Mithu Biswas

Mithu Biswas I am Freelancer.

প্রতিদিন যে পাঁচটি কাজ আপনাকে ধনী ও জ্ঞানী করে তুলবে🌲🌲🌲🌲০১. প্রতিদিন নতুন কিছু শেখা। প্রতিদিন। সেটা বই পড়ে হোক। একটা ডক...
13/08/2023

প্রতিদিন যে পাঁচটি কাজ আপনাকে ধনী ও জ্ঞানী করে তুলবে🌲🌲🌲🌲

০১. প্রতিদিন নতুন কিছু শেখা। প্রতিদিন। সেটা বই পড়ে হোক। একটা ডকুমেন্টারি দেখে হোক। কারো সাথে গল্প করে হোক। এই অভ‍্যাস তোমাকে জ্ঞানে ধনী করবে। জীবনের চলার পথকে সমৃদ্ধ করবে।

০২. প্রতিদিন কিছু না কিছু অর্থ সঞ্চয়। এক টাকা হলেও সঞ্চয় করো। জীবনের জন‍্য সঞ্চয় একটা অর্জন। এক ফোঁটা এক ফোঁটা রসে যেমন একটা কলসি ভরে যায়, তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একদিন অনেক বড়ো হয়।

০৩. খারাপ কোন অভ‍্যাস ত‍্যাগের জন‍্য প্রতিদিন লড়াই করা। প্রতিদিন চেষ্টা করা। প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করা। যেমন: ধূমপানের অভ‍্যাস থাকলে সেটা ত‍্যাগ করার চেষ্টা করা। অযথা সময় নষ্টের অভ‍্যাস থাকলে সেটা দূর করার চেষ্টা করা। এমনসব খারাপ অভ‍্যাস বা বাজে নেশা ত‍্যাগ করলে জীবন অনেক দিক দিয়ে এগিয়ে যায়। খারাপ অভ‍্যাস থেকে মুক্তি, মানুষের সময় বাঁচায়, অর্থ বাঁচায়, আশু বিপদ থেকে বাঁচায়।

০৪. প্রতিদিন নতুন কিছু ভাবা। ভাবনার চর্চা একটা অভ‍্যাস। সবাই ভাবতে পারে না। দুনিয়ার যে কোন কাজের প্রথমেই কিন্তু দরকার হয় স্মার্ট ভাবনা। নতুন নতুন ভাবনার অভ‍্যাস মানুষকে স্মার্ট করে তোলে।

০৫. প্রতিদিন প্রশ্ন করার অভ‍্যাস তৈরি করা। যে কোন বিষয়ে, যে কোন জায়গায়। প্রশ্ন করলেই যে উত্তর পাওয়া যাবে, তা নয়। কিন্তু প্রশ্ন করতে হবে। মানুষ যখন প্রশ্ন করে তখন তার আস্থা বাড়ে। তার ভাবনার জগৎ প্রসারিত হয়।

এই পাঁচটা কাজ যে প্রতিদিন করতে পারবে, তার জন‍্য জীবনের অনেক কিছু সহজ হয়ে যায়। নিশ্চিত!
তার জীবন সমৃদ্ধ হবে অনেক দিকে। সে ধনী হবে জ্ঞানে ও ধনে।

12/08/2023



ফাইভারে আপনি নতুন সেলার হিসেবে যত দ্রুত সার্চ রেজাল্ট লিস্টে নিজের গিগ র‍্যাংক করতে পারবেন তত দ্রুত আপনি টাকা ইন.....

Frist work11.04.2023
12/04/2023

Frist work
11.04.2023

28/02/2023

"উচ্চশিক্ষিত তরুণদের হতাশা "

বেকার সমস্যা বাংলাদেশে এখন অন্যতম সমস্যা বলে বিবেচিত। এ সমস্যায় এদেশ দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সন্তোষজনক চাকরি পাওয়া নিয়ে উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে হতাশা বাড়ছে।দেশে সরকারি ও বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ সীমিত। তাই কর্মসংস্থানের সুযোগও বাড়ছে না।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাম্প্রতিক এক তথ্যে দেখা যাচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতকোত্তীর্ণ ৬৬ শতাংশ শিক্ষার্থী বেকার থাকছেন।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও)উপাত্ত মতে, বাংলাদেশে শ্রমশক্তি বছরে গড়ে ২ শতাংশ হারে বাড়ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে কর্মক্ষম ২৬ লাখ ৩০ হাজার মানুষ বেকার। এর মধ্যে পুরুষ ১৪ লাখ, নারী ১২ লাখ ৩০ হাজার, যা মোট শ্রমশক্তির সাড়ে চার শতাংশ।

পরিশেষে বলা যায় যে, বিশ্ব ব্যাংকের গ্লোবাল ইকোনমিক্স প্রসপেকটাসের ভাষ্য মতে, ৮০ বছরের মধ্যে সবচেয়ে বড় মন্দায় পড়তে যাচ্ছে বিশ্ব। করোনার প্রভাবে নিম্নমুখী বাণিজ্যের ফলে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান ক্রমাগত ক্ষতিতে পড়েছে। সঙ্গত কারণে ক্ষতি পুষিয়ে নেওয়া ও টিকে থাকার জন্য কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত নিচ্ছে।

26/02/2023

Welcome My page,
Thank You.

Address

Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mithu Biswas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mithu Biswas:

Videos

Share

Nearby media companies



You may also like