Horizon Horizon

Horizon Horizon ইতিহাস, ঘটনাপ্রবাহ, চরিত্র, গল্প, উপন্? ইতিহাস, ঘটনাপ্রবাহ, চরিত্র, গল্প, উপন্যাস, রচনা, সায়েন্সফিকশন, কবিতা, কৌতুক ইত্যাদি বিষয়ে সৃজনশীল লেখা

30/10/2022

Shakib tui ki khela bujhos ??

27/10/2022

লাজ লজ্জা থাকলে এখনই দল থেকে সরে দাঁড়ানো দরকার তোর!
দর্শকদের সাথে অশ্লিল অঙ্গ-ভঙ্গি করে বেয়াদবি, দলের সতীর্থ খেলোয়াড়দের নিয়ে রাজনীতি এগুলো দলের কল্যান বয়ে আনে না। তবু্ আমাদের পাগল দর্শক বোঝে না দলের জন্য কে ভালো কে ক্ষতি !
তুই তো আহামরি ভালো বোলার নাকি - ব্যাটার ?
বলিং আর ব্যাটিং মিলিয়ে টপ অব অলরাউন্ডার হওয়া যায় ভালো ব্যাটার বা বোলার হওয়া যায় না।
বাসের কন্ট্রাক্টরি করে দল নেতা হওয়া যায় না!
বাংলার গর্দভ দর্শক বোঝেনা সেকি ব্যাটিং RANKING প্রথম নাকি বোলিংয়ে ?
ওইরকম অলরাউন্ডার গলিতেও পাওয়া যায়।
খেলা একটু পারলে হয় না সেটাকে কৌশলে লাগাতে হয়।

20/07/2022

💡💡বিদ্যুৎ সাশ্রয়ে গৃহীত পদক্ষেপে দরকার কিছু সমন্বয় সাধনঃ-💡💡
🔯🔶🟢🔷🔯🔶🟢🔷🔯🔶🟢🔷🔯🔶🟢🔷

🟢🟢🟢বিদ্যুৎ ঘাটতি একটি বৈশ্বিক সমস্যা। বর্তমানে বাংলাদেশেও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেডিং এর মাত্রা প্রকট আকার ধারণ করে জনজীবন দূর্বিসহ করে তুলেছে। এর থেকে পরিত্রাণ পেতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ও বিদ্যুৎ বিভাগ গ্রহণ করেছে নানান পদক্ষেপ।

🟢🟢 বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের গৃহীত পদক্ষেপের সাথে আমার নিম্নলিখিত পন্থা সমন্বয় করলে ১০০% বিদ্যুৎ সমস্যা সমাধান হবে- ইনশাল্লাহ।

1️⃣ ✅🔯 ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রি-পেইড গ্রাহক (আবাসিক ও বাণিজ্যিক) মিটার চিহ্নিত করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা (যা সরকারের গৃহীত পদক্ষেপে নেই):-

🔯🔯বিদ্যুতের বেশী অপচয় হয় শহর (বাণিজ্যিক ও শিল্প কাজে) এলাকায় ।
বর্তমানে শহর এলাকায় আবাসিক ও বাণিজ্যিক খাতে প্রায় সকল গ্রাহকই প্রি-পেইড মিটারের আওতাভূক্ত।
🔯🔯প্রি-পেইড মিটার একটি সিস্টেমে নিয়ন্ত্রাণাধীন। সিস্টেমের ডাটা-বেইজে সকল গ্রাহকের ডাটা সংরক্ষিত কোন গ্রাহক কী ধরণের মিটার (আবাসিক বা বাণিজ্যিক) ব্যবহার করে তাও সিস্টেমের জানা এবং সিস্টেমে নিয়ন্ত্রণাধীন।
🔯🔯যদি প্রি-পেইড মিটার কোন সমস্যা বা রিচার্জের টাকা শেষ হয়ে যায় তখন সাথে সাথে মিটার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় বা মিটার লক হয়ে যায়।
ডিজিটালাইজেশনের এই কৌশল কাজে লাগিয়ে সিস্টেম যদি প্রত্যেকটি আবাসিক ও বাণিজ্যিক গ্রাহককে আলাদা করে সরকারের বেঁধে দেওয়া অফিস চলাকালীন সময়ের পর বাণিজ্যিক খাতের গ্রাহকের মিটারগুলো নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ (লক) করে দেয়া হয় তাহলে ওই মিটারগুলোতে বিদ্যুৎ সরবরাহও বন্ধ থাকবে। অর্থাৎ একই সময়ে একই লোড-শেডিংয়ের এলাকায় প্রয়োজনীয় গ্রাহকরা বিদ্যুৎ পাবে অপ্রয়োজনীয় গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তাহলে ১০০% বিদ্যুৎ সাশ্রয় হবে এবং ওই সময়ে আবাসিক খাতেও কোন প্রকার বিদ্যুতের ব্যাঘাত ঘটবে না।

2️⃣ ✅🔯 ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রি-পেইড আবাসিক খাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা (যা সরকারের গৃহীত পদক্ষেপে নেই):-
ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রি-পেইড সিস্টেমে যে রূপ ভাবে বাণিজ্যিক মিটার আলাদা করে বিদ্যুৎ সরাবরাহ বন্ধ করা যাবে অনুরূপভাবে অফিস চলাকালীন সময়ে কিংবা সরকারের বেঁধে সময়ের ভিতর আবাসিক খাতের মিটারগুলো চিহ্নিত করে নির্দিষ্ট সময়ের আবাসিক খাতের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা যাবে। অর্থাৎ একই সময়ে একই এলাকায় বিদ্যুৎ সাশ্রয়ও হবে আবার বাণিজ্যিক খাতেও বিদ্যুতের কোন প্রকার ব্যাঘাত ঘটবে না।

3️⃣ ✅🔯 পোস্ট-পেইড ও প্রি-পেইড মিটার গ্রাহক কিংবা অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা (যা সরকারের গৃহীত পদক্ষেপে আছে):-
🔯🔯পল্লী এলাকায় প্রায় প্রত্যেক গ্রাহকই হচ্ছে পোস্ট-পেইড মিটারধারী আবাসিক গ্রাহক। এসব এলাকায় সরকারের গৃহীত পদক্ষেপে ডিজিটালাইজেশনের মাধ্যমে ঘন্টা ভিত্তিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা যেতে পারে যা বর্তমানে চলতেছে।
🔯🔯শহর এলাকায় প্রি-পেইড গ্রাহকের ক্ষেত্রে যখন অতিরিক্তি বিদ্যুৎ ঘাটতি দেখা দেয় তখন এলাকা ভিত্তিক নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা যেতে পারে। এ ক্ষেত্রে প্রি-পেইডের ডিজিটালাইজেশন সিস্টেম থেকে বন্ধ করার দরকার নেই বিদ্যুতের লাইন বন্ধ করাটাই দরকার। যা বর্তমানে চলতেছে।

🔯🔯🔯উপরোক্ত পদক্ষেপ হচ্ছে সরকার ও বিদ্যুৎ বিভাগের।
🔯🔯🔯এ ছাড়াও আমরা সাধারণ নাগরিক হিসেবে আমাদের বিদ্যুতের সাশ্রয়ে দায়িত্ব হলো-
✅🔯 বাসা বাড়িতে প্রয়োজন ছাড়া লাইট-ফ্যান না জ্বালানো অযথা বিদ্যুতের অপচয় না করা।
✅🔯 বাসা বাড়িতে যেহেতু ভোরের দিকে তেমন গরম অনুভূত হয় না তখন চালানো ফ্যানটির সুইচ বন্ধ রাখা।
✅🔯 অফিস চলাকালীন সময়ে অতিরিক্ত লাইট না জ্বালানো।
✅🔯 অফিস চলাকালীন সময়ে গরমের সময় এসি ব্যবহার কম রাখা অর্থাৎ পরিবেশ ঠান্ডা হলে এসি কিছু সময়ের জন্য বন্ধ রাখা।

🔯🔯🔯 উপরোক্ত পদক্ষেপ অনুসরণ করলে আমার মনে হয় বিদ্যুৎ সাশ্রয়ে আমরা ১০০% সফল হবো এবং আমাদের কোন প্রকার ব্যাঘাত ঘটা ছাড়া প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ পাব। ইনশাল্লাহ।

Address

Chittagong
Fulbaria
4000

Alerts

Be the first to know and let us send you an email when Horizon Horizon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Horizon Horizon:

Share

Nearby media companies


Other Media/News Companies in Fulbaria

Show All

You may also like