02/02/2025
গতকালকের আগের রাতেও আমি বাসার নিচে রাস্তা বসে ছিলাম দীর্ঘক্ষন এসব উল্টো পালটা চিন্তা করে, কি হবে, কি করব ভবিষ্যতে, কিচ্ছু হচ্ছে না আমায় দিয়ে। অথচ ভুলেই যাই আল্লাহ বলতে আরশে আজীমে একজন আছেন, তিনিই একমাত্র রিজিকে মালিক।
আর রাজ্জাক🥹
আল্লাহুম্মাগফিরলি।
শায়খ আহমদুল্লাহ (হাফি:) আমার খুবই পছন্দের একজন ব্যাক্তিত্ব। নিজ ইউনিভার্সিটির প্রাঙ্গনে তার বরকতয় আলোচনা আমাকে সাহস জুগিয়েছে। আল্লাহ শায়খের হায়াতে বরকত ও জ্ঞানের প্রজ্ঞা আরো ত্বরান্বিত করে দিন। আমীন