WORLD News

WORLD News Following for news ☺️

04/10/2022
04/10/2022
31/08/2022

ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল ভারত

19/06/2022

Happy Father Day
💗🤗

04/05/2022
বর্তমান সময়ে ঈমান চুরি করার আর কত মাধ্যমে বের হবে?সামান্য সময়ের কিছু বাস্তবতা দেখলেই আমরা সেই ব্যক্তির পিছনে দৌড়াতে শ...
20/04/2022

বর্তমান সময়ে ঈমান চুরি করার আর কত মাধ্যমে বের হবে?
সামান্য সময়ের কিছু বাস্তবতা দেখলেই আমরা সেই ব্যক্তির পিছনে দৌড়াতে শুরু করি, কিন্তু প্রকৃত বাস্তবতা বা প্রকৃত সুখ কোথায় রয়েছে সেটার দিকে আমরা দৃষ্টিপাত করিনা।

যারা বলে! আগে নিজের পায়ে প্রতিষ্ঠিত হও তারপর বিবাহবন্ধনে আবদ্ধ হও।
তারা কি আল্লাহ তাআলার মনোনীত রীতিনীতিকে পরিবর্তন করতে চাই?
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সালামের রেখে যাওয়া সুন্নতকে ছুঁড়ে ফেলে দিতে চাই?

যারা বলে বয়সের আগে বিয়ে নয়,,
তারা তোমার ইজ্জত কে লুণ্ঠন করে নিতে চায়, তারা সমাজের ভিতর যেনা-ব্যভিচার কুসংস্কার বৃদ্ধি করতে চাই।
18 বছর 21বছর এর আগে দশ বারোটা গার্লফ্রেন্ডের দায়িত্ব নিতে পারো আর একজন স্ত্রীর দায়িত্ব নিতে পারো না।
তোমরা কি শিখতে চাও?
বাস্তবে রুপ দেখিয়ে ভিতরগত ভাবে মানুষের ঈমান কুড়িয়ে নিতে চাও?

আমার নবীকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা কে বিয়ে করেনি ছয় বৎসর বয়সে?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বিয়ে করেনি অল্প বয়সে?
আমিতো প্রত্যক্ষ করে আসছি,, অল্প বয়সে মেয়েদের বিবাহ দেওয়ার মাধ্যমে তারা হালাল সম্পর্কে জড়িত হয়ে তাদের ঈমান রক্ষা হচ্ছে।
ছেলেরা বিবাহ করার মাধ্যমে হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে পারছে,
النكاح نصف الايمان
বিবাহের মাধ্যমে মানুষের ঈমান অর্ধেক পূর্ণাঙ্গ হয়ে যায়,
14 বছর 12 বছর 16 বছর হলেই তো একটা ছেলে আবাসিক হোটেলে গিয়ে টাকা দিয়ে হারাম কাজে লিপ্ত হচ্ছে, তার কোন শারীরিক সমস্যা হচ্ছে না

একটা ছেলে দৈনন্দিন হস্তমৈথুন করে নিজের উত্তেজনাকে থামিয়ে রেখে দৈনন্দিন নিজের উপর টেনে আনছে অকল্যাণ।
তাদের ক্ষেত্রে তোমরা বলবে না যে, কোনো শারীরিক সমস্যা হচ্ছে
আর বিয়ে করে হালাল পন্থায় স্ত্রীর সাথে সম্পর্কে জড়িত হলে তার শারীরিক সমস্যা হবে।

এসব বক্তব্যের মাধ্যমে মানুষদেরকে জাহান্নামের পথে ঠেলে দেওয়া হচ্ছে,
দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে ভুলিয়ে দেওয়া হচ্ছে,,
#কুরআন_বলে!
واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى،
যারা দুনিয়াকে প্রাধান্য দেয় তাদের ঠিকানা হবে খোদার জাহান্নাম।

19/04/2022

ছাত্ররা রোগীবাহি এম্বুলেন্স ছেরে দিলেও আটকে রেখে ভাঙ্গচুর করলো নিউ মার্কেটের ব্যবসায়িরা
🥺😔😬

19/04/2022

ভাই শার্টটার দাম কত?
নেন ভাই। অনেক ভালো কাপড়।
দাম কেমন পড়বে?
একদম আনকমন মাল। কোথাও খুঁজে পাবেন না।
দামটা বলেন আগে।
এই নেন বোতাম ছাড়িয়ে দিলাম। গায়ে দিয়ে দেখেন।
দাম বলেন। তারপর পড়বো।
পড়েন। দেখেন, একদম ফিটিংস হবে।
সবই ঠিক আছে। দামটা বলেন না?
ভাই, দামাদামি করবো না। একটা দাম বলে দেবো যদি ভালো লাগে নিবেন না হয় রেখে যাবেন।
জী বলুন।
শুধু শার্টই নিবেন না আরও কিছু? এই ভাইরে প্যান্ট দেখা তো।
না ভাই, আপনি শুধু এই শার্টটার দামই বলেন।
শার্ট কী একটাই? না আরেকটা দিবো?
না, এটার দাম বলেন।
একদাম পড়বে ১৮০০ টাকা।
বলেন কী? এই শার্ট ১৮০০?
কেন ভাই? অসম্ভব কি হলো? বেশী বলছি?
না ভাই লাগবে না।
আরে ভাই শুনেন। কত দিবেন?
না ভাই, আমার এতোটাকা বাজেট নাই।
ওই মিয়া ফাজলামো করেন?
বাজেট নাই তো মার্কেটে আইছেন কিল্লেগা। আমরা কী মস্করার দোকান খুইলা বইছি?
ঠিক আছে থাকেন।
থাকেন কী? শার্টের দাম বলেন।
এতো টাকার শার্ট কেনা সম্ভব না।
সম্ভব না, তাহলে এতো সময় নষ্ট করলেন কেন?
আমি তো প্রথমেই বলেছি দাম কত? আপনিই তো প্যাচাইলেন।
আমার তো কাস্টমারের অভাব। আপনার লগে প্যাচাপেচি করুম।
স্যরি ভাই। আমার লাগবে না। আমি যাচ্ছি।
কিয়ের যাচ্ছি? দাম বলতে অইবো।
আসলে আমি একটু কমের মধ্যে নিতে চাচ্ছি।
কত কম? বলেন শুনি।
এই মনে করেন ৩০০-৩৫০ এর মধ্যে।
এই দামে কিনতে হলে রাস্তায় ভ্যান আছে না? ওই ভ্যান থেকে নিবেন। মার্কেটে ঢুকবেন না।
ঠিকাছে।
ওই মিয়া কই যান? এদিকে আয়েন। একটু বাড়ায়েবুড়ায়ে বলেন। শার্টটা নিয়ে যান।
বললাম তো আমার বাজেট কম।
আচ্ছা, ১৫০০ না একদম ১০০০ দেন। ওই প্যাকেট করে দে।
না ভাই, পারবো না।
পারবেন কত? হেইডা বলেন।
৩৫০ হলে নিবো।
এই শার্ট ৫০০ টাকায় কোনোদিন কিনতে দেখছেন?
দেখি নাই। রেখে দেন।
খাড়ান মিয়া। ৭০০ হলে পারবেন?
বললাম তো বাজেট নেই।
নেন লাভ করনের দরকার নাই ৫০০ টাকাই দিলাম। ৫০০ টাকার একটা শার্ট পইড়া দেখেন।
না ভাই, আমি যে দাম বললাম ওইটা হলে পারবো।
ওই মিয়া যান কেন? এদিক আয়েন। সেই এক দাম বইলা দাঁড়ায়ে আছেন। আরেকটু আগান।
আমি হাইয়েস্ট ৪০০ দিতে পারবো। এর বেশী না। ভালো থাকেন।
রাগ কইরেন না। এদিক আয়েন। দেন ৪০০ টাকাই দ্যান। ওই বাইরে প্যাকেট কইরা দে।

এভাবেই দিনের পর দিন কাস্টমারদের জিম্মি করে ব্যবসা করছে নিউমার্কেটের ব্যবসায়ীরা। সাধারণ মানুষ লজ্জা ভয়ে প্রতিবাদ করে না। যারা অন্যায় অনিয়ম মানতে পারে না তারা প্রতিবাদী হয়ে ওঠে। আর এই প্রতিবাদী শ্রেণীটির নাম 'ছাত্র'।

নিউমার্কেটে ব্যাবসায়ী-ঢাকা কলেজের ছাত্রদের সাথে সংঘর্ষে আমি ন্যায়ের পক্ষে। ছাত্রদের পক্ষে।

© collected 😇

13/04/2022

শক্তিশালী কোন বিরোধী দল পাচ্ছি না
বাংলাদেশের প্রধানমন্ত্রী

09/04/2022

এশিয়ার শেরা ১০০—তে নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়

09/04/2022

৯০ মিনিটের বদলে কাতার বিশ্বকাপের ম্যাচে ১০০ মিনিটের?
অফিসিয়াল বিবৃতি ফিফার

08/04/2022

পদ্মা সেতুর টোল আদায় করবে চীন ও কোরিয়ার কোম্পান্নি।

08/04/2022

বাবার হত্যার বিচার পেতে আইনজীবী মেয়ের ১৬ বছরের লড়াই

08/04/2022

থানায় অর্ধনগ্ন করা হলো সাংবাদিককে

08/04/2022

পুতিনের দুই মেয়ের উপর মার্কিন নিষেধাজ্ঞা

08/04/2022

করোনার নতুন প্রজাতি ভারতে

Address

Gopalganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when WORLD News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share