Jobaer's Cattle Breeding Service in Feni

Jobaer's Cattle Breeding Service in Feni উন্নত জাতের বাছুর চান
গাভীকে কৃএিম প্রজনন করান

22/02/2024

২২/০২/২০২৪ ইং
আলহামদুলিল্লাহ
আমার হাতে প্রজননকৃত আরও একটি এঁড়ে বাছুর
উন্নত জাতের শাহীওয়াল বীজ দিয়ে কৃত্রিম প্রজনন করলাম ।

জোবায়ের আহমেদ
এ আই টেকনিশিয়ান
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল
ফেনী,সদর ফেনী।

21/02/2024

Bovine ephemeral fever is an arthropod-borne viral disease of cattle and water buffalo that causes milk production losses, recumbency, and sometimes death.

17/02/2024

"করলে কৃএিম প্রজনন, গাভীর জাত হবে উন্নয়ন"
খামারী নাম ঃ ইকবাল হোসেন (রাজন)
গ্রামের নাম ঃ মজিলিশপুর
গাভীর জাত - দেশী
ষাড়ের ব্লাড ঃ শাহীওয়াল ক্রস
বাছুর ঃ বকনা বাছুর
জন্মকালীন ওজন- ২৫ কেজি।
বয়স ঃ ৩মাস
মোবাইল নম্বরঃ ০১৮৫০-৫৯৫৬৩৮
কৃএিম প্রজনন পয়েন্ট ধর্মপুর

15/02/2024

#বারবার গরম হয় কিন্তু পাল রাখে না 🤔🤔 এমন গাভীকে চিকিৎসা করে ভালো ফল পাওয়া যায়

#গরুর #গাভী

15/02/2024

#গরুর ছোট খামার থেকে প্রতি মাসে আয় ৩০ হাজার টাকা

দুধ ও মাংশে স্বয়ংসম্পূর্ণ হতে হলে ডেইরী খামারের কোন বিকল্প নেই

06/02/2024

#গাভী পড়ে গিয়ে আর উঠতে পারতেছে না 😇😇

তখন সময় সকাল ৮টা কৃষক কল করে বলতেছে স্যার আমার গরুটারে বাঁচান 💬 তাড়াহুড়া করে গিয়ে দেখি গাভীটির মিল্ক ফিভার বা দুগ্ধজ্বর । এটি এমন একটি রোগ যার নামেই ফিভার (জ্বর) উল্লেখ আছে, কিন্তু আসলে এ রোগে কোনো জ্বর দেখা যায় না।
বিশেষত যারা উন্নত জাতের এবং ভালো মানের সংকর জাতের গাভী লালন পালন করেন। প্রতিবার প্রসবের সময় বা আগে পরে না হলেও প্রায় ক্ষেত্রে এ সমস্যা দেখা যায়। যার কারণে কিছু মানুষ গাভী পালনে ভয় পায়। এ রোগ একটি মেটাবোলিক রোগ, যা সাধারণত ক্যালসিয়ামের অভাবজনিত কারণেই হয়ে থাকে।

Limon Mojumder Bìjóý তোমাকে ধন্যবাদ নিজের গুরত্বপূর্ণ কাজ রেখে আমাকে সময় দেওয়ার জন্য 🥰🥰



06/02/2024

Progeny of David 💥💥

করলে কৃত্রিম প্রজনন
গাভীর জাত হবে উন্নয়ন

01/02/2024

সকালের জাদু: মোরগ, মুরগি, হাঁস,
খাঁচার বাইরে ছানা! চিত্তাকর্ষক
স্বাধীনতা ও আনন্দের দর্শন 🌄🦆🐔

প্রথম ভ্যাকসিন দেওয়া হয়েছে। অন্যান্য কুকুরদের জন্য এই প্রযুক্তি প্রয়োজন মূলক হয়ে দেখতে চাই। 🐾🐶    "
31/01/2024

প্রথম ভ্যাকসিন দেওয়া হয়েছে। অন্যান্য কুকুরদের জন্য এই প্রযুক্তি প্রয়োজন মূলক হয়ে দেখতে চাই। 🐾🐶 "

একটি ডেইরি খামারে হিট ডিটেকশন অনেক গুরুত্বপূর্ণ কারণ একটি গাভীর হিট মিস হলে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা লস হবে। সাধারণত...
28/08/2023

একটি ডেইরি খামারে হিট ডিটেকশন অনেক গুরুত্বপূর্ণ কারণ একটি গাভীর হিট মিস হলে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা লস হবে। সাধারণত ১৮ থেকে ২৪ দিন পর গাভী হিটে আসে একটি হিট যদি মিস হয় পরবর্তী হিট আসতে আবার ১৮ থেকে ২৪ দিন সময় লাগবে।কিভাবে এত টাকা লস হবে তার একটি হিসাব নিচে দেওয়া হল।
→২০ দিন ১০ লিটার করে দুধ দিলে=২০০ লিটার।(বাজার মূল্য ১৪ হাজার টাকা)
→২০ দিন খাবার খাবে তার মূল্য ২০০০ টাকা
→শ্রমিক মজুরি ১০০০ টাকা
→যে বাচ্চা পাওয়ার কথা ছিল তা পাবো ২০ দিন পরে এখানেও লস
→যে ১৫ থেকে ২০ হাজার টাকা লস সেটা অন্য খাতে ব্যয় করলে সেখান থেকে আরো কিছু লাভ পাওয়া যেত।
(একটি গাভী বাচ্চা দেওয়ার পর দুইটি হিট মিস করতে হবে অর্থাৎ ৬০ দিন পরে গাভীকে পাল দিতে হবে/আর্টিফিশিয়াল ইনস্যামিনেশন করাতে হবে.কারণ ওই ৬০ দিনে গাভী নিজের শরীর রিকভার করবে)

21/08/2023

ভালো ষাঁড়ের বীজ এক ফোঁটা
পুষ্টি নিরাপত্তার নিশ্চয়তা

জোবায়ের আহমেদ
কৃত্রিম প্রজনন কর্মী
৪নং ধর্মপুর ইউনিয়ন ফেনী সদর
০১৮৫০-৫৯৫৬৩৮

02/01/2023

খামারীর নাম :জিয়া উদ্দিন
গ্রাম :ধলিয়া
জেলা:ফেনী সদর ফেনী,
জাতের নাম :ফ্রিজিয়ান (৩৪৫৬)
বাছুরের বয়স:১২০ দিন

এআইএসপির নাম:জোবায়ের আহমেদ
যোগাযোগের নম্বর ঃ01850-595638
খামারীর অনুভূতি :অনেক খুশি।

03/10/2022
03/10/2022
খামারিঃ পিন্টু ভাইগ্রামঃ ডমুরুয়া রাজাপুর ফেনী বয়সঃ ২৫দিনজাতঃ শাহিওয়াল। ব্লাড লেভেলঃ ৭৫%AI&ET Government  জোবায়ের আহমেদ৪...
03/10/2022

খামারিঃ পিন্টু ভাই
গ্রামঃ ডমুরুয়া রাজাপুর ফেনী
বয়সঃ ২৫দিন
জাতঃ শাহিওয়াল।
ব্লাড লেভেলঃ ৭৫%
AI&ET Government

জোবায়ের আহমেদ
৪নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ
ফেনী সদর,ফেনী
মোবাইল নংঃ০১৮৫০-৫৯৫৬৩৮

27/09/2022

#সন্দেশ তৈরী
#দই তৈরী

আলোচনায়
মোঃআছাদুজ্জামান স্যার
সার্বিক সহায়তায়
jobaer cattle Breeding service in feni

গাভীর রিপিট ব্রিডিং বা পুনঃপুনঃ গরম হওয়াঃকোন গাভী যদি পর পর ৩ বার পাল না রাখে তাকে রিপিট ব্রিডিং বলে। রিপিট ব্রিডিং এর ...
26/08/2022

গাভীর রিপিট ব্রিডিং বা পুনঃপুনঃ গরম হওয়াঃ
কোন গাভী যদি পর পর ৩ বার পাল না রাখে তাকে রিপিট ব্রিডিং বলে।

রিপিট ব্রিডিং এর কারণ :
(১) যে কোনভাবে জরায়ুতে জীবাণুর সংক্রমন।
২) ইন্ট্রাস চক্র সঠিকভাবে নির্ণয় করতে না পারা।
৩) সময়মত ও যথাস্থানে সিমেন না দেওয়া
৪) অপর্যান্ত ও নিম্নমানের সিমেন দ্বারা কৃত্রিম প্রজনন করানো।
৫) অদক্ষ প্রজননকারী।
৬) যৌন অঙ্গের বিকলঙ্গতা (বাঁকা)।
৭) গাভী অপুষ্টিতে ভোগা বা কৃমি মুক্ত না হওয়া।

লক্ষনসমূহঃ
১) গাভী নির্দিষ্ট ঋতুচক্রে ডাক বা হিটে আসে তবে প্রজনন করার পর গর্ভধারণ হয় না।
(২) ডাক বা হিট অনেক সময় খুব কম বা খুব দীর্ঘ হতে দেখা যায়।
৩) জরায়ু হতে নিঃসৃত মিউকাসের রং অনেক সময় খুব পাতলা বা ঘোলাটে হতে পারে।
৪) গাভীর যোনী পথের মিউকাসের পরিমান খুব কম বা বেশী পরিমান ভাঙ্গে।

#প্রতিরোধ
★★★ স্বাস্থ্যসম্মত বাসস্থানে পশুকে রাখা এবং সুষম খাবার পরিমানমত দিলে এ রোগ হতে অনেকাংশে কমানো যায়। সঠিক ও দক্ষ এফ.এ (এ.আই) ও সবল সিমেন দ্বারা প্রজনন করানো।

25/08/2022
When I give practical classes to friends🐂🐄
24/08/2022

When I give practical classes to friends🐂🐄

প্রাণিসম্পদ গীতি-------------------ডাঃগায়েন(২০/০৮/২০২২)খাইলে গাভীর দুধ খাইওমাংস খাইলে মহিষ খাইও,দুধের সেরা গাভী দুধ-মাংস...
23/08/2022

প্রাণিসম্পদ গীতি
-------------------ডাঃগায়েন(২০/০৮/২০২২)
খাইলে গাভীর দুধ খাইও
মাংস খাইলে মহিষ খাইও,
দুধের সেরা গাভী দুধ-
মাংসে সেরা মহিষ জানিও।।

গাভীর দুধে চর্বি কম(৩.৯ গ্রাম),
মহিষ দুধে অনেক(৮ গ্রাম),
গাভীর দুধ হাল্কা তাই,
হজমের নেই উদ্বেগ,
মহিষ দুধ ঘন বলে(ম:পানি-৮৩ গ:পা-৮৮ শতকরা)
শিশু ও বৃদ্ধরা খেলে
বদহজম ধরিও।।

গরুর থেকে মহিষ ভাল
মাংস বিবেচনায় বলে,
কোলেস্টেরল কম গরুর থেকে(গ-৮৭- ম-৮২ মি: গ্রা/১০০গ্রা:)
খনিজ বেশি মহিষ খেলে,
সেচুরেটেড ফ্যাটে,গরুর অর্ধেক বটে(ম-৩গ্রা, গ-৬গ্রা)
কম ক্যালরিও(গ-২৩৫,ম-১৪২) ।।

কোলেস্টেরল কম মহিষ দুধে(ম-৮মিগ্রা,গ-১৪ মিগ্রা),
সেচুরেটেড ফ্যাট বেশি(ম-৪.২ গ্রা,গ-২.৪ গ্রা),
যে খাবারে সেচুরেটেড ফ্যাট ---
এলডিএল হয় হার্টকে নাশি,
প্রেসার-স্ট্রোক করায়,ভাল চর্বি(HDL)কমায়,
এলডিএল(LDL) ভাইও।।

ক্যালরি(ম-১১০,গ-৬৬)ও ক্যালসিয়াম বেশি(ম-১৯৫,গ-১২০ মিগ্রা),
প্রোটিন বেশি মহিষ দুধে(ম-৪.৫ গ্রা,গ-৩.২গ্রা),
শিশু,বৃদ্ধের দিও না খেতে
যুবারে দিও অবাধে,
পনির,দধি ,ঘি /কেউ খাও যদি
মহিষ দুধ খাইও।।

মহিষ মাংস পুষ্টির আধার,
সুখেন জেনে অবাক হয়,
মুরগী,শৃকর মহিষের নীচে
পুষ্টিমানে বিজ্ঞান কয়,
মাংস ফ্যাটে কম /ক্যালরিতে কম
পেলে না ফিরাইও।।

20/08/2022

Address

Artificial Insemination Point Dharmopur
Feni
3900

Telephone

+8801850595638

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jobaer's Cattle Breeding Service in Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like