আহলেহাদীছ পরিবার

আহলেহাদীছ পরিবার সার্বিক জীবনে যারা পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ নিঃস্বার্থ অনুযায়ী মেনে চলবে,তাঁরাই প্রকৃত আহলেহাদীছ। �

13/10/2024

🔴🎥Live (সরাসরি) বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ মেহেরপুর যেলার:- যুব সমাবেশ ও যেলা কমিটি পূর্ণগঠন অনুষ্ঠান থেকে.....৷

📌বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ মেহেরপুর যেলার উদ্যোগে:- 🔰যুব সমাবেশ ও যেলা কমিটি পূর্ণগঠন ২৪🔰

🗓️তারিখঃ- ১৩ই অক্টোবর ২০২৪ ইং রোজঃ- রবিবার।

🕌স্থানঃ- সাহারবাটি আহলেহাদীছ জামে মসজিদ, গাংনী, মেহেরপুর।

🎙️প্রধান অতিথিঃ- অধ্যাপক মুহাম্মাদ নুরুল ইসলাম।
◾সেক্রেটারি জেনারেল, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।

🔰বিশেষ অতিথিবৃন্দুঃ-
🎙️মুহাম্মাদ আব্দুর রশিদ আখতার।
◾যুববিষয়ক সম্পাঃ, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।
🎙️ইঞ্জিনিয়ারিং মুহাম্মাদ আব্দুন নুর।
◾প্রচার সম্পাদক, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ।
🎙️মুহাম্মাদ মফিজুল ইসলাম।
◾সহ-পরিচালক, সোনামণি সংগঠন।
🎙️মুহাম্মাদ রাকিবুল ইসলাম।
◾সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক,-
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ।

🎙️সভাপতি, মুহাম্মাদ হায়দার আলী।
◾সভাপতি, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ মেহেরপুর যেলা।

🔘সার্বিক ব্যবস্থাপনায়ঃ- সাহারবাটি আহলেহাদীছ যুবসংঘ।

📢প্রচারেঃ- বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ মেহেরপুর যেলা কর্মপরিষদ।

🟢আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।

#বাংলাদেশ_আহলেহাদীছ_যুবসংঘ
#বাংলাদেশ_আহলেহাদীছ_যুবসংঘ_মেহেরপুর_যেলা
#মেহেরপুর #আহলেহাদীছ #আহলেহাদীস

13/10/2024

🔴🎥Live (সরাসরি) বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ মেহেরপুর যেলার:- যুব সমাবেশ ও যেলা কমিটি পূর্ণগঠন অনুষ্ঠান থেকে.....৷

📌বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ মেহেরপুর যেলার উদ্যোগে:- 🔰যুব সমাবেশ ও যেলা কমিটি পূর্ণগঠন ২৪🔰

🗓️তারিখঃ- ১৩ই অক্টোবর ২০২৪ ইং রোজঃ- রবিবার।

🕌স্থানঃ- সাহারবাটি আহলেহাদীছ জামে মসজিদ, গাংনী, মেহেরপুর।

🎙️প্রধান অতিথিঃ- অধ্যাপক মুহাম্মাদ নুরুল ইসলাম।
◾সেক্রেটারি জেনারেল, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।

🔰বিশেষ অতিথিবৃন্দুঃ-
🎙️মুহাম্মাদ আব্দুর রশিদ আখতার।
◾যুববিষয়ক সম্পাঃ, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।
🎙️ইঞ্জিনিয়ারিং মুহাম্মাদ আব্দুন নুর।
◾প্রচার সম্পাদক, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ।
🎙️মুহাম্মাদ মফিজুল ইসলাম।
◾সহ-পরিচালক, সোনামণি সংগঠন।
🎙️মুহাম্মাদ রাকিবুল ইসলাম।
◾সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক,-
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ।

🎙️সভাপতি, মুহাম্মাদ হায়দার আলী।
◾সভাপতি, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ মেহেরপুর যেলা।

🔘সার্বিক ব্যবস্থাপনায়ঃ- সাহারবাটি আহলেহাদীছ যুবসংঘ।

📢প্রচারেঃ- বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ মেহেরপুর যেলা কর্মপরিষদ।

🟢আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।

#বাংলাদেশ_আহলেহাদীছ_যুবসংঘ
#বাংলাদেশ_আহলেহাদীছ_যুবসংঘ_মেহেরপুর_যেলা
#মেহেরপুর #আহলেহাদীছ #আহলেহাদীস

13/09/2024

নিম্নোক্ত লিখার মধ্যে শিরক্ কথাগুলো কমেন্টে লিখুন!!👉পৃথিবীর কোনো মানুষের-ই পক্ষে কোনো দিনই সম্ভব নয়, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন,খাতামুন্ নাবিয়্যীন, রহমতুল্লিল আলামীন, রহমতে আলম, শাফিউল মুজনাবিন, শাফিউল উমাম, সাইয়্যিদুনা, রসূলুল্লাহ, নবীউল্লাহ, হাবীবুল্লাহ, দোজাহানের বাদশাহ্,তাজেদারে মদিনা, নূর নবী হজরত মুহাম্মদ, আহ্‌মাদ, হামেদ, মাহ্‌মুদ, কাসেম, আকেব, ফাতেহ, খাতেম, হাশের, মাহি, দাঈ, সিরাজ, রাশীদ, মুনীর, বাশীর, নাযীর, হাদি, মাহদী, রাসূল, নবী, ত্বা-হ, ইয়াসীন, মুযাম্‌মিল, মুদ্দাচ্ছির, শাফী, খলীল, কালীম, হাবীব, মুস্তফা, মুরতাজা, মুজতাবা, মুখতার, নাসের, মানসুর, ক্বায়েম, হাফেজ, শহীদ, আদেল, হাকীম, নূর, হুজ্জাত, বুরহান, আবতাহী, মুমেন, মুতী, মুযাক্‌কের, ওয়ায়েয, আমীন, সাদেক, মুসাদ্‌দেক, নাতিক, সাহেব, মাক্‌কী, মাদানী, আরাবী, হাশেমী, তেহামী, হেজাযী, নাযারী, কুরাইশি, মুদারী, উম্মী, আযীয, রাউফ, রাহীম, ইয়াতীম, গণী, জাওয়াদ, ফাত্‌তাহ, আলেম, তাইয়েব, তাহের, মুতাহহার, খাতীব, ফাসীহ, সাইয়েদ, মুনতাকা, ইমাম, বা-র, মুতাওয়াচ্ছেত, সাবেক, মুতাসাদ্‌দেক, হাক্ব, মুবীন, আওয়াল, আখের, যাহের, বাতেন, রহমত, মুহাল্‌লিল, মুহাররিম, আমের, না-হী, শাকুর, কারীব, মুনীব, মুবাল্লিগ, ত্বা-সীন, হা-মীম, আওলা, আব্দুল্লাহ, মুত্তাকী, ইশতিয়াক, ইফতিখার, আফতাব, ই'জায, আশরাফ, ইহতেশাম, আসিফ, ইহসান, আখলাক, ইরশাদ, আজমাল, জ্বাহুক, নিয়ামত, মুবাশশির, নাজির, দায়ি ইলাল্লাহ, সিরাজুম মুনিরা, রাউফুর রহিম, রাহমাতুল-লিল-আলামিন, খাতামুন-নাবিয়্যিন, মাসুম, আন-নাবিয়্যুল উম্মি, সাহিবু খুলুকুল আজিম, কায়িমুন আলাল-হাক, কারিম, মুকাফফা, সাইয়িদু উলদি আদম, হাবিবুল্লাহ, সাদিক, মাসদুক, সাহিবুল মিরাজ, সাইয়িদুল মুরসালিন, সাহিবু কাউসার ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পূরিপূর্ণ প্রসংশা, শান মান, আজমত বর্ণনা করা।

মহান আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদার সৃষ্টি হলেন আল্লাহর প্রিয় হাবিব ﷺ। তার মর্যাদা সম্পর্কে আমরা যতই বলি, যতই লিখি, যতই শুনি তা কখনই শেষ হবে না, পরিপূর্ণ হবে না।

এজন্য কবি বলেন-
খোদা কি আজমত কিয়া হ্যায়, মোহাম্মাদ মোস্তফা জানে
মাকামে মোস্তফা কিয়া হ্যায়, মোহাম্মাদ কা খোদা জানে।’
অর্থাৎ, ‘মহান আল্লাহর বড়ত্ব-মহত্ত্ব শুধু মোহাম্মদই (সা.) ভালো জানেন।
আর মোহাম্মদ (সা.)-এর শান-মানও আল্লাহ তায়ালাই ভালো জানেন।’

আমাদের মতো স্বল্প জ্ঞানের মানুষের পক্ষে প্রিয় নবীজি হজরত মোহাম্মদ (সা.)-এর প্রকৃত শান-মান বর্ণনা করা সম্ভব নয়। আর কতটুকুই বা আমরা বলব, তা মূলত মহাসমুদ্রের এক বিন্দু পানির চেয়ে অনেক কমই বলা হবে। তাইতো শেখ সাদি (রহ.) বলেছেন, ‘বাদ আজ খোদা বুজুর্গ, তুই কিচ্ছা মুখতাছার’। অর্থাৎ, ‘হে সরকারে কায়েনাত, আপনার মর্যাদা আর কতটুকুই বলতে পারব, সংক্ষেপে এতটুকই বললাম, আল্লাহর পরেই আপনার স্থান।’

উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত- রসুল (সা.) বলেছেন, ‘একদিন ফেরেশতা জিবরাইল (আ.) এসে বললেন, ‘হে মোহাম্মাদ (সা.)! পূর্ব থেকে পশ্চিম, সমগ্র ভূখণ্ড আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু আপনার মতো মর্যাদাসম্পন্ন আর কাউকে পাইনি। আপনার সম্মানে আপনার বংশ হাশিমকে এত মর্যাদা দেওয়া হয়েছে যে, হাশিম বংশের পিতার চেয়ে কোনো মর্যাদামণ্ডিত পিতা আমি পৃথিবীর বুকে পাইনি।’ (মাদারিজুন নবুওয়াত)। একদিন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) প্রিয়নবী (সা.)-এর শান ও মান বর্ণনা করছিলেন। তিনি বললেন, ‘আল্লাহতায়ালা অন্য সব নবী (আ.) থেকে হুজুর পাক (সা.)-কে শ্রেষ্ঠত্ব দিয়েছেন।’ একজন প্রশ্ন করল, ‘কীভাবে, ব্যাখ্যা করে বুঝিয়ে দিন।’। ইবনে আব্বাস (রা.) বললেন, ‘অন্যসব নবী (আ.) সম্পর্কে আল্লাহতায়ালা বলেছেন, ‘আমি কোনো রসুলকেই তাঁর স্বজাতির ভাষাছাড়া প্রেরণ করিনি।’ (সুরা ইবরাহিম, আয়াত : ৪)। আর হুজুর (সা.) সম্পর্কে বলেছেন, আপনাকে সব মানুষ ও জাতির জন্যই রসুল করে পাঠিয়েছি।’ (সুরা সাবা, আয়াত : ২৮)।

ইমাম আবুল কাসিম ইবনু জুজাই কালবি রহ: যথাযথই বলেছেন : আমার কী সামর্থ্য আছে; আমি সমুদ্র পরিবেষ্টন করব—যে সমুদ্র টইটম্বুর?
আমায় কে সাহায্য করবে তারকারাজি আর কঙ্করমালা গণনা করতে?
আমার সব অঙ্গপ্রত্যঙ্গ যদি জিহ্বার ন্যায় কথা বলতে শুরু করে, তবুও তার প্রশংসার কিঞ্চিৎ পরিমানও আমি শেষ করতে পারব না।
যদি সমগ্র বিশ্বজগত তাঁর প্রশংসায় কিতাব রচনা করে তবুও জরুরি সামান্য পরিমানও পূর্ণ করতে পারবে না।
ফলে আমি ভয়ে ও আদব রক্ষার্থে, আশংকা ও শ্রদ্ধার্থে নিরবতা অবলম্বন করেছি।
কেননা, অনেক সময় নিরবতাতেও পূর্ণ অভিব্যক্তি প্রকাশ পায়; আবার কথাতে থাকে তিরস্কার।’

🟩 আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মারকায পরিদর্শন করলেন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা, ধর্ম ব...
09/09/2024

🟩 আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মারকায পরিদর্শন করলেন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়,
জনাব ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

📌 স্থান: দিনাজপুর জেলা। 📅 তারিখ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার🎤 খত্বীব ➯ অধ্যাপক শাইখ ড. আব্দুল্লাহ ফারুক সালাফী ( হাফি:)...
04/09/2024

📌 স্থান: দিনাজপুর জেলা। 📅 তারিখ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার
🎤 খত্বীব ➯ অধ্যাপক শাইখ ড. আব্দুল্লাহ ফারুক সালাফী ( হাফি:)।
🔰 মাননীয় সভাপতি, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ।
⏩ খুৎবার স্থান ➯ রাজিয়া হিফযুল কুরআন এন্ড ইসলামিক একাডেমী মসজিদ মাদানীনগর, পশ্চিম শিবরামপুর, দিনাজপুর সদর।

🎤 খত্বীব ➯ শাইখ মুহাম্মাদ ইবরাহীম বিন আব্দুল হালীম মাদানী।
🔰 বিদেশ ও প্রবাস বিষয়ক সেক্রেটারি, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও মুহাদ্দীস, মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া, যাত্রাবাড়ি, ঢাকা।
⏩ খুৎবার স্থান ➯ লালবাগ-২য় আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদ দিনাজপুর সদর।

🎤 খত্বীব ➯ শাইখ মুহাম্মদ বাদিউজ্জামান মাদানী
🔰 দাওয়াহ ও তাবলীগ বিষয়ক সেক্রেটারি, দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীস।
⏩ খুৎবার স্থান ➯ গোবড়াপাড়া আহলে হাদীস জামে মসজিদ, দিনাজপুর সদর।

🎤 খত্বীব ➯ শাইখ জালালুদ্দিন ( হাফি:)।
🔰 সাবেক ভাইস প্রিন্সিপাল, মাদরাসাতুল হাদীস নাজির বাজার, ঢাকা।
⏩ খুৎবার স্থান ➯ কর্ণাই কাটাপাড়া, দিনাজপুর সদর।

🎤 খত্বীব ➯ শাইখ ইসহাক বিন এরশাদ মাদাদী ( হাফি:)।
🔰 সাবেক সভাপতি, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ ও পরিচালক, শুব্বান রিসার্চ সেন্টার।
⏩ খুৎবার স্থান ➯ চকবাজার আহলে হাদীস জামে মসজিদ, দিনাজপুর সদর।

🎤 খত্বীব ➯ শাইখ নাজিবুল্লাহ বিন সানাউল্লাহ।
🔰 তথ্য প্রযুক্তি সম্পাদক, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ।
⏩ খুৎবার স্থান ➯ কামদেবপুর আহলে হাদীস জামে মসজিদ,দিনাজপুর সদর।

🎤 খত্বীব ➯ শাইখ আব্দুল কাইয়ুম।
🔰 খ্বতিব - মাসজিদ মুস্তফা মাদানী কমপ্লেক্স, সারুলিয়া, ডেমরা, ঢাকা।
⏩ খুৎবার স্থান ➯ লালবাগ- ১ নং আহলে হাদীস জামে মসজিদ, দিনাজপুর সদর।

🎤 খত্বীব ➯ শাইখ মুহাম্মদ জালালুদ্দীন
🔰 সিনিয়র শিক্ষক, রাযিয়া একাডেমি, মাদানীনগর, পশ্চিমশিবরামপুর, দিনাজপুর সদর।
⏩ খুৎবার স্থান ➯ সদরপুর মুন্নাপাড়া জামে মসজিদ, টেক্সটাইলের উত্তর, সদর, দিনাজপুর।

🎤 খত্বীব ➯ মুহা. আব্দুল্লাহ আল ফারুক।
🔰 সভাপতি, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ।
⏩ খুৎবার স্থান ➯ বিরল আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদ,বিরল দিনাজপুর।

🎤 খত্বীব ➯ শাইখ রায়হান উদ্দিন মাদানী।
🔰 মুদাররিস, মাদরাসা দারুস সুন্নাহ মিরপুর, ঢাকা।
⏩ খুৎবার স্থান ➯ বীরগঞ্জ আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদ, বীরগঞ্জ, দিনাজপুর।

🎤 খত্বীব ➯ শাইখ ইমাম হাসান মাদানী।
🔰 কোষাধ্যক্ষ, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ ও মুহাদ্দীস, মাদরাসা দারুস সুন্নাহ, মিরপুর, ঢাকা।
⏩ খুৎবার স্থান ➯ সেতাবগঞ্জ আহলে হাদীস জামে মসজিদ, বোচাগঞ্জ, দিনাজপুর।

🎤 খত্বীব ➯ শাইখ নুরুল আলম বিন আব্দুস সবুর আল -মাদানী।
🔰 প্রিন্সিপাল, রাযিয়া একাডেমি, মাদানীনগর, পশ্চিম শিবরামপুর, দিনাজপুর সদর।
⏩ খুৎবার স্থান ➯ বসিরবানিয়া বাজার জামে মসজিদ, পারবর্তীপুর, দিনাজপুর।

🎤 খত্বীব ➯ আব্দুর রহমান মাদানী।
🔰 সভাপতি, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা।
⏩ খুৎবার স্থান ➯ পার্বতীপুর আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদ, পার্বতীপুর,দিনাজপুর।

🎤 খত্বীব ➯ শাইখ তরিকুল ইসলাম মাদানী।
🔰 সহ-সভাপতি, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস নরসিংদী জেলা শাখা।
⏩ খুৎবার স্থান ➯ হাকিমপুর আহলে হাদীস জামে মসজিদ,দিনাজপুর।

🎤 খত্বীব ➯ শাইখ হাফিজুর রহমান।
🔰 সদস্য মজলিসে আম কেন্দ্রীয় শুব্বান ও প্রিন্সিপাল দারুত তাওহীদ মাদ্রাসা।
⏩ খুৎবার স্থান ➯ বিরামপুর আহলে হাদীস জামে মসজিদ, বিরামপুর,দিনাজপুর।

🇧🇩 বন্যার্তদের জন্য খাদ্য সহায়তা প্যাকেজ◼চিড়া-০৩ কেজি- ২৭০/-◼মুড়ি-০১ কেজি- ৬৫/-◼গুড়-০১ কেজি- ১৫০/-◼খেজুর- ০১ কেজি- ৪...
24/08/2024

🇧🇩 বন্যার্তদের জন্য খাদ্য সহায়তা প্যাকেজ
◼চিড়া-০৩ কেজি- ২৭০/-
◼মুড়ি-০১ কেজি- ৬৫/-
◼গুড়-০১ কেজি- ১৫০/-
◼খেজুর- ০১ কেজি- ৪০০/-
◼টোস্ট বিস্কুট-০১ কেজি- ২০০/-
◼পানি বিশুদ্ধকরণ
◼ট্যাবলেট- ০২ পাতা- ৭০/-
◼ওরস্যালাইন-১০ টি- ৫০/-
◼মোমবাতি-১০ টি- ১০০/-
◼গ্যাসলাইট-০১ টি- ১০/-
◼নাপা-০১ পাতা- ১৫/-
◼ছোট বিস্কুট প্যাকেট-০২টি-২০/-
◼পানি-০২ লিটার- ৩০/-
🔴 মোট মূল্য- ১৩৮০/-🔴
🟩অনুদান প্রেরণের ঠিকানা:-
Ahle Hadith Movement Bangladesh Central Relief Fund Savings Account No. 0071120054340, Al-Arafah Islami Bank, Rajshahi Branch.
Routing Number: 015811934
🔴মোবাইল ব্যাংকিং নাম্বার:
📲01797900123 (Bikash, Nagad personal)
📞017979001230 (rocket personal)
☎01711578057 (bkash personal)
🔴সার্বিক যোগাযোগ : কেন্দ্রীয় কার্যালয়, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, নওদাপাড়া, রাজশাহী। মোবাইল : 01797900123, 01711578057
🇧🇩 আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ।

বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসুন!ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন যেলায় বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আহলেহাদীছ আন্দোল...
22/08/2024

বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসুন!
ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন যেলায় বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। অতএব দানশীল ভাই-বোনদেরকে নিম্নোক্ত একান্টসমূহে অনুদান প্রেরণের জন্য আহবান জানানো হচ্ছে।
🔰অনুদান প্রেরণের ঠিকানা:-
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ত্রাণ তহবিল সঞ্চয়ী হিসাব নং ০০৭১১২০০৫৪৩৪০,
আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রাজশাহী শাখা।
রাউটিং নাম্বার: 015811934
Ahle Hadith Movement Bangladesh Central Relief Fund Savings Account No. 0071120054340, Al-Arafah Islami Bank, Rajshahi Branch.
Routing Number: 015811934

মোবাইল ব্যাংকিং নাম্বার:
01797900123 (Bikash, Nagad personal)
017979001230 (rocket personal)
01711578057 (bkash personal)
সার্বিক যোগাযোগ : কেন্দ্রীয় কার্যালয়, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, নওদাপাড়া, রাজশাহী। মোবাইল : 01797900123, 01711578057

16/07/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

16/07/2024

মেয়েরা শাড়ি পড়তে পাবে না। শাড়ি পড়া হারাম।
🎙️ শায়খ ড. আবু বকর মুহাম্মাদ জাকারিয়া আল-মাদানী ( হাফি:)।

29/05/2024

আলহামদুলিল্লাহ
২৮/০৫/২০২৪খ্রি.
ফিলিস্তিন স্বাধীন দেশের স্বীকৃতি পেয়েছে!
🇵🇸🇵🇸

03/04/2024

🔴🎥 LIVE সম্প্রচার..
📌দারুল ইসলাম সালাফি একাডেমি-এর উদ্যোগে-
🔰ইফতার মাহফিল ২০২৪🔰

🗓️তারিখ:- ০৩ এপ্রিল ২৪ইং, রোজ বুধবার।
⏰সময়:- দুপুর 02.30 মিনিট থেকে ইনশাআল্লাহ৷

⛩️স্থান:- দারুল ইসলাম সালাফি একাডেমি, কুলবাড়িয়া, মেহেরপুর সদর।

🔰আলোচক বৃন্দ:-

🎙️মাওলানা মুহাম্মাদ হায়দার আলী।
◾বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, মেহেরপুর যেলা।
◾সাবেক শিক্ষক, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী।

🎙️মাওলানা মুহাম্মাদ মফিজুল ইসলাম।
◾কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি সংগঠন।
◾আরবি প্রভাষক, চালনা ফাজিল মাদ্রাসা, বাগেরহাট।

🎙️মাওলানা মুহাম্মাদ ইয়াকুব আলী।
◾কেন্দ্রীয় সদস্য, আলহেরা শিল্পীগোষ্ঠী।
◾সহ-সভাপতি, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ,মেহেরপুর যেলা।

⭕আয়োজনে, দারুল ইসলাম সালাফি একাডেমি, কুলবাড়িয়া, মেহেরপুর সদর উপযেলা।

30/03/2024

🔴🎥Live (সরাসরি) দ্বায়িত্বশীল প্রশিক্ষণ ও ইফতার মাহফিল, গাংনী, মেহেরপুর থেকে.......।

📌আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ মেহেরপুর যেলার উদ্যোগে-
🔰দায়িত্বশীল প্রশিক্ষণ ও ইফতার মাহফিল ২০২৪🔰

🕌স্থান:- বাঁশবাড়ীয়া আহলেহাদীছ জামে মসজিদ, গাংনী, মেহেরপুর।

🗓️তারিখ:- ৩০শে মার্চ ২০২৪ইং, রোজ:- শনিবার।

🎙️প্রধান অতিথি:- অধ্যাঃ মাওঃ মুহাম্মাদ নুরুল ইসলাম।
◾কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।

🎙️প্রধান আলোচক:- অধ্যাঃ মাওঃ মুহাম্মাদ দুরুল হুদা।
◾সমাজকল্যাণ সম্পাদক, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।

🎙️বিশেষ আলোচক:- মাওলানা ফয়সাল মাহমুদ।
◾ সমাজকল্যাণ সম্পাদক, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ।

🎙️আরও আলোচনা রাখছেন আহলেহাদীছ আন্দোলন ও বাংলাদেশ যুবসংঘ মেহেরপুর যেলার নেতৃবৃন্দ।

⭕সার্বিক ব্যবস্থাপনা বাঁশবাড়ীয়া আহলেহাদীছ আন্দোলন ও যুবসংঘ শাখা, গাংনী, মেহেরপুর।

09/03/2024

🔴🎥Live (সরাসরি) ইসলামী জালসা তেঁতুলবাড়ীয়া সালাফী মাদ্রাসা থেকে......

📌মেহেরপুর যেলায় গাংনী উপযেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের সালাফী মাদ্রাসার উদ্যোগে -

🔰১ম বার্ষিক ইসলামী জালসা🔰

🕌স্থান:- অত্র মাদ্রাসা (তেঁতুলবাড়ীয়া সালাফী মাদ্রাসা প্রাঙ্গণ)৷

⏰তারিখ:- ৯ই মার্চ ২০২৪ইং, রোজ:- শনিবার।

🎙️প্রধান অতিথি:- অধ্যাঃ মাওলানা মুহাম্মাদ নুরুল ইসলাম।
◾অধ্যাপক গাংনী সরকারি ডিগ্রি কলেজ, গাংনী, মেহেরপুর।
◾কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।

🎙️প্রধান বক্তা:- মাওলানা মুহাম্মাদ শফিকুল ইসলাম।
◾খতীব, ইছাপুড়া কেন্দ্রীয় জামে মসজিদ। ও
◾আলোচক, বাংলাদেশ টেলিভিশন,নারায়ণগঞ্জ।

🎙️দ্বিতীয় বক্তা:- মাওঃ মুহাম্মাদ আল-আমিন বিন সালেক।◾সভাপতি, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ বগুড়া যেলা।

28/02/2024

🔴🎥LIVE.. সরাসরি "ইসলামী জালসা"
🕌স্থান: সাহারবাটী দাখিল মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা, গাংনী, মেহেরপুর।

🗓️তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ইং ১৫ ফাল্গুন ১৪৩০ বাংলা।
◾রোজ: বুধবার, সময়: বাদ আছর।

🎙️ প্রধান বক্তা: মাওঃ মোঃ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী
◾লিসান্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব।

🎤 দ্বিতীয় বক্তা: মাওলানা মোঃ হায়দার আলী
◾সাবেক মুহাদ্দিস, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী।

🎤 তৃতীয় বক্তা: মাওলানা মোঃ ইয়াকুব আলী
◾ইমাম, বামুন্দী আমলেহাদীছ জামে মসজিদ, গাংনী, মেহেরপুর।

🔰 সভাপতি: মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম
◾সাধারণ সম্পাদক, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।
⏺️ আরও ওয়াজ করবেন স্থানীয় ওলামায়ে কেরাম।
🌺 আয়োজনে: জালসা বাস্তবায়ন কমিটি।

📌 বিঃ দ্রষ্টব্য: মহিলাদের পর্দার সাথে বসার সু-ব্যবস্থা আছে।

28/02/2024

🔴 LIVE.. সরাসরি
✅ "ইসলামী জালসা"
🕌 স্থান: সাহারবাটী দাখিল মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা, গাংনী, মেহেরপুর।
⏰ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ইং ১৫ ফাল্গুন ১৪৩০ বাংলা।
🧭 রোজ: বুধবার, সময়: বাদ আছর।

🎙️ প্রধান বক্তা: মাওঃ মোঃ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী
🔹 লিসাম মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব।
🎤 দ্বিতীয় বক্তা: মাওলানা মোঃ হায়দার আলী
🔸 সাবেক মুহাদ্দিস, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী।
🎤 তৃতীয় বক্তা: মাওলানা মোঃ ইয়াকুব আলী
🔸 ইমাম, বামুন্দী আমলেহাদীছ জামে মসজিদ, গাংনী, মেহেরপুর।
🔰 সভাপতি: মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম
◾সাধারণ সম্পাদক, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।
⏺️ আরও ওয়াজ করবেন স্থানীয় ওলামায়ে কেরাম।
🌺 আয়োজনে: জালসা বাস্তবায়ন কমিটি।

📌 বিঃ দ্রষ্টব্য: মহিলাদের পর্দার সাথে বসার সু-ব্যবস্থা আছে।

23/02/2024

🛑 সরাসরি দিনাজপুর শহর হইতে.... সালাফী কনফারেন্স দিনাজপুর। 🎙️ শায়খ মোজাফফর বিন মুহসিন হাফি :

নবনির্বাচিত কমিটিকে প্রাণঢালা অভিনন্দন!সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি, বাংলাদেশ-এর🔹সম্মানিত সভাপতি ড. মোহাম্মদ ...
12/02/2024

নবনির্বাচিত কমিটিকে প্রাণঢালা অভিনন্দন!

সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি, বাংলাদেশ-এর
🔹সম্মানিত সভাপতি
ড. মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী
পিএইচডি, মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়, সৌদি আরব।

🔹সেক্রেটারি জেনারেল,
ড. মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী
পিএইচডি, মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়, সৌদি আরব।

🔹দপ্তর সম্পাদক,
ড. আব্দুল বাসির মাদানী
পিএইচডি, মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়, সৌদি আরব।

আল্লাহ তাদের ইলমি ও দাওয়াতি প্রচেষ্টা মুসলিম উম্মার কল্যাণে যেন কবুল করেন- আমীন।

✅আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া রাজশাহী পরিদর্শনে বিদেশি মেহমান:  🎙️ ডক্টর শাইখ ফাইসাল হাসেমী, হাফিজাহুল্লাহ। (বি...
10/02/2024

✅আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া রাজশাহী পরিদর্শনে বিদেশি মেহমান:
🎙️ ডক্টর শাইখ ফাইসাল হাসেমী, হাফিজাহুল্লাহ।
(বিচারপতি মুস্তাসার ফিল হায়াতালকাদা কুয়েত
খত্বীব ও দা'য়ী ইলাল্লাহ) এবং সাথে 🎙️শাইখ হাবিবুর রহমান মাদানী, হাফিজাহুল্লাহ।
(চেয়ারম্যান সোসাল সোসাইটি)
"আলহামদুলিল্লাহ"
বাংলা অনুবাদ করছেন :🎙️ শাইখ শরীফুল ইসলাম মাদানী, হাফিজাহুল্লাহ।
(কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
#প্রফেসর_ড_আসাদুল্লাহ্_আল_গালিব
Everyone Rustom Ali Abdur Rahman Sobuj Mahfuz Alam Asadullah Bin Abdus Samad

09/02/2024

🔴লাইভ🔴 জামশেদ মজুমদার, চট্টগ্রাম।
দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, বাঘা, রাজশাহী থেকে ৯/২/২০২৪

09/02/2024

🔴লাইভ🔴 ব্রাদার রাহুল ( রুহুল আমীন), ভারত।
দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, বাঘা, রাজশাহী।
বিষয়:- সত্য গ্রহণে বাধা। তারিখ :- ০৯/০২/২০২৪।

Address

Sadar
Dinajpur

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801774024926

Alerts

Be the first to know and let us send you an email when আহলেহাদীছ পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আহলেহাদীছ পরিবার:

Videos

Share

Category