Mahira Tafsi

Mahira Tafsi ভালোবাসা - ভালোবাসি

আমিন
06/07/2024

আমিন

আপনার পছন্দের বেলীফুল আপনার মতো ই সুন্দর 🥰
03/07/2024

আপনার পছন্দের বেলীফুল আপনার মতো ই সুন্দর 🥰

সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মা/ রা গিয়েছিল, সে রাতে তার পকেটে একটা ক...
03/07/2024

সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মা/ রা গিয়েছিল, সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না।

অথচ কাফন,দাফন,গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানে জমি কেনার জন্য দরকার ১৫০ টাকা, সে সময়ের ১৫০ টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবে। বিভিন্ন লাইব্রেরীতে লোক পাঠানো হল। না, টাকার তেমন ব্যবস্থা হয়নি। শুধুমাত্র ডি. এম লাইব্রেরি দিয়েছিল ৩৫ টাকা। আরো অনেক টাকা বাকি। টাকা আবশ্যক।

ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিল- এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে। তারপর টাকা......💔

কবি মনের নীরব কান্না, যাতনা লিখে দিলেন কবিতায়.....

"ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে
আমার গানের বুলবুলি।
করুণ চোখে চেয়ে আছে
সাঝের ঝরা ফুলগুলি।।

ফুল ফুটিয়ে ভোর বেলা কে গান গেয়ে,
নীরব হ’ল কোন নিষাদের বান খেয়ে,
বনের কোলে বিলাপ করে সন্ধ্যারাণী চুল খুলি।।

কাল হতে আর ফুটবে না হায়, লতার বুকে মঞ্জরী
উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশাস মর্মরী।

গানের পাখি গেছে উড়ে শূণ্য নীড়,
কন্ঠে আমার নেই যে আগের কথার ভিড়,
আলেয়ার এই আলোতে আর আসবে না কেউ কুল ভুলি।।

একজন সন্তানহারা পিতার কি নিদারুণ কষ্ট। যদিও এই মানুষটাই বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়েছেন....। দেশের জন্য অনেক কিছু করেছেন, জেল খেটেছেন স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়িয়ে...। কিন্তু হঠাৎ করে সেই মানুষটার পিছন থেকে সবাই সরে যায়..., একেবারে ভুলে যায়....., যাদের জন্য তিনি সর্বস্ব উজাড় করে দিয়ে গেছেন....💔

তিনি আমাদের বিদ্রোহী কবি।

বিনম্র শ্রদ্ধা। ❤️ 💜🙇‍♂️🙇‍♀️
সংগৃহীত

🎬Grave of the firefiles 🖤      (জোনাকিদের সমাধি)   এতো চমৎকার একটা সিনেমা অথচ আজ অব্দি কোনও সিনেপ্রেমিই এটিকে আর দ্বিতীয়...
30/09/2023

🎬Grave of the firefiles 🖤
(জোনাকিদের সমাধি)



এতো চমৎকার একটা সিনেমা অথচ আজ অব্দি কোনও সিনেপ্রেমিই এটিকে আর দ্বিতীয়বার দেখার সাহস করেনা, কেননা প্রথম দেখাতেই সিনেমাটি আপনার হৃদয়ে অনন্তকালের জন্য একটি দাগ কেটে যাবে আপনার অজান্তেই! আপনি চাইলেও জীবনে আর কখনো এই সিনেমাটিকে ভুলতে পারবেন না...

গল্পটা কম-বেশি সবারই জানা তাই
মুভির গল্প নিয়ে তেমন কিছু বলবো না। তবে ১৯৮৮ সালে একটি এনিমেশন সিনেমা পুরো পৃথিবীর সিনেপ্রেমিদের কাদিয়েছিল ভাবা যায়! এমনকি আজও কেউ সিনেমাটি দেখে চোখের পানি ধরে রাখতে পারেনা... বিশেষ করে এর স্ক্রিনপ্লে আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের যতই প্রশংসা করি কম মনে হয়, পাশাপাশি ছোট মেয়েটার ভয়েস এতো মিষ্টি যে আপনি মায়ায় পড়ে যাবেন.. গল্পের একটি পয়েন্ট কম-বেশি আমাদের অনেকের সাথেই রিলেটেড, ছোট বয়সেই কারও জীবন থেকে মা-বাবা হারিয়ে গেলে আমরা জীবনের সবচাইতে কঠিন সময়ের মুখোমুখি হই ধিরে ধিরে আপন মানুষগুলোও কেমন যেন পর হয়ে যায়...

😔

29/09/2023

মাঝ রাতে নেশায় চুর হয়ে এক মাতাল বাড়ি ফিরছে,, রাস্তার পাশে এক হোটেলে গিয়ে বলে -- " আবে,, চিকেন তন্দুরি আছে ??"

হোটেল বয় বললো -- "নেই।।"

মাতাল -- "চিকেন কাবাব ??"

হোটেল বয় -- "সব ফুরিয়ে গেছে।। কেবলমাত্র কাঁচা চিকেন রয়েছে,, কালকে রান্না করার জন্য।।"

মাতাল -- "দে,, পঞ্চাশ টাকার কাঁচা মুরগি দে।। বউকে দিয়ে রান্না করিয়ে নেবো।।"

মাতাল কাঁচা চিকেন নিয়ে বাড়ির পথ ধরেছে।। গলির মুখে এক মোটাসোটা কু*কু*র ধেয়ে এলো।। আশ্চর্যের ব্যাপার হলো,, কু*কু*র*টা নিশ্চুপ।। মোটেও ঘে'উ ঘে'উ করছে না।।"

মাতাল অত্যন্ত খুশি হয়ে কু*কু*রে*র গায়ে,মাথায় হাত বুলিয়ে দিলো -- "তুই ভীষণ ভালো কু*কু*র,, ভাই।। অন্য কু*কু*র আমাকে ঘে'উ ঘে'উ করে তে'ড়ে আসে,, অথচ, তুই ভীষণ শান্তশিষ্ট।।"

মাতাল খুশী হয়ে কু*কু*রে*র সামনে চিকেনের প্যাকেট রেখে দিলো -- "নে ভাই,, খেয়ে নে,, আমার শান্তশিষ্ট ভদ্র কু*কু*র।।"

কু*কু*র আপন মনে চিকেন খেতে শুরু করে।। মাতাল কু*কু*রে*র পিঠে হাত বুলিয়ে আদর করে বাড়ি ফেরার পথ ধরে।।

বাড়ি ফিরতেই মাতালের বউ ডিনার এগিয়ে দেয়‌‌।। মাতাল খাওয়া শুরু করে।।

মাতালের বউ বলে - "ভীষণ চিন্তায় ছিলাম।। যাক,, তুমি ফিরে এসেছো দেখে নিশ্চিত হলাম।।"

মাতাল -- "কেনো,, কি হয়েছে ?? আমি তো রোজ দেরি করে ফিরি।। চিন্তার কি আছে ??"

মাতালের বউ -- "আরে,, চিন্তা হবে না ?? সন্ধা থেকে রাস্তায় একটা চিতাবাঘ ঘুরছে।। আমাদের চিন্টু রজনীদের বাড়িতে গেছে,, CCTV তে চিতাবাঘ দেখতে।।"

তখনই মায়ের মোবাইলে চিন্টু একটা ভাইরাল ভিডিও পাঠিয়েছে,, সঙ্গে ক্যাপশন -- "আমাদের পাড়ার রিয়াল হিরো।।"

স্বামীকে চিতাবাঘের পিঠে হাত বুলিয়ে সাদরে মুরগির মাংস খাওয়াতে দেখে মাতালের বউ এর চক্ষু চড়কগাছ।।
😜😜😜
কালেক্ট

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল -'বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি ইম্পর্ট্যান্ট!'এরা বিকেলে মাঠ ছেড়...
23/09/2023

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল -
'বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি ইম্পর্ট্যান্ট!'

এরা বিকেলে মাঠ ছেড়ে পড়ার টেবিলে চলে গেল। আর মুরুব্বিরা দেখলেন, মাঠ ফাঁকা ফেলে রাখার চাইতে উঁচু ইমারত নির্মাণ করাটা more beneficial, more practical!!

বেঁচে থাকতে হলে লাইফে Entertainment দরকার। সুস্থ এন্টারটেইনমেন্টের মাধ্যমগুলো একে একে বন্ধ করে দেয়া হল। জেনারেশন সেটাকে রিপ্লেস করলো মোবাইল, পিসি আর প্লে-স্টেশন দিয়ে। কেউ অপরিণত বয়সে রিলেশনে জড়িয়ে গেল। কোথাও কিশোর গ্যাং তৈরী হল।

তারপর হঠাৎ মুরুব্বিদের বোধোদয় হল -
'আরে, এই জেনারেশনটা এমন যাচ্ছেতাই কেন!'

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল -
'সমবয়সী কাজিনদের সাথে একাডেমিক রেজাল্ট কম্পেয়ার করারটা হেলদি কম্পিটিশন!'

এই র‍্যাট-রেইসে ঠেলতে ঠেলতে মিউচুয়াল রেস্পেক্টের জায়গাটা নস্ট হলো। এরা এখন অন্যের success সহজে নিতে পারে না। প্রচন্ড শো-অফ করে রিকগনিশন চায়, ইনফিরিওরিটি কমপ্লেক্স থেকে উতরে আসতে চায়। বন্ধুদের নিয়ে হ্যাং আউট করলেও ফ্যামিলি গ্যাদারিং থেকে দূরে দূরে থাকতে চায়।

তারপর হঠাৎ মুরুব্বিদের বোধোদয় হল, 'আরে এই জেনারেশনটা এমন এন্টি-সোশ্যাল হয়ে যাচ্ছে কেন!'

প্যারেন্টিংয়ের নামে বড় বড় ব্লান্ডার করে ফেলার পর আমরা এখন ব্লেইম-গেম খেলি। নিজেদের দোষটা চাপিয়ে দেই নিউ এইজ সাইকোলোজির উপর। অথচ একটু আয়নায় ভালোকরে তাকান। দেখতে পাবেন - 'একটা ফুল জেনারেশনকে সাইকোলজিক্যালি আনস্টেবল করে দেয়া রক্তচক্ষু দু'টো এখনও আগের মতই হিংস্র!'

-সংগৃহীত

15/09/2023

নানার বয়স ১০৭! নানীর বয়স ৯১! এর চেয়ে বড় কথা উনাদের বিয়ের বয়স,একসাথে থাকার বয়স ৮০ পেরিয়েছে....!

কিন্তু এত বছর পরেও নানা ভাত খাওয়ার সময় নানীকে পাশে থাকতে হয়,নাহলে নানার খাওয়া হয়না ঠিকমতো...!

আজ বাজারে যাওয়ার সময় আমাকে বলে দিয়েছিলো বড় কই মাছ আনার জন্যে, বাজার থেকে আনার পর নানা কে মাছ দেখালাম, মাছ দেখে বলেন ওইটা ফ্রাই করে দিতে দুপুরে খাবে...! 🖤

খেতে বসে সেই মাছ অর্ধেক খেয়ে বাকী অংশ দিয়েছে নানী কে খেতে...!

এটা আজকে না, এত যুগ ধরে উনি এইটাই করে আসছেন! নানী কে পাশে বসিয়ে বড় কোন মাছ বা মাংসের পিস হলে অর্ধেক উনি খান বাকীটা নানী কে।! এবং প্রতিবারই নানী খুব ভালোবাসে মাছ টা নিয়ে খান...! ❤️

আমাদের যুগে হয়ত অনেকের কাছে এই ভালোবাসা আধিখ্যেতা! কিন্তু এই যুগ যুগ ধরে ভালোবাসার টান যারা আমরা কাছে থাকি তারাই দেখি কেবল...!"

এনলাইটেনমেন্ট,এস্টাবলিশমেন্টের ছোয়া না পাওয়া একটা জেনারেশন যত সুন্দর করে সম্পর্কগুলো টিকিয়ে রাখে তার ছিটেফোঁটাও বর্তমান তথাকথিত শিক্ষিত জেনারেশনে পাওয়া যায় না...!"

©সংগ্রহীত

08/09/2023

মানুষ কল্পনাতেই সবচেয়ে বেশি সুখী🥺🍂


#



08/09/2023

আমরাই শেষ জেনারেশন যাদের মায়েদের কোনো ফেসবুক একাউন্ট নেই! যাদের মায়েরা স্মার্টফোনটাও ভালোভাবে ব্যাবহার করতে পারে না! আমরাই শেষ জেনারেশন যাদের বাবা কখনো কোনো মেয়েকে ইভটিজিং করে নি, যাদের বাবারা সোশ্যাল মিডিয়া বা গেম খেলে সময় কাটায় নি! এটা নিয়ে তো আমরা গর্ববোধ করতেই পারি, তাই না?🌸

©

08/09/2023

—_ভালবাসতে এক জোড়া সুন্দর পবিত্র চোখ লাগে, যে চোখে নিজের ভালবাসার মানুষটাকে সব সময় সুন্দর মনে হয়-!!🌻✨🍒

06/09/2023

মজার ছলে হলেও অশ্লীল কথাবার্তা পছন্দ করিনা আর নিজেও বলি না! 💖

26/07/2023
একই গাছে ভিন্ন রকম ফুল🥰
21/06/2023

একই গাছে ভিন্ন রকম ফুল🥰

21/06/2023

** কাকতালীয় **

1. শরীরের যে জায়গাটা হাত থেকে বেশি দূরে, সে জায়গাটা বেশি চুলকায় ।

2. ছোট কোনও বস্তু মেঝেতে পড়ে গেলে, সেটি কখনও পায়ের কাছে থাকে না । জিনিসটা পাওয়া যাবে খাটের তলায় শেষ মাথায় ।

3. কাউকে দেখাতে চাইছেন যে মেশিনটা কাজ করছে না । স্টার্ট দিলেন তো দেখবেন ঠিক তখনই ওটা কাজ করছে ।

4. ভাবছেন বসের কাছ থেকে ছুটি চাইবেন, ঠিক তখনই আর একজন ছুটি চেয়ে বসবে, আপনার ছুটির বারোটা বাজবে ।

5. যদি কাউকে বলেন আকাশে 100 বিলিয়ন তারা আছে, সে আপনার কথা বিশ্বাস করবে । কিন্তু যদি বলেন, দেওয়ালের রং এখনও শুকোয় নি, সে অবশ্যই হাত দিয়ে ধরে দেখবে ।

6. জেলি মাখানো রুটি কাপড়ে পড়ে গেলে , জেলি লাগানো দিকটাই নীচে থাকবে, কাপড় ময়লা করে দেবে ।

7. দেরি করে আসার কারন হিসাবে যদি বসকে বলেন, গাড়ির চাকা পাংচার হয়েছিল, পরদিন সত্যিই গাড়ির চাকা পাংচার হবে ।

8 . ব্যাংকে লাইনে দাঁড়িয়েছেন, পাশের লাইনটা আগে বাড়ছে । লাইন পাল্টে পাশেরটায় এলে দেখবেন, ছেড়ে আসা লাইনটা দ্রুত এগোচ্ছে ।

9. ম্যাকানিক্যাল কাজ করার সময় যখন আপনার হাত কালি ,ঝুলি , গ্রিজ দিয়ে মাখামাখি, ঠিক তখনই আপনার নাক চুলকোবে ।

10. বাড়ি ফেরার যেদিন তাড়া থাকবে, রাস্তায় বাস পেতে সেদিন দেরি হবে ।

11. যেদিন আগেই স্টেশনে পৌঁছাবেন, সেদিন ট্রেন লেট করবে । যেদিন আপনার স্টেশনে পৌঁছাতে সামান্য দেরি হবে, ট্রেন ঠিক সময়ে ছেড়ে যাবে ।

12. যদি আপনি ভুল নাম্বার ডায়াল করেন, বিজি টোন পাবেন না, কেউ না কেউ উত্তর দেবে ।

13 . স্নানের সময় যখন আপনার সারা গা ভেজা ঠিক তখনই আপনার টেলিফোন আসবে ।

14. একগাদা বইয়ের থেকে যদি উপর থেকে নির্দিষ্ট বই খোঁজেন, তাহলে বইটা পাওয়া যাবে নীচে । আবার বুদ্ধি করে নীচে থেকে খোঁজা শুরু করলে, বইটা থাকবে সবার উপরে ।

15. অফিসে যেদিন আপনার হাতে ফ্রি সময়, সব কলিগ সেদিন খুব ব্যস্ত থাকবে ।

16. যে গেম খেলার নিয়ম যত সহজ, দেখবেন সেই গেমের প্রতি আপনার আগ্রহ তত কম ।

** উপরের কোনও একটি ঘটনা আপনার জীবনে ঘটেছে ?

মনে হয়েছিলো এই বুঝি জীবনটা এখানেই শেষ হয়ে যাবে 🥺
20/06/2023

মনে হয়েছিলো এই বুঝি জীবনটা এখানেই শেষ হয়ে যাবে 🥺

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Mahira Tafsi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies