Rong নাম্বার,

Rong নাম্বার, Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rong নাম্বার,, Digital creator, gazipur to shirajgonj, Gazipur.
(4)

Permanently closed.

যদি চলো আমার সাথে,
সব ভুলে থাকবো পাশে,
ছায়ার মতো ঘুরবো পিছে,
হাসি আনন্দ কতো জানা অজানা গল্প নিয়ে📚🖊️ এটাই আমি যদি বলো ভালো তো ভালো, যদি বলো খারাপ তো খারাপ 👍no attitude only
Rong নাম্বার, ☎️📞

02/10/2024

゚ না দেখলে মিস করবেন সবাই ♥️😄

19/09/2024

শিক্ষার্থী রা নাকি বাংলাদেশ স্বাধীন করছে,
তারাই একদিন গর্জন করে বলছিল সুস্থ স্বাভাবিক দেশ গরব।
তাইতো আজ অন্যের প্রান নিয়ে খেলা করছে🥹
যে শিক্ষা মানুষকে মানুষ করে গরে তলেনা,যে শিক্ষা মানুষের চোখে পট্টি বেঁধে দেয়, সেই শিক্ষা বাংলাদেশ না থাকাই ভালো। ゚ াম্বার

11/09/2024

শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকেনা,♥️♥️
゚ নাম্বার

04/09/2024

গার্মেন্ট শ্রমিক আন্দোলন Rong নাম্বার, my fb page follow.

02/09/2024

♥️মা আমার মা 🤱
==============
আজকে আমি আমার মাকে নিয়ে কিছু কথা বলবো।
জানি না সবার মা এই একি রকম কি না জানি না।
তবে মা শব্দের ভিতর কেমন জানি একটা মায়া কাজ করে।
মা বলে ডাকলে মনে হয় অন্তর ঠান্ডা হয়ে যায় ,
আমি সেই ছোট বেলা থেকে দেখে আচ্ছি আমার মাকে,
আগে বুঝি নাই🥹মা মানে কি,মা যে কতটা সহজ কতটা উদাস তা মে মা হয়ছে সেই বোঝে মা মানে কি,আর যার মা নাই সেই বোঝে মা জিনিস টাই কি😌
ছোট বেলাই মা বলতো এখন বুঝিস না যখন মা হবি তখন ঠিক বুঝবি।
আসলে মা কখনো সত্য বলে না আবার কখনো মিথ্যাও বলে না, পৃথিবীতে মিথ্যাবাদী তো এই একজনি মা, কখনো নিজের স্বার্থ দেখে না কতোই না কষ্ট করে তার পরিবারের জন্য তার সন্তানদের জন্য 🥹
মা সব সময় সব পরিস্থিতি তে নিজেকে মানিয়ে নেয়।
আমার মা না, কখনো আমি দেখি নায় হাজার অসুস্থ থাকলে একটা ভালো ফলমুল, ডিম, দুধ, এই সব খাইছে তিনি কখনো তার সন্তানদের ছেলে কিছুই মুখে দেই নাই🥹 বলে আমার এই সব ভালো লাগে না তোরা খা, আমি এমনিতে ঠিক হয়ে যাবো, হাজার টা ভুল করলেও বকা দিত, বাড়ি থেকে বের করে দিত, খেতে দিবে না বলতো,আবার দিন শেষে ডেকে নিয়ে আসতো, খাইতে না চাইলেও জর করে খাইয়ে দিত।
টাকা চাইলে নিজের কষ্ট করে জমানো টাকা দিয়ে দিত , আমাদের যুগে যখন স্কুলে যেতাম তখন ২ টাকা নিয়ে যেতাম, তখন এই ২ টাকাই দিতে পারতো না।অনেক কান্নাকাটি করতাম ২ টাকার জন্য,আর এখন ২শত ৫ শত ১০০০ হাজার টাকা কিছুই না। আমার মনে আছে ২০০৫ এ আমি প্রথম স্কুলে ভর্তি হয়।
আমার মা জীবনে অনেক কষ্ট করছে, এখনো সেই একি কষ্ট করে আসতাছে😥 কখনো মনে হয় সুখের মুখ দেখবে না🥹
এখন আমি ঠিক হারে হারে বুঝতাছি, মা জিনিস টা কি।
এখন মা হয়েছি আমি সন্তানকে মানুষের মতো মানুষ করে ঘরে তুলা যে কতটা কষ্ট তা শুধু একজন মা বোঝে।
এখন মায়ের সেই কথা গুলো মনে পরে, তোবে মা হয়েছি ঠিক কখনো সন্তান কে বুকে নিয়ে ঘুমাই নি।
সেই ছোট বেলা থেকেই আমার মা আমার ছেলেকে লালন পালন করছে আমি যে তার মা সে বোঝেই না, মা বলে ঠিক আছে কিন্তুক তার ছায়া যে আমারি মা।
আমার কাছে ছেলে কে দেই না কারণ আমার রাতে ঘুম হবেনা আমার কষ্ট হবে বলে।
এখনো যদি আমি অসুস্থ হয় মা জরিয়ে ধরে ঘুমায়, যতদিন সুস্থ না হয় ততদিন নিজের কাছে রাখে। রাতে ভয় পেলে মার কাছে উঠে চলে যায় মা বলে কি হয়ছে ,
কোনো ভয় নাই আমি আছি না💝
তাহলে বলেন মা তো মিথ্যাবাদি তাই না,
যে তার সন্তান কে ছাড়া কিছুই ভাবতে পারে না।
জীবনে ভুল একবারই করছিলাম, তার মাশুল একা দিচ্ছি , তার পরেও মা বলে না তুই খারাপ 😥
আমার ছেলে জদি অসুস্থ হয় ,আমি কিন্তুক অতটা চিন্তা করি না , যতটা না আমার মা অসুস্থ হলে করি।
আমার ছেলে অসুস্থ হলে আমি মনে করি আমার মা আছে তার পাশে আমার কোনো চিন্তা নাই, কারন আমার মা সব পারে ঠিক করে দিতে।
আমার মা জদি অসুস্থ হয়, আমার মনে হয় আমার পৃথিবীটা অন্ধকার হলে গেছে🥹
মা জদি ঠিক না থাকে তাহলে আমরা ঠিক থাকবো কি ভাবে 🥹 আমার অনেক খারাপ লাগে আমার মার কিছু হলে, সব সময় আমি আল্লাহুর কাছে বলি আমার মায়ের যেনো কিছু না হয়🤲
আজকে রান্না করতে গিয়ে মায়ের হাত পুরে গেছে, আমি বললাম ডাক্তারের কাছে নিয়ে যায়, মনিরের বলে আমি ঠিক আছি ।নিজের হাত দিয়ে ভাত খাইতে পারে না।
আমি খাইয়ে দিছি, সেই দৃশ্য টা হয়তো তুলে ধরতে পারি নাই, কিন্তুক নিজের ভিতরে থাকা ইমোশনাল, আবেগ,সব তুলে ধরলাম💔
মা সত্যিই তুমি ধন্য 🤱
তোমার মতো ধৈর্য এই পৃথিবীতে আর কারো নাই মা।
আমার জলি আবারো জন্ম হয় তাহলে তোমার করেই যেনো হয়♥️
অনেক ভালোবাসি মা ,মুখ ফুটে হয় তো বলতে পারবো না, অন্তর থেকে বলবো। আমি না থাকলে হয়তো কারো কিছুই হবে না , আমার মায়েরনা সারা জীবন কষ্ট করতেই যাবে।আর আমার মা না থাকলে আমার মরা বাঁচা সব এক হয়ে যাবে। আমি মায়ের একটাই মেয়ে, তাই ভুল করলেও দুরের সরিয়ে দেয় না।
আমি ছোট থেকেই কষ্ট করেছি,এখনোকরছি, যতদিন বেঁচে থাকবো ততদিন কষ্ট করবো ,তবে আল্লাহ আমার মাকে যেনো ভালো রাখে, আমি যে আমার মায়ের শেষ ভরসা।
আগে কি করছি ,কি না করছি ,সব বাদ ,একা চাই আমার মা ভালো থাকুক সুস্থ থাকুক।
জেনে বুঝে আর কষ্ট দিবো না🥹
এই মাকে হারিয়ে ফেললে আর তো মা পাবোনা।
আল্লাহ যেন মায়ের আগে আমাকে নিয়ে যায়,আমি না থাকলে সব চলবে , মা না থাকলে সব উল্ট পাল্ট যহয়ে যাবে🥹
মাকে নিয়ে লেখলে হয়তো রাত শেষ হয়ে যাবে ,তার পরেও লেখা শেষ হবে না।
মা তুমি অমর হয়ে থাকো।
(I love you maa)


মনের কথা গুলো লেখলাম হয়তো কিছু অক্ষর ভুল হয়েছে, কিন্তুক মাকে নিয়ে বলা কিছুই ভুল না।
আসুন থাকতে মুল্য দিতে শিখি আমরা,
যাতে পরে আফসোস না করতে হয়।
পৃথিবীতে সব বাড়িয়ে ফেললেও না কখনো মায়ের ভালোবাসা হাড়াতে দিবেন না🤱 রিজিকের মালিক আল্লাহ, প্রথম মুখে অমৃত মা টাই কিন্তুক দেই, ভয় পেলে মায়ের কাছেই আমরা ছুটে যায়।
এই নিঃস্বার্থ পৃথিবীতে একজন তো আছে বাঁচানোর জন্য (মা)
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

Address

Gazipur To Shirajgonj
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rong নাম্বার, posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share