Abdur Razzak

Abdur Razzak আসসালামু আলাইকুম..........
পেজটি ফলো,এবং লাইক করুন। সবাই কে ধন্যবাদ।

16/09/2021
15/09/2021
14/09/2021
14/09/2021
13/09/2021
12/09/2021
11/09/2021
03/09/2021
 #মহররমের_রোজা োজা
13/08/2021

#মহররমের_রোজা
োজা

https://youtu.be/sqbQ8_Zc7hs
10/08/2021

https://youtu.be/sqbQ8_Zc7hs

Hopy you will enjoy our exclusive Waz mahfil, Hamd,Naat,Islamic nasheed,bangla Islamic gojol,Islamic gojol, more Islamic song and video on our YouTube Channe...

08/08/2021
Abdur Razzak bin asrahful official_youtube channel ti subscribe kre amader family hote paren...................
06/08/2021

Abdur Razzak bin asrahful official_youtube channel ti subscribe kre amader family hote paren...................

06/08/2021
02/08/2021

শায়খ আহমাদুল্লাহ প্রশ্ন উত্তর,ইসলামী প্রশ্নোত্তর,শায়েখ অাহমাদুল্লাহ প্রশ্ন উত্তর,প্রশ্নোত্তর পর্ব শাইখ আহমাদুল্লাহ,বাংলা ওয়াজ শায়খ আহমাদুল্লাহ,আহমাদুল্লাহ ওয়াজ,নতুন লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠান শায়খ আহমাদুল্লাহ,শাইখ আহমাদুল্লাহ,প্রশ্ন উত্তর পর্ব,শায়েখ আহমদুল্লাহ,শায়েখ আহমাদুল্লাহ ইসলামিক ওয়াজ, টিকটক থেকে টাকা ইনকাম করা হালাল না হারাম,ইউটিউব থেকে টাকা ইনকাম করা হালাল না হারাম,টিকটক থেকে টাকা ইনকাম করা কি হালাল নাকি হারাম,টিকটক রেফার কোড এর মাধ্যমে টাকা ইনকাম করা হালাল নাকি হারাম,লাইকি থেকে টাকা ইনকাম করা হালাল নাকি হারাম,টিকটক থেকে টাকা ইনকাম,spc থেকে ইনকাম হালাল না হারাম,tiktok থেকে টাকা ইনকাম করা কি হালাল ?

https://youtu.be/8duAAdFy2Y8
01/08/2021

https://youtu.be/8duAAdFy2Y8

Hopy you will enjoy our exclusive Waz mahfil, Hamd,Naat,Islamic nasheed,bangla Islamic gojol,Islamic gojol, more Islamic song and video on our YouTube Channe...

সিগারেট-হালাল-নাকি-হারাম?কুরআন-হাদীস কি বলে? 👉★ সিগারেটের গায়ে লেখা থাকে "ধুমপান মৃত্যু ঘটায়"।- আল্লাহ পাক বলেন,"তোমরা...
01/08/2021

সিগারেট-হালাল-নাকি-হারাম?
কুরআন-হাদীস কি বলে? 👉

★ সিগারেটের গায়ে লেখা থাকে "ধুমপান মৃত্যু ঘটায়"।
- আল্লাহ পাক বলেন,
"তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।" [বাকারা-১৯৫]

★ সিগারেট নেশাজাতীয় জিনিস।
- নবী করিম (সাঃ) বলেছেন,
"প্রত্যেক নেশার বস্তুই মাদক (খামার) আর প্রত্যেক নেশার জিনিসই হারাম।" [মুসলিম-২০০৩]

★ কেউ একসাথে ১০টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য।
- রাসূল (সাঃ) বলেছেন:-
“যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম।" [তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১]

★ সিগারেট অপবিত্র জিনিস।
- আল্লাহ পাক বলেন, "তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা হয়েছে।" [আরাফ-১৫৭]

★ সিগারেটে অপব্যয় ছাড়া অন্য কিছু নয়।
- আল্লাহ পাক বলেন, "নিশ্চয়ই অপব্যায়কারী শয়তানের ভাই।" [সূরা ইসরা-২৭]

★ সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায়।
- রাসূল (সাঃ) বলেন,
"যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।" [বুখারী]

★ সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণ মূলকও কিছুই নয়।
- জাহান্নামীদের খাবার প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, “এটা তাদের পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না।" [গাশিয়াহ-৭]

এবার আপনিই সিদ্ধান্ত নিন-
এই ধুমপান করবেন, নাকি ছাড়বেন?

আল্লাহ আমাদেরকে এ সর্বনাশা নেশা থেকে দুরে রাখুন। আমিন।

বিয়ের পর অনেক মহিলা ঈমানের স্বাদ কেন হারিয়ে ফেলে?,এক মহিলা  শায়েখ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেন, ফদ্বীল...
31/07/2021

বিয়ের পর অনেক মহিলা ঈমানের স্বাদ কেন হারিয়ে ফেলে?
,
এক মহিলা শায়েখ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেন, ফদ্বীলাতুশ শাইখ, আমি বিয়ের আগে বেশি বেশি নামাজ, রোজা আদায় করতাম, কুরআন তিলাওয়াত করে শান্তি অনুভব করতাম, নেক আমলে শান্তি পেতাম কিন্তু এখন আমি সেসব বিষয়ে ঈমানের স্বাদ খুঁজে পাই না..
,
ইমাম আলবানী রহিমাহুল্লাহ ওই মহিলাকে জিজ্ঞেস করেন, হে আমার মুসলিম বোন তুমি তোমার স্বামীর হক আদায় করা এবং তাঁর কথা শোনার ব্যাপারে কতটুকু মনোযোগী?
,
মহিলা একটু বিরক্তবোধ করে বলে, শাইখ আমি আপনাকে নামাজ, রোজা, কুরআন তিলাওয়াত আর আল্লাহর আনুগত্যের কথা জিজ্ঞেস করছি আর আপনি আমাকে আমার স্বামীর ব্যাপারে বলছেন!
শাইখ আলবানী রহিমাহুল্লাহ বলেন,
আমার বোন, অধিকাংশ মেয়ে এই কারণে ঈমানের স্বাদ, আল্লাহর আনুগত্যে, ইবাদতে তৃপ্ততা পায় না।
কেননা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোন মহিলা ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ বা তৃপ্ততা পাবে না যখন পর্যন্ত নিজের স্বামীর হক্ব আদায় করবে না।

[ সহীহ আত তারগীভ, ১৯৩৯ ]

প্রিয় বোন আমার,,,
তোকে তোর মোহরানা সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছি।
পাত্র পক্ষের কাছে কত টাকা মোহরানা ধার্য করবো তুই বলে দে,,,
ভাইয়া: তাকে জিজ্ঞেস করবে, সে আমাকে বিয়ের দিনে কত টাকা মোহরানা হইলে সম্পূর্ণ পরিশোধ করতে পারবে, সেটাই আমার জন্য মোহরানা ধার্য করবে।
আমিতো অবাক!
কি বলিস তুই, সে যদি বলে আমি 50000 টাকা?
তখন কি হবে?

ভাইয়া: তুমি আমাকে বিক্রী করছ না।
আমি তোমার নিরাপদ আশ্রয় স্থল থেকে আরেকটা নিরাপদ আশ্রয়স্থল যাচ্ছি, আমাকে সেখানে মৃত্যু পর্যন্ত অবস্থান করতে হবে, তুমি কেন ভয় পাচ্ছো। কি ভাবছ আমাকে ডিভোর্স দিলে মাত্র 50 হাজার টাকা দিয়ে কি করব?

ভাইয়া, মেয়েদের বাবার বাড়ির পরেই দ্বিতীয় আশ্রয়স্থল স্বামীর ঘর, সেই আশ্রয়স্থলে যেতে যদি প্রথমেই আমার মনের ভিতরে এ ধরনের মনোভাব ঘটে তবে আমার সেখানে না যাওয়াই উচিত।
শুধু তাই নয়, মোহরানা সম্পূর্ণ নিয়ে আমি একজন হালাল স্ত্রী হিসেবে আমার সুখের সংসার গড়তে চাই।
যেখানে আল্লাহর রহমত সব সময় বর্ষিত হবে।

ভাইয়া তুমি তাকে ভরসা করতে পারছ না বলেই তোমার আপত্তি মনে হচ্ছে,, তবে কেন তুমি আমাকে সেখানে বিয়ে দিতে চাচ্ছো?

ভাইয়া আমার মোহরানার লক্ষ্য কোটি টাকার দরকার নেই।
আমাকে একটি দ্বীনদার, ঈমানদার ,নিষ্ঠাবান এবং সত্যবাদী ছেলের হাতে তুলে দাও, যে কিনা হীরার খনির চেয়ে অনেক দামি।

সত্যি সেই বোনটি আমার 35 হাজার টাকা দেনমোহরে আজ ১৬ বছর পার হয়ে গেল,,,
আর আমার সেই বোনের জামাই 35 লাখ টাকার জমি আমার বোনকে দিয়েছে।
আমি আমার বোন জামাই কে জিজ্ঞেস করেছিলাম,
আপনি কেন এটা করতে গেলে,,, উত্তর এ সে বলেছিল।
ভাইয়া, বিশ্বাস স্থাপন সেই দিন থেকেই হয়,,, যেদিন সত্তিকারের মানুষটাকে চেনা যায়।

আমি আপনার বোনকে পেয়ে ধন্য।
আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।
আল্লাহ আমাকে এরকম দ্বীনদার একজন জীবনসঙ্গী দেওয়ার জন্য।

"আল্লাহ আমাদের জন্যেও এমন দ্বীনদার স্ত্রী কবুল করুক!
🤲 আমীন 🤲

#সমাপ্ত #

♦️আস্তাগফিরুল্লাহ♦️কয়েকদিন থেকে একজন আরেকজনকে ইনবক্সে লিংক পাঠাচ্ছে Tiktok বা Snack Video একাউন্ট করার জন্য।রেফার করলে ন...
28/07/2021

♦️আস্তাগফিরুল্লাহ♦️
কয়েকদিন থেকে একজন আরেকজনকে ইনবক্সে লিংক পাঠাচ্ছে Tiktok বা Snack Video একাউন্ট করার জন্য।
রেফার করলে নাকি টাকা পাওয়া যায়।

তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই টাকা টা কি হালাল নাকি হারাম এতটুকুও কি ভাবার সময় নেই ?
রেফার করলে টাকা পাবেন
কিন্তু রেফার করার পর সে অশ্লীল ভিডিও দেখবে সেই গুনার ভাগ পাবেন না ?
আপনি ভিডিও না দেখলেও আপনার রেফারে তো সে অশ্লীল ভিডিও দেখছে।
TikTok বা Snack Video রেফার করলে টাকার পার্সেন্টেজ যেমন পাবেন
ঠিক তেমনি গুনাহের পার্সেন্টেজ ও পাবেন।
সামান্য কয়টা টাকার জন্য গুনাহের উৎস তৈরি করার কি দরকার ??

আসুন কোরআন হাদিস থেকে একটু শিক্ষা নেই★👇👇

🕳️🕳️ফলে কিয়ামতের দিন তারা পূর্ণমাত্রায় নিজেদের পাপের বোঝা বহন করবে। পাশাপাশি সেসব মানুষের পাপের বোঝাও বহন করবে, যাদের তারা অজ্ঞতাবশত বিভ্রান্ত করেছে। দেখো, তারা যা বহন করে, তা কতই না নিকৃষ্ট! (সুরা : নাহল, আয়াত : ২৫)
🔻🔻
🕳️🕳️আরেক আয়াতে বর্ণিত হয়েছে, ‘অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা সে দেখতে পাবে এবং কেউ অণু পরিমাণ অপকর্ম করলে তা-ও দেখতে পাবে।’ (সুরা : জিলজাল, আয়াত : ৭-৮)
⚠️⚠️
🕳️🕳️রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি মানুষকে নেক কাজের দাওয়াত দেবে সে ওই লোকদের সমপরিমাণ সওয়াব পাবে; যারা তার দাওয়াত পেয়ে নেক কাজ করবে অথচ তাদের সওয়াবের সামান্যও হ্রাস পাবে না। অনুরূপভাবে যে ব্যক্তি মানুষকে গুনাহের কাজে আহ্বান করবে সে ওই লোকদের সমপরিমাণ গুনাহ পাবে, যারা তার আহ্বানে সাড়া দিয়ে গুনাহের কাজ করবে। অথচ তাদের গুনাহ হ্রাস পাবে না।’ [মুসলিম, আসসাহিহ : ৬৯৮০]
❌❌❌❌সাওয়াবের কাজগুলো মৃত্যুর পরও চলমান থাকলে যেমন কবরে থেকেও সাওয়াবের অংশ পাওয়া যায়, তেমনি গুনাহের কাজ মৃত্যুর পর চলমান থাকলে তার শাস্তিও কবরে ভোগ করতে হবে❌❌❌❌
এবার বলুন আপনি কি! করছেন

আল্লাহ সহিহ বুঝ দান করুক সবাইকে।

📖প্রতিটি প্রানিকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতেই হবে।(আল কোরআন)📖মৃত্যু এক সেকেন্ড পরেও আসবে এক সেকেন্ডে আগেও আসবে সুনির্দিষ্...
20/07/2021

📖প্রতিটি প্রানিকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতেই হবে।(আল কোরআন)
📖মৃত্যু এক সেকেন্ড পরেও আসবে এক সেকেন্ডে আগেও আসবে সুনির্দিষ্ট সময়েই আসবে।(আল কোরআন)
➡️অনেকেই এই প্রিয় শিল্পী মাহফুজুল আলম ভাইয়ের মৃত্যু মেনে নিতে পারছে না কার সে এখোনো কিশর,
কিন্তু বাস্তবতা হলো মৃত্যুর সময় হয়ে গেলে মৃত্যু শিশু,যুবক, বৃদ্ধা দেখে না। 😭😭😭
🤲সুতরাং এই ভাইটির জন্য সকলের কাছে দুয়ার দরখস্ত রইলো, আল্লাহ তায়ালা যেনো তিনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন,আমিন।

20/07/2021

পশুর গলায় মালা পরানো এবং  মালাটি নিজে বানানো ঈদের একটি বিলুপ্ত প্রায় সুন্নাহ,,,,,,,,,,,, عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ...
18/07/2021

পশুর গলায় মালা পরানো এবং মালাটি নিজে বানানো ঈদের একটি বিলুপ্ত প্রায় সুন্নাহ,,,,,,,,,,,,

عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُهْدِي مِنْ الْمَدِينَةِ فَأَفْتِلُ قَلاَئِدَ هَدْيِهِ ثُمَّ لاَ يَجْتَنِبُ شَيْئًا مِمَّا يَجْتَنِبُهُ الْمُحْرِمُ

‘আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মদীনা হতে কুরবানীর পশু পাঠাতেন, আমি তার গলায় কিলাদার মালা পাকিয়ে দিতাম। এরপর মুহরিম যে কাজ বর্জন করে, তিনি তার কিছু বর্জন করতেন না। (১৬৯৬)(আঃপ্রঃ ১৫৮০, ইঃফাঃ ১৫৮৭)
√√সহিহ বুখারী, হাদিস নং ১৬৯৮
হাদিসের মান: সহিহ হাদিস√√

বিষয়_কুরবানী।১. আমি প্রথমেই বলে রাখি, দয়া করে কেউ হারাম টাকা দিয়ে কুরবানী দিবেন না,  এবং  ২. গোস্ত শুধু নিজে খাওয়ার জন্য...
15/07/2021

বিষয়_কুরবানী।

১. আমি প্রথমেই বলে রাখি,
দয়া করে কেউ হারাম টাকা দিয়ে কুরবানী দিবেন না, এবং
২. গোস্ত শুধু নিজে খাওয়ার জন্য কুরবানী দিয়েন না... এবং
৩. এতিম এবং মেসকিন এর গোস্ত গুলো তাদের বাড়িতে নিয়ে দিয়ে আসবেন,

قُلۡ اِنَّ صَلَاتِیۡ وَ نُسُکِیۡ وَ مَحۡیَایَ وَ مَمَاتِیۡ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ
বল, ‘নিশ্চয় আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব।
সূরা আনয়াম ১৬২
#কুরবানীর সময় দেখা যায় যারা গরীব মিসকিন অসহায় রয়েছে তারা মানুষের কাছ থেকে কিছু কিছু মাংস পেয়ে থাকে অথবা তারা মানুষের কাছ থেকে চেয়ে নিতে পারে।
কিন্তুু সমাজে এমন কিছু মানুষ আছে যাদের গরুর মাংস কিনে খাওয়ার সামর্থ নেই, আবার কারোও কাছে হাত ও পাততে পারে না।
এ ধরনের মানুষদের কাছে কুরবানীর মাংস পৌঁছে দেওয়ার আমাদের উচিত হবে,
এতে সামর্থ্যবান ভাইদের কাছ থেকে সহযোগিতা আশা করছি।

وَ اَنۡفِقُوۡا مِنۡ مَّا رَزَقۡنٰکُمۡ مِّنۡ قَبۡلِ الۡمَوۡتُ فَیَقُوۡلَ رَبِّ لَوۡ لَاۤ اَخَّرۡتَنِیۡۤ اِلٰۤی اَجَلٍ قَرِیۡبٍ ۙ فَاَصَّدَّقَ وَ اَکُنۡ مِّنَ الصّٰلِحِیۡنَ
আর আমি তোমাদেরকে যে রিযক দিয়েছি তা থেকে ব্যয় কর, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। কেননা তখন সে বলবে, হে আমার রব, যদি আপনি আমাকে আরো কিছু কাল পর্যন্ত অবকাশ দিতেন, তাহলে আমি দান-সদাকা করতাম। আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হতাম। সূরা মুনাফিকুন ১০

Dr zakir Naik ধারাবাহিক ভাবে চলব কিয়ামতের বড় আলামত ৫. topic...  তিনটি বড় ধরণের ভূমিধস  l ভূমিধস অর্থ হচ্ছে যমিনের কোন অং...
06/07/2021

Dr zakir Naik
ধারাবাহিক ভাবে চলব কিয়ামতের বড় আলামত

৫. topic... তিনটি বড় ধরণের ভূমিধস l

ভূমিধস অর্থ হচ্ছে যমিনের কোন অংশ নিচে চলে গিয়ে বিলীন হয়ে যাওয়া। যেমন আল্লাহ তাআলা বলেনঃ

)فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ(

‘‘অতঃপর আমি কারূনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে প্রোথিত করলাম’’। (সূরা কাসাসঃ ৮১) কিয়ামতের পূর্বে তিনটি স্থানে বিশাল আকারের ভূমিধস হবে। এগুলো হবে কিয়ামতের বড় আলামতের অন্তর্ভূক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ

لَنْ تَقُومَ حَتَّى تَرَوْنَ قَبْلَهَا عَشْرَ آيَاتٍ فَذَكَرَمِنْهَا وَثَلَاثَةَ خُسُوفٍ: خَسْفٌ بِالْمَشْرِقِ وَخَسْفٌ بِالْمَغْرِبِ وَخَسْفٌ بِجَزِيرَةِ الْعَرَبِ

‘‘দশটি আলামত প্রকাশ হওয়ার পূর্বে কিয়ামত সংঘটিত হবেনা। তার মধ্যে থেকে তিনটি ভূমি ধসের কথা উল্লেখ করলেন। একটি হবে পূর্বাঞ্চলে, একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে’’।[1] উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছিঃ

سَيَكُوْنُ بَعْدِىْ خَسْفٌ بِالْمَشْرِق وَ خَسْفٌ بِالْمَغْرِبِ وَ خَسْفٌ بِجَزِيْرَةِ الْعَرَبِ قُلْتُ: يَا رَسٌولُ اللَّهُ! أَيُخْسَفُ بِالْاَرْضُ وَ فِيْهَا الصَالِحِيْنَ؟ قَالَ لَهاَ رَسُوْلُ اللَّهُ صلى الله عليه و سلم أَكْثَرَ أَهْلُهَا الخَبَثُ

‘‘আমি চলে যাওয়ার পর অচিরেই তিনটি স্থানে ভূমিধস হবে। একটি হবে পূর্বাঞ্চলে, একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে। আমি বললামঃ হে আল্লাহর রাসূল! সৎ লোক বর্তমান থাকতেই কি উহাতে ভূমিধস হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ হ্যাঁ, যখন পাপকাজ বেশী হবে’’।[2]

এই ভূমিধসগুলো কি হয়ে গেছে?

কিয়ামতের অন্যান্য বড় আলামতের মতই এই ভূমিধসগুলো এখনও সংঘটিত হয়নি। এক শ্রেণীর আলেম মনে করেন ভূমিধসন তিনটি হয়ে গেছে। কিন্তু বিশুদ্ধ মতে এই আলামতগুলোর কোন একটিও এখনও প্রকাশিত হয়নি। এখানে সেখানে প্রায়ই আমরা যে সমস্ত ভূমিধসের সংবাদ পেয়ে থাকি সেগুলো কিয়ামতের ছোট আলামতের অন্তর্ভূক্ত। আর যে সমস্ত ভূমিধসন কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হিসেবে প্রকাশিত হবে তা হবে অত্যন্ত বড় আকারে। পূর্ব, পশ্চিম এবং আরব উপদ্বীপের বিশাল এলাকা জুড়ে তা প্রকাশ হবে।

মোটকথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে তিনটি ভূমিধসের খবর দিয়েছেন তা আখেরী যামানায় অবশ্যই সংঘটিত হবে। প্রতিটি মুসলিমের উপর তাতে বিশ্বাস করা ওয়াজিব।

[1] মুসলিম, অধ্যায়ঃ কিতাবুল ফিতান। [2]
ইমাম হায়ছামী বলেনঃ তাবারানী তাঁর আওতে হাদীছটি বর্ণনা করেছেন। ।

চলবে.................
ধারাবাহিক ভাবে আসছে কিয়ামতের ছোট আলামত

৩০) topic... বেপর্দা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে ৷

কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মহিলারা ইসলামী পোষাক পরিত্যাগ করে এমন পোষাক পরিধান করবে যাতে তাদের সতর ঢাকবেনা।

তারা মাথার চুল ও সৌন্দর্য্যের স্থানগুলো প্রকাশ করে ঘর থেকে বের হবে।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ ‘‘কিয়ামতের আলামত হচ্ছে মহিলাদের জন্য এমন পোষাক আবিস্কার হবে যা পরিধান করার পরও মহিলাদেরকে উলঙ্গ মনে হবে [1]

অর্থাৎ তাদের পোষাকগুলো এমন সংকীর্ণ ও আঁট-সাট হবে যে, তা পরিধান করলেও শরীরের গঠন ও সৌন্দর্যের স্থানগুলো বাহির থেকে সুস্পষ্ট বুঝা যাবে।

এই হাদীছটিতে নবুওয়াতের সুস্পষ্ট মু'জেযা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে যা বলেছেন তা আজ হুবহু বাস্তবায়িত হয়েছে।

[1] ইমাম হায়ছামী বলেনঃ ইমাম বুখারী এই হাদীছের বর্ণনাকারীদের থেকে হাদীছ গ্রহণ করেছেন, মাজমাউজ্ জাওয়ায়েদ, (৭/৩২৭) ৷

10/06/2021

আমাদের নিত্য নতুন নতুন ভিডিও গুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লিংক https://youtube.com/channel/UCYR8uNVzzaFzqSE79z7UNRQ 🕋🕋🕋

জীবন পাল্টে যাওয়ার মতো একটা গল্প,,,,,,,,,,,,,,,, পাকিস্তানের কোন একটা স্কুলে টিচার ছাত্রদের প্রশ্ন করেছিলেন... কারা নামা...
09/06/2021

জীবন পাল্টে যাওয়ার মতো একটা গল্প,,,,,,,,,,,,,,,,

পাকিস্তানের কোন একটা স্কুলে টিচার ছাত্রদের প্রশ্ন করেছিলেন...
কারা নামায পড়ে না?
প্রথম জন উত্তর দিল - যে ব্যক্তি মারা গিয়েছে।
দ্বিতীয় জন উত্তর দিল - যে ব্যক্তি নামায পড়তে পারে না।
তৃতীয় জন খুব সুন্দর উত্তর দিয়েছে যেটা টিচারের চিন্তা বাড়িয়ে দিল! উত্তরটি হলো - যে ব্যক্তি অমুসলিম, সে নামায পড়ে না।
এবার টিচার চিন্তায় পড়ে গেলেন -

"এর মাঝে আমি কোনটিতে আছি?
আমি কি মারা গিয়েছি?
আমি কি অমুসলিম?
আমি কি নামায পড়তে পারি না?"

একজন মুসলিম ও অমুসলিম এর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ
(সহিহ মুসলিম ১৩৪)

আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবী করার পরও নামাজ পড়ি না, চলুন...একবার ভেবে দেখি আদেও কি আমরা মুসলিম?

আমি নিজেও কখনাে এভাবে ভাবিনি...ফজর- ২ x ৩৬৫ দিন    = ৭৩০ রাকাআতযােহর- ৪ x ৩৬৫ দিন    = ১৪৬০ রাকাআতআসর- ৪x ৩৬৫ দিন     = ...
07/06/2021

আমি নিজেও কখনাে এভাবে ভাবিনি...
ফজর- ২ x ৩৬৫ দিন = ৭৩০ রাকাআত
যােহর- ৪ x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
আসর- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মাগরিব- ৩ x ৩৬৫ দিন = ১০৯৫ রাকাআত
এশা- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মােট = ৬২০৫ রাকাআত
সুন্নাত এবং নফল সালাত তাে বাদই দিলাম !!
১ বছরে (৩৬৫ x ৫) = ১৮২৫ ওয়াক্ত সালাত।
অর্থাৎ বছরে ১৮২৫ বার আপনাকে আযানের মাধ্যমে ডাক দেয়া হয়।
আপনি কয়বার সাড়া দিয়েছিলেন ?
আপনার মনে কি একটুও অনুশােচনা হওয়ার কথা না ?
কি ভেবেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে না?
এখানে শুধু ১ বছরের একটু ধারণা তুলে ধরা হল,
আল্লাহ্'র কাছে পুরাে জীবনের হিসাব কিভাবে দিবেন. ?
কি অবস্থা হবে সেদিন ?

♦️অতঃপর যখন তোমরা নামায সম্পন্ন কর, তখন দন্ডায়মান, উপবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ কর। অতঃপর যখন বিপদমুক্ত হয়ে যাও, তখন নামায ঠিক করে পড়। নিশ্চয় নামায মুসলমানদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে। সুরা নিসা - ৪/১০৩♦️

আজ থেকেই ৫ ওয়াক্ত সালাত আদায় করা শুরু করি।
আল্লাহর ডাকে সাড়া দেই।আল্লাহ্ কে ডাকি।
আল্লাহ নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবেন।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত
নামাজ আদায় করার তৌফিক দান করুক...... আমিন।

পাকিস্তানের কোন একটা স্কুলে টিচার ছাত্রদের প্রশ্ন করেছিলেন...
কারা নামায পড়ে না?
প্রথম জন উত্তর দিল - যে ব্যক্তি মারা গিয়েছে।
দ্বিতীয় জন উত্তর দিল - যে ব্যক্তি নামায পড়তে পারে না।
তৃতীয় জন খুব সুন্দর উত্তর দিয়েছে যেটা টিচারের চিন্তা বাড়িয়ে দিল! উত্তরটি হলো - যে ব্যক্তি অমুসলিম, সে নামায পড়ে না।
এবার টিচার চিন্তায় পড়ে গেলেন -

"এর মাঝে আমি কোনটিতে আছি?
আমি কি মারা গিয়েছি?
আমি কি অমুসলিম?
আমি কি নামায পড়তে পারি না?"

একজন মুসলিম ও অমুসলিম এর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ
(সহিহ মুসলিম ১৩৪)

আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবী করার পরও নামাজ পড়ি না, চলুন...একবার ভেবে দেখি আদেও কি আমরা মুসলিম?

 # গোনাহ_থেকে_বাঁচুন👉👉লজ্জা নয়❌❌ জানতে হবে✅✅ বিয়ের আগে না জানার কারণে,ছেলে ও মেয়ে এক বদ অভ্যাসে জড়িয়ে পড়ে। আমাদের স্কুল/...
03/06/2021

# গোনাহ_থেকে_বাঁচুন
👉👉লজ্জা নয়❌❌ জানতে হবে✅✅

বিয়ের আগে না জানার কারণে,ছেলে ও মেয়ে এক বদ অভ্যাসে জড়িয়ে পড়ে। আমাদের স্কুল/ কলেজগুলোতে
সব বিষয়ে বলা হলেও এই বিষয়ে বলা হয় না বললেই চলে😢
তাই এই বিষয়ে না জানার কারণে অধিকাংশ ছেলে ও মেয়ে নিজের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে 😭
জরীপ করে দেখা গেছে বর্তমানে অবিবাহিত ছেলেদের মধ্য হতে ৮৫% আর মেয়েদের মধ্য হতে ৬৫%
এই বদ অভ্যাসে জড়িত😥😥

যেটাকে আরবীতে বলা হয় 👉আননিকাহু বিল ইয়াদী
অর্থাৎ( হাতের সাথে বিবাহ করা) ইংরেজীতে বলা হয় Ma********on আর শুদ্ধ বাংলায় বলা হয় হস্তমৈথুন।

যেটাকে নবীজি (সাঃ) হারাম বলেছেন। আর এই কাজের শাস্তি অত্যন্ত ভয়ানক এটা করার কারণে, কিয়ামতের দিন আঙ্গুলের পেটগুলো থেকে বাচ্চা অর্ধেক বের হয়ে থাকবে। বাকিটা ফেরেশতারা টেনে বের করবেন😭😭

অন্য আরেক জাগায় বলা হয়, এটা করার কারণে যে
semen বাহির হয়, কোন কোন ডাক্তার বলে থাকেন, একবারের semen এ ২০লক্ষ শুক্রাণু থাকে। সেই শুক্রাণুগুলো থেকে একটি ডিম্বাশয়ে গিয়ে বাচ্চার জন্ম হয়। তো এই অপচয়ের কারণে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন বলবেন , এই শুক্রাণুগুলোর জীবন দাও!
যখন দিতে পারবে না। তখন তাকে কঠিন শাস্তি দেওয়া হবে😥😥😥

এটা তো গেল মৃত্যুর পরের কথা। কিন্তু যদি কেউ এটা ছাড়তে না পারে, তবে তাকে দুনিয়াতে অনেক পস্তাতে হবে😢😢

🎆এটা করার কারণে ছেলেরা যেই সমস্যার সম্মুখীন হবে 🎇

👉বিয়ে করতে পারবে না।
👉বিয়ে করলেও স্ত্রীর হক আদায় করতে পারবে না।
👉 semen এ যে শুক্রাণু রয়েছে তা শেষ হয়ে যাবে। যার ফলে সন্তানের বাবা হতে পারবে না।
👉p***s অস্বাভাবিক মোটা/চিকন হয়ে যাবে।
👉semen একেবারে পাতলা হয়ে যাবে। যার ফলে প্রস্রাব করতে গেলে আগে/পরে semen বেরিয়ে আসবে।
👉 p***s লুজ হয়ে যাবে, যার ফলে দৌড় দিলেও প্রস্রাব বেরিয়ে আসবে।

🎆মেয়েরা যেই সমস্যার সম্মুখীন হবে🎆

👉বিয়ের পর স্বামী সন্দেহ করবে যে, বিয়ের আগে কোন পুরুষের সাথে রাত কাটিয়েছে। কেননা এর দ্বারা সতীচ্ছদ নষ্ট হয়ে যায়।
👉period অস্বাভাবিক হয়ে যাবে।
👉বন্ধ্যা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
👉vagina পথ লুজ হয়ে যাবে। যা স্বামীর অসন্তুষ্টের কারণ হবে।

🎇আর ছেলে ও মেয়ে উভয়ের যেই সমস্যাগুলা হবে

👉হাঁটু,হাত,পায়ের গিড়ায় গিড়ায় ব্যথা করবে।
👉মাথা, কমড়ে ব্যথা করবে।
👉অল্প বয়সে যৌবন শেষ হয়ে যাবে।
👉হাঁটুতে ভর করে দাঁড়াতে কষ্ট হবে।
👉চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।
👉রক্ত উৎপাদনের যেই মেশিন রয়েছে তা দূর্বল হয়ে যাবে। ফলে রক্ত উৎপাদন কমে যাবে।
👉কিডনি দূর্বল হয়ে যাবে, ফলে প্রস্রাবে সমস্যা হবে।
👉মোট কথা শরীরের প্রত্যেকটা অঙ্গ দূর্বল হয়ে যাবে।
👉Absence of s*x power (যৌন দূর্বলতা)এই রোগে ভুগতে হবে।

🎇এই গুনাহ থেকে বাঁচার উপায়🎇

👉কোন পর্ণগ্রাফি/ব্লুফিল্ম না দেখা।
👉সবসময় নিজেকে কোন কাজে ব্যস্ত রাখা।
👉একা এক রুমে না থাকা।
👉কোন খারাপ চিন্তা মনে আসতে না দেওয়া।
👉সবসময় অজু অবস্থায় থাকা।
👉খারাপ কোন চিন্তা আসলে সাথে সাথে ইস্তেগফার পড়া।
👉টয়লেটে বেশীক্ষণ না থাকা।
👉যখন বেশী উত্তেজনা সৃষ্টি হয়, দু'রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা।
👉সর্বাপেক্ষা বড় সমাধান হলো বিয়ে করে ফেলা।

🎆আর যারা অসুস্থ হয়ে পড়বে তাদের জন্য উচিত ডাক্তারের শরণাপন্ন হওয়া।

সবার জন্য দোয়া করি আল্লাহ তায়ালা যেন সবাইকে এই গুনাহ থেকে হেফাজত করেন।
🌺🌺🌺---------আমিন।
👇👇👇👇
আসসালামু
আলায়কুম
দ্বিনি ভাই বোন সালাত আদায় করুন।কোরআন মাজীদ পড়ুন।হালাল রুজি উপার্জন করুন।

01/06/2021

!!এক চমকপ্রদ ইতিহাস!!

হজ্জ কিংবা উমরাহ করতে যাঁরা মক্কায় হারাম শরীফে গিয়েছেন, তাঁরা সবাই নিশ্চয়ই একটা ব্যাপার লক্ষ্য করেছেন- চামড়া পোড়ানো প্রখর রোদে খোলা আকাশের নিচে কাবার চারপাশে তাওয়াফ করার সময় পায়ের তলাটা পুড়ে যায় না, বরং বেশ ঠান্ডা অনুভূত হয়।
কারণ, এর নেপথ্যে রয়েছে এক চমকপ্রদ ইতিহাস।
ড. মোহাম্মাদ কামাল ইসমাইল (১৯০৮-২০০৮) একজন মিশরীয় প্রকৌশলী ও স্থপতি; লোকচক্ষুর অন্তরালে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন। মিশরের ইতিহাসে তিনিই ছিলেন প্রথম সর্বকনিষ্ঠ শিক্ষার্থী- যিনি হাইস্কুল শেষে ‘রয়েল স্কুল অব ইঞ্জিনিয়ারিং’-এ ভর্তি হয়ে স্নাতক সম্পন্ন করেন। ইউরোপে পাঠানো ছাত্রদের ভেতরেও তিনি ছিলেন সর্বকনিষ্ঠ, ইসলামি আর্কিটেকচার-এর ওপর তিনটি ডক্টরেট ডিগ্রিপ্রাপ্ত প্রথম মিশরীয় প্রকৌশলী।

ড. মোহাম্মাদ কামাল ইসমাইল প্রথম প্রকৌশলী- যিনি হারামাইন (মক্কা-মদিনা) সম্প্রসারণ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের ভার নিজের কাঁধে তুলে নেন। এই সুবিশাল কর্মযজ্ঞ তত্ত্বাবধান করার জন্য সৌদি বাদশাহ ফাহাদ এবং বিন লাদেন গ্রুপের সুপারিশ থাকা সত্ত্বেও তিনি কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি; মোটা অংকের চেক উনি ফিরিয়ে দেন! তাঁর সততা ও কাজের প্রতি আন্তরিকতা তাঁকে বাদশাহ ফাহাদ, বাদশাহ আব্দুল্লাহসহ সকলের প্রিয়পাত্র ও বিশেষ আস্থাভাজন করে তোলে।

তিনি বাকার বিন লাদেনকে বলেছিলেন, এই দু’টি পবিত্র মসজিদের কাজের জন্য পারিশ্রমিক নিলে শেষ বিচারের দিনে আমি কোন মুখে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো?

ব্যক্তিগত জীবনে তিনি ৪৪ বছর বয়সে বিয়ে করেন। তাঁর স্ত্রী সন্তান জন্ম দিয়ে মারা যান। এরপর তিনি আর বিয়ে করেননি। মৃত্যু পর্যন্ত তাঁর পুরোটা জীবন আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণে উৎসর্গ করেন। অর্থ-বিত্ত, খ্যাতি-যশ, মিডিয়ার লাইম লাইট থেকে দূরে সরে থেকে তিনি তাঁর ১০০ বছরের জীবনের পুরোটা সময় মক্কা ও মদীনার দুই মসজিদের সেবায় বিনিয়োগ করে গেছেন।

মক্কা-মদিনার হারাম শরীফের মার্বেলের কাজের সঙ্গে উনার জীবনের একটি বিস্ময়কর ঘটনা রয়েছে। উনি চেয়েছিলেন- মাসজিদুল হারামের মেঝে তাওয়াফকারীদের জন্য এমন মার্বেল দিয়ে আচ্ছাদিত করে দিতে- যার বিশেষ তাপ শোষণ ক্ষমতা রয়েছে। এই বিশেষ ধরনের মার্বেল সহজলভ্য ছিল না। এই ধরনের মার্বেল ছিল পুরো পৃথিবীতে কেবলমাত্র গ্রিসের ছোট্ট একটি পাহাড়ে।

ড. মোহাম্মাদ কামাল ইসমাইল গ্রিসে গিয়ে পর্যাপ্ত পরিমাণে মার্বেল কেনার চুক্তিস্বাক্ষর করে মক্কায় ফিরে এলেন এবং সাদা মার্বেলের মজুদও চলে এলো। যথাসময়ে বিশেষ নকশায় মাসজিদুল হারামের মেঝের সাদা মার্বেলের কাজ সম্পন্ন হলো।

এর ঠিক ১৫ বছর পরে সৌদি সরকার তাঁকে মাসজিদুন নব্বীর চারদিকের চত্বরও একইভাবে সাদা মার্বেল দিয়ে ঢেকে দিতে বললেন। কিন্তু ড. মোহাম্মাদ কামাল ইসমাইল দিশেহারা বোধ করলেন! কেননা ওই বিশেষ ধরনের মার্বেল কেবলমাত্র গ্রিসের ওই ছোট্ট জায়গা বাদে গোটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না এবং সেখানে যতটুকু ছিল, তার অর্ধেক ইতোমধ্যেই কিনে মক্কার হারাম শরীফে কাজে লাগানো হয়ে গেছে। যেটুকু মার্বেল অবশিষ্ট ছিল- সেটা মাসজিদুন নব্বীর প্রশস্ত চত্বরের তুলনায় সামান্য!

ড. মোহাম্মাদ কামাল ইসমাইল আবার গ্রিসে গেলেন। সেই কোম্পানির সি.ই.ও-র সঙ্গে দেখা করে জানতে চাইলেন, ওই পাহাড় আর কতটুকু অবশিষ্ট আছে? সি.ই.ও জানালেন, ১৫ বছর আগে উনি কেনার পরপরই পাহাড়ের বাকি অংশটুকুও বিক্রি হয়ে যায়! এই কথা শুনে তিনি এতটাই বিমর্ষ হলেন যে, তাঁর কফি পর্যন্ত শেষ করতে পারলেন না! সিদ্ধান্ত নিলেন- পরের ফ্লাইটেই মক্কায় ফিরে যাবেন। অফিস ছেড়ে বেরিয়ে আসার আগে কী মনে করে যেন অফিস সেক্রেটারির কাছে গিয়ে সেই ক্রেতার নাম-ঠিকানা জানতে চাইলেন- যিনি বাকি মার্বেল কিনেছিলেন।

যদিও এটা অনেক দুরূহ কাজ, তবু কামালের পুনঃপুন অনুরোধে সে পুরোনো রেকর্ড চেক করে জানাবে বলে কথা দিলো। নিজের নাম এবং ফোন নম্বর রেখে বেরিয়ে আসার সময় কামাল মনে মনে ভাবলেন- কে কিনেছে, ১৫ বছর পরে তা জেনেই-বা আর লাভ কী?

পরদিন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে অফিস সেক্রেটারি ফোনে জানাল, সেই ক্রেতার নাম-ঠিকানা খুঁজে পাওয়া গেছে! কামাল ধীর গতিতে অফিসের দিকে যেতে যেতে ভাবলেন- ঠিকানা পেয়েই-বা লাভ কী? মাঝে তো অনেকগুলো বছর পেরিয়ে গেছে...।

অফিসে পৌঁছলে সেক্রেটারি তাঁকে ওই ক্রেতার নাম-ঠিকানা দিলেন। ঠিকানা হাতে নিয়ে ড. মোহাম্মাদ কামাল ইসমাইলের হৃদ্স্পন্দন বেড়ে গেল, যখন তিনি দেখলেন- বাকি মার্বেলের ক্রেতা একটি সৌদি কোম্পানি!

কামাল সেদিনই সৌদি আরব ফিরে গেলেন। সেখানে পৌঁছে তিনি কোম্পানির ডিরেক্টর এডমিন-এর সঙ্গে দেখা করে জানতে চাইলেন- মার্বেলগুলো দিয়ে তাঁরা কী করেছেন, যা অনেক বছর আগে গ্রিস থেকে কিনেছিলেন?

ডিরেক্টর এডমিন প্রথমে কিছুই মনে করতে পারলেন না। কোম্পানির স্টক রুমে যোগাযোগ করে জানতে চাইলেন- ১৫ বছর আগে গ্রিস থেকে আনা সাদা মার্বেলগুলো দিয়ে কী করা হয়েছিল? তারা খোঁজ করে জানাল- সেই সাদা মার্বেল পুরোটাই স্টকে পড়ে আছে, কোথাও ব্যবহার করা হয়নি!

এই কথা শুনে কামাল শিশুর মতো ফোঁপাতে শুরু করলেন। কান্নার কারণ জানতে চাইলে তিনি পুরো ঘটনা কোম্পানির মালিককে খুলে বললেন। ড. কামাল ওই কোম্পানিকে সৌদি সরকারের পক্ষে একটি ব্লাংক চেক দিয়ে ইচ্ছেমতো অংক বসিয়ে নিতে বললেন। কিন্তু কোম্পানির মালিক যখন জানতে পারলেন- এই সাদা মার্বেলে রাসূল (সা.)-এর মসজিদ চত্বর বাঁধানোর জন্য ব্যবহৃত হবে, তৎক্ষণাৎ তিনি এর বিনিময় মূল্য নিতে অস্বীকৃতি জানিয়ে বললেন, আল্লাহ্ সুবহানুতায়ালা আমাকে দিয়ে এটা কিনিয়েছিলেন আবার তিনিই আমাকে এর কথা ভুলিয়ে দিয়েছেন; কেননা এই মার্বেল রাসূল (সা.)-এর মসজিদের উদ্দেশ্যেই এসেছে…!
Sheikh Burhan Iskandar Madani
(সংগৃহীত এবং কপিকৃত।)

قَدْ نَرَىٰ تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ ۖ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا
আকাশের দিকে বারংবার তোমার মুখ ফেরানো আমি নিশ্চয়ই দেখেছি । সুরা বাকারাহঃ ১৪৪
ইনশাআল্লাহ, নবীর রাস্তায় যারা চলে তাদের মনের ইচ্ছাও আল্লাহ সুবহানাহু তায়ালা কদর করবেন ।

 #মাকে_নিয়ে_একটি_শিক্ষণীয়_গল্প_কেউ_মিস_করবেন_না  #নতুন শশুর বাড়িতে বেড়ানোর পরে বাড়ি ফিরলো ছেলে। মা ছেলেকে জিঞ্জেস করলেন,...
31/05/2021

#মাকে_নিয়ে_একটি_শিক্ষণীয়_গল্প_কেউ_মিস_করবেন_না

#নতুন শশুর বাড়িতে বেড়ানোর পরে বাড়ি ফিরলো ছেলে।
মা ছেলেকে জিঞ্জেস করলেন, বাবা শশুড় বাড়ির লোক জন কেমন লাগলো ?
ছেলেঃ ভালো মা।
মাঃ তোমার শাশুড়ি কেমন আদর যত্ন করলো ?
ছেলেঃ সেটা বললে তো তুমি আবার রাগ করবা।
মাঃ না রাগ করবোনা, বল।

ছেলেঃ আমার শাশুড়ি তোমার থেকেও অনেক বেশি ভালোবাসেন আমায়। তুমিতো একটা মুরগী রাধলে আমাকে ছোট একটা টুকরো দেও! আমার শাশুড়ী আমাকে আস্ত একটা মুরগী দেয়,কতো রকম পিঠা,খেতে বসলে পাশে বসে বাতাস করেন। এক কথায় তোমার থেকে অনেক গুন বেশি ভালোবাসে আমাকে! আসার সময় তো আসতে দিতেই চাননি। বললেন আর কটা দিন থেকে যাও। তবুও জোর করে চলে আসলাম। দুর দেখা যায় পথের দিগে তাকিয়ে ছিলেন।
মা মনে কষ্ট পেলেও মুখে হাসি রেখে বললেন, বাবা তোমার শাশুড়ীর মতো অতো ভালোবাসতে আমি শিখিনি। বাবা আমার একটা কথা রাখবি ?

ছেলেঃ বলো মা রাখবো।
মাঃএখন তুই আবার তোর শশুড় বাড়ি চলে যা। ঠিক ছয় মাস পরে বাড়ি ফিরবি। এক দিন আগেও আসবিনা।
ছেলে এইটা তো খুব ভালো সুযোগ।আমার শাশুড়ি আমায় যতো ভালোবসে তাতে ছয় মাস কেন ছয় বছর বেড়ালেও বেড়ানোর মজা শেষ হবেনা। মা বললেন ঠিক আছে বাবা তাহলে তুমি যাও।
ছেলে বউকে নিয়ে শশুড় বাড়ি ফিরে গেল।

শাশুড়ী জামাইকে দেখে বললে কি বাবাজি বাড়িতে গেলেনা? গিয়ে ছিলাম আবার আপনার কথা মনে পরলো তাই চলে এলাম।শাশুড়ী একগাল হাসি নিয়ে বললো ভালো করেছো। শশুড় মশাই বাড়ি ফিরে দেখলো জামাই ঘরে।ঘরে ঢুকে বউকে বললো কিগো তোমার জামাই বাড়ি যায়নি? তিনি উত্তরে বললো গিয়েছিলো আবার ফিরে এসেছে আমার কথা নাকি খুব মনে পরছিলো। শশুর বললো কেমন বেয়াক্কেল জামাই এই এক সপ্তা বেড়িয়ে সকালে গেল আবার বিকেলেই চলে এলো। শাশুড়ি বললো চুপ করো শুনতে পাবে। দু এক দিনেই তো আবার চলে যাবে। জামাই বেচারা সব কথা শুনে ফেললো।ভাবছে এইটুক সময়ের মধ্যে এতো পরিবর্তন! হোক ছয়মাস বেড়াতে হবে।

এখন আর আগের মতো আস্ত মুরগী তো দুরের কথা নিয়মিত মাছ ভাতও জুটেনা। কয়েক দিন পর সকাল বেলা একটা জাল হাতে ধরিয়ে দিয়ে বললো, বাবা খালি বসে বসে খাবে কি দিয়ে? কয়টা মাছ ধরে নিয়ে আসো। পরে দিন গরুর দড়ি হাতে দিয়ে বললো, যাও গরুটা বেধে রেখে আসো। পরে হাতে কাচি ধরিয়ে দিয়ে বললো যাও ঘাস কেটে আনো। এতে জামাই বাবাজি বিব্রত হলেও কিছু বলতে পাছেনা। এক দিন জামাই বাবার খুব জ্বর এলো মেয়ে পাশে বসে মাথায় পানি দিচ্ছে তাছাড়া গলায় অনেক ব্যাথা- কথা বলতে পারচ্ছে না। শাশুড়ী একবারও দেখতে যাওয়াতো দুরের কথা। মেয়েকে বললো কিরে তোর জামাই শুইয়া রইছে আর আকাইম্মাডার মাথায় পানি দাও। উঠ যাইয়া ঘরের কাম কাইজ কর।

বউ বললো, আর কতো অপমান সহয্য করব? চলো বাড়ি যাই । এখনো চার মাস পরে যাবো।এই কথা শুনে শাশুড়ি বললো, আমার বাড়ি থেকে বের হয়ে অন্য কোথাও গিয়া বদলা খেটে খাও। আমারে মুক্তি দাও বাপু। এর থেকে ঘর জামাই রাখলে বিয়ের বাড়তি খরচটা অন্তত বাচতো।

এভাবে প্রতি দিন যা তা ব্যাবহার করছে আর সহয্য করা যায়না। রেগে গিয়ে বউকে একটা চর মারলো। এতে যা হবার হলো; শাশুড়ী এক রকম ঝাটা পেটা করে ঘর থেকে বের করে দিলো আদরের জামাই বাবাজিকে।
ছেলে এতো দিনে হারে হারে বুজতে পারলো।মায়ের থেকে কেউ বেশি ভালোবাসতে পারেনা।

এখন মাত্র তিন মাস হলো এর মধ্যেই এই আচরন।মা তো ত্রিশ বছরেও এমন আচরন করেনি।অসুখ হলে রাতের পর রাত জেগে থাকতেন।পাশে বসে কেঁদে কেঁদে দোয়া করতেন।
ছেলে বাড়ি গিয়ে মায়ের পায়ের উপর পড়ে বললো, মায়ের মত আপন পৃথিবীতে কেউ হতে পারে না। আমাকে মাফ করে দাও।

হে আল্লাহ তুমি পৃথিবীর সকল মাকে সুস্থ থাকার তাওফিক দান করুন ❤ 😭

 #খলীফা_হারুনুর_রশীদ এর শাসন আমলে 'বাহলুল' নামে এক পাগল ছিল। যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাতো। কবরস্থানে থাকা অবস্থায় এ...
29/05/2021

#খলীফা_হারুনুর_রশীদ এর শাসন আমলে 'বাহলুল' নামে এক পাগল ছিল। যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাতো। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনুর রশীদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন।

বাদশাহ তাকে ডেকে বললেন, “বাহলুল, ওহে পাগল..!!
তোমার কি আর জ্ঞান ফিরবে না..?”
বাহলুল বাদশাহর এ কথা শুনে নাচতে নাচতে গাছের উপরের ডালে চড়লেন এবং সেখান থেকে চিৎকার দিয়ে বললেন- “ওহে হারুন, ওই পাগল..!! তোর কি কোনদিন জ্ঞান ফিরবে না..?”
বাদশাহ গাছের নিচে এসে বাহলুলকে বললেন, “আমি পাগল নাকি তুমি, যে সারা দিন কবরস্থানে বসে থাকে..?”
বাহলুল বললেন, “আমিই বুদ্ধিমান।”
বাদশাহ বললেন, “কীভাবে..?”
বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, “আমি জানি এই রঙ্গীলা দালান ক্ষণিকের আবাসস্থল, এবং এটি (কবরস্থান) স্থায়ী নিবাস। এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি। অথচ তুই গ্রহণ করেছিস ঐ রঙ্গীনশালাকে আর এই স্থায়ীনিবাসকে (কবর) এড়িয়ে চলছিস। রাজপ্রসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য। এবার বল, আমাদের মধ্যে কে পাগল..?”

বাহলুলের মুখে এ কথা শোনার পর বাদশাহর অন্তর কেঁপে উঠল, তিনি কেঁদে ফেললেন। তাঁর দাড়ি ভিজে গেল।
তিনি বললেন, “খোদার কসম..!! তুমিই সত্যবাদী। আমাকে আরও কিছু উপদেশ দাও..!!”
বাহলুল বললো, “তোমার উপদেশের জন্য আল্লাহর কোরআন যথেষ্ট। তাকে যথার্থভাবে আকড়ে ধরো।”
বাদশাহ বললেন, “বাহলুল, তোমার কোন কিছুর অভাব থাকলে আমাকে বলো, আমি তা পূরণ করবো।”
বাহলুল বললেন, “হ্যা, আমার তিনটি অভাব আছে। এগুলো যদি তুমি পূরণ করতে পার তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করবো।”
বাদশাহ বললেন, “তুমি নিঃসঙ্কুচে চাইতে পারো।”
বাহলুল বললো, “মরণের সময় হলে আমার আয়ূ বৃদ্ধি করতে হবে।”
বাদশাহ বললেন, “আমার পক্ষে সম্ভব নয়।”
বাহলুল বললো, “আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে।”
বাদশাহ বললেন, “আমার পক্ষে সম্ভব নয়।”
বাহলুল বললো, “আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে।”
বাদশাহ বললেন, “আমার পক্ষে এটাও সম্ভব নয়।”
বাহলুল বললেন, “তবে জেন রাখো, তুমি বাদশাহ নও বরং তুমি অন্য কারও অধীনস্থ। অতএব তোমার কাছে আমার কোন চাওয়া বা প্রার্থনা নেই।”

**** আমাদের জন্য শিক্ষা হলো,
“আমরা একমাত্র আল্লাহ তায়ালার গোলাম, তাঁরই অধীনস্থ। আল্লাহ তা‘আলা আমাদেরকে তাঁর আনুগত্য, তাঁর দাসত্ব করার তাওফিক দান করুন। সুতরাং, যা কিছু চাওয়ার কেবলমাত্র তাঁর কাছেই চাইতে হবে।”

🌀 বি,দ্রঃ যারা গল্প পরেন বা গল্প পরতে ভাল লাগে এবং ইসলাম সম্পর্কে আরো জানতে চান, ইসলামিক গল্প পড়তে ভালোবাসেন, তারা আমাদের পেইজ লাইক এবং ফলো করুন
👇👇👇👇
আসসালামু
আলায়কুম
দ্বিনি ভাই বোন সালাত আদায় করুন।কোরআন মাজীদ পড়ুন।হালাল রুজি উপার্জন করুন।

قَدْ نَرَىٰ تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ ۖ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا %আকাশের দিকে বারংবার তোমার মুখ ফে...
27/05/2021

قَدْ نَرَىٰ تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ ۖ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا %
আকাশের দিকে বারংবার তোমার মুখ ফেরানো আমি নিশ্চয়ই দেখেছি (সুরা বাকারাহঃ ১৪৪)
ইনশাআল্লাহ, নবীর রাস্তায় যারা চলে তাদের মনের ইচ্ছাও আল্লাহ সুবহানাহু তায়ালা কদর করবেন।
#মূফতি_আমির_হামজা_গ্রেফতার।
#মূফতি_আমির_হামজার_পাঁচ_দিন_রিমান্ড।

হস্তমৈথুন থেকে বাঁচার কিছু টিপসঃ-১. যথাসম্ভব একা থাকা পরিহার করুন।২. ওয়াশরুমে উলঙ্গ হয়ে গোসল করবেন না।৩. গোপনাঙ্গ প্রয়োজ...
27/05/2021

হস্তমৈথুন থেকে বাঁচার কিছু টিপসঃ-

১. যথাসম্ভব একা থাকা পরিহার করুন।
২. ওয়াশরুমে উলঙ্গ হয়ে গোসল করবেন না।
৩. গোপনাঙ্গ প্রয়োজন ছাড়া না দেখাই ভালো।
৪. আপনি যা করলে উত্তেজিত হন, সেসব বিষয় এড়িয়ে চলু।
৫. মাথা থেকে সকল খারাপ চিন্তা ঝেড়ে ফেলুন।
৬. খারাপ চিন্তার উদয় হলে ইস্তিগফার বা তাআউজ (আউজুবিল্লাহ) পাঠ করুন।
৭. খারাপ পিকচার, উলঙ্গ ছবি, ইত্যাদি মোটেই দেখবেন না।
৮. ফেইসবুকে ভালো গ্রুপ বা পেইজে যুক্ত হোন।
৯. যদি ফেইসবুকে খারাপ গ্রুপ বা পেইজে যুক্ত হয়ে থাকেন, তাহলে ঐসব গ্রুপ বা পেইজ আনফলো করুন বা লিভ নিন।
১০. দিনের একটা সময় বই পড়ে কাটান। যেমনঃ জিবন যেখানে যেমন, নবী জীবনের গল্প বা ইতিহাস বিষয় বই পড়তে পারেন!
১১. সম্ভব হলে দ্রুত বিয়ে করে নিন।
১২. খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করুন।
১৩. প্রচুর পরিশ্রম করতে চেষ্টা করুন। সম্ভব না হলে সকালে দৌড়, হাটাহাটি, বুকডাউন বা ব্যায়াম ইত্যাদি করতে পারেন।
১৪ ফোনের মেমোরি, ওয়েলপেপার ইত্যাদিতে কোন প্রকার ১৮+ সিন রাখবেন না। সম্ভব হলে কিছু এমন ওয়েলপেপার ব্যবহার করতে পারেন, যা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়।
১৫. বিভিন্ন আলোচকের শিক্ষামূলক ভিডিও দেখতে পারেন। যেমনঃ শায়েখ হারুন ইজহার। আলী হাসান উসামা। বিশেষ করে তামিম আল আদনানী উম্মাহ নেটওয়ার্ক লিখে সার্চ দিলেই উনার লেকচার গুলো শুনতে পারবেন
১৬. ভালো বন্ধুর সংস্পর্শে আসুন।
১৭. মন খুলে বন্ধু-বান্ধবদের সাথে কথা বলুন।
১৮. নিয়মিত সালাত আদায় করুন।
১৯. প্রতি সালাতের পর মাস্টারবেশন থেকে বাঁচতে আল্লাহর নিকট দুআ করুন।

সর্বোপরি মনে রাখবেন, ভবিষ্যত উজ্জ্বল করতে নিজেরই এগিয়ে আসতে হবে। যদি আপনার-আমার হাত না থাকতো,তখন কি হতো! আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করুন!

আল্লাহ আমাদের হেফাজত করুন @@@@

 #কাজী_নজরুল_ইসলাম রুটি বিক্রি করে যে কবিতা লিখেছেন,তা বড় বড় ভার্সিটির শিক্ষকদের পড়তে দাঁত ভাঙার দশা। আশ্চর্য! এখন যদ...
26/05/2021

#কাজী_নজরুল_ইসলাম রুটি বিক্রি করে যে কবিতা লিখেছেন,তা বড় বড় ভার্সিটির শিক্ষকদের পড়তে দাঁত ভাঙার দশা। আশ্চর্য! এখন যদি কোন ভার্সিটির শিক্ষক বলে কাজী নজরুলের চেয়ে তার শিক্ষাগত যোগ্যতা বেশি... অতএব সে বড়। কত বড় মুর্খ সে?

✔ #ঈমাম_আবু_হানিফা_র: কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ফিকাহ শাস্ত্রে তার যে অবদান, তা বর্তমান জামানার এক হাজার মুফতি কি করতে পারবে?

✔ #আল্লামা_নাসিরুদ্দিন_আলবানী ঘড়ির মেকার ছিলেন, অথচ হাদিসের রেজাল শাস্ত্রে (সহি,জাল-জইফ নির্ধারন) তার যে অবদান.... বিংশ শতাব্দীতে কে আছে এমন?

✔ #জাকির_নায়েক..... পেশায় একজন ডাক্তার। আল্লাহ তাকে মেধা দিয়েছেন অসাধারণ। কিছু বেদাতি মোল্লা যখন মিথ্যা কেচ্ছা, জাল হাদিস বয়ান এ ব্যস্ত, তিনি তখন কোরআন ও সহিহ হাদিসের প্রচার শুরু করেছেন বিশ্বব্যাপী। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেধা দেন, ক্ষমতা দেন,যা একাডেমিক লেখাপড়া দ্বারা সম্ভব নয়।
👍 কোন একাডেমীক সার্টিফিকেট নাই...সেই রাসুল স: বিশ্বের সর্বকালের শ্রেষ্ট মানুষ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান, যাকে ইচ্ছা তাকে দিয়ে ইসলামের খেদমত করান।
হিংসুকদের হিংসা আল্লাহর ইচ্ছাকে প্রতিরোধ করতে পারে না।
আল্লাহ তায়ালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।
✌✌♦♦♦♦✌✌

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Razzak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdur Razzak:

Share

Category