দৈনিক বর্তমান বাংলাদেশ

  • Home
  • Dhaka
  • দৈনিক বর্তমান বাংলাদেশ
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক এই ...
26/03/2024

পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে,
নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক এই বাংলায়
তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা
-- কবি শামসুর রাহমান

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩❤️

Subhanallah. Ya!Allah must Grant jannah. - Ameen   ۔
17/03/2024

Subhanallah. Ya!Allah must Grant jannah. - Ameen

۔

মহিমান্বিত মাহে রমজানে প্রত্যেকের জীবন পরিপূর্ণ হয়ে উঠুক সৃষ্টিকর্তার অশেষ রহমতে। রমজানুল মোবারক।রমজানুল মোবারক 🫶🫶🫶সাহর...
11/03/2024

মহিমান্বিত মাহে রমজানে প্রত্যেকের জীবন পরিপূর্ণ হয়ে উঠুক সৃষ্টিকর্তার অশেষ রহমতে। রমজানুল মোবারক।

রমজানুল মোবারক 🫶🫶🫶
সাহরি ও ইফতারের সময়সূচি ২০২৪😍
সকলে নিজের ফেইসবুক টাইমলাইনে শেয়ার করে রাখি। ❤️❤️❤️

Ramadan Mubarak!!সৌদি আরবের আকাশে চাঁদ উঠেছে তাই রোজা কাল থেকে এবং আমাদের বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় সোমবার দিবাগত রাতে তা...
10/03/2024

Ramadan Mubarak!!
সৌদি আরবের আকাশে চাঁদ উঠেছে তাই রোজা কাল থেকে এবং আমাদের বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় সোমবার দিবাগত রাতে তারাবির নামাজ হবে।
১২ মার্চ ২০২৪ মঙ্গলবার ১ম রোজা- আলহামদুলিল্লাহ ।।।

08/01/2024

হাদিস শরীফে এসেছে, জ্বিন কখনো কখনো সাপের আকৃতি ধারণ করে। সুতরাং এগুলো মারার আগে ঘোষণা দিতে মারতে হয়।

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"إِذَا ظَهَرَتِ الْحَيَّةُ فِي الْمَسْكَنِ فَقُولُوا لَهَا إِنَّا نَسْأَلُكِ بِعَهْدِ نُوحٍ وَبِعَهْدِ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ أَنْ لاَ تُؤْذِينَا فَإِنْ عَادَتْ فَاقْتُلُوهَا".
"ঘরের মধ্যে সাপ দেখা গেলে তোমরা বল, আমরা নূহ (আঃ)-এর দোহাই ও সুলাইমান ইবনে দাউদ (আঃ)-এর দোহাই দিয়ে বলছি, তুমি আমাদের কষ্ট দিও না। এরপরও তা দেখা গেলে তোমরা একে হত্যা কর"। (তিরমিজি, হাদিস নং - ১৪৮৫)।

★★★ সকলের সচেতনতার স্বার্থে শেয়ার করার অনুরোধ রইলো।

06/01/2024

ভোটদান সহজ করতে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ এর ব্যবহার The Confluence এর ভিডিওতে বিস্তারিত দেখুন, ভোটাধিকার প্রয়োগ করুন।

আপনি কি একজন ভোটার?
কিভাবে জানবেন -
- আপনার ভোটার নম্বর
- ভোটার সিরিয়াল নম্বর
- ভোট কেন্দ্র
সব তথ্য গুলো জানতে ভিডিওটি ভালভাবে খেয়াল করুন, আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।


01/01/2024

শুভ ইংরেজি নববর্ষ-২০২৪!
নতুন বছর, নতুন স্বপ্ন। সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক আগামীর পথচলা।
01.01.2024

আমাদের ফেইসবুকে আলহামদুলিল্লাহ্ ৪,০০,০০০ ফলোয়ার। অর্ধেক মানুষ ও নূন্যতম ১০০/= করে দিলেও কত গুলো পরিবারকে সাহায্য করা যা...
09/08/2023

আমাদের ফেইসবুকে আলহামদুলিল্লাহ্ ৪,০০,০০০ ফলোয়ার। অর্ধেক মানুষ ও নূন্যতম ১০০/= করে দিলেও কত গুলো পরিবারকে সাহায্য করা যাবে বলেন তো??

কেউ সহায়তা করতে চাইলে ইনবক্স করুন।
আমরা বিকাশ বা নগদ নম্বর দিবো।

আমরা সরাসরি পৌঁছে দিবো সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে।

পহেলা মহররম ও আরবি ১৪৪৫ হিজরী নববর্ষ। সকল কে  আরবি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।আগত দিনগুলোতে আল্লাহ তায়ালা আমাদেরকে সু...
19/07/2023

পহেলা মহররম ও আরবি ১৪৪৫ হিজরী নববর্ষ। সকল কে আরবি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

আগত দিনগুলোতে আল্লাহ তায়ালা আমাদেরকে সুস্থ রাখুন এবং নেয়ামতে ও তৃপ্ত রাখুন।

আজ বাবা দিবস !বাবাকে খুব মনে পড়ছে !!জানি এ পৃথিবীতে তোমাকে আর কখনো খুঁজে পাব না। হে আল্লাহ তুমি আমার বাবাকে এবং পৃথিবীর...
18/06/2023

আজ বাবা দিবস !
বাবাকে খুব মনে পড়ছে !!
জানি এ পৃথিবীতে তোমাকে আর কখনো খুঁজে পাব না। হে আল্লাহ তুমি আমার বাবাকে এবং পৃথিবীর সকল বাবা কে ক্ষমা কর এবং জান্নাতুল ফেরদৌসের স্বাচ্ছন্দ্য নসীব করো।

05/05/2023

সুস্থতা ও ঈমানি মৃত্যু লাভের দোয়া!

সুস্থতা মহান আল্লাহর নেয়ামত। আবার মুমিনের জন্য ঈমানি মৃত্যুর বিকল্প নেই। তাই দুনিয়াতে সুস্থ জীবন লাভ এবং ঈমানি মৃত্যু কামনায় কুরআন-সুন্নায় বর্ণিত দোয়াসমূহ মুমিন মুসলমানের জন্য খুবই জরুরি।

উচ্চারণ : ‘রাব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফ্ফানা মুসলিমিন।’অর্থ : ‘হে আমাদের পরওয়ারদেগার! আমাদের জন্য ধৈর্য্যের দ্বার খুলে দিন এবং আমাদের মুসলমান হিসাবে মৃত্যু দান করুন।’ (সুরা আরাফ : আয়াত ১২৬)
-সংগৃহীত।

পবিত্র রমাদান মহান আল্লাহ তায়ালার রহমত, অর্থাৎ দয়া ও অনুগ্রহ লাভের সময়। আসুন আমরা সঠিক নিয়তে সিয়াম সাধনা করি এবং বেশি বে...
27/03/2023

পবিত্র রমাদান মহান আল্লাহ তায়ালার রহমত, অর্থাৎ দয়া ও অনুগ্রহ লাভের সময়। আসুন আমরা সঠিক নিয়তে সিয়াম সাধনা করি এবং বেশি বেশি ইবাদত করি, যাতে আমাদের উপর মহান আল্লাহ তায়ালার রহমত বর্ষিত হয়।

শুরু হলো সিয়াম সাধনার মাস। পবিত্র রমাদান মহান আল্লাহ তায়ালার রহমত, অর্থাৎ দয়া ও অনুগ্রহ লাভের সময়। আসুন আমরা সঠিক নিয়তে ...
26/03/2023

শুরু হলো সিয়াম সাধনার মাস। পবিত্র রমাদান মহান আল্লাহ তায়ালার রহমত, অর্থাৎ দয়া ও অনুগ্রহ লাভের সময়। আসুন আমরা সঠিক নিয়তে সিয়াম সাধনা করি এবং বেশি বেশি ইবাদত করি, যাতে আমাদের উপর মহান আল্লাহ তায়ালার রহমত বর্ষিত হয়।

আমাদের দেশের বর্তমান অবস্থা পদ-পদবী অনুযায়ী যেরকম অনুভব করে 😓Types of Designation as per Character 😅
07/03/2023

আমাদের দেশের বর্তমান অবস্থা পদ-পদবী অনুযায়ী যেরকম অনুভব করে 😓

Types of Designation as per Character 😅

26/02/2023

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা আগুন এর দৃশ্য...

08/11/2022

কাতারে বিশ্বকাপ উপলক্ষে রাজধানী দোহায় নির্মিত ফ্ল্যাগ প্লাজায় বিদেশি দর্শকদের সামনে বাংলাদেশের পরিচিতি ও ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে চমৎকার পরিবেশনা।

"শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু" -  শিক্ষক দিবস ২০২২। পোস্টারটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওত...
25/10/2022

"শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু" - শিক্ষক দিবস ২০২২। পোস্টারটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন অফিস /শিক্ষা প্রতিষ্ঠানের ফেসবুক পেইজে শেয়ার/ প্রচারের অনুরোধ করা হল।

লোগো ডিজাইন করে পুরস্কার জিতুন ১০ হাজার টাকা!৩১ অক্টোবর-২০২২ মধ্যে লোগো জমা দিতে হবে। শ্রেষ্ঠ ডিজাইনার পুরস্কার হিসেবে...
11/09/2022

লোগো ডিজাইন করে পুরস্কার জিতুন ১০ হাজার টাকা!

৩১ অক্টোবর-২০২২ মধ্যে লোগো জমা দিতে হবে। শ্রেষ্ঠ ডিজাইনার পুরস্কার হিসেবে পাবেন ১০ হাজার টাকা।

জনসাধারণকে সম্পৃক্ত করে, তাদের চাহিদা অনুযায়ী বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মিডিয়াভিত্তিক কনটেন্ট’ তৈরি ও প্রচারের জন্য "দৈনিক বর্তমান বাংলাদেশ" নামে একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম গড়ে তোলার কাজ এগিয়ে চলছে।

"দৈনিক বর্তমান বাংলাদেশ" কোনও টেলিভিশন চ্যানেল, রেডিও স্টেশন বা গণমাধ্যম প্রতিষ্ঠান নয়, বরং সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী গণযোগাযোগের সব মাধ্যমের অর্থপূ‍র্ণ ও কা‍র্যকর ব্যবহার নিশ্চিত করবে। জনগণের চাহিদা ও মতামত অনুযায়ী বিষয়ভিত্তিক কনটেন্ট (সচেতনতামূলক, জীবন-জীবিকাভিত্তিক, দক্ষতা উন্নয়নমূলক, শিক্ষামূলক এবং মানবউন্নয়ন ভিত্তিক) তৈরি করবে এই "দৈনিক বর্তমান বাংলাদেশ" মিডিয়া। সেই কনটেন্ট একই সাথে আমাদের সামাজিক মাধ্যম ও ইউটিউব এ প্রচার ও প্রকাশ করা হবে যাতে যেকেউ তার সুবিধামত সময়ে ও মাধ্যমে এগুলো দেখতে এবং মতামত দিতে পারবেন।

***সকলে ফেইসবুক পেইজের প্রোফাইল পিকচার ও কভার ফটো সাইজে তৈরি করে পেইজের ইনবক্সে নিজের নাম ও মোবাইল নম্বর দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

**৫ টি লোগো বাছাই করে আমাদের ফেইসবুক পেইজে পোস্ট দেওয়া হবে।

*পাবলিক রিএকশন মার্কস ৮০
ক্লাবের মার্কস ২০

আপনাদের মাঝে পরিচিত যারা লোগো ডিজাইন করে, তাদের মেনশন দিয়ে জানাতে পারেন।

বিঃদ্রঃ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।

29/04/2022
14/04/2022

বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভাষণ।

একটি শিক্ষনীয় গল্পঃ-ভারতের একটা শহরের পঞ্চম শ্রেণী প্রাথমিক স্কুলের  এক শিক্ষিকা,যাঁর অভ্যাস ছিল, ক্লাস শুরু হওয়ার আগে র...
30/03/2022

একটি শিক্ষনীয় গল্পঃ-
ভারতের একটা শহরের পঞ্চম শ্রেণী প্রাথমিক স্কুলের এক শিক্ষিকা,যাঁর অভ্যাস ছিল, ক্লাস শুরু হওয়ার আগে রোজ তিনি "আই লাভ ইউ অল" বলতেন। কিন্তু তিনি জানতেন, তিনি সত্য বলছেন না। তিনি জানতেন ক্লাসের সবাই কে এক রকম ভাবে তিনি ভালবাসেন না।

রাজু নামে একটা বাচ্চা ক্লাসে যাকে তিনি মোটেও সহ্য করতে পারতেন না। রাজু ময়লা জামা-কাপড় পড়ে স্কুলে আসতো। তার চুলগুলো থাকত উষ্কো-খুষ্কো, খোলা থাকে জুতার বকলেস,শার্টের কলারে ময়লা দাগ, ক্লাসে পড়া বোঝানোর সময়ও সে থাকে খুব অন্য মনস্ক। মিস এর বকুনি খেয়ে, চমকে তাঁর দিকে তাকিয়ে থাকতো সে। কিন্তু তার শূন্য দৃষ্টি দেখে স্পষ্ট বোঝা যেত যে, রাজু শারীরিক ভাবে ক্লাসে উপস্থিত থাকলেও তার মন অন্য কোনখানে উধাও হয়ে গেছে, রাজুর প্রতি ধীরে ধীরে মিসের মনে ঘৃণার উদ্রেক হলো।

রাজু ক্লাসে ঢুকতেই, মিসের সমালোচনার শিকার হতো। সব রকম খারাপ কাজের উদাহরন রাজুর নামে হতে থাকল। বাচ্চারা তাকে দেখে আর খিলখিল করে হাসে, মিসও তাকে অপমান করে আনন্দ পান। রাজু যদিও এইসব কথার কোনও উত্তর দিতো না। মিস এর তাকে নিষ্প্রাণ পাথর বলে মনে হতো, যার মধ্যে অনুভূতি নামে কোন জিনিস ছিলো না। সমস্ত ধমক, ব্যঙ্গ-বিদ্রুপ আর শাস্তির জবাবে সে শুধু নিজের ভাবনায় শূন্য দৃষ্টিতে তাঁকে দেখতো, আর মাথা নীচু করে নিতো। এই ভাবে সে মিস এর অত্যন্ত বিরাগ ভাজন হয়ে উঠলো।

প্রথম সেমিস্টার শেষ হয়ে রিপোর্ট বেরোনোর সময় হলে মিস রেজাল্ট কার্ডে তার সম্পর্কে সব খারাপ কথা লিখে দিলেন l মা -বাবাকে দেখানোর আগে রিপোর্ট কার্ড হেড মিস্ট্রেসের কাছে পাঠাতে হতো। তিনি রাজুর রিপোর্ট দেখে মিসকে ডেকে পাঠালেন এবং বললেন, "মিস ! রিপোর্ট কার্ডে কিছু তো অনুপ্রেরণার কথা লেখা উচিত্ ! আপনি তো যা কিছু লিখেছেন তার থেকে রাজুর বাবা একদম নিরাশ হয়ে যাবেন।" মিস বললেন, "আমি মাফ চাইছি, কিন্তু রাজু এক খারাপ আর নিষ্কর্মা বাচ্চা, আমার মনে হয়না আমি ওর সম্পর্কে ভাল কিছু লিখতে পারবো !" মিস ঘৃণার সাথে এই কথা বলে সেখান থেকে উঠে এলেন।

হেড মিস্ট্রেস অদ্ভুত একটা ব্যাপার করলেন, তিনি চাপ রাশির হাত দিয়ে মিসের ডেস্কের ওপরে রাজুর আগের বছরের রিপোর্ট কার্ড রেখে দিলেন। পরের দিন যখন মিস ক্লাসে ঢুকলেন তখন রিপোর্টের ওপরে নজর পড়তে, উল্টে দেখেন সেটা রাজুরই রিপোর্ট কার্ড ! ভাবলেন আগের বছরও নিশ্চয়ই সে এইরকম আচরণ করেছে ! ভাবার সাথে সাথেই তৃতীয় শ্রেণীর রিপোর্টটা খোলেন, রিপোর্টের মন্তব্য পড়ে ওনার আশ্চর্যের সীমা রইলো না, রাজুর উচ্ছ্বসিত প্রশংসায় রিপোর্ট কার্ডটি ভরা, তাতে লেখা আছে, "রাজুর মতো বুদ্ধিমান বাচ্চা আমি আজ পর্যন্ত দেখিনি। অতি সংবেদনশীল বাচ্চা এবং নিজের সহপাঠী আর শিক্ষকের প্রতি সম্মান এবং সহযোগিতা করে। অন্তিম সেমিস্টারেও রাজু প্রথম স্থান আধিকার করে নেয়। অস্থির ভাবে মিস চতুর্থ শ্রেণীর রিপোর্ট খোলেন, সেখানে লেখা আছে "রাজুর লেখা পড়ার ওপর তার মায়ের অসুখের গভীর প্রভাব পড়ছে, পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে উঠছে। রাজুর মা মারা গেছে এবং সঙ্গে রাজুর জীবনের যাবতীয় আশা ভরসা আর সুন্দর ভবিষ্যতের আলোও, তাকে বাঁচাতে হবে। আরও দেরী হয়ে যাওয়ার আগে, মিস এর মাথায় যেন অত্যন্ত ভারী বোঝা চেপে আছে, কাঁপা হাতে তিনি রিপোর্ট কার্ড বন্ধ করেন। তার নয়ন অশ্রুসজল হয়ে উঠলো, টপ টপ করে চোখের জল ঝরতে লাগলো।

পরের দিন যখন ক্লাসে ঢুকলেন তাঁর নিজের চির অভ্যস্ত বাক্যের পুনরাবৃত্তি করলেন, "আই লাভ ইউ অল। কিন্তু বুঝতে পারছিলেন আজও তিনি সত্যের অপলাপ করছেন। কারণ এলোমেলো চুলে এই ক্লাসে বসে থাকা বাচ্চাটা, রাজুর প্রতি যে স্নেহ তিনি হৃদয়ে অনুভব করছিলেন, তা' ক্লাসের অন্য বাচ্চাদের জন্য হওয়া সম্ভবই ছিল না। পড়া বোঝানোর সময় রোজের দিনচর্চার মতো রাজুর দিকে একটা প্রশ্ন ছুঁড়ে দিলেন, আর রাজুও রোজের মতো মাথা নীচু করে নিলো। যখন বেশ কিছুক্ষণ পর্যন্ত মিস এর ধমক বা শ্লেষাত্মক কথার কোনটাই বা সহপাঠীদের সম্মিলিত হাসির শব্দ কানে এলো না তখন সে আচমকা মাথা উঁচু করে তাঁর দিকে চেয়ে রইলো। অপ্রত্যাশিতভাবে তার মাথা আজ মুন্ডিত, কেশহীন ছিলো। তাঁর মুখে মৃদু হাসি। তিনি রাজুকে কাছে ডাকলেন এবং প্রশ্নের উত্তর বলে দিয়ে তা' আওড়াতে বললেন। রাজু তিন-চারবার চেষ্টার পর অবশেষে বলতে পারলো। তার জবাব দেওয়ার সাথে সাথে মিস খুশি হয়ে শুধু নিজে তালি দিলেন না, বরং অন্য সব বাচ্চাদের দিয়েও তালি দেওয়ালেন। তারপরে এটা প্রত্যেক দিনের দিনচর্চা হয়ে গেলো। মিস সব উত্তর নিজের থেকে দিতেন, তারপর সস্নেহে রাজুকে বাহবা দিতেন। সব ভালো কাজের উদাহরণে রাজুর নাম বলা হতে লাগলো। ধীরে ধীরে বিষণ্ণতার কবর ফুঁড়ে রাজু বেরিয়ে আসলো। এখন থেকে আর মিস কে প্রশ্নের সাথে উত্তর বলে দেওয়ার প্রয়োজন হতো না। সে রোজ সঠিক উত্তর দিয়ে সবাই কে প্রভাবিত করতো এবং নতুন নতুন প্রশ্ন করেও হয়রানও করতো।তার চুলগুলো এখন অনেকটা পরিপাটি থাকে, জামাকাপড়ও যথেষ্ট পরিষ্কার থাকে, হয়তো সে নিজেই কাচঁতে শুরু করে ছিল। দেখতে দেখতে বছর শেষ হয়ে গেল, রাজু দ্বিতীয় স্থান অধিকার করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হলো।

বিদায় কালীন সমারোহে সব বাচ্চারা মিস এর জন্য সুন্দর সুন্দর উপহার নিয়ে এলো, আর মিস এর টেবিলের ওপর একের পর এক পাহাড় জমে গেলো। এত সুন্দর ভাবে প্যাক করা উপহারের মধ্যে পুরানো কাগজে অগোছালো ভাবে মোড়া একটা উপহার পড়ে ছিলো। বাচ্চারা তাই দেখে হাসতে লাগলো। কারও জানতে বাকি রইলো না যে, উপহার হিসেবে সেটা রাজুই এনেছে। মিস উপহারের এই ছোট পাহাড় থেকে সেটা বার করে আনলেন, খুলে দেখলেন তার ভিতরে মহিলাদের আতরের অর্ধেক ব্যবহার করা একটা শিশি আর এক হাতে পরার মতো বড় একটা বালা যার বেশির ভাগ মোতি ঝরে গিয়ে ছিলো। মিস চুপচাপ শিশি থেকে নিজের গায়ে আতর ছিটিয়ে দিলেন এবং বালাটা হাতে পরে নিলেন। বাচ্চারা এই দৃশ্য দেখে খুব অবাক হয়ে যায়। রাজু নিজেও, শেষ পর্যন্ত রাজু থাকতে না পেরে মিসের কাছে এসে দাঁড়িয়ে পড়লো। কিছুক্ষণ পর সে থমকে থমকে মিসকে বলল, "আজ আপনার গা' থেকে আমার মায়ের মতো গন্ধ আসছে।

সময় পাখা মেলে উড়তে লাগলো। দিন সপ্তাহে, সপ্তাহ মাসে আর মাস বছরে বদলাতে আর কোথায় সময় লাগে ? কিন্তু প্রত্যেক বছরের শেষে রাজুর কাছ থেকে একটা চিঠি নিয়মিত ভাবে আসতো, যাতে লেখা থাকে, "এই বছর অনেক নতুন টিচারের সংস্পর্শে এসেছি কিন্তু আপনার মতো কেউ ছিলো না। তারপর রাজুর স্কুল পর্ব শেষ হয়ে গেলো এবং চিঠির ধরাবাহিকতা হলো শেষ।

কয়েক বছর পর মিস এরও অবসর হয়ে গেল। একদিন তাঁর নিজের মেলে রাজুর চিঠি পেলেন যাতে লেখা ছিলো, "এই মাসের শেষে আমার বিয়ে, আপনাকে ছাড়া বিয়ের কথা ভাবতে পারি না, আরেকটা কথা, জীবনে আমি অনেক লোকের সাথে মিশেছি, আপনার মতো কেউ নেই, ডক্টর রাজু, সাথে প্লেনে যাওয়া আসার টিকিটও খামের মধ্যে দিয়েছিলো।

মিস নিজেকে কিছুতেই আটকে রাখতে পারছিলেন না। তিনি স্বামীর থেকে অনুমতি নিয়ে অন্য শহরে যাওয়ার জন্য রওনা দিলেন। বিয়ের দিনে যখন বিয়ের আসরে উপস্থিত হলেন, তখন খানিকটা দেরী হয়ে গিয়েছিলো। তাঁর মনে হয়েছিল বিয়ের অনুষ্ঠান নিশ্চয়ই শেষ হয়ে গেছে, কিন্তু এটা দেখে তাঁর আশ্চর্য হওয়ার সীমা ছিলো না, শহরের বড় বড় ডাক্তার, বিজনেসম্যান, এমন কি বিয়ে দেবেন যিনি সেই পণ্ডিতজীও ক্লান্ত হয়ে পড়ে ছিলেন, যে এখনও কার আসা বাকি আছে, কিন্তু রাজু বিয়ের অনুষ্ঠানের মণ্ডপের বদলে গেটের দিকে চোখ লাগিয়ে তাঁর আসার অপেক্ষা করছিলো। তারপর সবাই দেখে ছোটবেলার সেই টিচার গেটের ভিতরে ঢুকতেই রাজু তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে হাত ধরেছে, যে হাতে তিনি এখনও সেই খারাপ হয়ে যাওয়া বালাটা পরে ছিলেন, তাঁকে সসম্মানে মঞ্চে নিয়ে যাওয়া হলো। মাইক হাতে নিয়ে সে এইরকম কিছু বললো, "বন্ধুরা ! আপনারা সবাই সব সময় আমাকে আমার মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করতেন? আর আমি আপনাদের সবার কাছে প্রতিজ্ঞা করতাম যে, খুব শিগগির সবাই কে তাঁর সাথে পরিচয় করিয়ে দেবো, ইনি আমার মা "

"জ্বালাতন"রবীন্দ্রনাথ হালদার।আধুনিক ছড়া।১৭/০৩/২০২২.-------------------------------------আমার খালু,গায়ের রঙটা এমন ঠিক য...
17/03/2022

"জ্বালাতন"
রবীন্দ্রনাথ হালদার।
আধুনিক ছড়া।
১৭/০৩/২০২২.
-------------------------------------
আমার খালু,
গায়ের রঙটা এমন ঠিক যেন নৈনিতালের আলু।
সে আবার ভীষণরকমের‌ চালু।
বাজারে কমদামে পেলে আলু,
কিনে ভর্তি করে রাখে অনেক চটের ছালু।
কিন্তু আমার খালা,
গায়ের রঙটা একটু যেন কালা। সে আবার ভীষণ ভোলেডালা।
তবে কানে একটু কালা।
বেশি দামে কিনে সোনার বালা,
হাতে না পরে বাক্সে মেরে রাখে তালা।
তবে আমার হয়েছে যত জ্বালা,
নিয়ে দুই ভিন্ন চরিত্রর খালু আর খালা।

Address

32 Mohakhali
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক বর্তমান বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক বর্তমান বাংলাদেশ:

Videos

Share

Our Story

Your ideas and suggestions help us to constantly improve Facebook’s features. Let us know how we can improve your experience.

Nearby media companies


Other Media/News Companies in Dhaka

Show All

You may also like