NOTE BOOK

NOTE BOOK Inform people through writing or video.........
(2)

08/11/2023
21/09/2023

Active আছি 🚀
দ্রুতো ফলো দিন 👍
𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐁𝐚𝐜𝐤 To 𝐁𝐚𝐜𝐤 🤝

17/09/2023

আমি নষ্ট করেছি সময় 🫠🫠 এখন সময় নষ্ট করছে আমায় 😪😪

16/09/2023

না বলতে শিখুন.......,...না হলে বিপদ

এই লোকটি একটি দোকান দিয়ে নতুন ব্যবসা শুরু করেছিল,,, এবং তার সমস্ত পরিচিতজন বন্ধু_প্রতিবেশী এবং পরিবার সেখানে কেনকাটা করতো এবং মাঝে মাঝে বাকী ও চাইতো
কয়েক বছর পরে, এই সব বাকী মিলে বড় আকার ধারন করে
কখনও কখনও আমরা হ্যাঁ বলি যখন আমাদের না বলা উচিত ছিল।
আপনি হ্যাঁ বলবেন ভাবছেন আপনি মানুষকে সাহায্য করছেন..
কিন্তু আসলে আপনি হেরে যাচ্ছেন
এবং আপনার কঠোর পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করছেন,
আপনার সময় খারাপ যাবে এবং বাকী টাকা চাইবেন তখন সবাই আপনার দিকে মুখ ফিরিয়ে নেয়।

সবসময় হ্যাঁ বলবেন না...

আপনার ব্যবসায় বিনিয়োগ করুন এবং সঞ্চয় করুন, স্মার্ট হন, সবকিছু হারিয়ে যেতে দেবেন না,,,,,

14/09/2023

সমাজ এখন এতটাই হিংসাত্মক যে 😐 কেউ কারো সামান্য উন্নতি বা প্রশংসা সহ্য করতে পারছে না 🤷‍♂️🤷‍♂️

11/09/2023

😳😳😳😳

08/09/2023

আপনি যখন কাউকে প্রথম বার বিনা পয়সায় কিছু দেন, তখন তার মধ্যে একধরনের মুগ্ধতা তৈরি হয় 😊😊

আপনি যখন কাউকে দ্বিতীয় বার বিনা পয়সায় কিছু দেন, তখন তার মধ্যে একধরনের অপেক্ষা তৈরি হয় 😇😇

আপনি যখন কাউকে তৃতীয় বার বিনা পয়সায় কিছু দেন, তখন তার মধ্যে একধরনের প্রত্যাশা তৈরি হয় 🫣🫣

আপনি যখন কাউকে চতুর্থ বার বিনা পয়সায় কিছু দেন, তখন তার মধ্যে একধরনের অধিকারবোধ তৈরি হয় 🤔🤔

আপনি যখন কাউকে পঞ্চম বার বিনা পয়সায় কিছু দেন, তখন তার মধ্যে একধরনের নির্ভরতা তৈরি হয় 🤗🤗

এরপর যদি সে কখনো দেখে, আপনার কাছ থেকে বিনা পয়সায় তার প্রয়োজনীয় জিনিসটি আর পাচ্ছে না, তখন সে রীতিমতো খেপে গিয়ে আপনার সাথে খারাপ আচরণ করবে কিংবা আপনার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে এবং আজেবাজে কথা ছড়াবে 🤬🤬আপনার কাছ থেকে কী পেয়েছে, সেটা নিয়ে কম ভেবে বা মোটেও না ভেবে সে বরং ভাববে, আপনি তার মতো করে তাকে সাহায্য করছেন না কেন?🤷‍♂️🤷‍♂️ তার মাথায় এটা কোনোভাবেই আসবে না যে, কেন‌ই-বা আপনি তাকে সময় দেবেন বা সাহায্য করবেন! যার কমনসেন্স কম বা নেই, সে আদায় করতে জানে না, সব ফ্রিতে পেতে চায় 😐😐

সময়ের চেয়ে দামি আর কী আছে? বিনা কারণে যার সময় পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রেই, তার সময়টা তেমন কোনো কাজে লাগে না😪😪 অপরিচিত কাউকে মানুষ সময় দেয় দুই কারণে---আনন্দ পেলে বা পয়সা পেলে। আমাদের দুঃখ বিনা কারণে কাউকে স্পর্শ করে না😏🤤😏

মানুষ প্রতারককেও ক্ষমা করে দিতে পারে, কিন্তু বিনা পয়সায় ও বিনা কারণে যার কাছ থেকে কখনো উপকার পেয়েছে, তার কাছ থেকে কখনও প্রত্যাশিত কিছু না পেলে তাকে সহজে ক্ষমা করতে পারে না। যাকে সব দিয়েও বিনিময়ে কেবলই দুঃখ পেল, তার কাছেও ঘেঁষতে পারে না, অথচ যে তাকে চেনেই না, তার কাছ থেকে বিনা কারণে নিজের সমস্যার সমাধান বা নিদেনপক্ষে সময় আশা করে এবং তা না পেলে রেগে গিয়ে কথা শুনিয়ে দেয়---এমন অদ্ভুত মানুষের সংখ্যা অগণিত 🙂🙂

আমাদের জ্ঞান যত বাড়ছে, কাণ্ডজ্ঞান তত কমছে 😔😔

06/09/2023

সবাই-ই জীবনে ভালো কিছু করতে চায়। 😇 কিন্তু ভালো থাকতে না পারলে ভালো কিছু করেও-বা কী লাভ? 🤷‍♂️ ঘড়ি থেমে নেই, টিক টিক টিক…চলছে। 🕰️ আমরা ভাবি, বেঁচে আছি। 🤗 অথচ আমরা কেবলই নিঃশ্বাস নিচ্ছি, এর বেশি কিছু নয়.. 🫠🫠

05/09/2023

দেশি মাছ 🐟🐟

05/09/2023

আশা ছেড়ো না,

ভরসা রাখো আল্লাহর ওপর,
তিনিই একদিন পথ দেখাবেন।
🌸🥰

30/08/2023

Active✅ আছি ✅✅
দ্রুতো ফলো দিন
রকেটের গতিতে ফলো ব্যাক দিচ্ছি
💯 Follow Back to Back🔥✅🔥✅

30/08/2023

রাতের বেলা মাছ ধরা...

21/08/2023

Park / পার্ক 😍 🏞️ 🏕️

17/08/2023

ছোট বেলার জীবন্ত খেলনা ফড়িং / dragonfly!!!!

10/08/2023

সকালের রোদের উজ্জ্বলতা আর গাছের সতেজতা মিলে একাকার...

03/08/2023

মেঘ ও চাঁদের লুকোচুরি খেলা...🌝🌥️🌥️

02/08/2023

❤️𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 দিলে
সাথে সাথে 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐁𝐚𝐜𝐤 দিবো🌺
ইনশাআল্লাহ ✅✅
Follow back to back

24/07/2023

কর্ম শেষে বাড়ি ফেরা....

23/07/2023
21/07/2023

প্রকৃতির অঙ্গ...

চারটা পুরি কিনে স্বভাব বশত ২০ টাকা দিতে গিয়ে লজ্জায় পড়লাম। দোকানদার বলল "এগুলো নাকি ৪০ টাকা"!আমি মনে মনে বললাম "কিছুদিন ...
20/07/2023

চারটা পুরি কিনে স্বভাব বশত ২০ টাকা দিতে গিয়ে লজ্জায় পড়লাম। দোকানদার বলল "এগুলো নাকি ৪০ টাকা"!
আমি মনে মনে বললাম "কিছুদিন আগেও তো ৫ টাকা পিস কিনছি। সাইজ বাড়ে নাই, কোয়ালিটি বাড়ে নাই, তাহলে দাম বাড়তি কেন?"

20/07/2023

জমিদার বাড়ি 🏚️🏘️🛖....

19/07/2023

এখন ফ্রী আছি ▪️F2F▪️✅️
🚀রকেটের গতিতে চলবে ফলো ব্যাক 🚀
💯 Back to back 💯

২৮ জুলাই শুক্রবার চলতি বছরের ( ২০২৩ )এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে...
19/07/2023

২৮ জুলাই শুক্রবার চলতি বছরের ( ২০২৩ )এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে...

17/07/2023
17/07/2023
16/07/2023

আমার স্ত্রী স্কুটার অর্থাৎ বাইক চালাতে জানে কিন্তু আমি জানি না। ও আমাকে বাইকে করে অফিসে নামিয়ে দিয়ে তার নিজের অফিসে চলে যেতো। এতে আমার বেশ ভালো লাগতো। কিন্তু এই ভালো লাগা বেশিদিন স্থায়ী হলো না।

প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়,বন্ধু,রাস্তার অপরিচিত মানুষ এবং অফিসের সহকর্মীরা ব্যঙ্গ করে হাসতে লাগলো এবং আমাকে বলতে লাগলো,"আপনি পুরুষ হয়ে স্ত্রীর বাইকের পেছনে বসে চলাফেরা করছেন? ছি ছি! আপনি তো পুরুষ জাতির মান সম্মান ডুবিয়ে দিচ্ছেন। নিজে বাইক চালানো শিখুন। আর স্ত্রীকে বাইকের পেছনে বসিয়ে চলাফেরা করুন।"

লজ্জা পেয়ে স্ত্রীর বাইকে চড়া বন্ধ করে দিলাম।
স্ত্রী তখন বললো,"তোমাকে বাইক চালানো শিখিয়ে দিই?"
ওর প্রস্তাবে সম্মতি দিলাম।

বাড়ির পাশে একটা খোলা মাঠ আছে, সেখানে স্ত্রী আমাকে বাইক চালানো শেখাতে লাগলো কিন্তু শেষ পর্যন্ত শেখা সম্ভব হলো না।

স্ত্রীর কাছ থেকে বাইক চালানো শিখছি দেখে সবাই আবারো ব্যঙ্গ করে হাসতে লাগলো। তাদের হাসির যন্ত্রণায় স্ত্রীর কাছ থেকে বাইক চালানো শেখা বন্ধ করে দিলাম। সেই সাথে অন্য কারো কাছ থেকে শেখার ইচ্ছেটাও চলে গেলো। ঠিক করলাম, লোকাল বাসে করে যাতায়াত করবো। বিয়ের আগে যেমন করতাম।

কিন্তু এবারো বিপত্তি বাধলো।
সবাই বলতে লাগলো,"আপনি পুরুষ হয়ে বাসে চলাফেরা করছেন। আর আপনার স্ত্রী বাইকে চলাফেরা করছে। এটা কি মানায়? আপনি তো ছোটো হয়ে গেলেন।"

সেদিন রাতে রেগে গিয়ে স্ত্রীকে বললাম, "তোমার বাইকের জন্য আমার জীবন তো অতিষ্ঠ হয়ে গেলো। তুমি কি আমাকে শান্তিতে থাকতে দেবে না?"

সে স্থির চোখে আমার দিকে চেয়ে রইলো। মুখে কিছু বললো না।

এর কিছুদিন পর দেখলাম ওর বাইকটা নেই।
জিজ্ঞেস করলাম,"তোমার বাইক কোথায়?"
সে শান্ত এবং বিষন্ন গলায় বললো,"বিক্রি করে দিয়েছি।"
বাইকটা ওর বাবা কিনে দিয়েছিলেন। আমি আর কিছু বললাম না।

স্ত্রীর বাইক চালানো বন্ধ হওয়াতে আমাকে নিয়ে হাসাহাসি এবং কথা বলাও বন্ধ হয়ে গেলো। আমি স্বস্তি পেলাম।

এভাবে নির্বিঘ্নে দিন কাটতে লাগলো।

তারপর হঠাৎ করে এক রাতে আমার ভয়াবহ ভাবে বমি আর পাতলা পায়খানা শুরু হলো। এতে ভীষণ দুর্বল হয়ে পড়লাম। বমি এবং পাতলা পায়খানা কোনোটাই আমার নিয়ন্ত্রণে ছিলো না। বিছানা থেকে নেমে বাথরুম পর্যন্ত যাওয়ার সুযোগ পেতাম না। তার আগেই কাপড় নোংরা হয়ে যেতো। আর এই ময়লা কাপড় এবং আমাকে পরিষ্কার করতো আমার স্ত্রী। গোটা রাত এক ফোঁটা ঘুমাতে পারি নি। শুধু অসুখে ককিয়েছি। আর স্ত্রী পাশে থেকে নির্ঘুম সেবা করে গেছে।

পরদিন সকালে সে আমাকে হাসপাতালে নিয়ে গেলো। তারপর অফিস থেকে ছুটি নিয়ে আমার দেখাশোনা করতে লাগলো।

হাসপাতালে তিন দিন ছিলাম। এই তিন দিনে প্রতিবেশী, আত্মীয়, বন্ধু এবং অফিসের সহকর্মীরা হাসপাতালে এলো আমাকে দেখার জন্য। তারা বেডের পাশে বসে সহানুভূতি জানালো। এবং নানা রকম উপদেশ দিয়ে চলে গেলো। কিন্তু যে মানুষটা সার্বক্ষণিক সঙ্গে থাকলো, সে হলো আমার স্ত্রী।

সুস্থ হয়ে যেদিন বাড়ি ফিরলাম সেদিন মা আমাকে বললেন,"তোর বিপদে আপদে যে সব সময় তোর পাশে থাকবে, সে হলো তোর স্ত্রী। আর বাকিরা কিছু সময় দু:খ প্রকাশ করে যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তাহলে বল, কাকে তোর বেশি গুরুত্ব দেয়া উচিত?"

এরপর বললেন,"মেয়েদের এগিয়ে যাওয়া, মেয়েদের উন্নতি অনেকের কাছে অসহ্য লাগে। তারা নানা কৌশলে মেয়েদের থামিয়ে দিতে চায়। যারা এমন করে তারা সুস্থ মনের মানুষ হয় না। তারা হয় বিকৃত মনের। আর এসব বিকৃত মনের মানুষদের পাত্তা দেয়ার কোনো মানে হয় না।"

পরদিন বন্ধের দিন ছিলো।
স্ত্রীকে বললাম,"চলো।"
"কোথায়?"
"বাইকের দোকানে।"
সে আশ্চর্য হয়ে বললো,"কেনো?"
"তোমাকে বাইক কিনে দেবো। তুমি পছন্দ করবে।"

এরপর বললাম,"বহুদিন তোমার বাইকে চড়া হয় না।"
স্ত্রী বললো,"লোকে হাসবে, কথা শোনাবে।"
ওর চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললাম,"পরোয়া করি না।"

পুনরায় স্ত্রীর বাইকে করে চলাফেরা আরম্ভ করলাম। যারা হাসার তারা হাসতে লাগলো। যারা বলার তারা বলতে লাগলো। কিন্তু তাদের হাসি দেখে, কথা শুনে এবার আর বিভ্রান্ত হলাম না। তাই স্ত্রীকে থামালাম না।

কারণ ততোদিনে বুঝে গেছি, স্ত্রীর এগিয়ে যাওয়া মানে আমারো এগিয়ে যাওয়া। স্ত্রীর উন্নতি মানে আমারো উন্নতি।

স্ত্রীর বাইক সমস্ত বাধা ডিঙ্গিয়ে স্বমহিমায় চলতে লাগলো। আমাকে নিয়ে।

"স্ত্রীর বাইক"
‌লি‌খে‌ছেন: রুদ্র আজাদ
ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত।

14/07/2023

তিন চাকরি এই বয়সেই!

সকালে সে পত্রিকা বিক্রি করে , বিকেলে সে ফল বিক্রি করে; মাঝের সময়টাতে চায়ের দোকানে বয়ের কাজ করে।

অসুস্থ বাবা-মায়ের ঔষধ থেকে শুরু করে সকাল-বিকালের খাবার নিশ্চিত করতে অমানুষিক শ্রম দিয়ে যায়।

এর মাঝেও সে স্কুলে যায়। নয়টা বাজলে ভালো কাপড় পরে বইখাতা নিয়ে হাজিরা দেয় বিদ্যানন্দের প্রথম শ্রেণীতে।

খুব মনোযোগী এই ছাত্রকে আমরা সুপারম্যান বলি, দোয়া করবেন যেন তাঁর স্বপ্ন যেন পূরণ হয়।

13/07/2023

🚲🚲🚲

12/07/2023

বৃষ্টি 💞💞💞

Address

Birganj
Dinajpur
5200

Telephone

+8801773708491

Website

Alerts

Be the first to know and let us send you an email when NOTE BOOK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like