Mks98 vlogs

Mks98 vlogs আসসালামু আলাইকুম।আমার mks98 vlogs নামে একটি পেজ,ইউটিউব চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব এবং ফলো করেদিবেন।
(5)

14/06/2024

শুভ রাত্রি
fans

08/06/2024

🔴live adda

৪০ মিনিট সময় কত দ্রুতই শেষ হলো কিন্তু গল্প শেষ  হলো না। fans
07/06/2024

৪০ মিনিট সময় কত দ্রুতই শেষ হলো কিন্তু গল্প শেষ হলো না।

fans

06/06/2024

ইদানিং প্রতিটা দিনের প্রায় অর্ধেক সময় (১২ ঘণ্টা) কেটে যাচ্ছে ফোনময়।
সকালে ফোন, রাতে ফোন, ঘুমাতে যাওয়ার আগে ফোন ,পরে ফোন, খাবার সময় ফোন, খাবার আগে ফোন ,পরে ফোন। এবং এই বিষয়ের দুঃখ প্রকাশ করলাম তাও আবার🥲🥲🥲 ফোনে।

01/06/2024

🔴লাইভ আড্ডা

স্বপ্ন দেখো কিন্তু সম্ভব না।
31/05/2024

স্বপ্ন দেখো কিন্তু সম্ভব না।

সব ধরনের যানবাহন এই দেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক। রাস্তায় শুধু বাস চলবে!
30/05/2024

সব ধরনের যানবাহন এই দেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক। রাস্তায় শুধু বাস চলবে!





28/05/2024

আমার মত ছোট মানুষকে ষ্টার🌠 দিয়ে সাপোর্ট করা জন্য ধন্যবাদ প্রিয় আপা🥰।আপনার জন্য দোয়া ও ভালোবাসা থাকবে আপা🥰😍।

Shanaz Parvin

27/05/2024

কোথায় কেমন ঝড় তুফান হলো?
বিঃদ্রঃ ঢাকায় এখনও বৃষ্টি হচ্ছে।

১ মিলিয়ন ফলোয়ারের জন্য অভিনন্দন ❤️স্মার্ট পুলিশ Saddam Hossain স্যার।
27/05/2024

১ মিলিয়ন ফলোয়ারের জন্য অভিনন্দন ❤️স্মার্ট পুলিশ Saddam Hossain স্যার।

27/05/2024

Live🔴: #রেমাল_ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে বুড়িগঙ্গা নদীর পরিস্থিতি

যদি থাকেন নসিবে আপনা আপনি আসিবে.....
27/05/2024

যদি থাকেন নসিবে আপনা আপনি আসিবে.....

27/05/2024

#রেমাল_ঘূর্ণিঝড় কি অবস্থা?
#আড্ডা।

26/05/2024

সৎ পথে চলো,,⚖️
হয়তো কষ্ট হবে
কিন্তু,জয় একদিন তোমারই হবে 🌹
ইনশাআল্লাহ ❤️🥀

শিক্ষার শেষ নেই..। ১. স্ত্রীর পাশে ১-মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন বড় কঠিন। ২. মাতালের কাছে ১০- মিনিট বসুন, বুঝতে পারবে...
26/05/2024

শিক্ষার শেষ নেই..।

১. স্ত্রীর পাশে ১-মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন বড় কঠিন।

২. মাতালের কাছে ১০- মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন খুব সহজ।

৩. সাধুদের সাথে ৩-মিনিট বসুন, আপনার সবকিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে।

৪. রাজনীতিবিদের সাথে ৪-মিনিট বসুন, বুঝবেন আপনার পড়াশুনা সব বেকার, অনর্থক।

৫. একজন জীবন বীমা এজেন্টের সাথে ৫-১০ মিনিট বসুন, বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।

৬. একজন ব্যবসায়ীর সাথে ৬-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না।

৭. একজন বিজ্ঞানীর সাথে ৭-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে খারাপটা আপনার অজ্ঞতার কারণে।

৮. একজন ভালো শিক্ষকের সাথে ৮-মিনিট বসুন, আপনি একজন ছাত্র হয়ে ফিরে আসতে চাইবেন।

৯. একজন কৃষক বা শ্রমিকের সাথে ৯-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনি কঠোর পরিশ্রম করেন না।

১০. একজন সৈনিকের সাথে ১০-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার কাজ এবং ত্যাগ অত্যন্ত ঘৃণ্য।

১১. কবরস্থানে ১০/১১ মিনিটের জন্য যান মনে হবে জীবনের সবকিছু তুচ্ছ মায়া, হাল ছেড়ে দেই।

১২. একজন ইতিবাচক মনোভাব সম্পন্ন ভালো, উদার মনের প্রকৃত বন্ধুর সাথে ১০-মিনিট বসুন, মনে হবে আপনার জীবন স্বর্গের চেয়েও সুন্দর ।

খান সাহেব id থেকে নেয়া।
ছবিটি ২০২১,সালের তোলা।

পৃথিবীর সব থেকে পুরাতন যন্ত্রের নাম হল ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলতেছে।
26/05/2024

পৃথিবীর সব থেকে পুরাতন যন্ত্রের নাম হল ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলতেছে।

গোয়ালন্দ রেলস্টেশন। ছবিটি ২০১৯ সালে তোলা।
26/05/2024

গোয়ালন্দ রেলস্টেশন।
ছবিটি ২০১৯ সালে তোলা।

26/05/2024

জীবন খুবই অদ্ভুত।

26/05/2024

আসসালামু আলাইকুম বন্ধুরা
সবাই কেমন আছো..?

26/05/2024
‘নাদির অন দ্য গো’ কিছুটা আন্ডারেটেড। পুরো নাম "নাদির নিবরাস" ভ্রমণপিপাসুরা তাঁকে ‘নাদির অন দ্য গো  Nadir On The Go - Ban...
22/05/2024

‘নাদির অন দ্য গো’ কিছুটা আন্ডারেটেড। পুরো নাম "নাদির নিবরাস" ভ্রমণপিপাসুরা তাঁকে ‘নাদির অন দ্য গো Nadir On The Go - Bangla ’ নামেই চেনে বেশি। শুরুটা করেছিলেন শখের বশে। এখন পুরোদস্তুর পেশাদার ট্রাভেল ব্লগার। ফেইসবুক ইউটিউবে ছটিয়ে ছিটিয়ে থাকা তাঁর ভিডিওগুলোর লাখ লাখ ভিউ।

নাদিরের জন্ম দিনাজপুরে। তাঁর দন্তচিকিৎসক বাবা এ কে এম ফজলুল করিমের সরকারি চাকরি। চাকরির সুবাদে উত্তরের জেলায় জেলায় কেটেছে নাদিরের ছোটবেলা।

২০০০ সালের পর পরিবারের সঙ্গে চলে আসেন ঢাকা একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে ও এবং এ-লেভেল
২০১০ সালে স্নাতক করতে যান যুক্তরাষ্ট্র।

পড়াশোনার অবসরে খুঁজতেন বেড়ানোর অবকাশ। ভ্রমণের লোভে নানা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতেন। ভ্রমণের এই নেশাটা পরিবার থেকে পেয়েছেন নাদির, ‘ছোটবেলা থেকেই প্রায় প্রতিবছর একবার দেশের বাইরে ঘুরতে নিয়ে যেতেন মা-বাবা। আর দেশের মধ্যে তো দুই মাস পরপরই কোথাও না কোথাও যেতাম আমরা, বলেন নাদির।

যন্ত্রকৌশলে স্নাতক করেছেন নাদির। এরপর বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি শুরু করেন। পিএইচডির মধ্যেই একটা মাস্টার্স করেন ডেটা সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে।

এই সময় ডেটা সায়েন্স নিয়ে যেমন নানা রকম জার্নাল পড়তেন, লিখতেনও ডেটা সায়েন্স ম্যাগাজিনে। ছয়-সাত মাস আগে সিদ্ধান্ত নিয়েছেন পিএইচডিটা আর করবেন না। এখন শুধু ভ্রমণেই মনোযোগ দেবেন। সে থেকে শুরু তার যাত্রা।

ভ্রমণের নেশা থেকেই এক দেশ থেকে আরেক দেশে ঘুরে চলেছেন বাংলাদেশি এই তরুণ। অথচ তিনি যে পুরোদস্তুর ট্রাভেল ব্লগার হবেন, সেটা কখনো ভাবেননি।

২০১৬ সালের ১৭ ডিসেম্বর ‘নাদির অন দ্য গো’ নামে ইউটিউবে চ্যানেল খুলে প্রথম ভিডিও আপলোড করেন নাদির। সেটা ছিল নিতান্তই নিজের জন্য। পরিবার ও বন্ধুদের নতুন জায়গা দেখানোও ছিল সেসব ভিডিও আপলোডের আরেকটি উদ্দেশ্য।

নাদির বলেন, ‘দুই বছরে ২৫টা ভিডিও আপলোড করেছিলাম। তখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল মাত্র ১০০ জন। তা–ও পরিচিতজনেরা। পরের দুই বছরে সেই সংখ্যা পৌঁছায় ২০০ জনে।’

২০২০ সালে করোনার ঘরবন্দী দিনগুলোতে বাসায় বসে বসে ভ্রমণের ভিডিওগুলো দেখতেন নাদির। একসময় নিজের পুরোনো একটি ইংরেজি ভ্লগ দেখে বাংলায় একটি ভ্লগ বানালেন। আপলোড করতেই হু হু করে বাড়তে থাকল ভিউ। রীতিমতো ভাইরাল হয়ে গেল নাদিরের প্রথম বাংলা কনটেন্ট ‘বাংলাদেশ পাসপোর্টে ৪৮ দেশে ভিসা-ফ্রি ভ্রমণ’।

ইউটিউবে ২০ লাখের বেশিবার দেখা হয়েছে এই ভিডিও। ফেসবুকে নাদিরের পেজে দেখা হয়েছে আরও বেশিবার। এরপরই মূলত ভ্রমণ ভিডিও বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন নাদির।

বেরিয়ে পড়েন বিশ্বের নানা প্রান্তে। কখনো আমাজনের গহিন বনে, তো কখনো হাওয়াইয়ের সবচেয়ে সুন্দর জায়গায়। আজ একগাদা জ্যান্ত সাপ হাতে তো কাল হাঙরের সঙ্গে। এসব ভিডিও তিনি আপলোড করেন তাঁর ইউটিউব চ্যানেলে। বাংলা ও ইংরেজিতে ভিডিও প্রকাশের জন্য নাদিরের আছে একাধিক চ্যানেল।

২০২১ সালে নাদির ব্লেন্ডার চয়েস-এ ভ্রমণ ভ্লগ বিভাগে সেরা বিষয়বস্তু নির্মাতার পুরস্কার জিতেছে, ডেইলি স্টার ওটিটি এবং ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস ২০২১ এছাড়াও বেশ কিছু পুরস্কার জিতেছে সে।

এত অর্জন, খ্যাতি, এতসব এর পরেও ছেলেটা অতোটা আলোচনায় আসে না, কেমন জানি আড়ালে থেকে যায়। অনান্য ইউটিউবারের মতো ন্যাকামি করে না, মানুষের আবেগ নিয়ে খেলে না বলেই বোধহয় অতোটা আলোচনায় আসে না। তবে নাদির নিবরাস নিজের কাজটায় মন দিয়ে করে। এটাই তাঁকে আজ এখানে নিয়ে এসেছে।

কালেক্টেড

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন....
20/05/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন....

18/05/2024

#আড্ডা
#লাইভ

কখনও কি এইগুলোর গাড়ি চালাইছেন।
17/05/2024

কখনও কি এইগুলোর গাড়ি চালাইছেন।

কোনো এক সময় টেনশন মু্ক্ত সময় কাটাতাম।
16/05/2024

কোনো এক সময় টেনশন মু্ক্ত সময় কাটাতাম।

🎉 Alhamdulillah  Facebook recognised me as a top rising creator this week!
13/05/2024

🎉 Alhamdulillah Facebook recognised me as a top rising creator this week!

আমার মন জানতে চায় গোল্ডেন এ+ বলতে কোনো গ্রেড আছে কি না?যখন কোনো শিক্ষকে লিখতে দেখি  তখন সব কিছু আওলাই যায়।
13/05/2024

আমার মন জানতে চায় গোল্ডেন এ+ বলতে কোনো গ্রেড আছে কি না?
যখন কোনো শিক্ষকে লিখতে দেখি তখন সব কিছু আওলাই যায়।

Address

Goalundo
Goalundo
7710

Alerts

Be the first to know and let us send you an email when Mks98 vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mks98 vlogs:

Videos

Share


Other Digital creator in Goalundo

Show All