13/08/2023
প্রতিদিন যে পাঁচটি কাজ আপনাকে ধনী ও জ্ঞানী করে তুলবে🌲🌲🌲🌲
০১. প্রতিদিন নতুন কিছু শেখা। প্রতিদিন। সেটা বই পড়ে হোক। একটা ডকুমেন্টারি দেখে হোক। কারো সাথে গল্প করে হোক। এই অভ্যাস তোমাকে জ্ঞানে ধনী করবে। জীবনের চলার পথকে সমৃদ্ধ করবে।
০২. প্রতিদিন কিছু না কিছু অর্থ সঞ্চয়। এক টাকা হলেও সঞ্চয় করো। জীবনের জন্য সঞ্চয় একটা অর্জন। এক ফোঁটা এক ফোঁটা রসে যেমন একটা কলসি ভরে যায়, তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একদিন অনেক বড়ো হয়।
০৩. খারাপ কোন অভ্যাস ত্যাগের জন্য প্রতিদিন লড়াই করা। প্রতিদিন চেষ্টা করা। প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করা। যেমন: ধূমপানের অভ্যাস থাকলে সেটা ত্যাগ করার চেষ্টা করা। অযথা সময় নষ্টের অভ্যাস থাকলে সেটা দূর করার চেষ্টা করা। এমনসব খারাপ অভ্যাস বা বাজে নেশা ত্যাগ করলে জীবন অনেক দিক দিয়ে এগিয়ে যায়। খারাপ অভ্যাস থেকে মুক্তি, মানুষের সময় বাঁচায়, অর্থ বাঁচায়, আশু বিপদ থেকে বাঁচায়।
০৪. প্রতিদিন নতুন কিছু ভাবা। ভাবনার চর্চা একটা অভ্যাস। সবাই ভাবতে পারে না। দুনিয়ার যে কোন কাজের প্রথমেই কিন্তু দরকার হয় স্মার্ট ভাবনা। নতুন নতুন ভাবনার অভ্যাস মানুষকে স্মার্ট করে তোলে।
০৫. প্রতিদিন প্রশ্ন করার অভ্যাস তৈরি করা। যে কোন বিষয়ে, যে কোন জায়গায়। প্রশ্ন করলেই যে উত্তর পাওয়া যাবে, তা নয়। কিন্তু প্রশ্ন করতে হবে। মানুষ যখন প্রশ্ন করে তখন তার আস্থা বাড়ে। তার ভাবনার জগৎ প্রসারিত হয়।
এই পাঁচটা কাজ যে প্রতিদিন করতে পারবে, তার জন্য জীবনের অনেক কিছু সহজ হয়ে যায়। নিশ্চিত!
তার জীবন সমৃদ্ধ হবে অনেক দিকে। সে ধনী হবে জ্ঞানে ও ধনে।