12/10/2024
মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করতে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি’পালন করুন,বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো দাঁড়াতে পারেন।……...............জনাব সাজ্জাদুর রহমান
যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক সিলেট
সিলেট শহরের অন্তর্গত ৪ নং ওয়ার্ড হাউজিং এস্টেট এলাকায় উম্মুল কুরা একাডেমিতে চেতনা যুব পরিষদের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন হয়েছে।
আজ শনিবার 14 অক্টোবর সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন।
এসময় প্রায় ২ শতাধিক ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে, শিক্ষার্থী অভিভাবক শিক্ষক ও সাধারণ মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়।
চেতবা যুব পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ কাউসার আহমদের পরিচালনায় এই ব্লাড গ্রুপ নির্ণয়
অনুষ্ঠানের শুরুতেই কালামে পাক তেলাওয়াত করেন একাডেমি শিক্ষার্থী সমায়ুন আহমেদ।
আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব সায়েফ বখত চৌধুরী বলেন, আমাদের দেশে বছরে রক্তের চাহিদা আনুমানিক ৮-১০ লাখ ব্যাগ। দেশের জনসংখ্যার তুলনায় এ চাহিদা একেবারেই নগণ্য। তবে এখনো স্বেচ্ছা রক্তদানে ঘাটতি রয়েছে। ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমেই স্বেচ্ছা রক্তদাতা বৃদ্ধি করে এ চাহিদা মেটানো সম্ভব।
সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল হাসিব সাহেব বলেন, নিয়মিত রক্তদানে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণেরও বেশি কমে যায়। তার পরেও রক্তদানে অনাগ্রহী বেশির ভাগ মানুষ। তবে প্রয়োজনীয় রক্তের চাহিদা আমরা এখনো মেটাতে পারছি না। অথচ রক্তদানের জন্য ইচ্ছাশক্তিই যথেষ্ট। ধর্মীয়ভাবেও রক্ত দান অত্যন্ত পুণ্যের কাজ।
উম্মুল কুরা ফাউন্ডেশনের পরিচালক আহমাদুল উমামা বলেন রক্তদানের ব্যাপারে জনসচেতনতা সর্বত্র ছড়িয়ে দেওয়া প্রয়োজন। একটি জনগোষ্ঠীর অল্প কিছু অংশ মানুষ যদি নিয়মিত রক্তদান করেন তাহলেই রক্তের অভাবে কোনো মানুষের মৃত্যু হবে না। আমাদের ছোট্ট একটু ত্যাগ স্বীকার হাসি ফোটাতে পারে লাখো মানুষের জীবনে
“মানবতার টানে সদা প্রস্তুত মোরা রক্তদানে’ এই স্লোগান ধারণ করে “চেতনা যুব পরিষদ কাজ করে যাচ্ছে। মানুষকে সচেতন করার লক্ষে লিফলেট বিতরণ মাইকিং এবং রক্ত গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানানো, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, বিনামূল্যে রক্ত জোগাড় করে দেয়া, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তাসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে আদর্শ সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখার যুগ্ন পরিচালক জনাব সাজ্জাদুর রহমান সাহেব বলেন, যে মহৎ উদ্যোগ নিয়ে এ কর্মসূচি গ্রহণ করলাম সেখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
একটি মানুষও যাতে রক্তের অভাবে মারা না যান সে বিষয়ে সচেতনতামূলক কার্যপরিধি ক্রমান্বয়ে বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
, এ কর্মসূচির মুখ্য উদ্দেশ্যই হলো মানবতার সেবায় নিজেকে এগিয়ে আনতে সচেতনতা তৈরি করা।
এক্ষেত্রে শিক্ষার্থীরা যে ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়। এ জন্য তিনি শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান।
, এ ধরণের মহতি উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখতে শিক্ষার্থীদের সকল ধরণের সহযোগিতা নিশ্চিত করা হবে যাতে যেকোন সংকটে শিক্ষার্থীরা রক্তের যোগান নিশ্চিত করতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে প্রতি বছর ৯ কোটি ২০ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন। আর বাংলাদেশে বছরে ৮ থেকে ৯ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন যেখানে পাওয়া যায় ৬ থেকে সাড়ে ৬ লাখ মাত্র। অতিরিক্ত রক্তের জন্য সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি ও রক্তদানের উপকারিতার কথা তুলে ধরার পরামর্শ দেন বিশেষজ্ঞগণ।
উল্লেখ্য, বাংলাদেশে সরকারিভাবে ২২৩ টি রক্ত পরিসঞ্চালন কেন্দ্র (ব্লাড ব্যাংক) রয়েছে।
রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাউজিং এস্টেট সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওলায়েত হোসেন লিটন, প্রবাসী কমিউনিটি নেতা ও হার্ট ফাউন্ডেশন এর ফাউন্ডার জনাব আজাদ আলী।
উম্মুল কুরা একাডেমি শিক্ষক ইস্ট পয়েন্ট কলেজের ইংরেজি প্রভাষক হাফেজ মাওলানা সৈয়দ হোমহাম সাহেব একাডেমির শিক্ষক সুলতান আহমেদ স্যার
চেতনার সহ সাংগঠনিক সম্পাদক হাকিম আফরোজ হোসেন, বিশিষ্ট সমাজসেবী বসুন্ধরা মটরস এর পরিচালক তোফায়েল আহমেদ, আব্দুল মুকিত অপি এডভোকেট, আব্দুল সুবহান আজাদ, সহ সভাপতি চেতনা, সাইফুল করিম চৌধুরীর হায়াত, মুক্তা আহমদ, লুতফুর রহমান, আখলাকুল আম্বিয়া, প্রিন্সিপাল উম্মুল কুরা একাডেমি মাওলানা আহমদ নাজি প্রমুখ