Pilotian's Stories - FGPHS

Pilotian's Stories - FGPHS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pilotian's Stories - FGPHS, Publisher, Feni.
(7)

ফেনী !
02/09/2024

ফেনী !

ফেনী 'তে ত্রাণ তৎপরতায় টানা তিনদিন কাজ করেছেন কর্ণফুলীর এই মাঝিরা।স্যালুট কর্ণফুলীর মাঝিরা।
02/09/2024

ফেনী 'তে ত্রাণ তৎপরতায় টানা তিনদিন কাজ করেছেন কর্ণফুলীর এই মাঝিরা।
স্যালুট কর্ণফুলীর মাঝিরা।

ফেনীতে ছাত্র হত্যা :শাহাদাত হোসেন শাহীন যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
02/09/2024

ফেনীতে ছাত্র হত্যা :শাহাদাত হোসেন শাহীন যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মুহুরী নদীর পাশে চন্দ্রপুরের একটা বাড়ি এবং রাস্তা সব এখন ধ্বংস হেয়ে গেছে।📌ফেনী
02/09/2024

মুহুরী নদীর পাশে চন্দ্রপুরের একটা বাড়ি এবং রাস্তা সব এখন ধ্বংস হেয়ে গেছে।

📌ফেনী

01/09/2024

"ওডা কান হাডাইলামু"

-ফেনী

01/09/2024

ফেনী গার্লসের প্রধান শিক্ষক নাকি কানাডায় আছে! 😅

01/09/2024

দিনরাত এক করে ফেনীতে মানুষের পাশে দাঁড়িয়েছেন। দয়া করে এমন পোস্ট দিবেন না 'আমাদের কাজ শেষ' আপনাদের কাজ শেষ কিন্ত বন্যা এখনো চলমান।

01/09/2024

ফেনী চির কৃতজ্ঞ আপনাদের কাছে।

31/08/2024

ফেনী বাসীর জীবনে আগস্টের এই ভয়াবহতা আর না আসুক, সহ্য করা যাবে না। একটা মাসে কতো ফেনীবাসী চলে গেছে।

31/08/2024

Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).

31/08/2024

বন্যা চলমান...
বন্যায় নিহত সংখ্যা বেড়ে ৫৯, সর্বোচ্চ ফেনীতে ২৩, কুমিল্লায় ১৪ ও নোয়াখালীতে ৯ জন

বন্যা কিন্তু চলে যায়নাই। প্রাথমিক ধাক্কাতে প্রচুর মানুষ কাজ করেছে। প্রচুর লেখা ছবি ভিডিও আসছিলো। এগুলো দেখে মানুষ বন্যার...
31/08/2024

বন্যা কিন্তু চলে যায়নাই। প্রাথমিক ধাক্কাতে প্রচুর মানুষ কাজ করেছে। প্রচুর লেখা ছবি ভিডিও আসছিলো। এগুলো দেখে মানুষ বন্যার ভয়াবহতা টের পাচ্ছিলো। যে যার মতো পাড়া মহল্লা থেকে টাকা সংগ্রহ করে বন্যার্তদের জন্য পাঠিয়েছেন। টিম করে ত্রাণ নিয়ে গেছেন অনেকে। একান্ত না পারলে ভলান্টিয়ারিং করেছেন।

কিন্তু ফেইসবুকে গত কয়েকদিন হুট করে একটাও বন্যার পোস্ট নেই। সব দেখি মানুষের পুরাতন ছবি নাড়াচাড়া দিচ্ছে। দশ বছর, পনের বছরের পুরানো ছবি। সবাই হাসি মজা করছে। এটা একটা চেইন রিএকশন। কেউ একজন শুরু করেছে, তারপর সবাই একে একে করা শুরু করেছে। ফলাফল টাইমলাইন থেকে বন্যা উধাও। মানুষ নতুন নতুন ইস্যু নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। কেউ আরাফাত আর হিরো আলমের মারামারির ইভেন্টও চাচ্ছে।

কিন্তু ওদিকে বন্যার পানিতে এখনো মানুষ আটকা। মৃতের সংখ্যা বেড়েই চলছে।

আমরা ফোকাসে থাকি ভাইয়েরা। আমাদের জনসাধারণের ফোকাস একদিকে থাকলে কত বড় কিছু হওয়া সম্ভব সেটা আমরা এই আগস্টেই দেখেছি। এখন আমাদের দুর্যোগ আর উন্নয়ন ছাড়া অন্য কোনদিকে ফোকাস দেওয়া ঠিক হবেনা।

মাঝে যে কয়দিন হাসিনা ইন্টারনেট বন্ধ রেখেছিলো তখন কিন্তু আন্দোলন অনেকাংশেই স্তিমিত হয়ে গেছিলো। তার কারণ হচ্ছে কানেক্টিভিটি এবং ভিজুয়ালাইজেশন। যখন আবার ইন্টারনেট কানেকশন আসলো, তখন সবাই যে যার কাছে এই কয়দিনের ছবি ভিডিও যা ছিলো সব শেয়ার দেওয়া শুরু করলো, আর আন্দোলন নতুন মাত্রা পেলো। পূর্ণ উদ্যোমে আবার সবাই লেগে পরলো।

এখানে মূল ব্যাপারটা শুধু কানেক্টিভিটিই না, যথেষ্ট ভিজুয়ালাইজেশন। প্রচুর ছবি ভিডিও, লেখালেখি।

আগামী ৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার সকাল ১০টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে ফেনীবাসী একত্রিত হবে পানি সন্ত্রাসের বিরুদ্ধে।পা...
31/08/2024

আগামী ৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার সকাল ১০টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে ফেনীবাসী একত্রিত হবে পানি সন্ত্রাসের বিরুদ্ধে।

পানির ন্যায্য হিস্যার দাবিতে আওয়াজ তুলুন, পানি সন্ত্রাস রুখে দিন, এবং বাঁধমুক্ত নদীর দাবিতে সোচ্চার হোন।

ফেনীর অবাস্তব সিচুয়েশন!
31/08/2024

ফেনীর অবাস্তব সিচুয়েশন!

31/08/2024

ডু*বন্ত ফেনীর যতোসব ছবি ক*মেন্ট করুন
⤵️

30/08/2024

এই রাতের বৃষ্টি ফেনীর মানুষ এখন ভয় পায়

এটা একটা পুকুর ছিল বন্যায় বালি এসে পুরো পুকুর ভরাট হয়ে গেছে, ধানি জমি, রাস্তাসহ সব কিছু বালির নিচে। 📌 ফেনী
30/08/2024

এটা একটা পুকুর ছিল বন্যায় বালি এসে পুরো পুকুর ভরাট হয়ে গেছে, ধানি জমি, রাস্তাসহ সব কিছু বালির নিচে।
📌 ফেনী

30/08/2024

ফেনীতে থাকা সকল উদ্ধারকর্মী দুপুরের খাবার কি ভুলে গিয়েছিল, অথচ সবার মাথায় ছিল কিভাবে বিশুদ্ধ পানি-খাবার মানুষের কাছে পৌছানো যায়

29/08/2024

ভোগান্তি মনে হলে
ঈদের ছুটিতে কি হয় ভাবেন, বোটের জন্য পেট্রোল দেয় নাই, পানি-শুকনা খাবার, ট্রাক সব আছে কিছুই দেয় নাই কেনো ভাবেন।

29/08/2024

স্টার লাইন চৌদ্দগ্রাম এভয়েড করে লাকসাম দিয়ে ঢাকায় যাচ্ছে 😅

29/08/2024

আজকে ফেনীতে ৭১জন ডা'য়রিয়া আ'ক্রান্ত রোগী ও ২৪ জন সা*পে কা*টা রোগী হাসপাতালে ভর্তি হয়ছেন‼️

29/08/2024

২৩ আগস্ট জুমার নামাজ ছিল.. আমরা সেটা ও যানতাম না ফেনীর মানুষ

29/08/2024

ভয়াবহ বন্যায় ফেনীতে মৃতের সংখ্যা বেড়ে ১৭

১১ জেলায় মোট ৫২ জন

29/08/2024

🚨এলার্ট🚨

পানিবাহিত রোগ বাড়ছে ফেনীতে, শহরের অধিকাংশ অঞ্চলেও একই অবস্থা।

চৌদ্দগ্রামে স্টারলাইনের সব গাড়ি ফেনীর দিকে রিটার্ন করে দিচ্ছে স্টুডেন্টরা। সকাল থেকে সব গাড়ি রিটার্ন করতেছে তারপর ও তারা...
29/08/2024

চৌদ্দগ্রামে স্টারলাইনের সব গাড়ি ফেনীর দিকে রিটার্ন করে দিচ্ছে স্টুডেন্টরা। সকাল থেকে সব গাড়ি রিটার্ন করতেছে তারপর ও তারা টিকেট বিক্রি করতেছে৷ তাদের জিএম কে ফোন দিলে উনি বলে কয়টা রিটার্ন করবে ছাত্ররা। কতটা ঘাড় ত্যাড়া কথাবার্তা। চৌদ্দগ্রাম কাউন্টারে তালা লাগিয়ে দিয়েছে স্টুডেন্টরা।

29/08/2024

স্টারলাইন বন্ধ করে দিছে সাধারণ মানুষ ✊

ঢাকা যেভাবে যাবেন,
ফেনী মহিপাল থেকে গ্রামবাংলা, তিশাপ্লাসে করে কুমিল্লা বিশ্বরোড নামবেন ওইখান থেকেই তিশা প্লাস, এশিয়া করে একদম কমলাপুর পর্যন্ত।

আবদুল্লাহপুরের জন্য এশিয়া এয়ারকন, রয়েল কোচ, মিয়ামি।

সার্ভিস স্টারলাইন থেকেও ভালো কোনো লোকাল যাত্রী নেয়না, ৮০ টাকা সেভও হবে।

29/08/2024

চৌদ্দগ্রামে📌 স্টারলাইনের সব গাড়ি আটকে দিচ্ছে। আবার পুনরায় ফেনী রিটার্ন করে দিচ্ছে। ফেনী থেকে আসার সময় স্টারলাইন বর্জনের চেষ্টা করুন।

28/08/2024

এখন সকালের ঘুম ভাঙে হেলিকপ্টারের শব্দে, অথচ এই হেলিকপ্টারের জন্য বৃহঃ,শুক্র,শনি আপ্রাণ চেষ্টা করছি। সেই সময়টায় আর্মিদের থেকে সাধারণ শিক্ষার্থীরাই অধিক বেশি কাজ করছে, এখনো করেই যাচ্ছে। টিভি-নিউজে সবকিছুই দেখছি কিন্তু এদের নিয়ে কিছুই দেখছি না।

ওই সময়টাতে আমরা আর্মিদের দেখিই নাই। কয়েদিদের খাবার পর্যন্ত নিয়ে গেছি আমাদের বোটে, এবার বুঝেন।

এই পোলাপান কেনো এতো পাগলের মতো ঝেপে পড়ছে ভয় ডর ছাড়া আমার জানা নাই। এক ভাইয়ের বাড়ি ভেসে গেছে উনি বলছে কোনো উদ্ধারে গেলে তাকে যেনো সাথে নেয়া হয়।

এই পোলাপান কেনো ৪০/৫০ কিলো হেটে ফেনী চলে আসছে। এরা ট্রাক না পেয়ে ভার্সিটির বাস নিয়ে ডুকে গেছে বন্যার পানিতে। এরা কেনো আমেরিকা থেকে চলে এসে ত্রান নিয়ে ডিরেক্ট ফেনী ডুকছে জানা নাই। সাতার না জানা পোলাপান লাইফ জেকেট পরে ওঠাই পানিতে কেনো নেমে গেছে জানা নাই। এ পোলাপানের ফান্ডে কেনো আপনারা সবাই লাখ লাখ টাকা দিচ্ছেন তাও জানা নাই। উদ্ধার করতে গিয়ে বন্ধু নিখোঁজ হয়েছে যেনেও ভয় নয় পেয়ে নিজেও উদ্ধার করতে কেনো চলে গেছে জানা নাই।

একটা স্বাধীনতা যেনো সব বদলে দিয়েছে।
দুই হাত নয় হাজারো হাতে কাজ চলছে, চলবে ইনশাআল্লাহ।

©Iftakharul Islam Munna

Address

Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pilotian's Stories - FGPHS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

#Pilotians_Stories

ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়

ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম বিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম। এই স্কুলটি ফেনী শহরের অন্যতম সরকারি বিদ্যালয়। ফেনীর মহকুমা প্রশাসক মৌলবী আহম্মদ, এমএ, ১৮৮৬ সালে বিদ্যালয়ে ১ম ভবন তৈরী করেন।এরপর ১৮৮৬ সালেই ততকালীন ফেনী মহকুমা প্রশাসক মহাকবি নবীনচন্দ্র সেন বিদ্যালয়টি উদ্বোধন করেন। ১৯৬৭ সনের ১৫ই আগষ্ট বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়।

ইতিহাস

১৮৮৬ সালে ততকালীন ফেনী মহকুমা প্রশাসক মহাকবি নবীনচন্দ্র সেন বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। নাম দেন ফেনী হাই স্কুল। পাকিস্তান আমলে সারা পাকিস্তানের উল্লেখযোগ্য কয়েকটি স্কুলকে ব্রিটিশ শিক্ষা প্রকল্প "পাইলট প্রজেক্টের" আওতায় আনা হয়। এর মধ্যে "ফেনী হাই স্কুল" ও ছিল। পাইলট প্রজেক্টের আওতায় সকল স্কুলের নামের সঙ্গে 'পাইলট' যুক্ত হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় স্কুলটি ব্রিটিশ আর্মি ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়। বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানি বিমান বোমা হামলা চালানোর সময় একটি বোমা স্কুলের উত্তর পাশের লাল রঙের মূল ভবনটির পাশে পড়ে। ফলে ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীনসময়েও এটি পাকআর্মি ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়। এসময় স্কুলের গুরুত্বপূর্ণ অনেক নথিপত্র ধ্বংস হয়। পাকআর্মি ঐসময স্কুলটিকে টর্চার সেলে পরিণত করেছিলো। স্কুলটির উত্তর-পূর্ব দিকে একটি অচিহ্নিত গণকবর রয়েছে। এছাড়া দক্ষিণ পাশে ছাত্রাবাসের পাশে জলাপূর্ণ স্থানটিতেও গণকবর রয়েছে। '৭১এ নিহত মানুষদের স্মরণে স্কুলের পূর্ব প্রান্তে একটি স্মৃতি স্তম্ভ রয়েছে।



You may also like