14/06/2024
গোপালদী জোনাল অফিসের ডিজিএমদের মধ্যে অতীতের সকলের তুলনায় ব্যার্থ ডিজি এম হলো বর্তমান গোপালদী পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মাদ ছারওয়ার জাহান
গোপালদী পৌরসভা সহ কালাপাহাড়িয়া,খাগকান্দা,উচিৎপুরা,বিশনন্দী,মাহমুদপুর ইউনিয়ন গুলোতে বিদ্যুৎ সরবরাহ করে থাকে গোপালদী জোনাল অফিস। বর্তমানে যে পরিমান লোড শেডিং হচ্ছে তা অতীতের সকল প্রকার লোড শেডিং এর রের্কড ভেঙ্গে দিয়েছে। তার জন্যে ঐ সমস্ত এলাকার সাধারন মানুষ বর্তমান ডিজিএমকে ই দোষ দিচ্ছেন কারন আড়াইহাজার জোনাল অফিসের অর্ন্তগত অন্চলগুলো গোপালদী জোনাল অফিসের অর্ন্তগত অন্চলের তুলনায় বেশি বিদ্যুৎ পাচ্ছে তার জন্যে বর্তমান গোপালদী জোনাল অফিসের ডিজিএম ছারোয়ার জাহানের কর্মতৎপরতাকেই দ্বায়ি করছে সবাই। অতীতে যতগুলো ডিজিএম ছিল তাদের সময়কার এতটা লোডশেডিং দেখেনি গোপালদী বাসী সহ অন্যান অন্চলের মানুষ। বর্তমানে বিদ্যুতের অগ্রিম মূল্য প্রদান করেও কেন মানুষ অসহনীয় লোড শেডিং এর মধ্যে থাকবে এটাই সবার মনে প্রশ্ন। সকলের চাওয়া বর্তমানে দ্বায়িত্ব প্রাপ্ত গোপালদী জোনাল অফিসের ডিজিএম ছারোয়ার জাহানকে সরিয়ে নতুন কর্মতৎপর একজন ভালো ডিজিএম নিয়োগ দিলে উক্ত এলাকাগুলোর সাধারন মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে বলে আশা করছে প্রতিটি এলাকার ভুক্তভোগী সাধারন মানুষ। এ বিষয়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যৎ সমিতি ২ জিএম সহ অন্যান সকলে এর দৃষ্টি আকর্ষণ করছি।