Aminul islam official

Aminul islam official 󰦉
(16)

02/11/2024

অনেকেই মনে করেন ব্যবসা বাড়াতে অনেক টাকা লাগে!
কিন্তু ব্যবসায় টাকার থেকেও বেশি লাগে পরিকল্পনা আর দিকনির্দেশনা!
সঠিক পরিকল্পনা ও সঠিক দিকনির্দেশনা থাকলে আপনার ব্যবসায় শতভাগ সাফল্যের আশা করা যায়!
Aminul fashion world দিচ্ছে আপনাদের সঠিক গাইড লাইন ও সঠিক ব্যবসায়ীক পরিকল্পনা!
তাই চলে আসুন আমাদের অফিসে অথবা আমাদের কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করুন
Aminul islam
01876935131
01836485253
Aminul fashion world
৩৮/৬/৩/খ,নর্থ ব্রুক হল রোড(সিটি কর্পোরেশন মার্কেট), লালকুঠি সদরঘাট, ঢাকা!

17/10/2024
ড. মুহাম্মদ খানী বলছেন - একদিন আমি আমার গাড়িতে বসে ছিলাম, হঠাৎ প্রায় ষোল বছর বয়সী এক কিশোর এসে আমাকে বলল, স্যার আমি কি ...
29/08/2024

ড. মুহাম্মদ খানী বলছেন - একদিন আমি আমার গাড়িতে বসে ছিলাম, হঠাৎ প্রায় ষোল বছর বয়সী এক কিশোর এসে আমাকে বলল, স্যার আমি কি আপনার গাড়ির সামনের গ্লাসগুলো পরিস্কার করে দিতে পারি?
আমি বললাম - হ্যাঁ।
সে যত্ন করে গ্লাস পরিষ্কার করে দিলে আমি তার হাতে ২০ ডলার গুঁজে দিলাম।ছেলেটি খানিক অবাক হয়ে বলল, আপনি কি আমেরিকায় থাকেন?আমি বললাম - হ্যাঁ। কেন?
সে বলল, আমি কি এই ২০ ডলারের বদলে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে কিছু কথা জানতে পারি?
আমি তার বিনয় ও লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তাকে কাছে ডেকে নিয়ে আলাপ শুরু করে দিলাম।
আলাপের শেষ দিকে তাকে জিজ্ঞাসা করলাম - তুমি এভাবে রাস্তায় গাড়ি পরিস্কারের কাজ করে বেড়াচ্ছ কেন , তুমি তো একজন মেধাবী ছাত্র?
উত্তরে সে বলল, আমার দু বছর বয়সেই আমার বাবা মারা যান। আমার মা মানুষের বাসায় কাজ করেন। আমি এবং আমার ছোট বোন বাইরে টুকটাক কাজ করে বেড়াই বাড়তি কিছু রোজগারের আশায় যা দিয়ে আমাদের লেখাপড়ার খরচ চলে। আমি শুনেছি আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো নাকি মেধাবী ছাত্রদের উচ্চতর লেখাপড়ার জন্য স্কলারশিপ দেয়। আমার খুব ইচ্ছা সেখানে পড়ার।কিন্তু সেখানে আমাকে সাহায্য করার মত তো কেউ নেই।
আমি বললাম - চলো, আগে আমরা একসাথে ডিনার করি।
সে বলল, একটি শর্তে আপনার দাওয়াত কবুল করতে পারি। আর তা হল বিনিময়ে আমি আপনার গাড়ির পেছনের গ্লাসগুলোও পরিষ্কার করে দেব।
আমি কথা না বাড়িয়ে তা মেনে নিয়ে হোটেলে ঢুকলাম।খাবার অর্ডার করলে সে ওয়েটারকে বলল তারগুলো পার্সেল করে দিতে। সে বাসায় গিয়ে তার মা আর বোনকে নিয়ে খাবে। খেয়াল করলাম তার ইংরেজি ভাষায় দক্ষতা অসামান্য।
বিদায় বেলায় সিদ্ধান্ত হল সে তার কাগজপত্রগুলো আমাকে দিবে, আমি সাধ্যমতো চেষ্টা করব।
এভাবে দীর্ঘ ছয়মাস পর আমি তাকে আমেরিকা এনে ভালো একটি প্রতিষ্ঠানে ভর্তি করতে সক্ষম হলাম।
সে তার তার মেধা ও অধ্যবসায়ের জোরে কয়েক বছরের মধ্যেই আধুনিক টেকনোলজির কনিষ্ঠ টেক ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিতি লাভ করে। নিউইয়র্ক টাইমসের পাতায় তাকে নিয়ে লিড নিউজ হলে সারা বিশ্বে হইচই পড়ে যায়।
তার ঈর্ষনীয় সফলতায় আমি ও আমার পরিবার যারপরনাই আনন্দিত হই। এদিকে তাকে না জানিয়ে তার মা ও বোনের ভিসা ব্যবস্থা করে আচমকা তার সামনে আমেরিকায় নিয়ে এসে তাকে বড়সড় সারপ্রাইজ দিয়ে চমকে দেই। তাদের দেখে সে বোবা বনে যায়। এমনকি কাঁদতে পর্যন্ত ভুলে যায়।
এখন সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষকদের একজন।
তারও কিছুদিন পর আমি একদিন বাসা থেকে রাস্তার দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে যাই। দেখি সে বাইরে দাঁড়িয়ে আমার গাড়ির গ্লাসগুলো পরিষ্কার করছে!চটজলদি দৌড় গিয়ে তাকে বাধা দিয়ে বলি - এগুলো কি করছো?সে অশ্রুসজল চোখে বলল, ছাড়ুন স্যার! আমাকে আমার কাজ করতে দিন। যেন আমি আমার পরিচয় ভুলে না যাই। আমি মনে রাখতে চাই আমি কি ছিলাম আর আজ কি হলাম। এবং আপনি আমার জন্য কী করেছেন!
এই সেই ফি'লি'স্তিনি যুবক ফরিদ আব্দুল আলী। যিনি বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ তরুণ প্রফেসর।
সংগৃহীত

আলহামদুলিল্লাহ।শুরু হয়ে গেছে সংস্কার। বিমানবন্দরের টানাপার্টির সিন্ডিকেট নেই। প্লেন থেকে নেমেই বিনামূল্যে স্বজনদের কাছে ...
29/08/2024

আলহামদুলিল্লাহ।
শুরু হয়ে গেছে সংস্কার। বিমানবন্দরের টানাপার্টির সিন্ডিকেট নেই। প্লেন থেকে নেমেই বিনামূল্যে স্বজনদের কাছে ফোন করতে পারবেন। আপাতত ১০টি সেট বসানো হয়েছে। ৫-১০ মিনিটেই লাগেজ হাতে পাবেন। বাইরে লাগেজ টানাটানি করার দুঃসাহস কারো নেই।

সিন্ডিকেট বৈষম্য দূরিভূত।

সরকারের দিকে তাকানোর দরকার নাই।নিজ এলাকার রাস্তা নিজেরা ঠিক করে নিন।আহা কি সুন্দর দৃশ্য 💗পরশুরামে ২০০ জন যুবক মিলে ৫ কিল...
29/08/2024

সরকারের দিকে তাকানোর দরকার নাই।
নিজ এলাকার রাস্তা নিজেরা ঠিক করে নিন।

আহা কি সুন্দর দৃশ্য 💗
পরশুরামে ২০০ জন যুবক মিলে ৫ কিলোমিটার রাস্তা সংস্কার করে ফেলেছে🟢 এর থেকে চমৎকার সংবাদ আর কি হতে পারে💚
Collected

মাত্র ২৪ ঘন্টায় ২০ কোটি টাকা সংগ্রহ করেছেন। কই কথা ছিল এসি গাড়িতে যাবেন, তা না, এই গরমে গাদাগাদি করে এক হাত বাহিরে বের ক...
27/08/2024

মাত্র ২৪ ঘন্টায় ২০ কোটি টাকা সংগ্রহ করেছেন। কই কথা ছিল এসি গাড়িতে যাবেন, তা না, এই গরমে গাদাগাদি করে এক হাত বাহিরে বের করে ট্রাকের সামনের সিটে!
এটাই হল মানুষের টাকার প্রতি দায়বদ্ধতা।
এটাই আল্লাহকে জবাবদিহিতার ভয়।

অনন্য এক চরিত্রের নাম আহমাদুল্লাহ ও সোহাগ ভাই।

তারা আল্লাহ্”কে ভালবাসেন, আমিও তাদের’কে আল্লাহর জন্যই ভালবাসি☝🏼

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষদের জন্য ত্রাণসামগ্রী প্রস্তুতির কাজে অংশগ্রহণ করা একজন স্বেচ্ছাসেবক
25/08/2024

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষদের জন্য ত্রাণসামগ্রী প্রস্তুতির কাজে অংশগ্রহণ করা একজন স্বেচ্ছাসেবক

🎤আমীরে জামায়াতে কথা..!"আপনারা হয়তো শুনে থাকবেন আমরা রিলিফ দিতে এসেছি, না আমরা রিলিফ দিতে আসেনি। আপনারা যদি আমাদের ভাই ও...
24/08/2024

🎤আমীরে জামায়াতে কথা..!
"আপনারা হয়তো শুনে থাকবেন আমরা রিলিফ দিতে এসেছি, না আমরা রিলিফ দিতে আসেনি। আপনারা যদি আমাদের ভাই ও বোন হন, তাহলে আপনাদের বাড়িতে বেড়াতে এসেছি, আসার সময় হাতে করে কিছু হাদিয়া নিয়ে এসেছি।"
---- Dr. Shafiqur Rahman

ড.আবেদ চৌধুরী স্যারের পঞ্চব্রীহি ধান উদ্ভাবন।।খাদ্য সংকটের বিশ্বে বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে দিয়েছেন তিনি ! জমিতে একবার চা...
24/08/2024

ড.আবেদ চৌধুরী স্যারের পঞ্চব্রীহি ধান উদ্ভাবন।।

খাদ্য সংকটের বিশ্বে বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে দিয়েছেন তিনি ! জমিতে একবার চারা রোপণ করে পাঁচবার ফলন দেয়া পঞ্চব্রীহি ধান উদ্ভাবন করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। খাদ্য সংকটের আগামীর বিশ্বে যা বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের এমআইটি বিশ্ববিদ্যালয়ে বিশ্বের সেরা সব বিজ্ঞানীদের সাথে তিনি গবেষণা করেছেন। বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের স্বার্থেই তিনি বাংলাদেশেই তার সেই গবেষণা কাজে লাগিয়েছেন।
এতবড় একটা আবিষ্কার করে যিনি আমাদের মত জনবহুল একটি দেশের খাদ্যের যেন ঘাটতি না হয় সে ব্যাবস্থা করলেন আমরা সতেরো কোটি + মানুষের মধ্যে কজনইবা আমরা জানি বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী স্যারকে??
বিনম্র শ্রদ্ধা জানাই এই প্রচার বিমুখ মানুষটিকে।

তথ্য সুত্র :

কান্না করতেও ভয় লাগে যদি আরেক ফোটা পানি বেড়ে যায়....হে আল্লাহ আপনি সবাই কে হেফাজত করুন 🤲🥲
22/08/2024

কান্না করতেও ভয় লাগে যদি আরেক ফোটা পানি বেড়ে যায়....
হে আল্লাহ আপনি সবাই কে হেফাজত করুন 🤲🥲

কোরবানির সময় গ*রুর গো*শত সকলেই মেপেছেন। জানেন কালকে ফি'লি'স্তিনে মানুষের গো'শত মাপা হয়েছে ⁉️কালকে তাবিই'ন নামক স্কুলে ...
14/08/2024

কোরবানির সময় গ*রুর গো*শত সকলেই মেপেছেন। জানেন কালকে ফি'লি'স্তিনে মানুষের গো'শত মাপা হয়েছে ⁉️

কালকে তাবিই'ন নামক স্কুলে ফজরের নামাজ পড়ার সময়ে মুসল্লীদের উপরে দ খ ল দার ই/জ*রা য়েলির বো*ম্বিংয়ে ১০০ উপরে নামাজরত মুসল্লী মা*রা যায়। তাদের অবস্থা এমন হয়েছিল যে লা''শ শনাক্ত করা যাচ্ছিলো না।

প্রতি ৭০ কেজি মাং'স মেপে একজন মৃ''ত মানুষ হিসাবে দা'ফন করা হয়েছে! আল্লাহ তুমি মাজলুমদের মুক্তি দাও!

আজ১৪ই আগস্ট কোটি কোটি মানুষের হৃদয়ের  স্পন্দন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহঃ) এর প্রথম  শাহাদাত বার্ষিকী।👉সবাই ...
14/08/2024

আজ১৪ই আগস্ট কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহঃ) এর প্রথম শাহাদাত বার্ষিকী।

👉সবাই দোয়া করবেন মহান আল্লাহ তা"আলা যেনো হুজুর কে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন " আমিন🤲

গাড়ি পার্কিং, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি❤️
11/07/2024

গাড়ি পার্কিং, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি❤️

Address

Dhaka
Fulbaria
DHAKABANGLADESH

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aminul islam official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aminul islam official:

Videos

Share

Nearby media companies