31/07/2021
বিয়ের পর অনেক মহিলা ঈমানের স্বাদ কেন হারিয়ে ফেলে?
,
এক মহিলা শায়েখ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেন, ফদ্বীলাতুশ শাইখ, আমি বিয়ের আগে বেশি বেশি নামাজ, রোজা আদায় করতাম, কুরআন তিলাওয়াত করে শান্তি অনুভব করতাম, নেক আমলে শান্তি পেতাম কিন্তু এখন আমি সেসব বিষয়ে ঈমানের স্বাদ খুঁজে পাই না..
,
ইমাম আলবানী রহিমাহুল্লাহ ওই মহিলাকে জিজ্ঞেস করেন, হে আমার মুসলিম বোন তুমি তোমার স্বামীর হক আদায় করা এবং তাঁর কথা শোনার ব্যাপারে কতটুকু মনোযোগী?
,
মহিলা একটু বিরক্তবোধ করে বলে, শাইখ আমি আপনাকে নামাজ, রোজা, কুরআন তিলাওয়াত আর আল্লাহর আনুগত্যের কথা জিজ্ঞেস করছি আর আপনি আমাকে আমার স্বামীর ব্যাপারে বলছেন!
শাইখ আলবানী রহিমাহুল্লাহ বলেন,
আমার বোন, অধিকাংশ মেয়ে এই কারণে ঈমানের স্বাদ, আল্লাহর আনুগত্যে, ইবাদতে তৃপ্ততা পায় না।
কেননা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোন মহিলা ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ বা তৃপ্ততা পাবে না যখন পর্যন্ত নিজের স্বামীর হক্ব আদায় করবে না।
[ সহীহ আত তারগীভ, ১৯৩৯ ]
প্রিয় বোন আমার,,,
তোকে তোর মোহরানা সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছি।
পাত্র পক্ষের কাছে কত টাকা মোহরানা ধার্য করবো তুই বলে দে,,,
ভাইয়া: তাকে জিজ্ঞেস করবে, সে আমাকে বিয়ের দিনে কত টাকা মোহরানা হইলে সম্পূর্ণ পরিশোধ করতে পারবে, সেটাই আমার জন্য মোহরানা ধার্য করবে।
আমিতো অবাক!
কি বলিস তুই, সে যদি বলে আমি 50000 টাকা?
তখন কি হবে?
ভাইয়া: তুমি আমাকে বিক্রী করছ না।
আমি তোমার নিরাপদ আশ্রয় স্থল থেকে আরেকটা নিরাপদ আশ্রয়স্থল যাচ্ছি, আমাকে সেখানে মৃত্যু পর্যন্ত অবস্থান করতে হবে, তুমি কেন ভয় পাচ্ছো। কি ভাবছ আমাকে ডিভোর্স দিলে মাত্র 50 হাজার টাকা দিয়ে কি করব?
ভাইয়া, মেয়েদের বাবার বাড়ির পরেই দ্বিতীয় আশ্রয়স্থল স্বামীর ঘর, সেই আশ্রয়স্থলে যেতে যদি প্রথমেই আমার মনের ভিতরে এ ধরনের মনোভাব ঘটে তবে আমার সেখানে না যাওয়াই উচিত।
শুধু তাই নয়, মোহরানা সম্পূর্ণ নিয়ে আমি একজন হালাল স্ত্রী হিসেবে আমার সুখের সংসার গড়তে চাই।
যেখানে আল্লাহর রহমত সব সময় বর্ষিত হবে।
ভাইয়া তুমি তাকে ভরসা করতে পারছ না বলেই তোমার আপত্তি মনে হচ্ছে,, তবে কেন তুমি আমাকে সেখানে বিয়ে দিতে চাচ্ছো?
ভাইয়া আমার মোহরানার লক্ষ্য কোটি টাকার দরকার নেই।
আমাকে একটি দ্বীনদার, ঈমানদার ,নিষ্ঠাবান এবং সত্যবাদী ছেলের হাতে তুলে দাও, যে কিনা হীরার খনির চেয়ে অনেক দামি।
সত্যি সেই বোনটি আমার 35 হাজার টাকা দেনমোহরে আজ ১৬ বছর পার হয়ে গেল,,,
আর আমার সেই বোনের জামাই 35 লাখ টাকার জমি আমার বোনকে দিয়েছে।
আমি আমার বোন জামাই কে জিজ্ঞেস করেছিলাম,
আপনি কেন এটা করতে গেলে,,, উত্তর এ সে বলেছিল।
ভাইয়া, বিশ্বাস স্থাপন সেই দিন থেকেই হয়,,, যেদিন সত্তিকারের মানুষটাকে চেনা যায়।
আমি আপনার বোনকে পেয়ে ধন্য।
আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।
আল্লাহ আমাকে এরকম দ্বীনদার একজন জীবনসঙ্গী দেওয়ার জন্য।
"আল্লাহ আমাদের জন্যেও এমন দ্বীনদার স্ত্রী কবুল করুক!
🤲 আমীন 🤲
#সমাপ্ত #