06/05/2023
ভালোবেসে ভাঙতে ভাঙতে জীবন যখন নিকোটিনের ধোঁয়াই পুরোপুরিভাবে আটকে যাবে, পরিবার আত্মীয়-স্বজন ভালোবাসার মানুষ, সবাই নিজ নিজ জায়গা থেকে দূরত্ব বাড়িয়ে দিবে। তখন পিছনে ফিরে আসার সুযোগ থাকলেও পিছুটান থাকবে না, তাই পিছনে আর কখনো ফিরে আসা হবে না। থমকে যাবে এ জীবন, ভেঙে যাবে বেঁচে থাকার ইচ্ছে শক্তি, সবকিছুর প্রতি জন্মানো ভালোবাসা উড়ে যাবে নিকোটিনের ধোঁয়াই পুড়ে যাবে হৃদপিণ্ড। হঠাৎ হবে ঝাপসা চোখ খুব স্বল্প সময়ে হবে এ জীবনের সমাপ্তি..🖤🍁