Raj Suma official

Raj Suma official Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raj Suma official, Digital creator, Fulbaria.
(2)

07/10/2024

আজকে আমার লাইবে সব ডংগিলারা

29/09/2024

থমকে যাওয়া সময়,
দমকা হাওয়ার আঘাতে হঠাৎ বলে উঠলো_
আচ্ছা আমি কী জীবিত নাকি মৃত!!

ঝরে যাওয়া ফুল,
মরে যাওয়া ফুলকে দেখে আচমকা বলে উঠলো_
আচ্ছা আমি কী জীবিত নাকি মৃত!!

খাচায় বন্দি পাখি,
উড়ে যাওয়া পাখিকে দেখে প্রশ্ন করলো_
আচ্ছা আমি কী জীবিত নাকি মৃত!!

রাতের আঁধার,
দিনের আলোকে দেখে জিজ্ঞেস করলো_
আচ্ছা আমি কী জীবিত নাকি মৃত!!

ছুটে চলা বাস্তবতা,
স্থবির কল্পনাকে দেখে বলে উঠলো _
আচ্ছা আমি কী জীবিত নাকি মৃত!!

অজস্র যন্ত্রণা,
একরাশ আনন্দকে দেখে বলে উঠলো _
আচ্ছা আমি কী জীবিত নাকি মৃত!!

অবহেলিত কান্না,
হাসিখুশি হাসিকে প্রশ্ন করলো_
আচ্ছা আমি কী জীবিত নাকি মৃত!!

বন্দি স্মৃতির দীর্ঘশ্বাস,
স্বস্তির নিশ্বাসকে দেখে আনমনে বললো_
আচ্ছা আমি কী জীবিত না মৃত!!

ঠিক তেমনি করে আমি,
আমার আমিকেই প্রশ্ন করলাম_
আচ্ছা আমি কী জীবিত নাকি মৃত!!

-জীবিত নাকি মৃত!!-

পুরুষ আটকায় শেষ বয়সে। যখন তার আর গতি থাকে না। ছেলে মেয়েরা বড় হয়ে যার যার জীবন গড়ে নেয়। পুরুষ শেষ বয়সে বউয়ের নাম...
20/09/2024

পুরুষ আটকায় শেষ বয়সে। যখন তার আর গতি থাকে না। ছেলে মেয়েরা বড় হয়ে যার যার জীবন গড়ে নেয়। পুরুষ শেষ বয়সে বউয়ের নামে তখন একটা বাড়ি করে, কিংবা একটা ফ্ল্যাট কিনে। পোস্টঅফিসের লাখ পঞ্চাশ টাকা তখন বউয়ের নামেই থাকে। ব্যাংক ব্যালেন্স, পেনশনের টাকা তখন আর নমিনি নয়, একদম বউয়ের নামেই জমা রাখে। অথচ যৌবনে এতে ছিলো বড্ড ভয়। বউ যদি তার টাকা নিয়ে অন্য কারো সঙ্গে চলে যায়! তাই বৃদ্ধকালে পুরুষ আটকায় বউয়ের আঁচলে। যখন তার বাবা মা পৃথিবীতে থাকে না। বাবা মা জীবিত থাকলে কোন পুরুষই স্ত্রীর মান সম্মানের প্রতি সচেতন থাকে না। তাই পুরুষ আটকায় যখন স্ত্রী ছাড়া তার আর কোন অপশন নেই। যৌবন থাকতে বউকে বলে আমার ঘর থেকে বের হয়ে যাও, আমার কোন কিছুই তোমার নয়। আর বৃদ্ধ বয়সে বলে, আমার সব সম্পদ তোমার, প্লিজ আমার সেবা করো। বোকা পুরুষ এটা বুঝে না, যৌবনে যার সাথে গভীর প্রণয় হলো না, বৃদ্ধ বয়সে তাকে আটকিয়ে কি লাভ! বৃদ্ধ পুরুষটির সাথে তার স্ত্রীরও তখন এক পা কবরে।‌ এতো সম্পদ দিয়ে স্ত্রী তখন কি করবে, যার যৌবণে একটা শখ পূরণ করতে সারারাত কাঁদতে হয়েছে!🙂
#সংগৃহীত

একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দুরত্ব বেড়ে যায়।তখন সে গহনা, শাড়ি, দামী জিনিস এসবের প্রতি ভালোলাগ...
17/09/2024

একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দুরত্ব বেড়ে যায়।
তখন সে গহনা, শাড়ি, দামী জিনিস এসবের প্রতি ভালোলাগা খুঁজে পায়।
স্ত্রী হলো মাটির মত আর ভালোবাসা হলো জল,
আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মত আকৃতি দিতে পারবেন।
আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ্য টাকা দামের জিনিস চাইবেনা, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে ৩০ টাকা দামের ফুচকা খান।আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবেনা, আমাকে দামী গাড়ী কিনে দাও, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুট খোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান।
পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবেনা আমার কষ্ট হচ্ছে,যদি আপনি আপনার স্ত্রীর কে ভালোবেসে কপালে একটা চুমু খান, তাঁর কাজে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক করেছো।
ভালোবাসা তো শুধু দামী জিনিসের মধ্যেই লুকিয়ে থাকেনা,মাঝে মধ্যে ভালবাসা ১৫ টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া ৩০ টাকা দামের কাচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে।
কেয়ার থাকলে সংসার যুদ্ধ ক্ষেত্র না হয়ে, হবে স্বর্গতাই নিজের স্ত্রীকে উত্তম ভালবাসাটা দিন।😍❤️

12/09/2024

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল।
পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে
সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত
কিন্তু সে লাফ দেয় না । সে সহ্য করতে থাকে।
আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়
তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার
কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত শক্তি তার থাকে না।
পানি আরও গরম হতে থাকে যার ফলে সে গরম পানিতে ফুটে একটা সময় মারা যায় ।
এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা গেছে ??
তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে ।
কিন্তু না সে গরম পানির জন্য মারা যায়নি
সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারনে।
ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কাল পাত্র ভেদে
একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে কিন্তু
আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের বুঝতে হবে কখন সরে যাওয়া উচিত অর্থাৎ
সঠিক সময়ের সিদ্ধান্ত সঠিক সময় নেওয়া উচিত।
আবেগ ভালবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত নেওয়া উচিত না
।ফ্যাক্ট: হাসু আপা
(সংগৃহীত)

এই দেশ কারো বাপের না 🇧🇩নতুন টাকা 🥰
05/09/2024

এই দেশ কারো বাপের না 🇧🇩
নতুন টাকা 🥰

05/09/2024

শুনলাম, কুমিল্লার রসমালাই নাকি
দিনে ১০ হাজার রুপির বিনিময়ে ভাড়ায় থাকছেন কলকাতায় 🤨
ওনি না বলেছিলো, ঘরে ঘরে খবর দে, এক দফার কবর দে😂😂কোথায় গেলো সে গর্জন?

27/08/2024

মুগলায় কে কে খাবেন

01/08/2024

হাজারো ঝগড়া হবে কিন্তু বিচ্ছেদ হবেনা কোনোদিন

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raj Suma official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Fulbaria

Show All