27/10/2024
চলো সবাই পরীক্ষা দিয়ে আসি 😜🧐😂🫢🤭😁🙄🫰💁♂️😀🙄
ফেসবুক সরকারি কলেজ
বাংলাদেশ
প্রেমের পরীক্ষা - ২০২৪ইং
বিষয় : gf/bf ২য় পত্র (আবশ্যক)
বিষয় কোড : ৪২০
সময় : ১৮o মিনিট পূর্ণমান : ১oo
--------------------------------------------------------
(১) শব্দার্থ লিখন : (৫) টি ৫×৩=১৫
জান, ডার্লিং, বাবু, সোনা, শয়তান
(২) নিচের প্রশ্ন গুলোর উত্তর দাও:- ১০×২=২০
(ক) বয়ফ্রেন্ড/গ্রাল্ফ্রেন্ড এবং জামাই/বউ এর মধ্যে পার্থক্য কি?
(খ) চিত্র সহ লুকিয়ে লুকিয়ে ঝোপের আড়ালে
ডেটিং মারার পদ্ধতি আলোচনা কর।
(৩) ব্যাখ্যা লিখ :- ৷ ৷ ২০×১=২০
মেয়েদের মন এবং মুস্তাফিজের বল দুটোই
বোঝা অসম্ভব।
অথবা
বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়াছে
আসি আসি বলে জোসনা ফাকি দিয়াছে।
(৪) ভাব সম্প্রসারণ লিখ:- ১৫×১=১৫
অন্যের বয়ফ্রেন্ড হলেও পরিত্যক্ত
অথবা
গার্লফ্রেন্ড ভালোবাসার মেরুদন্ড
(৫) সারাংশ/সারমর্ম লিখ:- ১০×১=১০
কোথায় গার্লফ্রেন্ড, কোথায় বয়ফ্রেন্ড কেবল
তা বহুদূর? ঝোপের আড়ালেই গার্লফ্রেন্ড
বয়ফ্রেন্ড পার্কের মধ্যেই সুরাসুর
অথবা
কাটা হেরী ক্ষান্ত কেন কেবল তুলিতে?
ডেটিং বিনা সুখ লাভ হয় কী মহীতে?
(৬) পএ/ দরখাস্ত লিখ:-৷ ১৫×১=১৫
গার্লফ্রেন্ড এর সাথে ফুচকা খাওয়ানোর জন্য টাকা
চেয়ে বাবার নিকট দরখাস্ত লিখ?
অথবা
প্রেমে ছেঁকা খাওয়ার ফলে পড়াশোনা না
হওয়ার কারণে বার্ষিক পরীক্ষা পিছানোর
জন্য প্রিন্সিপালের নিকট আবেদন লিখ?
;প্রিন্সিপাল `◕‿◕´ 😇
(৭) রচনা লিখ:- যেকোনো একটি ১৫×১=১৫
(ক) দেবদাস
(খ) প্রেম কুমার
(গ)সিঙ্গেল থাকার মজা
বিদ্র : ভালবাসার পরীক্ষার প্রশ্ন পত্রে 🤣🤣
সবাই মনোযোগ দিয়া পরীক্ষা দিবেন😁😁😁
সতর্কবার্তা : সম্পূর্ণ সিসিটিভি আননডারে পর্যবেক্ষণ করা হচ্ছে।
যে কেউ, অন্যজনের দেখার চেষ্টা করলে, তাৎক্ষণিক
ভাবে তার বিরুদ্ধে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।।।
゚