নিউজ গোপালদী পৌরসভা

নিউজ গোপালদী পৌরসভা News Goapldi Bazar সত্য ঘটনা অনুসন্ধান

09/11/2024

আগামীকাল আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচি! কিন্তু আজ রাত থেকেই উত্তাল ঢাকার জিরো পয়েন্ট এলাকা।
তাহলে কি আরেকটিবার লগি বৈঠার তাণ্ডব দেখবে বাংলাদেশ?

04/11/2024

তাজউদ্দিনের পরিবারের হাতে যাচ্ছে আওয়ামী লীগ?

আওয়ামী লীগ ভেঙে যেতে পারে বলে সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের কাছে আশঙ্কা করেছিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সম্প্রতি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ছেলে সোহেল তাজ ও মেয়ে শারমীন আহমেদের বক্তব্যেও আরো আশঙ্কা বাড়ছে। আওয়ামী লীগ বোধহয় ভেঙ্গে যেতে পারে অথবা তাজউদ্দীন পরিবারের কেউ নিয়ন্ত্রণ নিতে পারেন হাসিনা না চাইলেও।
ধারণা করা হচ্ছে তাজউদ্দিন পরিবারের হাতে আওয়ামী লীগের নতুন করে দায়িত্ব পেলে বিগত সময়ের থেকে জীবন শক্তিশালী হয়ে আওয়ামীলীগ ফিরে আসবে।

01/11/2024

গোপালদী পৌরসভায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও হাইস্কুল পর্যায়ের কোনো শিক্ষক রাজনীতি করতে পারবে না। যে সকল শিক্ষক যেকোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত (জড়িত) তারা কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার যোগ্যতা রাখতে পারে না। রাজনৈতিক শিক্ষক দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা হলে সেই প্রতিষ্ঠান থেকে মেধাশূন্য শিক্ষার্থী বের হবে এটাই বিগত বছরে হয়ে আসছে এবং হবে। আসুন আমরা গোপালদী পৌরসভা থেকে উদ্যোগ নেই এবং এখান থেকেই শুরু করি রাজনৈতিক শিক্ষক ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান চাই এবং যে সকল প্রতিষ্ঠানে রাজনীতির সাথে সম্পৃক্ত শিক্ষক আছে সেই সকল প্রতিষ্ঠান আমরা বয়কট করি এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বয়কট করি।
একটি শিক্ষিত সমাজ ও সুশীল সমাজের নাগরিক হিসেবে অভিভাবক হিসেবে বিবেচনা ও দায়িত্ব আপনার, আপনার ছেলে মেয়েকে মেধাহীন করতে না চাইলে রাজনীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনীতিমুক্ত শিক্ষকদের কাছ থেকে দূরে রাখুন।

29/10/2024

ব্রেকিং নিউজঃ
বাংলাদেশেই আছেন নারায়ণগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু।
পালিয়ে যাননি আড়াইহাজার থানার সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, রয়েছেন আত্মগোপনে। আড়াইহাজার থানায় বিভিন্ন হত্যা মামলার আসামি হিসেবে যেকোনো সময় গ্রেফতার হতে পারেন।
১৫ই আগস্ট তার ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। সেই পোস্ট ট্রাকিং এর তথ্য অনুযায়ী আমরা দীর্ঘ সময় পর জানতে পারি এই মোবাইলটি বাংলাদেশ থেকে ব্যবহৃত হচ্ছে।
সেই তথ্য মোতাবেক এটি নজরুল ইসলাম বাবুর এটি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট। আর এটি তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে ব্যবহার করা হয়। সে অনুযায়ী তিনি বাংলাদেশে রয়েছেন।

25/10/2024

রাষ্ট্রপতিকে অপসারণের ক্ষমতা অন্তর্ভুক্তিকালীন সরকারের নেই। সংবিধানের ৫৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করতে হলে সংসদের ৩০০ আসনের ৩০০ জন সংসদ সদস্যের নোটিশ লাগবে এবং এরপর বিলটি পাস করতে হবে। ৫৩ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অপসারণ হলে তার হয়ে দায়িত্ব পালন করবে সংসদের স্পিকার যেহেতু সংসদ নেই স্পিকারও নেই তাই রাষ্ট্রপতিকে অপসারণ করাটা অতটা সহজ হবে না।জাতীয় সংসদের সদস্যদের ব্যতীত রাষ্ট্রপতিকে অপসারণ করা সম্ভব নয় বলে জানা গেছে। কারণ রাষ্ট্রপতি গঠিত হয়েছে জাতীয় সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে। তাই রাষ্ট্রপতিকে তারপদ থেকে পদত্যাগ বা অপসারণ করতে হলে জাতীয় সংসদের সদস্যদের সই ছাড়া অপসারণ করা সম্ভব না।
বর্তমানে রাষ্ট্রপতির বলা সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে বক্তব্যের পর থেকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছে। যেটা সামাল দিতে নিয়মিত হিমশিম খাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তার উপরে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতেছে না এতে করে যে কোন মুহূর্তে সারা বাংলাদেশে মার্শাল ল আইন জারি করা হতে পারে। মার্শাল ল আইন জারি করা হলে পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণ বাংলাদেশ সেনাবাহিনীর হাতে চলে যাবে তারপরে হয়তো দেশের সার্বিক পরিস্থিতি এবং চাঁদাবাজি নৈরাজ্য বন্ধ হবে।

23/10/2024

যেই রাষ্ট্রপতি পালানোর কথা !
উনি যখন হুমকি দেয় !
বুঝতে হবে দেশ এবং এখনও আপনাদের নিয়ন্ত্রণের বাইরে অনেককিছু ! বুঝতে হবে কিসের শক্তিতে উনার কন্ঠ নরে !
কে নাড়ায় !
বাংলাদেশ আর্মি ক্ষমতা নিয়ে নেবে ?
শেখ হাসিনা দেশে আসবে ?
সবকিছু গুজব বলে উড়িয়ে না দিয়ে মাথায় রাখুন।অসম্ভব না !
এখনও পুলিশ,আর্মি সহ অনেক সংস্থা সরকারের নিয়ন্ত্রণের বাইরে
সমন্বয়ক দল,বি এন পি, জামাত ,তিন ভাগে বিভক্ত। সেনাবাহিনী ,পুলিশ ,সরকারী কর্মকর্তা ,উনারাও বিভক্ত । আওয়ামীলীগ কিন্তু বিভক্ত হয়নি এখনও ।আপনাদের মাথার উপর কাল মেঘ আপনারা দেখতে পারছেন না । আসিফ নজরুল স্যারের মত মানুষ সাকিব ইস্যু নিয়ে কথা বলেন ।এটা কি আপনাদের বড় কাজ ? যে নিউজ পাই কোনটাই আপনাদের জন্য ভাল নিউজ নয় । নিজেদের পায়ের নীচের মাটি ঠিক আছে কি না নিজেরা দেখুন ।অপ্রয়োজনীয় কাজ ও অপ্রয়োজনীয় কথায় নিজেরাই অপ্রয়োজনীয় হয়ে যেন না যান , এই কামনা।

23/10/2024

ব্রেকিং নিউজঃ
সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

23/10/2024

জাতীয় সংসদের সদস্যদের ব্যতীত রাষ্ট্রপতিকে অপসারণ করা সম্ভব নয় বলে জানা গেছে। কারণ রাষ্ট্রপতি গঠিত হয়েছে জাতীয় সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে। তাই রাষ্ট্রপতিকে তারপর থেকে পদত্যাগ বা অপসারণ করতে হলে জাতীয় সংসদের সদস্যদের সই ছাড়া অপসারণ করা সম্ভব না।
বর্তমানে রাষ্ট্রপতির বলা সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে বক্তব্যের পর থেকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছে। যেটা সামাল দিতে নিয়মিত হিমশিম খাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তার উপরে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতেছে না এতে করে যে কোন মুহূর্তে সারা বাংলাদেশে মার্শাল ল আইন জারি করা হতে পারে। মার্শাল ল আইন জারি করা হলে পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণ বাংলাদেশ সেনাবাহিনীর হাতে চলে যাবে তারপরে হয়তো দেশের সার্বিক পরিস্থিতি এবং চাঁদাবাজি নৈরাজ্য বন্ধ হবে।

22/10/2024

সতর্কবার্তা
রামচন্দ্রদী বাস স্ট্যান্ডে অবস্থিত ঢাকা কাবাব ২ এর মালিকের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে ।
দীর্ঘদিন ধরে আমাদের কাছে অভিযোগ আসছে রামচন্দ্রদীতে অবস্থিত ঢাকা কাবাব ২ এর খাবারের মান ভালো না এবং তাদের রান্নার মেজারমেন্ট ও রান্নার পরিবেশন খুবই নিম্নমানের। বেশ কিছুদিন ধরে আমাদেরকে কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন তাদের খাবার রাতের বেলা পার্সেল নিয়ে আসলে সেগুলা খুবই নিম্নমানের হয়ে থাকে এবং খাবারের মান ও স্বাদ অনুযায়ী দাম খুবই বেশি নেওয়া হয়। দাম বেশি নেওয়ার কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে তারা যেখানে রান্না করে সেই জায়গার পরিবেশটা খুবই বাজে। রাস্তার পাশে রান্না করে এত করে রাস্তা ধুলাবালি ময়লা এই খাবারের সাথে মিশে যায় এবং খাবারের হয়তো স্বাদ থাকে না ,মসলা বা লবণ বেশি হয়। সেটার সত্যতা প্রমাণের জন্য গতকাল রাতে আমাদের একজন সাংবাদিক ভাই সরাসরি ঢাকা কাবাব ২ থেকে একটি বডি কাবাব ও দুই পিস নান রুটি নিয়ে আসেন। পার্সেল নিয়ে এসে খাবার পরিবেশন এর সময় অভিযোগে সত্যতা পাওয়া যায়। তাদের কাবাবে লবণ ছিল পর্যাপ্ত পরিমাণ বেশি ও খাবারে ছিল বালু এবং সেই খাবার খেয়ে বর্তমানে তিনি অসুস্থ আছেন।
ঢাকা কাবাব ২ এর মালিকের দৃষ্টি আকর্ষণ করছি অতি শীঘ্রই আপনি এই অভিযোগ মেনে নিবেন এবং এর দায়ভার মেনে নিয়ে প্রত্যেকটা অভিযুক্ত ব্যক্তিদের যথাযথ সম্মান দিয়ে তাদের ক্ষতিপূরণ দিবেন। তা না হলে আপনার এই রেস্টুরেন্ট এর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিব এবং ভোক্তা অধিকার পরিষদ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ আমরা নিতে বাধ্য হব।

19/10/2024

বর্তমানে আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে দলীয় জোট হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি।
বিগত ১৭ বছরে বিএনপি যে পরিস্থিতিতে ছিল আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে তার চেয়ে ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে বিএনপি। তার একটাই কারণ দেশের বিভিন্ন জায়গায় নির্দ্বিধায় চাঁদাবাজি ও এমন কিছু নেতা বের হয়েছে যাদের না আছে দলীয় কোন পদবী না আছে রাজনৈতিক পরিচয় বা বংশ পরিচয়। গত কয়েকদিন আগে গোপালদী পৌরসভার উলুকান্দি সদাসদি গ্রামে আমাদের সাংবাদিক একজন বিএনপি'র নেতার কর্মকাণ্ড স্বচক্ষে দেখেছে। নিচে তা তুলে ধরা হলো:
বিগত 17 বছরে বিএনপি'র এই নেতা ছিল একজন কাঠমিস্ত্রি। তার নিজস্ব কোন পরিচয় নেই নেই কোন বংশ পরিচয় নেই কোন রাজনৈতিক পরিচয়। ধর্মের সে সনাতন ধর্মাবলম্ব। আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে অন্য সবার মত সেও মাথাচাড়া দিয়ে উঠেছে। তার ব্যাপারে সম্পূর্ণ খোঁজ নিয়ে দেখা যায় তার বাড়িতে এক বেলা খাবার হলে আরেক বেলা হয় না। সে ঠিকমত কাজ করে না। তার পরিচয় এর সাথে বাটপার নাম যোগ করানো যায়। তার কথায় দুজন লোক আসবে এরকম যোগ্যতা তার নেই। সর্বোপরি এক কথায় বলা যায় রাজনীতি কি জিনিস তার ন্যূনতম জ্ঞান তার নেই। কিন্তু সে বিএনপি'র টাইটেল লাগিয়ে বিভিন্ন জায়গায় মানুষকে হুমকি ধামকি দিচ্ছে মুসলিম সম্পাদনের লোকদের নানারকম অকথ্য গালাগালি করতেছে।তার বিএনপির দলীয় কোন পদবী নেই ।
সে নিজেকে নজরুল ইসলাম আজাদের কর্মী বলে দাবি করে।
গোপালদী পৌরসভার, পৌর বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সংগঠনকে জানানো যাচ্ছে যে, আমরা কারো বিপক্ষে নই আমরা আপনাদের পক্ষে জনসাধারণের পক্ষে সকলের পক্ষে কাজ করি। কিন্তু আপনাদের দলের নাম ভাঙ্গিয়ে টাইটেল লাগিয়ে যদি কেউ অন্যায় করে যোগ্যতা না থাকা সত্ত্বে নিজেকে যোগ্য স্থানে নিয়ে যেতে চায় এবং মুসলমানদের উপর অপবাদ লাগিয়ে অকথ্য গালাগাল করে তাহলে আমাদের ব্যবস্থা হবে কঠোর। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে এসব যোগ্যতাহীন রাজনৈতিক মেধাহীন ব্যক্তিদের অতিবিলম্বে সক্রিয় করে আপনারা ঘোষণা দেন তারা আপনাদের দলের কেউ না এবং তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করুন।
আপনারা ভাববেন না আমাদের এই পেজটা শুধু সাধারণ একটি ফেসবুক পেজ অতিক্ষুদ্র। তাহলে আপনাদের ভুল হবে । যদি এসব নামধারী রাজনৈতিক মেধাহীন ব্যক্তির এরকম অপরাধ করতেই থাকে আর আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমাদের দৌড় কতটুক পর্যন্ত সেটা সময় মত দেখানো হবে। আমাদের এই সাধারণ নিউজ কতটুকু পর্যন্ত পৌঁছাতে হয় সেটা আমাদের ভালো করে জানা আছে।

18/10/2024

ব্রেকিং নিউজঃ
নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনের জাতীয় নির্বাচন ভিত্তিক জরিপের তথ্য অনুযায়ী ,নারায়ণগঞ্জ ২ আসনের আড়াইহাজার উপজেলার নির্বাচন ও প্রার্থীতা নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে।
আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু,নিরপেক্ষ, ও গণতান্ত্রিকভিত্তিক নির্বাচন। সেই লক্ষ্যে বিএনপি কোনরকম ভুল বা বোকামি করবে না। তারই প্রেক্ষিতে যেহেতু বাংলাদেশের প্রতিটি উপজেলায় বিএনপির সংসদ সদস্য প্রার্থী বেশ কয়েকজন করে রয়েছে তাই তারা মনোনয়ন একজনকে দিলেও যেকোনো মূল্যে নির্বাচনে জয়ী হওয়ার জন্য জনগণের আস্থা যুগানোর জন্য দলীয় লোকদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দল থেকে বৈধতা দিবে। সেই সুবাদে দল যদি নজরুল ইসলাম আজাদকে নারায়ণগঞ্জ ২ আসনের আড়াইহাজার থেকে ধানের শীষের মনোনয়ন দেনও বেশ কয়েকজন সংসদ সদস্য প্রার্থী থাকার কারণে দল থেকে দলীয় লোকদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য অনুমতি ও দেওয়া হবে। এতে করে যদি আতাউর রহমান খান আঙ্গুর ও মাহমুদুর রহমান সুমন একক হয়ে একজনকে মনোনীত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন তাহলে তাদের মধ্য থেকে স্বতন্ত্র প্রার্থী আড়াই হাজার উপজেলায় জয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ আড়াইহাজার উপজেলার বিএনপির প্রতিষ্ঠাতা আঙ্গুর-খসরু দুই ভাই। আতাউর রহমান খান আঙ্গুর আড়াই হাজার উপজেলার কয়েকবারের সংসদ সদস্য থাকার কারণে তার এবং তার ভাইয়ের এই উপজেলায় রিজাব ভোট আছে ৭০ থেকে ৮০ হাজার। আর তিনি প্রবীণ রাজনীতিবিদ হিসেবে বেশ কিছু আওয়ামী পন্থী ও আওয়ামী লীগের ভোট ও তারই আওতায় রয়েছে। একটা সূত্রে জানা যায় আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচন করলেও ক্ষমতায় যেতে পারবেনা সেটা জানে সেই কারণে আওয়ামীলীগের সমর্থিত লোকজন অসাধারণ ভোটার গণ স্বতন্ত্র প্রার্থীর দিক মনোযোগ বেশি দিচ্ছেন বলে জানা যায়।

16/10/2024

বর্তমান সময়ে দেশের প্রেক্ষাপটে যে সকল ইসলামিক অনুষ্ঠানে কিংবা ধর্মীয় ওয়াজ মাহফিলে কোন রাজনৈতিক দলের বিশেষ কোন নেতাকে প্রধান অতিথি করা হয় তাহলে সকলের উচিত সেই সকল ওয়াজ মাহফিল বয়কট করা ।
ইসলামিক অনুষ্ঠানে প্রধান অতিথি শুধু ইসলামিক বক্তারাই হবে কোন রাজনৈতিক ব্যক্তি না।

ক্ষমতায় যাবার আগেই আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি'র হাঙ্গামা যেন শেষ হচ্ছেই না। ক্ষমতায় যেতে পারবে কিনা বা ক্ষমতা পাবে ক...
15/10/2024

ক্ষমতায় যাবার আগেই আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি'র হাঙ্গামা যেন শেষ হচ্ছেই না। ক্ষমতায় যেতে পারবে কিনা বা ক্ষমতা পাবে কিনা সেটা নির্ধারণ করার আগেই বিএনপি তাদের জনপ্রিয়তা হারিয়ে ফেলতেছে।গোপালদীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ।

বিএনপির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর এবং সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ গ্রুপের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

আঙ্গুর গ্রুপের একজন জানায়, পূর্ব ঘোষিত আতাউর রহমান আঙ্গুর কে নিয়ে তারা গোপালদী বাসস্ট্যান্ডে একটি পথসভার আয়োজন করে। আঙ্গুর সাহেব আসার আগেই আজাদ গ্রুপের সমর্থকরা স্লোগান দিয়ে এসে আমাদের পথসভার চেয়ার-টেবিল ভেঙে ফেলেন এবং আমাদের লোকদের মারধর করেন। পরবর্তীতে আমরা পাল্টা প্রতিক্রিয়া জানালে তারা যে যার মত দৌড়ে চলে যায়। হিংসাবিদ্বেষ ও আতাউর রহমান আঙ্গুর সাহেবের জনপ্রিয়তা দমনের জন্যই এই আক্রমণ করেছেন তারা।

আজাদ গ্রুপের সমর্থকরা জানায়, তারা শান্তিপূর্ণভাবে গোপালদীতে সন্ত্রাস দমনের স্লোগান দিয়ে গণমিছিল করার সময় আঙ্গুর গ্রুপের লোকেরা আজাদ সাহেব কে নিয়ে উস্কানিমূলক বক্তব্য প্রদান করলে ঘটনার সূত্রপাত ঘটে।

এ ঘটনায় বড় ধরনের হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই ঘটনায়, গোপালদীতে আতঙ্ক বিরাজ করছে।

সূত্র:gopaldinews24

09/10/2024

স্বচ্ছ রাজনীতিবিদ যোগ্য নেতৃত্ব ও যুগ্য লিডার হীন বিএনপির জন্য আসলেই কথাগুলো দুঃখজনক।
আপনাদের কর্মকাণ্ডের জন্য মনে হচ্ছে ইলিয়াস হোসেনের কথাগুলো কেন জানি সত্য হয়ে যাবে।

05/10/2024

বর্তমানে আওয়ামীলীগ জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল। তাই বাংলাদেশে এখন নির্বাচনে যাওয়ার মত যোগ্য রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হয় বিএনপি ,জামায়েত(ইসলামপন্থী শরিক দলগুলো), জাতীয় পার্টি ও অন্যান্য শরিক দলগুলো।
এই রাজনৈতিক দলগুলোর এখনই উপযুক্ত সময় এবং উচিত হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে নানামুখী চাপ প্রয়োগ করে যত দ্রুত সম্ভব একটি সুস্থ জাতীয় নির্বাচন যেন দেওয়া হয় সেই ব্যবস্থা করা।
এতে করে বিএনপি, জামায়েত বা যে দলই সরকারে আসুক না কেন বাংলাদেশের জন্য ভালো হবে। তা না হলে এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হবে সম্পূর্ণ পশ্চিমাদের রাজনৈতিক চিন্তাধারায়। এত করে বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের ও বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য অশনি সংকেত দেখা দিতে পারে। আগামী কয়েক মাসের মধ্যে সব রকম রাজনৈতিক দলের নেতাকর্মীদের একে একে গ্রেফতার করা হবে এবং এই সরকার ইসলামবিদ্বেষী হয়ে পড়বে। ইসলামী রাজনৈতিক দলগুলো কোন ভাষা হয়ে যাবে। সম্মানয়ক ছাত্র ও উপদেষ্টাদের মাঝে নানা রকম সমস্যা সৃষ্টি হবে। এর প্রভাব পড়বে বাংলাদেশের সাধারণ জনগণের উপর ও দভ্রমূল্যের উপর।
সেটা আপনারা এখন বুঝতে না পারলেও আর কয়েকটা দিন পরে ঠিকই বুঝতে পারবেন এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ আমেরিকান সরকার।

03/10/2024

বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামীলীগ আবার সুসংগঠিত হওয়া শুরু করেছে। তার ব্যতিক্রম গোপালদী পৌরসভায়ও নয়। গোপালদী পৌরসভার এবং আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামীলীগ পুনরায় সুসংগঠিত হচ্ছে। আওয়ামীলীগে যেমন খারাপ ছিল ঠিক তেমনি অনেক ভালো নেতাকর্মীও ছিল। বর্তমানেও বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ। ফ্যাসিবাদের সাথে জড়িত শেখ হাসিনা ও তার কিছু এমপি, মন্ত্রী, আমলা। আওয়ামীলীগ জানে আগামী ২/৩ পিরিয়ড তারা ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু আগামী জাতীয় নির্বাচন আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য হবে না। তারা চায় অতি দ্রুত যেন নির্বাচন না হয়। কারণ আওয়ামী লীগ আমলে অন্যায় ,অত্যাচার ,চাঁদাবাজি ,করতো একজন ,একক হাতে। তাই সেটা মানুষের নজরে তেমন আসেনি। কিন্তু বর্তমানে বিএনপি'র কিছু ত্যাগী নামধারী নেতাকর্মী যে হারে নানান জায়গায় চাঁদাবাজি শুরু করছে এত করে আওয়ামীলীগ থেকে বেশি ক্ষোভ দেখা দিয়েছে বিএনপি এর উপর। তাই আওয়ামী লীগ চাচ্ছে যত দেরিতে নির্বাচন হবে ততই বিএনপি'র এই নামধারী নেতাকর্মী চাঁদাবাজির জন্য বিএনপির দুর্নাম ছড়িয়ে পড়বে এবং আবেগী বাংলাদেশের মানুষের আওয়ামী লীগের প্রতি আবার আস্থা ফিরে আসবে। যেহেতু আগামী নির্বাচন আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য হবে না সেই সুবাদে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলেও তাদের রাজনৈতিক চির প্রতিপক্ষ বিএনপিকে ক্ষমতায় না আসার জন্য তারা অন্য রাজনৈতিক দলের সাথে জোট করে তাদের পূর্ণ সমর্থন দিতে পারে।

02/10/2024

গোপালদী পৌরসভায় একটি সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত সংগঠন তৈরি করলে কেমন হয়।
এখানে থাকবে ছাত্র,স্বেচ্ছাসেবী, শ্রমিক ও পৌরসভার সর্বস্তরের জনগণ।
যেখান থেকে পৌরসভার সর্বস্তরের জনগণ সব রকম সুযোগ-সুবিধা পেয়ে থাকবেন এই সংগঠনের স্বেচ্ছাসেবী ও দলীয় নেতৃবৃন্দদের কাছ থেকে।

কে কে মনে করেন এরকম একটা সংগঠন গোপালদী পৌরসভায় হওয়া জরুরী।
আর এই সংগঠনে কে কে থাকতে চান বা কিভাবে এই সংগঠন করা যায় এরকম কেউ থাকলে ইনবক্সে মেসেজ করুন।

হঠাৎ করে একদিন এত গ্রেফতার। কোন একটা রহস্য তো আছে।আবার হঠাৎ করে কিছুদিন পর সবাইকে জামিন দিয়ে দিবে
01/10/2024

হঠাৎ করে একদিন এত গ্রেফতার। কোন একটা রহস্য তো আছে।
আবার হঠাৎ করে কিছুদিন পর সবাইকে জামিন দিয়ে দিবে

Address

আড়াইহাজার, নারায়ণগঞ্জ
Gopaldi

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিউজ গোপালদী পৌরসভা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Gopaldi media companies

Show All