদুস সামাদ - (১৯৭৯)
বড় ভাল লোক ছিল - পরিচালক: মহিউদ্দিন - (১৯৮২)
ভাত দে - পরিচালক: আমজাদ হোসেন - (১৯৮৪)
সূর্যস্নান - পরিচালক: সালাহউদ্দিন
জোয়ার এলো - পরিচালক:
নাচঘর - পরিচালক:
দুই দিগণ্ত - পরিচালক:
পালঙ্ক - পরিচালক: রাজেন তরফদার
পরশমণি - পরিচালক:
শহীদ তিতুমীর - পরিচালক:
ঈশা খাঁ - পরিচালক:
অরুণ বরুণ কিরণমালা - পরিচালক:
চাকর - পরিচালক: মনতাজুর রহমান আকবর - (১৯৯২)
অনন্ত ভালবাসা - পরিচালক: সোহানুর রহমান সোহান - (১৯৯৯)

আনোয়ার হোসেন ১৯৭৫ সালে প্রথম প্রবর্তন ও প্রদানকৃত বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত লাঠিয়াল চলচ্চিত্রে তার সুঅভিনয়ের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার লাভ করেন। আমজাদ হোসেনের গোলাপী এখন ট্রেনেতে সহ-অভিনেতা হিসেবে পুরস্কার পান ১৯৭৮ সালে। ২০১০ সালে প্রদানকৃত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ আজীবন সম্মাননায় ভুষিত হন তিনি।

১৯৭৫: শ্রেষ্ঠ অভিনেতা - লাঠিয়াল
১৯৭৮: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা - গোলাপী এখন ট্রেনে
১৯৭৮: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা - দায়ী কে?
২০১০: আজীবন সম্মাননা
অন্যান্য পুরস্কার সম্পাদনা
পাকিস্তানের নিগার পুরস্কার - (১৯৬৭)
একুশে পদক - (১৯৮৮)
বাচসাস পুরস্কার
ওয়ালটন-বৈশাখী স্টার অ্যাওয়ার্ড - (২০১১)

প্রার্থনা ফারদিন দীঘি শুভ জন্মদিন জন্ম: ৯ সেপ্টেম্বর ২০০০বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। তার বাবা সুব্রত চক্...
09/09/2022

প্রার্থনা ফারদিন দীঘি শুভ জন্মদিন
জন্ম: ৯ সেপ্টেম্বর ২০০০
বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। তার বাবা সুব্রত চক্রবর্তী চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘী। কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা দিঘী অভিনীত প্রথম চলচ্চিত্র। ২০২১ সালে তুমি আছো তুমি নেই চলচ্চিত্রের মাধ্যমে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে পুনরায় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
ব্যক্তিগত জীবনে দীঘি চলচ্চিত্র পরিবারের সন্তান। তার বাবা সুব্রত চক্রবর্তী চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র নায়িকা। ২০১১ সালে দীঘির মা দোয়েল মারা যান। বর্তমানে দীঘি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে পড়ছেন।

দীঘি কাজী হায়াত পরিচালিত কাবুলিওয়ালা চলচ্চিত্রের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করেন । চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দীঘি। কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা দীঘি অভিনীত প্রথম চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই ২০০৬ সালে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে দীঘি। তারপরে আরও দুটি চলচ্চিত্রে অভিনয়ের কারণে শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে সে।

08/09/2022

◾শোক সংবাদ ◾দেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ত...
04/09/2022

◾শোক সংবাদ ◾
দেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার ছেলে উপল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজী মাজহারুল আনোয়ার
জন্ম ২২ ফেব্রুয়ারি ১৯৪৩
চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা।
স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন। তিনি ২০০২ সালে বাংলাদেশের একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।২০ হাজারের বেশি গান রচনা করেছেন তিনি। বিবিসি বাংলা তৈরিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় রয়েছে তার লেখা তিনটি গান।

গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২শে ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন।

২০ হাজার গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন ১৯৬৭ সালে আয়না ও অবশিষ্ট চলচ্চিত্রের জন্য। ১৯৬৭ সালে চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নান্টু ঘটক ১৯৮২ সালে মুক্তি পায়। তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা ৪১ টি।

গাজী মাজহারুল আনোয়ার ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড লাভ করেন। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিকবার বাচসাস পুরস্কার, বিজেএমই অ্যাওয়ার্ড, ডেইলি স্টার কর্তৃক লাইফ টাইম অ্যাওয়ার্ডসহ তার অর্জিত পুরস্কারের সংখ্যা ১১০।

আব্দুল জব্বার জন্ম: ১০ ফেব্রুয়ারি, ১৯৩৮ মৃত্যু: ৩০ আগস্ট, ২০১৭ সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ...
29/08/2022

আব্দুল জব্বার
জন্ম: ১০ ফেব্রুয়ারি, ১৯৩৮
মৃত্যু: ৩০ আগস্ট, ২০১৭
সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে প্রচারিত সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা বাংলার জয় সহ অনেক উদ্বুদ্ধকরণ গানের গায়ক হিসেবে পরিচিতি লাভ করেন।

পুরস্কার
একুশে পদক
স্বাধীনতা পুরস্কার

তার গাওয়া তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, সালাম সালাম হাজার সালাম ও জয় বাংলা বাংলার জয় গান তিনটি ২০০৬ সালে মার্চ মাস জুড়ে অনুষ্ঠিত বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় স্থান করে নেয়। এছাড়া তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত দুটি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক (১৯৮০) ও স্বাধীনতা পুরস্কারে (১৯৯৬) ভূষিত হন।

আব্দুল জব্বার ১৯৩৮ সালের ১০ ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমান বাংলাদেশ) কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে তিনি মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি সঙ্গীতের তালিম গ্রহণ করেন ওস্তাদ ওসমান গনি এবং ওস্তাদ লুৎফুল হকের নিকট।

জব্বার ১৯৫৮ সাল থেকে তৎকালীন পাকিস্তান বেতারে তালিকাভুক্ত হন। তিনি ১৯৬২ সালে প্রথম চলচ্চিত্রের জন্য গান করেন। ১৯৬৪ সাল থেকে তিনি বিটিভির নিয়মিত গায়ক হিসেবে পরিচিতি পান। ১৯৬৪ সালে জহির রায়হান পরিচালিত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম রঙ্গিন চলচ্চিত্র সংগমের গানে কণ্ঠ দেন। ১৯৬৮ সালে এতটুকু আশা ছবিতে সত্য সাহার সুরে তার গাওয়া "তুমি কি দেখেছ কভু" গানটি জনপ্রিয়তা অর্জন করে। একই বছর ঢেউয়ের পর ঢেউ ছবিতে রাজা হোসেন খানের সুরে "সুচরিতা যেওনাকো আর কিছুক্ষণ থাকো" গানে কণ্ঠ দেন। রবীন ঘোষের সুরে তিনি পীচ ঢালা পথ (১৯৭০) ছবিতে "পীচ ঢালা এই পথটারে ভালবেসেছি" এবং নাচের পুতুল (১৯৭১) ছবির শিরোনাম গান "নাচের পুতুল"-এ কণ্ঠ দেন।

১৯৭৮ সালে সারেং বৌ চলচ্চিত্রে আলম খানের সুরে "ও..রে নীল দরিয়া" গানটি দর্শকপ্রিয়তা পায়। ২০১৭ সালে এই সঙ্গীত শিল্পীর প্রথম মৌলিক গানের অ্যালবাম কোথায় আমার নীল দরিয়া মুক্তি পায়। অ্যালবামটির গীতিকার মোঃ আমিরুল ইসলাম, সুরকার গোলাম সারোয়ার। একই বছরে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গানের অ্যালবামের কাজ শুরু করেন। গীতিকার আমিরুল ইসলাম রচিত " বঙ্গবন্ধু দেখেছি তোমায় দেখেছি মুক্তিযুদ্ধ " শিরোনামের গানটিতে কণ্ঠ দেয়ার আগেই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে অ্যালবামের কাজ বন্ধ হয়ে যায়।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মনোবল ও প্রেরণা যোগাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সালাম সালাম হাজার সালাম ও জয় বাংলা বাংলার জয়সহ অংসখ্য গানে কণ্ঠ দিয়েছেন।তার গানে অনুপ্রাণিত হয়ে অনেকেই মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন। এছাড়া যুুদ্ধের সময়কালে তিনি প্রখ্যাত ভারতীয় কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে জনমত তৈরিতে কাজ করেন।তৎকালীন সময়ে কলকাতাতে অবস্থিত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ঘুরে হারমোনিয়াম বাজিয়ে গণসঙ্গীত পরিবেশন করেছেন যা মুক্তিযোদ্ধাদের প্রেরণা যুগিয়েছে। তিনি স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে সেসময় বিভিন্ন সময় গণসঙ্গীত গেয়ে প্রাপ্ত ১২ লাখ রুপি দান করেছিলেন।

আব্দুল জব্বারের প্রথম স্ত্রী গীতিকার শাহীন জব্বার যার গানে কণ্ঠ দিয়েছিলেন আব্দুল জব্বার, সুবীর নন্দী, ফাতেমা তুজ জোহরার মত জনপ্রিয় বাংলাদেশি সঙ্গীতশিল্পীরা। তাদের সন্তান মিথুন জব্বারও একজন সঙ্গীতশিল্পী।

প্লেব্যাক

সংগম (১৯৬৪)
নবাব সিরাজউদ্দৌলা (১৯৬৭)
উলঝন (১৯৬৭)
এতটুকু আশা (১৯৬৮)
ঢেউয়ের পর ঢেউ (১৯৬৮)
ভানুমতি (১৯৬৯)
ক খ গ ঘ ঙ (১৯৭০)
পীচ ঢালা পথ (১৯৭০)
দীপ নেভে নাই (১৯৭০)
বিনিময় (১৯৭০)
জীবন থেকে নেয়া (১৯৭০)
নাচের পুতুল (১৯৭১)
মানুষের মন (১৯৭২)
স্বপ্ন দিয়ে ঘেরা (১৯৭৩)
ঝড়ের পাখি (১৯৭৩)
আলোর মিছিল (১৯৭৪)
সূর্যগ্রহণ (১৯৭৬)
তুফান (১৯৭৮)
অঙ্গার (১৯৭৮)
সারেং বৌ (১৯৭৮)
সখী তুমি কার (১৯৮০)
কলমিলতা

বঙ্গবন্ধু স্বর্ণপদক (১৯৭৩)
একুশে পদক (১৯৮০)
স্বাধীনতা পুরস্কার (১৯৯৬)
বাচসাস পুরস্কার (২০০৩)
সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস - আজীবন সম্মাননা (২০১১)
জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার
মৃত্যু সম্পাদনা
জব্বার ২০১৭ সালের জুলাই মাস থেকে কিডনি, হার্ট, প্রস্টেটসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ১ আগস্ট নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।৩০ আগস্ট তিনি এই হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

binodonshomoy.com
29/08/2022

binodonshomoy.com

টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের বদলা নিল ভারত। এশিয়া কাপে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারালেন রোহিত শর্মারা। ব্যাটে-বলে ম্যাচের ...
28/08/2022

টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের বদলা নিল ভারত। এশিয়া কাপে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারালেন রোহিত শর্মারা। ব্যাটে-বলে ম্যাচের রাজা হার্দিক পান্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জার হারের বদলা নিল ভারত।

অভিনেত্রী জ্যাকলিন মন দিল বিদেশি নায়ককে !
22/08/2022

অভিনেত্রী জ্যাকলিন মন দিল বিদেশি নায়ককে !

আর্থিক তছরুপের অভিযোগে বারবার শিরোনামে এসেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। আরও একবার চর্চার কেন্দ্র.....

আইনি নোটিশ : ‘হাওয়া’ সিনেমার প্রদর্শনী বন্ধ
22/08/2022

আইনি নোটিশ : ‘হাওয়া’ সিনেমার প্রদর্শনী বন্ধ

‘হাওয়া’ সিনেমার সেন্সর ছাড়পত্র বাতিল করে বাংলাদেশের বাইরে প্রচার, সম্প্রচার ও প্রদর্শন বন্ধ করতে আইনি নোটিশ পাঠ....

আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি চক্র : অনন্ত জলিল
22/08/2022

আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি চক্র : অনন্ত জলিল

‘দিন দ্য ডে’ সিনেমার বাজেট নিয়ে আবার দেখা দিলো বিতর্ক। খোদ ছবির ইরানী পরিচালক মোর্তজা আতাশ জমজম এই বিতর্কের সূত্.....

মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ !
22/08/2022

মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ !

সম্প্রতি বলিউড পাড়ায় ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন শুরু হয়েছে। গত শনিবার স্বামী ভিকি কৌশলকে নিয়ে মুম্বাইয়ের ....

নেতারা মানলেও শ্রমিকরা সমঝোতা মানেনি, চা-শ্রমিকদের আন্দোলনে উত্তাল হবিগঞ্জসহ তিন জেলা। দৈনিক মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টা...
21/08/2022

নেতারা মানলেও শ্রমিকরা সমঝোতা মানেনি, চা-শ্রমিকদের আন্দোলনে উত্তাল হবিগঞ্জসহ তিন জেলা। দৈনিক মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হবিগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। রোববার (২১ আগস্ট) সকাল থেকে চা-শ্রমিকরা দলে দলে মাধবপুর উপজেলার জগদীশপুরে জড়ো হন তারা।
তারা দৈনিক মজুরি ৩০০ টাকা করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

এদিকে শনিবার (২০ আগস্ট) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বিভাগীয় শ্রম দপ্তরের অফিসে চা-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে চা-শ্রমিকদের নতুন মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হয়।

মহানায়ক রাজ-রাজ্জাকজন্ম: ২৩ জানুয়ারী, ১৯৪২, কলকাতা, ভারতমৃত্যু : ২১ আগস্ট, ২০১৭, ইউনাইটেড হাসপাতাল, ঢাকাশোক হোক শক্তি, ...
20/08/2022

মহানায়ক রাজ-রাজ্জাক
জন্ম: ২৩ জানুয়ারী, ১৯৪২, কলকাতা, ভারত
মৃত্যু : ২১ আগস্ট, ২০১৭, ইউনাইটেড হাসপাতাল, ঢাকা

শোক হোক শক্তি, অটুট হোক বন্ধন; নির্মল সখ্যতায়
বীর বাঙালী চিরদিন, মনে রেখেছে তোমায়, বিনম্র শ্রদ্ধায়।

নায়ক রাজের অর্ধ শতাব্দীর বেশি সময়ের পথচলা। এসময়ে তিনি দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে প্রায় ৩০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

১৯৬৬ সালে বেহুলা সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই সিনেমার তার পথচলা শুরু। আর এ নায়কের সর্বশেষ অভিনীত ছবি ছেলে বাপ্পারাজ পরিচালিত কার্তুজ। ছবিটি ২০১৫ সালে মুক্তি পায়।

আব্দুর রাজ্জাককে কেউ চিনতো না। অথচ তার জন্মই হয়েছে টালিউডে। টালিউড মানে কলকাতা, তথা ভারতের চলচ্চিত্রের আঁতুর ঘর। এখানেই বেড়ে উঠেছেন উত্তম কুমার থেকে সৌমিত্র, প্রসেনজিৎ থেকে শুরু করে হালের দেব কিংবা পরমব্রতরা। টালিউডে জন্ম নেয়া আব্দুর রাজ্জাক অভিনেতা হতে চাইলেন। কিন্তু অভিনয় তো দূরের কথা, তাকে টালিউড ছাড়তে হলো ভাগ্যদোষে। ১৯৬৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে আব্দুর রাজ্জাক চলে এলেন ঢাকা। এলেন শরণার্থী হয়ে, কিন্তু বুকে তার স্বপ্ন- অভিনয় করবেন। পকেটে সম্বল মাত্র একটি চিঠি। যে চিঠি কলকাতার এক স্বজনের লেখা; আব্দুল জব্বার খানের প্রতি। আব্দুল জব্বার খানকে বাংলাদেশের চলচ্চিত্রের জন্মদাতা বলা যায়। তার প্রযোজনা ও পরিচালনাতেই এই ঢাকা শহরে তৈরি হয়েছে বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। আব্দুর রাজ্জাক কমলাপুর এসে ঠাঁই নিলেন। এখানেই থাকেন আব্দুল জব্বার খান। অবশেষে আব্দুর রাজ্জাক দেখা করার সুযোগ পেলেন তার সঙ্গে। এই সাক্ষাত থেকেই শুরু হলো বাংলা চলচ্চিত্রের নতুন একটি অধ্যায়। এই অধ্যায়ের নাম নায়ক রাজ রাজ্জাক। আব্দুর রাজ্জাককে অবশ্য নায়ক রাজ হতে অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে। ঢাকার কমলাপুরে স্ত্রী, সন্তান নিয়ে আধবেলা খেয়ে-না-খেয়ে থাকতে হয়েছে তাকে। আব্দুল জব্বার খান অবশ্য তাকে হতাশ করেননি। তিনি রাজ্জাককে ইকবাল ফিল্মস লিমিটেডে কাজ করার সুযোগ দেন। কামাল আহমেদের উর্দু চলচ্চিত্র ‘উজালা’তে সহকারী পরিচালক হিসেবে শুরু হয় রাজ্জাকের বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করার সূচনা। কথাটি এখানে যতটা সহজভাবে আপনি পড়লেন, ততটা সহজ ছিল না। সহকারী পরিচালক থাকা অবস্থাতেই রাজ্জাক অভিনয়ের চেষ্টা করতে থাকেন। কলকাতায় খানপুর হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র থাকাকালে তিনি সরস্বতী পূজা উপলক্ষ্যে নির্মিত নাটক ‘ব্রিদোহী’তে অভিনয় করেন। সেই থেকে তার অভিনয়ের স্বপ্ন। টালিউডেও চেষ্টা করেছেন দুয়েকটা ছবিতে অভিনয় করার। অভিনয়ের নেশাটা আসলে তার রক্তে ছিলো। ‘কার বউ’ ‘ডাকবাবু’ ‘১৩নং ফেকু ওস্তাগার লেন’ ‘আখেরী স্টেশন’ (উর্দু) ইত্যাদি ছবিতে তিনি ছোটখাটো চরিত্রে অভিনয় করেন। বলে রাখা ভালো চলচ্চিত্রজীবনের শুরুতে তিনি এক্সট্রা শিল্পী হিসেবেও সিনেমায় অভিনয় করেছেন। সে সময় পাকিস্তান টেলিভিশনের ধারাবাহিক নাটকেও তাকে আমরা অভিনয় করতে দেখেছি।প্রতিষ্ঠা পেতে জীবন যুদ্ধ যখন চলমান ঠিক সে সময়, তিনি জহির রায়হানের সহকারী হিসেবে কাজের সুযোগ পেয়ে যান। জহির রায়হান তখন বাংলার বিখ্যাত লোকগল্প ‘বেহুলা’ বানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। নায়িকানির্ভর এই ছবিতে নায়ক লক্ষীন্দরকে অধিকাংশ সময় শবদেহ হয়ে শুয়ে থাকতে হবে। তখনকার নামকরা কোনো নায়কই এ চরিত্রে অভিনয় করতে রাজী হলেন না। জহির রায়হানের জহুরি চোখের নজর পড়ল রাজ্জাকের উপর। রাজ্জাক প্রথম নায়ক হওয়ার সুযোগ পেলেন বেহুলা ছবিতে। আর প্রথম ছবিতেই বাজিমাত। বেহুলা সকলের হৃদয় কেড়ে নিলো আর রাজ্জাক নায়ক হিসাবে ঠাঁই পেয়ে গেলেন এ দেশের মানুষের অন্তরে। এরপর কেবল নিজের সীমানাকে অতিক্রম করে পথ চলা। একের পর এক বাংলা চলচ্চিত্রে নতুন নতুন মাইল ফলক তৈরি করে হয়ে উঠলেন নায়ক রাজ রাজ্জাক। ৫০ বছরের চলচ্চিত্র জীবনে দুই বাংলা মিলিয়ে প্রায় পাঁচশটি উর্দু-বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বাংলা চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাক এক বৈচিত্রময় নাম। তিনি নায়কের চিরচেনা রূপ ভেঙেছেন বহুবার। স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত প্রথম সিনেমা ‘ওরা ১১ জন’-এ তিনি অভিনয় করেছেন ভিন্ন ধরণের চরিত্রে। ‘আলোর মিছিল’ চলচ্চিত্রে রানা মামা চরিত্রে অভিনয় করে তিনি সহ-চরিত্রকে দেন ভিন্ন মাত্রা। উল্লেখ্য এ ছবিতে ববিতার মামা হন তিনি। ববিতার প্রেমিক হিসেবে এ ছবিতে অভিনয় করেন ফারুক। রাজ্জাক চাইলেই নায়ক চরিত্রে অভিনয় করতে পারতেন, কিন্তু ভিন্নতার জন্যেই তিনি মামার চরিত্রটি বেছে নেন। ১৯৭৪ সালে চিত্রনায়ক সোহেল রানা বাংলাদেশের বিখ্যাত থ্রিলার উপন্যাস ‘মাসুদ রানা’ অবলম্বনে একই শিরোনামে চলচ্চিত্র বানান। কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে সোহেল রানার যাত্রা শুরু হয়। আর এ ছবিতে ক্লাবের গায়ক হিসেবে একটি দৃশ্যে অভিনয় করেন রাজ্জাক। নতুন একজন পরিচালক-নায়কের ছবিতে জনপ্রিয়তার শীর্ষে থাকা নায়কের এমন ভিন্ন একটি চরিত্র অসাধারণ দৃষ্টান্ত। ১৯৭৩ সালে ‘রংবাজ’ ছবিতে মাস্তানের চরিত্রে অভিনয় করে বাংলা চলচ্চিত্রে এ্যাকশন ঘরানার শুরু করেন নায়ক রাজ রাজ্জাকই। ১৯৭৮ সালে আজিজুর রহমানের ‘অশিক্ষিত’ এবং ১৯৮০ সালে ‘ছুটির ঘণ্টা’ ছবিতে অভিনয় করেন তিনি। প্রথম ছবিটিতে গ্রাম্য পাহারাদার আর ছুটির ঘণ্টায় স্কুলের দপ্তরির চরিত্রে অভিনয় সে সময়ের বিবেচনায় একজন সাহসী অভিনেতার কাজ ছিলো। শিশুতোষ এই দুটি ছবিতেই তিনি নায়কের প্রচলিত ভাবনা ভেঙে দিয়েছেন। অভিনয়ের জন্য তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। কি যে করি (১৯৭৬), অশিক্ষিত (১৯৭৮), বড় ভালো লোক ছিল (১৯৮২), চন্দ্রনাথ (১৯৮৪) এবং যোগাযোগ (১৯৮৮) চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার জিতে নিয়েছেন। অভিনয়ের জন্য আজীবন সম্মাননাও পেয়েছেন। এর বাইরেও পেয়েছেন অসংখ্য পুরস্কার। জাতিসংঘের শুভেচ্ছা দূতও হয়েছেন তিনি।এক সময়ের আব্দুর রাজ্জাক একদিন টালিউডে ফিরে গেলেন। যে টালিউডে তিনি থাকতে পারেননি, সেই টালিউড তাকে বরণ করে নিলো রাজার মতোই। এখন তো তিনি বেড়ে উঠতে যাননি, বরং টালিউডের সীমানাটাই আরেকটু বড় করে দিয়ে এসেছেন। টালিউডেও নায়ক রাজ্জাক সৃষ্টি করলেন একাধিক মাইলফলক। প্রযোজক রাজ্জাক : বাংলাদেশের চলচ্চিত্র শিল্প আরো বেগবান হয়েছে নায়ক রাজ রাজ্জাকের রাজলক্ষ্মী প্রোডাকশনের কল্যাণে। নিজের এবং স্ত্রীর নাম মিলিয়ে তিনি তৈরি করেন এই প্রযোজনা প্রতিষ্ঠান। অনন্ত প্রেম, পাগলা রাজা, চাঁপাডাঙার বউ, মৌচোর, বাবা কেন চাকর-এর মতো সফল চলচ্চিত্র তৈরি হয়েছে তার প্রযোজনা সংস্থা থেকে। শুধু সিনেমা তৈরিই নয়, প্রযোজক হিসেবে তিনি অরুণা বিশ্বাস, পুত্র বাপ্পারাজকে অভিনয়ের সুযোগ করে দেন। খল অভিনেতা এটিএম শামসুজ্জামানকে তিনি চাঁপাডাঙার বউ চলচ্চিত্রে শাবানার বিপরীতে অভিনয় করিয়ে নতুন ইমেজ তৈরি করেন। ছোট ছেলে সম্রাটও তার হাত ধরে চলচ্চিত্রে নায়ক হিসেবে যাত্রা শুরু করে। রাজলক্ষ্মী প্রোডকশন থেকে ২০টি চলচ্চিত্র তৈরি হয়েছে। এই প্রোডাকশন থেকে তৈরি হওয়া চলচ্চিত্র ‘বাবা কেন চাকর’ এতটাই সফল হয়েছির যে, পরবর্তীতে পশ্চিমবঙ্গে এই চলচ্চিত্র আবার নির্মিত হয়। উল্লেখ্য, বাবা কেন চাকর প্রযোজনার সময় বাংলাদেশের চলচ্চিত্র শিল্প অশ্লীলতার অন্ধকারে ছিলো। সেই অন্ধকার সরাতে চলচ্চিত্রটি বিরাট ভূমিকা রাখে। এরপর তিনি ‘আরএস এন্টারটেইনমেন্ট’ নামে আরেকটি প্রযোজনা সংস্থা গড়ে তোলেন। এই প্রযোজনা সংস্থা থেকেও আমি বাঁচতে চাই, কোটি টাকার ফকির ও মন দিয়েছি তোমাকে-এর মতো চলচ্চিত্র নির্মিত হয়েছে। পরিচালক রাজ্জাক : ভুলে গেলে চলবে না, চলচ্চিত্রে নায়ক রাজের যাত্রাটা শুরু হয়েছিলো পরিচালকের সহকারী হিসেবে। কাজেই পরবর্তীতে চলচ্চিত্র পরিচালনা করাটা তার জন্য খুবই স্বাভাবিক। এখন পর্যন্ত রাজ্জাক ১৮টি চলচ্চিত্র পরিচালনা করেছেন যার অধিকাংশই তার নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে নির্মিত। অনন্ত প্রেম, বদনাম, চাঁপাডাঙার বউ, মৌচোর, সৎ ভাই, বাবা কেন চাকর, জ্বিনের বাদশা, কোটি টাকার ফকির, মন দিয়েছি ইত্যাদি তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র। পরিচালক হিসেবে প্রথম চলচ্চিত্র ‘অনন্ত প্রেম’ দিয়েই তিনি তার নিজস্বতা প্রমাণ করেন। গল্প নির্বাচন, দৃশ্যায়ণ, চরিত্রায়ণ সব মিলিয়ে ‘অনন্ত প্রেম’ কালজয়ী আসনে ঠাঁই পেয়ে যায়। এই চলচ্চিত্রে নায়ক-নায়িকার মৃত্যু দেখানো হয়েছে। সে সময়ের বিবেচনায় এটি একটি সাহসী সিদ্ধান্ত ছিলো। বাংলাদেশের ছবির দর্শক মিলনই দেখে এসেছে এতোকাল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘চাপা ডাঙার বউ’কে সিনেমার পর্দায় তিনি তুলে আনেন। এছাড়াও নীহাররঞ্জন গুপ্তের কালজয়ী উপন্যাস ‘উত্তর ফাল্গুনী’কে তিনি চলচ্চিত্রে রূপ দেন।

ভয়াল রক্তাক্ত ২১ আগস্ট আজ
20/08/2022

ভয়াল রক্তাক্ত ২১ আগস্ট আজ

বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। ২০০৪ সালের ২১ আগস্ট ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কে.....

২১ আগস্টের হামলা রাজনৈতিক প্রতিহিংসাবশত ঘটেছিলS.M. Sabbir
20/08/2022

২১ আগস্টের হামলা রাজনৈতিক প্রতিহিংসাবশত ঘটেছিল
S.M. Sabbir

১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস.....

রাজ্যকে দেখতে গেলেন রিয়াজ-নিপুণ-সাইমনরাPori Moni Nipun Akter
20/08/2022

রাজ্যকে দেখতে গেলেন রিয়াজ-নিপুণ-সাইমনরা
Pori Moni Nipun Akter

ঢাকাই সিনেমার রোমান্টিক দম্পতি রাজ-পরী। রাজ-পরীর দুষ্টু, মিষ্টি কিংবা আবেগমাখা মুহুর্তগুলো বরাবরই ভক্তদের নজর ক....

পূজার জন্মদিনে প্রযোজকের বার্তা নিয়ে গুঞ্জন
20/08/2022

পূজার জন্মদিনে প্রযোজকের বার্তা নিয়ে গুঞ্জন

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি। এই মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিম.....

আলিয়াকে নিয়ে মন্তব্য করে বিপাকে রণবীর কাপুর
20/08/2022

আলিয়াকে নিয়ে মন্তব্য করে বিপাকে রণবীর কাপুর

ব্যক্তিগত জীবনের সুন্দর মুহুর্ত পার করছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। পাঁচ বছরের প্রণয়য়ের পূর্ণতা পেয়ে....

দেড় মিনিটে চমকে দিলেন নায়িকা মাহি
20/08/2022

দেড় মিনিটে চমকে দিলেন নায়িকা মাহি

এই মুহুর্তে টক অফ দ্যা টপিক চিত্রনায়িকা মাহিয়া মাহি। অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’ নিয়ে শিরোনামে রয়েছেন নায়িকা। ত.....

পূজা চেরি শুভ জন্মদিন মডেল, অভিনেত্রীজন্ম: ২০ আগস্ট, ২০০০পূজা চেরি রায় একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। মডেলিং ও শিশুশি...
19/08/2022

পূজা চেরি শুভ জন্মদিন
মডেল, অভিনেত্রী
জন্ম: ২০ আগস্ট, ২০০০
পূজা চেরি রায় একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন ২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন।
পূজা শিশুশিল্পী হিসেবে ভালোবাসার রঙ (২০১২), তবুও ভালোবাসি (২০১৩), অগ্নি (২০১৪) চলচ্চিত্রে অভিনয় করেছেন। মারাঠি ভাষার বিপুল প্রশংসিত সৈরাট-এর ছায়া অবলম্বনে নির্মিত নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে পূজার প্রাপ্ত বয়স্ক অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ হয়। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন আরেক নবাগত আদৃত। তার দ্বিতীয় চলচ্চিত্র পোড়ামন ২। নবাগত পরিচালক রায়হান রাফী পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন আরেক নবাগত সিয়াম আহমেদ। একই বছরের নভেম্বরের শেষের দিকে দহন চলচ্চিত্রে রাফী-সিয়াম-পূজা জুটিকে পুনরায় একত্রে দেখা যায়।
শিশু শিল্পী হিসেবে ‌‌'ভালোবাসার রঙ', 'তবুও ভালোবাসি, 'অগ্নি', 'ভালোবাসতে মন লাগে', 'ব্ল্যাকমেইল', 'কৃষ্ণপক্ষ', 'বাদশা-দ্য ডন' চলচ্চিত্রে অভিনয় করেছেন।
নয়িকা হয়ে 'নূর জাহান', 'পোড়ামন-২', 'দহন', 'প্রেম আমার-২', 'জীন', গলুই, 'শান', 'সাইকো', 'ক্যাশ', 'মাসুদ রানা'সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন
Puja Cherry Puja Chery

শাকিব খানের ভুল ইংরেজি শুনে যা বললেন ভাবনা
19/08/2022

শাকিব খানের ভুল ইংরেজি শুনে যা বললেন ভাবনা

দীর্ঘ নয় মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। গত ১৭ আগস্ট দুপুরে হযরত শাহজালাল আন্...

সুচিত্রা সেনকে আমি স্যার বলতাম: কবি গুলজার
19/08/2022

সুচিত্রা সেনকে আমি স্যার বলতাম: কবি গুলজার

মুম্বাইয়ের একটি সাহিত্য সংকলনের সম্পাদক অর্ঘ্য দত্ত সম্প্রতি খ্যাতিমান লেখক, কবি গুলজারের একটি সাক্ষাৎকার নিয়ে...

কমছে ডলারের দাম, বাড়ছে টাকার মানএক সপ্তাহের ব্যবধানে খোলাবাজারে ডলারেরদাম কমেছে ১০ টাকা। ফলে বাড়ছে টাকার মান।সরকারের যুগ...
19/08/2022

কমছে ডলারের দাম, বাড়ছে টাকার মান

এক সপ্তাহের ব্যবধানে খোলাবাজারে ডলারের
দাম কমেছে ১০ টাকা। ফলে বাড়ছে টাকার মান।

সরকারের যুগান্তকারী পদক্ষেপের ফলে নিস্তেজ হচ্ছে ডলার মূল্য।

এফডিসির ভেতর থেকে অভিনেত্রী অরুনা বিশ্বাসের ব্যাগ চুরি হয়েছে
19/08/2022

এফডিসির ভেতর থেকে অভিনেত্রী অরুনা বিশ্বাসের ব্যাগ চুরি হয়েছে

শুক্রবার সকালে বিষয়টি জানিয়েছেন অরুণা বিশ্বাস। এর আগে বৃহস্পতিবার এফডিসিতে একটি অনুষ্ঠানে গিয়ে এ ঘটনা ঘটে বলে জ....

শাকিবের কাছে থাকবে আব্রাম খান, কলকাতায় চলে যাচ্ছে অপু বিশ্বাস
18/08/2022

শাকিবের কাছে থাকবে আব্রাম খান, কলকাতায় চলে যাচ্ছে অপু বিশ্বাস

৯ মাস প্রবাস জীবন যাপন করে বুধবার (১৭ আগস্ট) দেশে ফিরেছেন চিত্রনায়ক শাকিব খান। নায়ককে বরণ করে নিতে হজরত শাহজালাল আ.....

Address

58/13, South Moulavi Para, Gopalganj Sadar
Gopalganj
8100

Alerts

Be the first to know and let us send you an email when BinodonShomoy.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BinodonShomoy.Com:

Videos

Share



You may also like