Akbar Hasan

Akbar Hasan কেয়ামতের দিন দাড়িপাল্লায় সবচেয়ে বড় জিনিস হবে মুমিনের উত্তম চরিত্র বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)!
(2)

প্রবাসে বাবার পরিশ্রম,,আর দেশে "ছেলে - মেয়ের" ফুটানি,,, অধিকাংশ 🥹🥹
04/05/2024

প্রবাসে বাবার পরিশ্রম,,
আর দেশে "ছেলে - মেয়ের" ফুটানি,,,
অধিকাংশ 🥹🥹

25/04/2024

বাহ্ চমৎকার! দুটোই রাস্তার চিত্র। যিনি ২য় ছবিটি তুলেছেন তাকেই আলপনাকারদের পুরস্কার টি দেয়া উচিত। কারন-আল্পনাকারিরা নিন্দিত হয়েছে সবার কাছে। যেদেশের রাস্তায় শত শত আশ্রয়হীন মানুষ রাতে ঘুমায় সেদেশের রাস্তায় আলপনা নিয়ে মাতামাতি নির্বুদ্ধিতার পরিচয়।
@highlight
----------------------------------
রেকর্ড কাকে বলি আমরা?
যখন এমন কিছু করি যা আগে কেউ করে নি, তাঁকেই
রেকর্ড বলা হয়। কিন্তু রেকর্ড মানেই কি শ্রেষ্ঠত্ব?
মেসি এক পঞ্জিকা বর্ষে ৯১ গোল করেছে, এটা রেকর্ড।
আবার কুষ্টিয়ার এক লোক ৯১ মিটার লম্বা আর্জেনটিনার পতাকা বানিয়েছে, এটাও রেকর্ড।
দুটো রেকর্ড কি এক?
রেকর্ড যদি কোন এচিভমেন্ট না দেয়, তাহলে সে রেকর্ডের মূল্য কি?
লক্ষ কিংবা কোটি লোক এক সাথে জাতীয় সংগীত গাইল, এটা কি এচিভমেন্ট?
সিংগাপুর বর্তমান পৃথিবীতে প্রথম ধনী পাঁচ দেশের একটি।
এর মানে কি?
এর মানে ওরা স্বচ্ছল।
এর মানে ওদেরকে কুমড়া দিয়ে পিয়াজু বানাতে হয় না।
এর মানে ওরা কাঁঠাল খায় এবং বীফ বার্গার খায়, কিন্তু কাঁঠালের বিফ বার্গার খায় না।
ওদের দেশে ৬০০ টাকা গরুর মাংস বিক্রি করলে লাইন পরে না, এবং ওদের দেশে টিসিবির ট্রাক নেই।
কিন্তু সিংগাপুর দেশটির কোন খনি নেই, চাষ যোগ্য জমিও নেই। তারপরেও ওরা ধনী দেশের তালিকায় ১-৫ এর মধ্যে থাকে।
কিন্তু ওরা কিন্তু আমাদের থেকে পিছিয়ে।
কেন?
কারন ওদের কোটি লোক এক সাথে জাতীয় সংগীত গায় নি।
কেন?
কারন ওদের এত জনসংখ্যা নেই।
চীন ইচ্ছা করলে ১০ কোটি লোক দিয়ে জাতীয় সংগীত এক সাথে গাওয়াতে পারে।
তাহলে করে না কেন?
কারন চীনে এত ছাগল নেই যাঁদের বুঝানো সম্ভব যে জাতীয় সংগীত এক সাথে গেয়ে রেকর্ড করা একটা এচিভমেন্ট।
আজকেই বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের কিউএস এর একটি রেংকিং বের হয়েছে।
এতে ভারতের ৪৯ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
বিশ্বের সবচেয়ে ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের ১৪ টি বিশ্ব বিদ্যালয় স্থান পেয়েছে আর উন্নয়নের রোল মডেল বাংলাদেশের ৩ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
আবার আজকেই আমরা আরেকটি রেকর্ড করলাম। মিঠামইনে নববর্ষ উপলক্ষ্যে ১৪ কিমি দীর্ঘ আলপনা তৈরী করেছি। এর উদ্বোধনে থাকবেন আইসিটি মন্ত্রী। কারন এটি একটি এচিভমেন্ট। একই মন্ত্রী ইভ্যালির উদ্বোধনীতে বলেছিলেন যে ইভ্যালি হবে আমাজন।
যা হোক, এখন একটা কথা ভাবুন। কোনটা বেশী সম্মান জনক?
১০০০ বিশ্ববিদ্যালয়ে তিনটির স্থান পাওয়া?
নাকি ১৪ কিমি আলপনা?
আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া হলো সর্বোচ্চ দুরত্ব, এবং তা ৯০০ কিমি। চীন, অস্ট্রেলিয়া এমনকি ভারতে কয়েক হাজার কিলোমিটার লম্বা হাইওয়ে রয়েছে।
ওরা ইচ্ছা করলেই তা এক রাতে পেইন্ট করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করতে পারে।
তবে করে না কেন?
কারন ওদের দেশে গাধা জনগনের সংখ্যা কম। ওদের সরকার পয়সা খরচ করে তাদের বুঝাতে পারবে না যে এটা এচিভমেন্ট। যেমন ওরা কখনোই তিন হাজার কোটি টাকা মহাশূন্যে উড়িয়ে দিবেনা শুধু রেকর্ড স্যাটেলাইট পাঠানোর জন্য।
আমদের উন্নয়ন কোটি কোটি বিদেশী কামলা আর দেশী গারমেন্টস কামলাদের জন্য। এসব কামলাদের বাইরে আমাদের কিছু নেই। এসব কামলাদের টাকা খরচ করেই আমরা ১৪ কিলোমিটারের গিনেজ রেকর্ড করি, কোটি কন্ঠে জাতীয় সংগীত গাই। কিন্তু ১৮ কোটি জনসংখ্যার রোল মডেল দেশের মাত্র তিনটা বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পারে।
রেকর্ড আর এচিভমেন্টের পার্থক্য বুঝতে না পারলে আমরা শুধুই মধ্যপ্রাচ্যে গিয়ে ঝাড়ু দিতে পারব আর দেশে দর্জির কাজ করতে পারব। কখনোই সুন্দর পিচাই সৃষ্টি করতে পারব না।

21/04/2024

নম্বর প্লেটের বিন্যাস:
গাড়ির নম্বর প্লেট দুটি অংশে বিভক্ত:
প্রথম অংশ:
এটিতে একটি বা দুটি বর্ণ থাকে যা গাড়ির ধরন নির্দেশ করে।

কিছু উদাহরণ:
ক - ৮০০ সিসি প্রাইভেটকার
খ - ১০০০-১৩০০ সিসি প্রাইভেটকার
গ - ১৫০০-১৮০০ সিসি প্রাইভেটকার
চ - মাইক্রোবাস
ছ - ভাড়ায় চালিত মাইক্রোবাস / লেগুনা।
জ - বাস (মিনি)
হ - ৮০-১২৫ সিসি মোটরবাইক
ল - ১৩৫-২০০ সিসি মোটরবাইক
ঘ – জীপগাড়ি
ন – পিকআপ (ছোট)
থ – সি এন জি (ভাড়ায় চালিত
প - taxi cab
ড - ট্রাক ( মাঝারি)
ম - pickup (delivery)
ট – ট্রাক (বড়)
ঝ - Bus (coaster)
ঠ – ডাবল কেবিন পিকআপ
ই – ট্রাক (ভটভটি)

দ্বিতীয় অংশ:
এটিতে একটি সংখ্যা এবং একটি বর্ণ থাকে যা গাড়ির নির্দিষ্ট সনাক্তকরণ নম্বর।

নম্বর প্লেটের রঙ:

সাদা: ব্যক্তিগত যানবাহন
হলুদ: বিদেশী কূটনৈতিকদের যানবাহন
কালো: সরকারি যানবাহন

লাল:
রাষ্ট্রপতি,
প্রধানমন্ত্রী,
স্পীকার,
বিচারপতি এবং
অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি

🎁স্কুল মাঠে হাঁটাহাঁটি করছিলাম। এক মুরুব্বি এসে একটা স্লিপ ধরিয়ে বললেন, “বাবা, এই কাগজটা ধরে এখানে দাঁড়াও। আমার পিচ্চি ন...
19/04/2024

🎁স্কুল মাঠে হাঁটাহাঁটি করছিলাম। এক মুরুব্বি এসে একটা স্লিপ ধরিয়ে বললেন, “বাবা, এই কাগজটা ধরে এখানে দাঁড়াও। আমার পিচ্চি নাতিকে খুঁজে পাচ্ছি না। ওরে একটু খুঁজে নিয়ে আসি।”

কীসের স্লিপ দেখার আগেই মুরুব্বি হনহন করে চলে গেলেন। স্লিপের মধ্যে দেখি লেখা, “ ৫৫. আব্দুল মান্নান” মানে একটা সিরিয়াল নম্বর।

একটু পর খেয়াল হলো, দেখি পাশেই এক জায়গায় কিছু লোক যাকাতের কাপড় বিতরণ করছে। আর সেটার সিরিয়াল নম্বর হচ্ছে এই কাগজ।

তার কিছুক্ষণ পরেই দেখি মাইকে ডাকাডাকি করছে, “৫৫. আব্দুল মান্নান” এদিকে ঐ মুরুব্বির আসার নামগন্ধ নাই। আমি একবার স্লিপের দিকে তাকাচ্ছি আরেকবার কর্তৃপক্ষের দিকে।

যাকাত দাতা একজন দেখলাম আমার দিকে ছুটে আসছে। এসে আমার স্লিপ দেখে বললো, “আরে তুমি তো আব্দুল মান্নান। স্লিপের লেখা পড়তে পারো না? আচ্ছা সমস্যা নেই, আসো আমার সাথে।”

আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমাকে ধরে স্টেজে নিয়ে গেলো। তারপর আমার হাতে একটা লুঙ্গি ধরিয়ে দিয়ে কয়েক এঙ্গেলে কিছু ছবি তুলে ছেড়ে দেওয়া হলো।

লুঙ্গি নিয়ে আসার সময় একজনকে বলতে শুনলাম, “এরকম দামড়া পোলাপান যদি আমাদের যাকাতের কাপড়ে ভাগ বসাতে আসে, তাহলে ভবিষ্যতে তো আমরা যাকাতই পাবো না আর। এরা তো কাজ কাম কইরাও খেতে পারে। এটাই আসলে শেষ জামানা।”

এদিকে লুঙ্গি নিয়ে আমি ঐ মুরুব্বিকে খুঁজতেছি। কী এক বিপদে পড়লাম। হঠাৎ পেছন থেকে কেউ একজন এসে ঝাপটে ধরলো। দেখি ঐ মুরুব্বি আর তার পিচ্চি নাতি। আমি কিছু বলার আগেই মুরুব্বি বলতে লাগলেন, “আরে মিয়া, তোমারে বলে গেলাম ওখানে দাঁড়াতে। আর তুমি কী না আমার স্লিপ দেখায়ে আমার লুঙ্গি নিয়ে চলে যাচ্ছো। এই মানুষের প্রতি মানুষের বিশ্বাস?” বলে এক ঝাপটায় আমার থেকে লুঙ্গিখানা নিয়ে নিলেন।

আমি আর উনার কাছে বিষয়টা ব্যখ্যা না করে তাড়াতাড়ি স্থান ত্যাগ করলাম। মানুষ জড়ো হলে গণধোলাই খাবো।

মাঠ পেরিয়ে রাস্তায় আসতেই দেখলাম এক ভদ্রলোক এসে আমার পথ আটকে দাঁড়ালেন। বললেন, “আসো আমার সাথে।” তারপর আমাকে হাত ধরে নিয়ে গেলেন এক কাপড়ের দোকানে। আমি কিছু বুঝে ওঠার আগেই উনি দোকানীকে বললেন, “ভালো দেখে পাঁচটা লুঙ্গি দেও তো।”
আমি বললাম, “লুঙ্গি কেন?”
“আরে লজ্জা পেয়ো না। আমি সব দেখেছি। জানি, তোমরা মুখ ফুটে কিছু বলতে পারো না। তোমাদের অভাব আমি বুঝি। এই পাঁচটা লুঙ্গি রাখো। ভুলেও আর মুরব্বিদের সাথে লুঙ্গি নিয়ে কাড়াকাড়ি করো না। খারাপ দেখায়। আমি দেখেছি তো সব।” বলে আমার হাতে লুঙ্গির ব্যাগ দিয়ে লোকটা চলে গেল।

এরমধ্যে বাসা থেকে কল আসলো। আব্বু ওপাশ থেকে বলতেসেন, “তোর কোনো চাওয়াই তো কোনোদিন অপূর্ণ রাখিনি। তুই কীভাবে পারলি যাকাতের লুঙ্গি আনতে? একটাবার আমার সম্মানের কথা ভাবলি না। আজকে বাসায় আয়। তোর লুঙ্গি পরা আমি শেখাবো।”

তাড়াতাড়ি ফেসবুক খুলে দেখি ওই যাকাত কমিটি আমার ছবি সহ পোস্ট দিয়েছে। পোস্টে দেখি আমার ছাত্রেরও রিয়েক্ট আছে। এসব দেখতেসি, হঠাৎ ইনবক্সে বন্ধু একটা পোস্টের লিংক দিলো। লিংকে ঢুকে দেখি, আরেকটা পোস্ট। যেখানে আমার হাতে পাঁচটা লুঙ্গি সহ একটা ছবি। সাথে মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে আমাকে একটু আগে লুঙ্গি কথা কিনে দেওয়া ঐ লোকটা। ক্যাপশনে লেখা, “আলহামদুলিল্লাহ। আজকে এক অভাবী ছেলেকে পাঁচটা লুঙ্গি দিলাম। আসলে মানুষের চেহারা দেখে বুঝা যায় না তারা কতটা অভাবী। সবার উচিত এসব মুখ ফুটে বলতে না পারা অভাবী মানুষগুলোর পাশে দাঁড়ানো।”

এসব দেখে লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে হচ্ছে। কী করবো ভেবে পাচ্ছি না। হাতে এখনো পাঁচটা লুঙ্গি। আনমনে হাঁটতেসি। দেখি, স্কুল মাঠে থাকা কিছু লোক যাকাতে লুঙ্গি না পেয়েই খালি হাতে চলে যাচ্ছে। ভাবলাম ওদের দিয়ে দেই লুঙ্গিগুলো। এরমধ্যে একজন আমাকে দেখে চিনতে পেরে বললো, “দেখছেন কারবার? এই হারামজাদা আগেও লুঙ্গি নিছে, এখনো কার থেকে লুঙ্গি আনছে। এরা একাই এতগুলো লুঙ্গি নিয়ে নিলে আমরা পাবো কেমনে? ছি ছি... শেষ জামানা এতটা খারাপ হবে ভাবি নাই।.. ”

রম্য : যাকাতের লুঙ্গি
© হাসান আকবর
@highlightAkbar HasanMd Josim

🎁স্কুল মাঠে হাঁটাহাঁটি করছিলাম। এক মুরুব্বি এসে একটা স্লিপ ধরিয়ে বললেন, “বাবা, এই কাগজটা ধরে এখানে দাঁড়াও। আমার পিচ্চি ন...
19/04/2024

🎁স্কুল মাঠে হাঁটাহাঁটি করছিলাম। এক মুরুব্বি এসে একটা স্লিপ ধরিয়ে বললেন, “বাবা, এই কাগজটা ধরে এখানে দাঁড়াও। আমার পিচ্চি নাতিকে খুঁজে পাচ্ছি না। ওরে একটু খুঁজে নিয়ে আসি।”

কীসের স্লিপ দেখার আগেই মুরুব্বি হনহন করে চলে গেলেন। স্লিপের মধ্যে দেখি লেখা, “ ৫৫. আব্দুল মান্নান” মানে একটা সিরিয়াল নম্বর।

একটু পর খেয়াল হলো, দেখি পাশেই এক জায়গায় কিছু লোক যাকাতের কাপড় বিতরণ করছে। আর সেটার সিরিয়াল নম্বর হচ্ছে এই কাগজ।

তার কিছুক্ষণ পরেই দেখি মাইকে ডাকাডাকি করছে, “৫৫. আব্দুল মান্নান” এদিকে ঐ মুরুব্বির আসার নামগন্ধ নাই। আমি একবার স্লিপের দিকে তাকাচ্ছি আরেকবার কর্তৃপক্ষের দিকে।

যাকাত দাতা একজন দেখলাম আমার দিকে ছুটে আসছে। এসে আমার স্লিপ দেখে বললো, “আরে তুমি তো আব্দুল মান্নান। স্লিপের লেখা পড়তে পারো না? আচ্ছা সমস্যা নেই, আসো আমার সাথে।”

আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমাকে ধরে স্টেজে নিয়ে গেলো। তারপর আমার হাতে একটা লুঙ্গি ধরিয়ে দিয়ে কয়েক এঙ্গেলে কিছু ছবি তুলে ছেড়ে দেওয়া হলো।

লুঙ্গি নিয়ে আসার সময় একজনকে বলতে শুনলাম, “এরকম দামড়া পোলাপান যদি আমাদের যাকাতের কাপড়ে ভাগ বসাতে আসে, তাহলে ভবিষ্যতে তো আমরা যাকাতই পাবো না আর। এরা তো কাজ কাম কইরাও খেতে পারে। এটাই আসলে শেষ জামানা।”

এদিকে লুঙ্গি নিয়ে আমি ঐ মুরুব্বিকে খুঁজতেছি। কী এক বিপদে পড়লাম। হঠাৎ পেছন থেকে কেউ একজন এসে ঝাপটে ধরলো। দেখি ঐ মুরুব্বি আর তার পিচ্চি নাতি। আমি কিছু বলার আগেই মুরুব্বি বলতে লাগলেন, “আরে মিয়া, তোমারে বলে গেলাম ওখানে দাঁড়াতে। আর তুমি কী না আমার স্লিপ দেখায়ে আমার লুঙ্গি নিয়ে চলে যাচ্ছো। এই মানুষের প্রতি মানুষের বিশ্বাস?” বলে এক ঝাপটায় আমার থেকে লুঙ্গিখানা নিয়ে নিলেন।

আমি আর উনার কাছে বিষয়টা ব্যখ্যা না করে তাড়াতাড়ি স্থান ত্যাগ করলাম। মানুষ জড়ো হলে গণধোলাই খাবো।

মাঠ পেরিয়ে রাস্তায় আসতেই দেখলাম এক ভদ্রলোক এসে আমার পথ আটকে দাঁড়ালেন। বললেন, “আসো আমার সাথে।” তারপর আমাকে হাত ধরে নিয়ে গেলেন এক কাপড়ের দোকানে। আমি কিছু বুঝে ওঠার আগেই উনি দোকানীকে বললেন, “ভালো দেখে পাঁচটা লুঙ্গি দেও তো।”
আমি বললাম, “লুঙ্গি কেন?”
“আরে লজ্জা পেয়ো না। আমি সব দেখেছি। জানি, তোমরা মুখ ফুটে কিছু বলতে পারো না। তোমাদের অভাব আমি বুঝি। এই পাঁচটা লুঙ্গি রাখো। ভুলেও আর মুরব্বিদের সাথে লুঙ্গি নিয়ে কাড়াকাড়ি করো না। খারাপ দেখায়। আমি দেখেছি তো সব।” বলে আমার হাতে লুঙ্গির ব্যাগ দিয়ে লোকটা চলে গেল।

এরমধ্যে বাসা থেকে কল আসলো। আব্বু ওপাশ থেকে বলতেসেন, “তোর কোনো চাওয়াই তো কোনোদিন অপূর্ণ রাখিনি। তুই কীভাবে পারলি যাকাতের লুঙ্গি আনতে? একটাবার আমার সম্মানের কথা ভাবলি না। আজকে বাসায় আয়। তোর লুঙ্গি পরা আমি শেখাবো।”

তাড়াতাড়ি ফেসবুক খুলে দেখি ওই যাকাত কমিটি আমার ছবি সহ পোস্ট দিয়েছে। পোস্টে দেখি আমার ছাত্রেরও রিয়েক্ট আছে। এসব দেখতেসি, হঠাৎ ইনবক্সে বন্ধু একটা পোস্টের লিংক দিলো। লিংকে ঢুকে দেখি, আরেকটা পোস্ট। যেখানে আমার হাতে পাঁচটা লুঙ্গি সহ একটা ছবি। সাথে মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে আমাকে একটু আগে লুঙ্গি কথা কিনে দেওয়া ঐ লোকটা। ক্যাপশনে লেখা, “আলহামদুলিল্লাহ। আজকে এক অভাবী ছেলেকে পাঁচটা লুঙ্গি দিলাম। আসলে মানুষের চেহারা দেখে বুঝা যায় না তারা কতটা অভাবী। সবার উচিত এসব মুখ ফুটে বলতে না পারা অভাবী মানুষগুলোর পাশে দাঁড়ানো।”

এসব দেখে লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে হচ্ছে। কী করবো ভেবে পাচ্ছি না। হাতে এখনো পাঁচটা লুঙ্গি। আনমনে হাঁটতেসি। দেখি, স্কুল মাঠে থাকা কিছু লোক যাকাতে লুঙ্গি না পেয়েই খালি হাতে চলে যাচ্ছে। ভাবলাম ওদের দিয়ে দেই লুঙ্গিগুলো। এরমধ্যে একজন আমাকে দেখে চিনতে পেরে বললো, “দেখছেন কারবার? এই হারামজাদা আগেও লুঙ্গি নিছে, এখনো কার থেকে লুঙ্গি আনছে। এরা একাই এতগুলো লুঙ্গি নিয়ে নিলে আমরা পাবো কেমনে? ছি ছি... শেষ জামানা এতটা খারাপ হবে ভাবি নাই।.. ”

রম্য : যাকাতের লুঙ্গি
© হাসান আকবর

ওই দেখা যায় ৩০০ ফিট 😁
15/04/2024

ওই দেখা যায় ৩০০ ফিট 😁

08/04/2024

বুধবার নিঃসন্দেহে ঈদ উদযাপন হচ্ছে ঈদুল ফিতরে——@highlight

প্রবাসীদের উদ্দেশ্যই নিজে কষ্ট করে অন্যকে সুখী রাখাঃ——///////——— সমাজের ভিত্তবান মুসলমান ব্যক্তিরা বিভিন্ন ধর্মীয় প্রতি...
27/03/2024

প্রবাসীদের উদ্দেশ্যই নিজে কষ্ট করে অন্যকে সুখী রাখাঃ——///////———
সমাজের ভিত্তবান মুসলমান ব্যক্তিরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে ব্যাংক একাউন্ট শো করে অনলাইনে টাকা দেওয়ার জন্য দান খরাত করার জন্য পোস্ট করতেছে প্রবাসীদের উদ্দেশ্যে প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুগণ আপনারা এ সমস্ত পোস্ট থেকে বিরত থাকবেন আপনাদের টাকা ইসলামিক খাতে কোন ধর্মীয় খাতে আপনার নিজের কল্যাণের জন্য আপনার পিতা-মাতা আত্মীয় স্বজনের নামের উপর দান করবেন সদকা ফেতরা যাকাৎ করবেন সরাসরি নিজ হাতে রেজিস্টরে নাম লিখে টাকা দিয়ে রিসিট কাটিয়ে নিয়ে আসবেন তাতে করে যে প্রতিষ্ঠানে টাকা দিবেন সেই প্রতিষ্ঠানটি লাভবান হবে আশা করি প্রবাসী ভাইদের আমার কথাগুলি মানোগত লাগবে কারণ বাংলাদেশে চিটার বাটপার এখন নাম দারী ভিওবান লোকজন ই হয় ,,
ধর্ম ব্যবসার ফাদে পড়ার আগে একবার সঠিক চিন্তা করুন,,সকলে ভাল থাকবেন ,, Hasan

24/03/2024
I gained 30 followers, created 22 posts and received 26 reactions in the past 90 days! Thank you all for your continued ...
24/03/2024

I gained 30 followers, created 22 posts and received 26 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

24/03/2024

শোক সংবাদ ঃ————
চরপাবুর গ্রাম নিবাসী মোঃ রুস্তম আলী
ওরুফে রস্তাআকন ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,,

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ॥ জীবনে কোন একটা নেক কাজের উসিলায় জান্নাতবাসী করে দাও জুমার দিন রমজান মাস । (আমি...
15/03/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ॥

জীবনে কোন একটা নেক কাজের উসিলায় জান্নাতবাসী করে দাও জুমার দিন রমজান মাস । (আমিন)

ছাত্র জীবনে বড্ড একটা শখ ছিল প্রেম ভালোবাসা করে বিয়ে করবো ভাগ্যের নির্মম পরিহাস তা আর কপালে জুটলো না॥
09/03/2024

ছাত্র জীবনে বড্ড একটা শখ ছিল প্রেম ভালোবাসা করে বিয়ে করবো ভাগ্যের নির্মম পরিহাস তা আর কপালে জুটলো না॥

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ॥
08/03/2024

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ॥

02/03/2024

এতো বেশি কান্না কেউ করেনি,, যতটা কান্না "হযরত মুহাম্মদ (সা:)" তার উম্মতের জন্য করেছেন... আলহামদুলিল্লাহ। ❤️‍🩹

মেয়েদের ছবিতে মাশাল্লাহ বলা ছেলেগুলা অনেক বড় মা'ওলা'না হয় ৷🙂Akbar Hasan
02/03/2024

মেয়েদের ছবিতে মাশাল্লাহ বলা ছেলেগুলা অনেক বড় মা'ওলা'না হয় ৷🙂Akbar Hasan

22/02/2024

sorbonno 11benjonborno 39 alfabet 26 arbi horof 29 🥰 Akbar Hasan

.❥─༊!!বিশ্বাস'টা অনেক মুল্যবান..!🌸💚
31/01/2024

.

❥─༊!!বিশ্বাস'টা অনেক মুল্যবান..!🌸💚

কেয়ামতের দিন দাড়িপাল্লায় সবচেয়ে বড় জিনিস হবে মুমিনের উত্তম চরিত্র বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)!!
24/01/2024

কেয়ামতের দিন দাড়িপাল্লায় সবচেয়ে বড় জিনিস হবে মুমিনের উত্তম চরিত্র বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)!!

দুনিয়াতে সবচেয়ে বোকা ও নির্বোধ সে, যে নিজের পবিত্রতা দাবী করে এবং নিজেই নিজের প্রশংসা করে।____
22/01/2024

দুনিয়াতে সবচেয়ে বোকা ও নির্বোধ সে, যে নিজের পবিত্রতা দাবী করে এবং নিজেই নিজের প্রশংসা করে।
____

বর্তমান এমন একটা অবস্থা-"ক্ষমতা জিনিসটা যেন পাপের জন্য তৈরি"।
12/01/2024

বর্তমান এমন একটা অবস্থা-
"ক্ষমতা জিনিসটা যেন পাপের জন্য তৈরি"।

Happy New Year everyone
01/01/2024

Happy New Year everyone

Address

Pabur Kapasia Gazipur
Gazipur
1730

Alerts

Be the first to know and let us send you an email when Akbar Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akbar Hasan:

Videos

Share