Path to Islam

Path to Islam Bangladesh

16/08/2023

অন্তরে তীব্র শূণ্য অনুভূতির একটা বড় কারণ হচ্ছে; আল্লাহর সাথে দূরত্ব সৃষ্টি হওয়া! যে রব অন্তর তৈরি করলেন তাঁর থেকে দূরে থেকে অন্তর কীভাবে ভালো থাকবে?

13/08/2023

ইন্না-লিল্লাহ্!
প্রিয় হুজুর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হার্ট অ্যাটাক করেছেন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।সকলের দোয়া কামনা!🤲

11/08/2023

লিঙ্কটি কপি করে নিজের টাইমলাইনে শেয়ার করে দিন যেন মানুষ আক্বিদার জ্ঞান যাচাই করতে পারে।

কুইজ লিঙ্ক কমেন্টে ⬇️

10/08/2023

শরীরের দুর্বলতা আসে অসুস্থতা থেকে, আর হৃদয়ের দুর্বলতা আসে গুনাহ থেকে। অসুস্থতার সময় শরীর যেমন খাবারের স্বাদ উপভোগ করতে পারে না, ঠিক তেমনি হৃদয় যখন গুনাহে নিমজ্জিত থাকে তখন সেও ইবাদতের আনন্দ উপভোগ করতে পারে না।
আল্লাহুম্মাগফিরলি 💔

07/08/2023

কেউ আপনাকে বলে "আনা উহিব্বুকা ফিল্লাহ" আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি।

বলুন, "আহাব্বাকাল্লাযি আহবাব তানি ফিহি" এবং আমিও। আল্লাহ তাআলা আমাদের ভালোবাসাকে কিয়ামত দিবসে তাঁর আরশের ছায়ায় আশ্রয় পাওয়ার উসিলা হিসেবে কবুল করুন।

আরশের ছায়ায় আশ্রয়প্রাপ্ত ৭জন ব্যক্তির মধ্যে এরা একদল। যারা একে অপরকে আল্লাহর ভালোবাসে মিলিত এবং পৃথক হয়।🌸

04/08/2023

জীবনের সূর্য ডুবে যাওয়ার আগেই যত পারি ভালো কাজে লিপ্ত হই। আসুন, বিচার দিবস শুরু হওয়ার আগেই আমরা দুনিয়ার জীবনকে ব্যবহার করি এবং আখেরাতের জন্য প্রস্তুত হই।
আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক! আমিন।

03/08/2023

আপনার নফস (ইচ্ছা) আপনার প্রথম যুদ্ধক্ষেত্র। আপনি যদি এটিতে বিজয়ী হন তবে আপনি অন্যান্য যুদ্ধক্ষেত্রগুলিকে আরও সহজ পাবেন।🤍

02/08/2023

পাত্রী রান্না পারে কিনা জিজ্ঞেস করা তে উত্তর এলো।
"কেন বুয়ার কাজ করাবেন ? আপনাদের বউয়ের দরকার না বুয়ার?"

পাল্টা জিজ্ঞেস করলাম, "মেয়ে বিয়ে দিচ্ছেন কেন? মেয়ের ভরণ পোষণ দেয়ার অক্ষমতা ?"

"আজব, ভরণ পোষণের অভাব হবে কেন ? জীবনসঙ্গী সংসারের জন্য বিয়ে করা।"

"তো বুয়ার অভাবে বিয়ে করছি এটা ভেবে নিলেন কি করে ? বেতনভোগী বুয়ার জন্য কেউ দেনমোহর ভরণ পোষণের দায় নিয়ে বিয়ে করে?
নিজের সংসারের কাজ করলেই যদি বুয়া হয়, তবে ভরণ পোষণের শর্তে বিয়ে বসলে কেন অভাবী নয়?"

- সংগৃহীত

29/07/2023

ইয়া আল্লাহু, ইয়া রাহমান, ইয়া রাহিম, ইয়া ওয়াহ্হাব, ইয়া ফাত্তাহু, ইয়া লাতীফুল-খ’বীর, ইয়া ওয়াদুদ, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া মালীকুল-মুলক, যুল-জালালি-ওয়াল-ইকরাম, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাহমানুর রাহিম।
আপনি তো আমাদের সবার মনের খবর রাখেন, ইয়া রব্বে কারীম আপনি আমার ও সবার মনের নেক আশা গুলো পূরণ করুন,
আমাদের দীর্ঘ দিনের দুআ গুলো কবুল করুন।

আমিন।🤍

28/07/2023

হারাম রিলেশন থেকে নিজেকে কন্ট্রোল রাখাও এক ধরনের ইবাদত, আর এই ইবাদত আমাদেরকে বহু গুনাহ থেকে হেফাজত করে।🌸

27/07/2023

কথা তো ছিলো, দুনিয়ার জন্য কেবল দুনিয়ার দেহটাই থাকবে আর অন্তরটা জমা থাকবে আল্লাহরই জন্য।

অথচ অন্তরটা আমরা দুনিয়াকে বিনামূল্যে দান করেছি আর দেহটাকে বাকি রেখেছি পঁচে গলে মাটি হওয়ার জন্য।

আল্লাহর জন্য তবে রাখছি কী?🌸

27/07/2023

মুগ্ধ করার মতো সমস্ত সৌন্দর্য ধারণ করেও নিজেকে পর্দার আড়ালে রাখার সিদ্ধান্ত নিতে পারা, রবের অপূর্ব এক রিযিক। অমূল্য এক নেয়ামত। শায়েখ আতিক উল্লাহ (হাফি.)

24/07/2023

অবৈধ শারীরিক সম্পর্ক

23/07/2023

আজকাল বিয়ে ভাঙার অনেক কারণের মধ্যে অন্যতম একটা কারণ হলো পাত্র বা পাত্রীর নামে মিথ্যা বদনাম দিয়ে বিয়ে ভাঙা। এটা অনেক জগন্যতম একটি কাজ।পাড়া প্রতিবেশী বা অনেক কাছের লোকেরা এই কাজগুলো করে থাকেন।

22/07/2023

একটা কথা বলি শুনেন, কখনো ভবিষ্যতের কথা ভেবে নিজের বর্তমানটাকে অসুন্দর করবেননা।আপনি যেমন ভবিষ্যৎ আশা করছেন তেমনটা নাও হতে পারে।ভবিষ্যৎ কারো হাতে নেই, কেউ জানেনা। কিন্তু বর্তমান আপনার হাতে আছে।আপনান মন যেটাতে সায় দেয় সেটা করেন।মনের বিপরীতে গিয়ে কিছু করার দরকার নেই।যেখানে ৫মিনিট পরে কি হবে কেউ জানেনা সেখানে ৫বছর পরের কথা ভেবে লাভটা কি বলেন!

17/07/2023

❝ আল্লাহর পক্ষ হতে নির্ধারিত প্রতিটা বিষয়ই আপনার প্রতি সুবিচার। প্রয়োজন শুধু আপনাকে তাঁর প্রতি আস্থাশীল ও নির্ভরশীল হওয়া এবং তাঁরই উপর ভরসা করা। ❞

~আরিফ আজাদ

16/07/2023

কি করলে নিজের ভালো লাগবে, তা করার চেয়ে কি করলে নিজের ভালো হবে; তা করাটাই বেশি উত্তম। ভালো লাগায় আনন্দ আছে ঠিকই; তবে ভালো হবে এমন কাজে 'আনন্দ' এবং 'বেনিফিট' দুটোই আছে।

15/07/2023

দিনের পর দিন আল্লাহর অবাধ্যতা সত্ত্বেও আল্লাহর প্রদত্ত নেয়ামত বৃদ্ধি পাচ্ছে!? তার জন্য আনন্দে আত্মহারা হবেন না!
আপনাকে এটা বুঝতে হবে যে,
"খাঁচায় ইঁদুরের জন্য খাবার কিন্তু তাকে ভালোবেসে দেওয়া হয় না।"

02/07/2023

এই আইডির মালিক Rakib Bhuiyanআর এই পৃথিবীতে নেই।
কিছুক্ষন আগে ইন্তেকাল করেছেন
"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"

আমি তার একজন নিকটাত্মীয়।
আপনাদের সবার কাছে তার রুহের আত্নার মাগফিরাত এর জন্য দোয়া চাইছি।

কী!


সামান্য একটু ধাক্কা লেগেছে কারো অন্তরে?

যদি আমাকে এক সেকেন্ডের জন্য ও কোনোদিন মুহাব্বত করে থাকেন,তাহলে কিছুটা ধাক্কাতো লাগারই কথা!

এমন একটি শোক বার্তা যেকোনো সময় আমার,আপনার,আমাদের সবার টাইমলাইনে আসতে পারে।

তার পর কি হবে জানেন?
মৃত্যুর সংবাদ দেওয়া পোস্টটিতে কমেন্টের বন্যা বয়ে যাবে। আহারে ছেলেটা/মেয়েটা অনেক ভালো ছিলো,অনেক দুষ্টুমি করতো, অনেক মজা করতো.".আরে গতকাল রাতেই তো আমার সাথে মেসেন্জারে কথা বললো,"ইন্নালিল্লাহ"!
আল্লাহ ছেলেটাকে/মেয়েটাকে জান্নাতুল ফেরদৌস দান করেন ইত্যাদি ইত্যাদি।

তারপর স্ক্রিনশট নিয়ে পোস্ট দিয়ে ক্যাপশন দেয়া হবে এই ছেলেটা বা মেয়েটা আর নেই। এখনো বিশ্বাস করতে পারছি না এই ছেলেটা/মেয়েটা আর নেই.!

আপনি কি জানেন?
ঠিক ওই মুহূর্তে কিছু কিছু মানুষের দোয়া আর আর্তনাদ কমেন্ট বক্স আর স্ট্যাটাসের মাধ্যমেই সীমাবদ্ধ রয়ে যাবে!

আপনার মৃত্যুর খবর শুনেই আপনার জন্য কুরআন নিয়ে বসে যাবে বা আপনার জন্য দুই রাকাত সালাত আদায় করে কায়মনোবাক্যে রহমানের দরবারে কান্নাকাটি করবে এমন একজন মানুষ হয়তো হাতে গুনেও পাওয়া যাবে না এই ভার্চুয়াল জগতে।

আমি,আপনি,আমাদের রুহের আর্তনাত গুলো যদি এই বেঁচে থাকা মানুষ গুলো যদি উপলব্দি করতে পারতো তবে কখনোই তারা মাতামাতি বাড়াবাড়িতে লিপ্ত না হয়ে সঠিক পদ্ধতিতে আমাদের কবরে কিছু পাঠাতো।

আমার মৃত্যুর খবর আপনাদের কানে আসা মাত্রই আমার জন্যে আপনারা সূরা ইয়াছিন এবং সূরা মূলক পড়ে আমার কবরে সাওয়াব পৌঁছে দিয়েন।
আমাকে ক্ষমা করে দিয়েন ।
আমাদের সবাইকেই একদিন বিনা নোটিশে হুট করেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে।জীর্ণশীর্ণ কবরে থাকতে হবে।আমাদের উচিত সে কবরের জন্য প্রস্তুতি নেয়া।

জাজাকাল্লাহ খাইরান✨💜

01/07/2023

আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে কথা বলবে না;আলোচনা করবে আপনার চরিত্র নিয়ে,তাই চেহারার থেকে চরিত্রকে বেশি সুন্দর করুন🖤

28/06/2023

বোনদের উদ্দেশ্যে বলছি : দয়া করে হাতে মেহেদি দেয়া ছবি এফবিতে পোস্ট করা এবং স্টোরি দেয়া থেকে বিরত থাকুন !🙏😶

27/06/2023

হে আল্লাহ, আরাফার ময়দানে দোয়ার তৃপ্তি অনুভব করা ছাড়া কাউকে মৃত্যু দিও না।

25/06/2023

ইদানিং অনেক ছেলেরা নিজের স্ত্রী*র রুপ সৌন্দর্যকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে নিজেদের স্ত্রী*কে পন্য হিসাবে ব্যবহার করছে!🥲

নাউজুবিল্লাহ🥺

25/06/2023

নারীর চাকরি - বাহিরে রোজগার যদি উত্তম হতো তাহলে আল্লাহ তায়ালা নারীর ভরণপোষণের দায়িত্ব পুরুষের হাতে দিতেন না!!🌸

25/06/2023

"যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে, তবে তার কথার জবাব দিও না! কেননা, হতে পারে এর চেয়েও খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছেই রয়েছে! তুমি ওর কথার জবাব দেওয়ার সাথে সাথেই সে তা বলতে শুরু করবে!"

- [হযরত আলী (রা.)]🌺

24/06/2023

এই নফসের কারণে অনেক হেদায়েত প্রাপ্তরা
পথ খুঁজে পেয়েও পথ হারিয়ে ফেলে।🌸🥀

আল্লাহুম্মাগফিরলি 🌸

24/06/2023

ফরজের কাতার শূন্য বেজায় ওয়াজিব পালনে ব্যস্ত!
এ যেন কুরবানী নয়, উদ্দেশ্য কেবল গোস্ত।

22/06/2023

শরীরের শক্তি দিয়ে নেক আমল করা যায় না, নেক আমল করতে ঈমানী শক্তি লাগে, আল্লাহ আমাদের সবার ঈমানী শক্তি বৃদ্ধি করে দিন।🖤

___আমিন 🤲
way of jannah

21/06/2023

-কঠিন পরিস্থিতি না আসলে মানুষ কখনো নিজেকে স্থায়ীভাবে পরিবর্তন করতে পারে না।
"প্রত্যেকটা মানুষের জীবনে একটি কঠিন মুহূর্ত আসা জরুরী তখনই জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে শেখে '

20/06/2023

Are you online? Say Alhamdulillah. ❤️

20/06/2023

হৃদয়ের সকল আকুতি নিয়ে যখন আপনি আপনার রবের সামনে দাঁড়ান, তার মানে আপনি আসলে আন্তরিকভাবেই তাঁর সাড়া চাচ্ছেন। আর, যে ব্যক্তি আন্তরিকভাবে তাঁর সাড়া চায়, তার জন্যে মহান রব বলেছেন—

'আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো'।
- সূরাহ আল গাফির, আয়াত- ৬০।💔

18/06/2023

আমার অবাক লাগে সেই মানুষগুলোর প্রতি, যারা অন্যের মন জয় করার জন্য এটা-সেটা করে। অথচ তারা ভুলে যায় মানুষের অন্তর আল্লাহর নিয়ন্ত্রণে!
~ইবনুল জাওযী (রহিঃ)।

18/06/2023

যে নারী বোরকা পরেও আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, আমাকে দেখতে সুন্দর লাগছে তো! বাইরে গেলে আমাকে ভালো লাগবে তো! সে এখনো বেপর্দাই রয়ে গেল!

- তানজীল আরেফীন আদনান!

17/06/2023

মানুষ খালিহাতে আসে। তারপর দুনিয়ার সবকিছু পেতে চায়। তারপর সবকিছু ছেড়ে, খালিহাতে চলে যায়। তারপর সবকিছুর জন্য হিসেবের মুখোমুখি হয়।
আহারে জীবন।

17/06/2023

যিনি সময় সৃষ্টি করেছেন আজ তারই ইবাদত করার মতো সময় হয় না আমাদের।
আল্লাহুম্মাগফিরলি! 🥹

16/06/2023

❛❛ আজ ৯ বছর হয়ে গেছে কিন্তু একই বাড়িতে থেকেও আমার দেবর ভাসুর আমার মুখ দেখেনি। পর্দার ব্যাপারে আমার শ্বশুর বাড়ির সবাই এক্টিভ। নন- মাহরাম আসলে তারা আমাকে হিরার মতো লুকিয়ে রাখে। ❞

--- এক সৌভাগ্যবতী বোনের কথা!

16/06/2023

নিজের মধ্যে লাগামহীন নফস পুষে কখনো গোনাহ থেকে বিরত থাকা যাবে না। মনে রাখবেন, নফস ঠিক তো সব ঠিক। তাই, সর্বপ্রথম আমাদের নফসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।🌸

16/06/2023

জীবন তখনই সুন্দর হবে; যখন আপনি না পাওয়ার অভিযোগ গুলো বাদ দিয়ে, আল্লাহ যতোটুকু দিয়েছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন!

15/06/2023

দুনিয়া পরীক্ষাকেন্দ্র। সীমিত সময়ে গীবত করে, নিজের আমল অন্যের আমলনামায় তুলে দেয়ার মানে হয়? নিজ খাতায় লিখেই তো কূল পাওয়ার কথা নয়।

15/06/2023

শ*য়*তান কাউকে নামাজ পড়তে নিষেধ করে না, শুধু বলে আজ নয় কাল!
আর এই আজ-কাল করতে করতেই মৃত্যু পর্যন্ত নিয়ে যায়!💔
💙

আল্লাহুম্মাগফিরলী

Address

Comilla
Feni

Telephone

+966540949458

Website

Alerts

Be the first to know and let us send you an email when Path to Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Path to Islam:

Videos

Share

Category