Ovi Welcome to my World ;-)

05/04/2024

সালা চায়না তো এমনি এমনি বলে না 🐸

05/04/2024

love is power 😴

17/03/2024

-প্রাক্তনকে আজ ও ভালোবাসো?
- প্রাক্তন কাকে বলে গো?
- ওই যে, তোমায় ভালোবেসে, স্বপ্ন দেখিয়ে হঠাৎ করেই এক পথের বাঁকে হারিয়ে গিয়েছে যে।
- ভালোবাসা টাই বুঝে নিতে পারলাম না, তাও আবার প্রাক্তন।
- তুমি যে বললে ভালোবাসতে! তাহলে ভালোবাসা বোঝোনি বলছো এখন?
- একটা সম্পর্ক, একটা সমর্পণ চেয়েছিলাম। ভালোবাসা তো অনেক দূরের পথ। ও কি আর সহজে হয় বলো।
- তাহলে কয়েকদিন সাথে থেকে, কয়েকদিন হাতে হাত রেখে সবাই যে ভালোবাসি বলে?
- ওরা ভুল করে। ভুল করে আবেগ গুলোকে জড়ো করে। তাই শেষ অবধি নিজেদের অবধি অনুভব করতে পারে না।
- তাহলে ভালোবাসা বলে কিছুই নেই বলছো?
- কেন থাকবে না। শুধু এটুকু জেনো, সম্পর্ক আর সমর্পণ চাইতেও অনেক বড় জিনিস ভালোবাসা। এত সহজে ও ধরা দেয় না। জন্ম জন্মান্তর অবধি খুঁজে ফিরতে হয়।
- তা বেশ বললে। একজনমে আর কী পুরোপুরি ভালোবাসা যায়?
- ধরতে গেলেই যে হারিয়ে যায়, তাকেই খুঁজতে থাকি আমরা। ওরা অবাক হয়ে চেয়ে দেখে, আমরা পথে পথে ঘুরে বেড়াই, খুঁজে বেড়াই।
- 'ওরা' বলতে কাদের কথা বলছো?
- সংসার করে যারা। শরীর ছুঁয়ে যারা ভাবে খুব করে ভালোবেসেছে। সোনার শেকল দিয়ে পা বেঁধে রাখে। রাতে শেকল খুলে কাছে টেনে আনে। রাতে তো বাইরে যেতে পারে না, তাই আটকে থাকে। সকাল হবার অপেক্ষা করে। ভোরে একটু ঘুমিয়ে পড়লে, আবার শেকলে বাঁধা পড়ে।
- তবে কী মুক্তির অপর নাম ভালোবাসা?
- একদমই না। বন্ধন যদি কোমল হয়, পায়ে যদি দাগ না পড়ে, মনে যদি আঘাত না আসে, সেটাও ভালোবাসা। ওতে জোর খাটে না।
- এইভাবেও ভালোবাসা যায় বলছো?
- যায়।
- আমায় শিখিয়ে দেবে গো?
- আমিই তো শিখতে পারলাম না আজ অবধি। তোমায় কীভাবে শেখাবো?
- আমি যদি তোমার সাথে ঘুরে বেড়াই?
- খালি পায়ে হাঁটতে পারো? খালি পেটে গাছতলায় ঘুমাতে পারবে?
- তা বোধহয় পারবো না।
- তবে যে কষ্ট হবে তোমার।
- আচ্ছা, তুমি কখনো শরীর ছোঁওনি?
- বুকে জড়িয়ে ধরেছি অনেকবার। তবে শরীরে নেশা পাইনি।
- তবে তো তোমার সাথে ঘুরে বেড়াতে ভয় নেই, সম্মান তোমার কাছে রাখা যায় যত্ন করে।
- তা বুঝি না। এইটুকু বুঝি, ভালোবাসা খুঁজতে গেলে শরীর নিয়ে মাতামাতি করার বিশেষ প্রয়োজন নেই। শরীর তো সংসারী দের ভোগের বস্তু।
- আমায় তোমার সাথে নিয়ে যাবে? আমি তোমার সাথে সাথে ঘুরে বেড়াবো। ভালোবাসা চাই নে, শুধু সাথে নিয়ে যেও সবখানে।
- বৈরাগী হবে বলছো?
- এতশত বুঝি নে। নিয়ে যাবে কিনা বলো।
- তোমার বাড়িতে কেউ বক

🥰🥰🥰
04/12/2023

🥰🥰🥰

💗💗💗
02/12/2023

💗💗💗

24/11/2023
গরীব হলে বোঝা যায় দুনিয়াটা কতো কঠিন🥺
28/08/2023

গরীব হলে বোঝা যায় দুনিয়াটা কতো কঠিন🥺

গুরু মারজুক রাসেল—বাবা ছিলেন পাটকলের তৃতীয় শ্রেনীর কর্মচারী। জন্ম গোপালগঞ্জে হলেও থাকতেন দৌলতপুরে নির্ধারিত কোয়ার্টারে। ...
19/08/2023

গুরু মারজুক রাসেল—

বাবা ছিলেন পাটকলের তৃতীয় শ্রেনীর কর্মচারী। জন্ম গোপালগঞ্জে হলেও থাকতেন দৌলতপুরে নির্ধারিত কোয়ার্টারে। অষ্টম শ্রেনী পড়াকালীন ‘জনবার্তা’ পত্রিকায় তার প্রথম কবিতা ছাপা হয়। তখন তিনি একজন মাদ্রাসার ছাত্র। ১৯৯৩ সালে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে খুলনা থেকে ঢাকা আসেন তিনি। কবি শামসুর রাহমানের বাড়িতে যান। ডোরবেল বাজাতে কবি নিজেই দরজা খোলেন। তিনি কবিকে বলেন, ‘আমি অনাহারী’। এই শব্দ দুটি কবির একটি বইয়ের শিরোনাম। টুঙ্গিপাড়ায় কেবল দু-একবার দেখা হওয়া তরুণটিকে কবি হয়ত ভালো করে চিনতেও পারেননি। কিন্তু তার মুখে নিজের বইয়ের নাম শুনে এবং তরুণের সত্যিকার অনাহারী চেহারা দেখে কবি শামসুর রাহমান তাকে ভেতরে নিয়ে যান। ছেলেটার জন্য তিনি খাবার টেবিলে সাজান অনেক রকমের খাবার।

বেঁচে থাকার জন্য সিনেমার টিকিট বিক্রি করেছেন, ফুটপাথে হকারগিরি করেছেন। তখন তিনি থাকতেন তোপখানা রোডের একটি গাড়ির গ্যারেজে। এর মধ্যে একটি কনস্ট্রাকশন হাউজে কাজ পেয়ে যান তিনি। এরপরই যাওয়া শুরু করেন আজিজ মার্কেটে। পরিচিত হতে থাকেন নবীন-তরুণ লেখদের সঙ্গে। সে সময় কবিতা, গল্প লেখার পাশাপাশি শুরু করেন গান লেখা। গানের সংখ্যা যখন অনেক হলো তখন সেগুলো নিয়ে সে সময়ের বিখ্যাত সুরকারদের সঙ্গে দেখা করেন।কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। সবাই শুধু আশ্বাসই দিয়েছে, এর বেশি কিছুনা। এর মাঝে ফারুক মামুনের সাথে সাক্ষাত হয় তার। তিনি তাকে সংবাদমাধ্যমে চাকরির সুযোগ করে দেন। পত্রপত্রিকায় লিখা শুরু করেন। এরই মধ্যে সঞ্জীব চৌধুরীর সাথে দেখা করার সুযোগ মেলে। তিনি তার লেখা পড়ে নগরবাউল জেমসের সাথে দেখা করার জন্য বলেন। তখন জেমসের ‘লেইস ফিতা লেইস’ অ্যালবামের কাজ চলছিল। তিনি লেখা পড়ে তাঁর সাথে সার্বক্ষণিক রাখেন এবং #গুরু_জেমসের জন্য গান লিখতে শুরু করেন। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। #গুরু_জেমসের বেশকিছু জনপ্রিয় গান লিখেন যার মধ্যে মীরা বাঈ, পত্র দিও, শরাবে শরাব, হা ডু ডু, আমি ভাসব যে জলে তোমায় ভাসাবো সেই জলে, দে দুরে, বাইসকুপের খেলা, রাখে আল্লাহ মারে কে, হাউজি, তেরো নদী সাত সমুদ্র...... এছাড়াও #আইয়ুব_বাচ্চু স্যারের বিখ্যাত একটা গান আমিতো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে,ললনা, তোমার চোখে দেখলে বন্ধু, #পান্থকানাই এর গোল্লা, ঈশাণ কোণের বায়ু, #আসিফ_আকবরের ও আমার পাগলা ঘোড়া রে, সবার বাংলাদেশ, তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও, নারী, বদলে, মিল, মাইথ, জলকন্যা, ফুঁ #হাবিব_ওয়াহিদের সেই বিখ্যাত গান দ্বিধা[ ভিতর বলে দূরে থাকুক বাহির বলে আসুক না], #আরেফিন_রুমির দোলনা তার লেখা উল্লেখযোগ্য গানসমূহ। এখনো লিখছেন!

তার প্রথম কবিতার বই প্রকাশিত হয় ‘শান্টিং ছাড়া সংযোগ নিষিদ্ধ’(২০০০), এরপর আসে ‘ চাঁদের বুড়ির বয়স যখন ষোলো―মারজুক রাসেল' (২০০১), তৃতীয় বইটি হলো, ‘বাঈজি বাড়ি রোড’(২০০২), চতুর্থ বইটি হলো ‘ছোট্ট কোথায় টেনিস বল’(২০০৫), মাঝখানে একটা দীর্ঘ বিরতি তারপর আসে দেহবণ্টনবিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর―মারজুক রাসেল (২০২০)
হাওয়া দেখি, বাতাস খাই―মারজুক রাসেল (২০২২)

#মোস্তফা_সারওয়ার_ফারুকীর ব্যাচেলর (২০০৪) চলচ্চিত্রের মাধ্যমে প্রথম অভিনয়ের সূচনা হয় তার। এছাড়াও মেইড ইন বাংলাদেশ(২০০৭), রাত্রীর যাত্রী (২০১৭), সাপলুডু( ২০১৯) চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর তিনি বহু টেলিভিশন নাটক,বিজ্ঞপনেও অভিনয় করেন। তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক #মোস্তফা_সারওয়ার_ফারুকীর 'আয়না মহল'।
এছাড়াও একাধিক মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি ঘুড়ি তুমি কার আকাশে উড়ো(২০১২), স্মৃতিকথা(২০১৭) ইত্যাদি......

এতগুলো সময় কেটে গেলেও আজো ঠিক প্রথম সময়ের মতই পাগলাটে। খ্যাতির সাগরের দুর্বার ঢেউয়ে তিনি যে পথ হারিয়ে বদলে যাননি – সেটা তাঁর জীবন যাপন, স্যোশাল মিডিয়ায় তাঁর লেখালেখি দেখলেই পরিস্কার হয়ে যায়। হবে নাই বা কেন, তিনি তো ‘অনেক-কিছুই-ছাইড়া-আসা-লোক’!

কবি,গীতিকার, মডেল, অভিনেতা। একজন 'মারজুক রাসেল' যাকে এই পর্যন্ত আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।

লেখা: সংগৃহীত
ত্যালফ্যাল ছাড়া, যে রান্ধে―
মারজুক রাসেলের জিনিস―গোল্লা
হাওয়া দেখি, বাতাস খাই―মারজুক রাসেল

#মারজুক_রাসেল #মাস্তিক

ময়মনসিংহ রেলস্টেশনে বসে বই পড়া মানুষটি হলেন সৈয়দ নজরুল কলেজের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক সুভাষ স্যার। যারা উনার ক্...
13/08/2023

ময়মনসিংহ রেলস্টেশনে বসে বই পড়া মানুষটি হলেন সৈয়দ নজরুল কলেজের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক সুভাষ স্যার।

যারা উনার ক্লাস করার সুযোগ পেয়েছেন তারা নিঃসন্দেহে নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন।
এই বয়সে তিনি গফরগাঁও থেকে ট্রেনে এসে(প্রায় ৪০কিমি) ক্লাস নিয়ে আবার ট্রেনে চলে যান। টিফিন বক্সে খাবার নিয়ে আসেন নাকি শুধু ভাত আর সবজি।

এমন হয়েছে ক্লাসে কেউ বুঝতে পারেনি শুনলে উনি ক্লাস শেষে অফিসে নিয়ে পাশে বসিয়ে বুঝিয়েছেন। শুনেছিলাম স্টেশনে কেউ একজন তাকে কোন প্রশ্ন করায় তাকে বোঝানোর জন্য উনি ট্রেন ছেড়ে দিয়েছিলেন।

উনার মত মহান মানুষদের জন্যই হয়ত পৃথিবীটা আজও অনেক সুন্দর! 🤲💚

13/08/2022

প্রসঙ্গ যখন নিস্বার্থ ভালবাসার ✨

তখন মা-বাবা ই সেরা🖤🌻

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ovi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ovi:

Videos

Share

Category