Colourful Dream

Colourful Dream - ইচ্ছে গুলোর অবসান তখনি হবে। 😊
- যখন এই দেহে প্রাণটা থাকবে না। 💯

04/09/2023

পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয়না🖤🥀

vedio creadit : apu

02/09/2023

মানসিক আ'ঘাতের কোনো
চিহ্ন থাকে না বলে,
আমরা য'ন্ত্রণা লুকিয়ে
হাসতে পারি!

01/09/2023

Miss you Pagla 😓😓😓

01/09/2023
01/09/2023

করুণা করে হলেও চিঠি দিও, মিথ্যা করে হলেও বলো, ভালবাসি !
মহাদেব সাহা

01/09/2023

০৮ বছর ধরে হুমায়ূন আহমেদ জাফর ইকবালের জন্য অপেক্ষা করেছিলেন।

জাফর ইকবাল আট বছরে কোনদিন তার বাড়িতে যায় নাই। অথচ হুমায়ূন আহমেদ বিশ্বাস করতেন, তার ভাই একদিন রাগ আর অভিমান ভুলে তার বাসায় আসবে, তার সাথে কথা বলবে।

জাফর ইকবাল যায় নাই। দ্বিতীয় বিয়ে করার "অপরাধে" সে বড় ভাইরে দূরে সরাইয়া দিসিলো।

এই অভিমান ভাঙলো যখন হুমায়ূন কোমায়, লাইফ সাপোর্টে। জাফর ইকবাল হুট করে আমেরিকা চলে গেলেন, হুমায়ূনের হাত ধরে বললেন, আমি স্যরি দাদাভাই, আমাকে মাফ করে দিও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম।

বাট ঐ সময় হুমায়ূন আর কোন জবাব দিতে পারেননি।

এর কিছুক্ষণ পর হুমায়ূন আহমেদ মারা যান।

বাট এখনও জাফর ইকবাল হুমায়ূনের স্মৃতি মনে করতে গেলে সেই অপরাধের কথা স্বীকার করেন। আফসোস করেন। সম্ভবত দাদাভাইকে একটা স্যরি বলার এই আফসোস থেকে জাফর ইকবাল কোনদিন মুক্তি পাবেন না।

এই সেদিনও উনি একটা ইন্টারভিউতে বললেন, দাদাভাইকে আমি ভুল বুঝেছিলাম। আর একটু আগে যদি যাইতে পারতাম, আরেকটু বেশি সময় যদি পাশে থাকতে পারতাম, আরেকবার যদি বলতে পারতাম যে আমি তোমারে ভালোবাসি, তাইলে হয়তো তার কষ্টটা একটু কমতো।

জাফর ইকবালের এই কথা শুনে কেন যেন মনে হলো, আমরা মানুষেরা অভিমান করতে, ঘৃণা করতে বা ভুল বুঝতে এতো কম সময় নিই, অথচ ভালোবাসার কথা বলতে বা একটা স্যরি বলতে এতো বেশি সময় কেন নিই?

একটা মানুষরে বাজে কথা বলে দূরে সরাইয়া দিতে আমাদের এক মিনিট দেরি হয় না, অথচ তারে ভালোবাসি বলতে আমাদের আট বছর লাইগা যায় কেন?

অভিমান, রাগ থাকতেই পারে। ভুল বোঝাবুঝিও থাকতে পারে, দূরত্বও থাকতে পারে। বাট সেই দূরত্ব এতো বেশি কেন হয়, যে একটা স্যরি বলতে বলতে ঐ মানুষটার বেঁচে থাকার মেয়াদটাই শেষ হয়ে যায়?

আর এই সবে লাভটাই বা কী হয়?

এই যে দুইটা ভাই।

একজন মইরা গেল ছোট ভাইয়ের জন্য ওয়েট করতে করতে। অপরাধবোধ আর কষ্টের গ্লানি নিয়ে। আর আরেকজন বেঁচে থাকলো একটাবার স্যরি বলতে না পারার আফসোস আর অনুতাপ নিয়ে।

মানুষ দিনশেষে দুঃখী, বাট এই দুঃখে আমাদের নিজের দায়ও কি কম?
©

বারবার রাগ করে আবার নিজ থেকেই কথা বলা মানুষগুলা যেদিন বড্ড বেশি অভিমান করে হারিয়ে যায়, ওরা আর কখনো ফিরে আসে না!'
25/08/2023

বারবার রাগ করে আবার নিজ থেকেই কথা বলা মানুষগুলা যেদিন বড্ড বেশি অভিমান করে হারিয়ে যায়, ওরা আর কখনো ফিরে আসে না!'

19/08/2023

সে প্রতিবারই কথা দেয়
কিন্তু কথা রাখেনা💔💔💔

03/08/2023

উজ্জল দিনের কসম এবং রাতের কসম
যখন তা নিঝুম হয়ে যায়
তোমার রব তোমাকে কখনো তোমাকে পরিত্যাগ করেননি
এবং তোমার প্রতি অসন্তুষ্টি ও হননি ❤️❤️❤️

ভুলগুলো সব ফুল হয়ে যাক 🖤🥀
30/07/2023

ভুলগুলো সব ফুল হয়ে যাক 🖤🥀

30/07/2023

❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️
❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️
❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️
❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️
❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️
❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️
❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️
❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️আল্লাহ❤️

Good Morning friends 🖤🥀
29/07/2023

Good Morning friends 🖤🥀

বৃষ্টি আসার আগের মুহুর্ত 🖤🥀
28/07/2023

বৃষ্টি আসার আগের মুহুর্ত 🖤🥀

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Colourful Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies