বাংলাদেশ ইসলামিক মিডিয়া

বাংলাদেশ ইসলামিক মিডিয়া .

21/01/2025

চট্টগ্রাম শায়খ আহমাদুল্লাহর আলোচনা
চট্টগ্রাম শায়খ আহমাদুল্লাহর আলোচনা শুনে কাঁদলো সবাই | shaikh ahmadullah new waz

21/01/2025

কুরআনে নাকি রাজনীতি নাই বলতেই মাহফিলে বিএনপির বাঁধা ! উচিৎ শিক্ষা দিলেন গোলাম রব্বানী Golam Rabbani

17/01/2025

সিলেটে জাহান্নামের ওয়াজ | ইতিহাস হয়ে থাকবে | Mizanur Rahman Azhari Waz 2025

14/12/2024

জেনে নিন, কিসের বিনিময়ে জান্নাত!! এম কে আনোয়ার হোসাইন

14/12/2024

বাংলাদেশ নিয়ে মোসাদের ষড়যন্ত্র! মাওলানা আনোয়ার হোসাইন
এম কে আনোয়ার হোসাইন

কিছুক্ষণ আগে চট্টগ্রামের মেথরপট্টি রঙ্গম টাওয়ারের পিছনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে জবাই করে...
26/11/2024

কিছুক্ষণ আগে চট্টগ্রামের মেথরপট্টি রঙ্গম টাওয়ারের পিছনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে জবাই করে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকনের কর্মীরা।

ইসকন, প্রথম আলো যতদিন বাংলাদেশে থাকবে,ততদিন বাংলাদেশ অনিরাপদ।

আলহামদুলিল্লাহ গভীর রাতেও এটা দিনের আলোর মতোই স্পষ্ট যে  তথাকথিত এসব সেকুলারান্ধ বামান্ধ এবং গণতান্ত্রিক অন্ধত্বের মধ্য ...
26/11/2024

আলহামদুলিল্লাহ গভীর রাতেও এটা দিনের আলোর মতোই স্পষ্ট যে তথাকথিত এসব সেকুলারান্ধ বামান্ধ এবং গণতান্ত্রিক অন্ধত্বের মধ্য দিনে কিছু সুশীলিয় অভ্যুত্থান সম্ভব হলেও ইসলামপন্থী তাওহীদবাদীদের স্বার্থ, পরিপূর্ণ দ্বীন পালনের স্বাধীনতা অথবা শারিয়াহ বাস্তবায়নের কোনটিই সম্ভব নয়!
তাই বিকল্প পথ ও পদ্ধতি প্রিয় নবীজির (স) সিরাতে থেকে শেখা ও কায়েম করার দ্বিতীয় কোন পথ ও পদ্ধতি আজ আমাদের সামনে খোলা নেই।
সমস্যা হল: সমাধান জানার পরেও সুকৌশলে
তাকে এড়িয়ে যাওয়া! শুধু তাই নয় বরং এমন কিছু মিরজাফরের উপরে তাওয়াক্কুক করা যারা এখনো মানুষই হতে পারেনি! ঈমানদার হওয়া তো বহু দূর কি বাত!

এই ছবিটির একটা সিম্বোলিক বার্তা আছে। বার্তা নিতে পারলে উদ্দীপনা বাড়বে। সিম্বোলিক ম্যাসেজ কখনো বেশ শক্তিশালী হয়। বিরোধীরা...
17/11/2024

এই ছবিটির একটা সিম্বোলিক বার্তা আছে। বার্তা নিতে পারলে উদ্দীপনা বাড়বে। সিম্বোলিক ম্যাসেজ কখনো বেশ শক্তিশালী হয়। বিরোধীরা চটে বেশি, প্রতিক্রিয়াশীল হয় মারাত্মক। শব্দ ব্যবহার না করে চটানো এবং প্রতিক্রিয়াশীল করতে পারাটার মধ্যে আলাদা তৃপ্তি আছে।

দুই-একদিন আগে সাইয়্যিদ আব্দুল্লাহ ভাই নিশ্চুপ থেকে শুধু হারপিকের একটা বোতল ক্যামেরায় তুলে ধরেছিলেন। কথা বলেন নি, গালমন্দ করেন নি, চেঁচান নি, শুধু একটা নীল বোতল দেখিয়েছিলেন। এটা দেখার পর নিঝুম বান্দরের মতো যেরকম নাচানাচি শুরু করল, মনে হল, তার স্ক্রোটাম-ট্রোটাম চিপায় আটকে গেছে। এটাই সিম্বোলিক ম্যাসেজের শক্তি। সমস্যা হল আমরা সঙ্কেত বুঝি কম।

Asif Adnan ভাই চট্টগ্রাম সেমিনারে যে ভঙ্গিতে স্টেজে উঠলেন এবং যে মোডে বক্তৃতা দিলেন তা সত্যিই অন্যরকম একটা আবহ তৈরি করেছিল। বিষয়বস্তুর সাথে খাপেখাপ মিলে গিয়েছিল সবকিছু। আমার বাড়ি দখল করে ফেলছে জানোয়াররা। শুনে কি আমি পোশাক-আশাকে সজ্জিত হয়ে প্রতিরোধ করতে যাব, না কি কোমরে গামছা বেঁধে হাতে যা নেওয়ার তা নিয়ে মাথাটা একটু ঝাঁকিয়ে শরীরের রক্ত চেহারায় এনে যাব? অবশ্যই দ্বিতীয় মোড ধারণ করব। কারণ লড়াই করতে সুন্দর পোশাক পরে বের হওয়া যায় না, সম্ভবও নয়। আসিফ ভাই আজ মাথাভর্তি বাবরি চুল ছেড়ে গলায় পবিত্র ভূমির বাসিন্দাদের রুমাল ঝুলিয়ে লড়াকু সিম্বোলিক ম্যাসেজ দিলেন সবাইকে। মানে কুদুস নিয়ে যাচ্ছে, যেভাবে আছো, যা আছে তা নিয়েই বের হয়ে যাও। এক্ষুনি বের হও। সুন্দর কাপড় থাকলে তা খুলে টাইট পোশাক পরে বের হও। চেহারাটা সিংহের মতো করে বের হও। দুনিয়া কাঁপিয়ে দেওয়ার ভঙ্গিতে রওনা হও।

বিষয়বস্তু সাথে দারুণ মিল ছিল তাঁর আজকের দেহভঙ্গিমা ও সাজগোছ। চমৎকার ভাই, চমৎকার।

©Nazrul Islam

15/11/2024

(রেকর্ডেড),,,,,,,,, আল্লাহর নিদর্শন || মাওলানা আনোয়ার হোসাইন

06/11/2024

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু

02/11/2024

জ'ঙ্গি সাজিয়ে আটকের তালিকা করা হতো প্রথম আলো অফিস থেকে

জরায়ুর টিকা নেয়ার পর এ পর্যন্ত ৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এটা খুবই অস্বাভাবিক ঘটনা। ভয়ে এমন হওয়ার কথা নয়। যে টিকা দেয়া...
29/10/2024

জরায়ুর টিকা নেয়ার পর এ পর্যন্ত ৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এটা খুবই অস্বাভাবিক ঘটনা। ভয়ে এমন হওয়ার কথা নয়। যে টিকা দেয়া হচ্ছে তার গুনগত মান নিয়ে বড় রকমের প্রশ্ন রয়ে গেছে। এই টিকা চায়না থেকে আমদানী এবং আইডিডিআরবি ক্লিনিক্যাল ট্রায়াল করেছে। এটার তদন্ত হওয়া জরুরী। টিকা দেয়ার আগে প্রতিটি পিতামাতাকে টিকার সাইড ইফেক্ট সম্পর্কে জানানো অবশ্যই কর্তব্য। কিন্তু সেটা করা হয়নি।

এই টিকা নিয়ে ২০ বছর ধরে কাজ করছেন কাজ করছে আমার প্রবাসী বন্ধু রেজা করিম। তার মতে-
“HPV-র এই তিনটি টিকা ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকায় এপ্রুভাল পেয়েছে: Gardasil 9, Gardasil and Cervarix. এগুলোর বাইরে অন্য টিকা দেশে না দেয়ার পরামর্শ দেব। এই পরামর্শ এই তিনটি টিকার অনেক অনেক বছরের গবেষণার ডাটার উপর ভিত্তি করে। Many many years of post-marketing efficacy and safety data are also available for those vaccines..”

ড সরোয়ার

28/10/2024

⚠️RECORDED⚠️ কুরআন তেলাওয়াতই আমাদের ঈমান বৃদ্ধি করে | আলোচনায় মাওলানা আনোয়ার হোসাইন

27/10/2024

হযরত আদম আঃ থেকে মুহাম্মদ সঃ পর্যন্ত ইসলামের ইতিহাস __ abu taha Muhammad Adnan

26/10/2024

বিনা অপরাধে ১২ বছর কারাবাসের হিসাব চায় ভুক্তভোগী আলেমরা৷

26/10/2024

শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে দ্বীনের দাওয়াত | আবু ত্বহা মুহাম্মদ আদনান | abu taha muhammad adnan

25/10/2024

আলোচনায় মাওলানা আনোয়ার হোসাইন #বাংলাদেশ_ইসলামিক_মিডিয়া

25/10/2024

মাথায় আজ কাফন বেধে নাও!

Address

Ranirbandar
Dinajpur
5241

Telephone

+8801787982349

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ইসলামিক মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাদেশ ইসলামিক মিডিয়া:

Videos

Share

Category