Insidesbd - All About Bangladesh

  • Home
  • Dhaka
  • Insidesbd - All About Bangladesh

Insidesbd - All About Bangladesh All About Bangladesh

The Energy and Mineral Resources Division under the Ministry of Power, Energy and Mineral Resources has initiated the se...
22/08/2024

The Energy and Mineral Resources Division under the Ministry of Power, Energy and Mineral Resources has initiated the search for a new legal framework that will allow for the swift procurement of energy resources, particularly LNG, from the international spot market on short notice.

The government is exploring alternative legal procedures to ensure the continued import of LNG and petroleum fuels after the suspension of the Speedy Increase of Power and Energy Supply (Special) Act 2010, which previously facilitated these imports

উত্তরবঙ্গের শিল্পায়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই বিশেষ নজর দিয়ে আসছেন। মাননীয় প্রধা...
23/11/2023

উত্তরবঙ্গের শিল্পায়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই বিশেষ নজর দিয়ে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল ঢাকা-রংপুর-সৈয়দপুর গ্যাস পাইপ লাইনের মাধ্যমে উত্তরবঙ্গের শিল্পায়নের গতিকে ত্বরান্বিত করা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কথা রেখেছেন। নির্মাণ হয়েছে ঢাকা-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন। এর মাধ্যমে উত্তরবঙ্গের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
#জ্বালানি #গ্যাস #পাইপলাইন #বাংলাদেশ #শেখহাসিনা
Ministry of Power, Energy & Mineral Resources, Bangladesh
Nasrul Hamid

UNESCO এর Executive Board এ ২০২৩ থেকে ২০২৭ মেয়াদে বাংলাদেশ সদস্য নির্বাচিত হলো।----১৫ নভেম্বর, ২০২৩ প্যারিসে UNESCO এর স...
23/11/2023

UNESCO এর Executive Board এ ২০২৩ থেকে ২০২৭ মেয়াদে বাংলাদেশ সদস্য নির্বাচিত হলো।
----
১৫ নভেম্বর, ২০২৩ প্যারিসে UNESCO এর সদর দপ্তরে স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ১৮৪ সদস্যের মধ্যে ১৮১ সদস্য ভোট প্রদান করে। বাংলাদেশ ১৪৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়।

এই নির্বাচনী জয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাঁর প্রাজ্ঞ, দূরদর্শী, সাহসী নেতৃত্বে অগ্রগামী বাংলাদেশ আজ বিশ্বসভায় সবার প্রশংসা ও আস্থা অর্জন করেছে।

#বাংলাদেশ #ইউনেস্কো #শেখহাসিনা See less

শতভাগ বিদ্যুৎ-সংযোগ বড় অর্জন- নসরুল হামিদ এমপি২০০৯ সালে জানুয়ারিতে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এল, তখন বিদ্যুৎ–সংযোগ ছি...
23/11/2023

শতভাগ বিদ্যুৎ-সংযোগ বড় অর্জন
- নসরুল হামিদ এমপি
২০০৯ সালে জানুয়ারিতে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এল, তখন বিদ্যুৎ–সংযোগ ছিল সব মিলিয়ে ৪৭ শতাংশ। আর তখন বিদ্যুৎ উৎপাদিত হতো ৪ হাজার ৯০০ মেগাওয়াট। আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল ২০২১ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন করা। ২০২১ সালে শতভাগ বিদ্যুৎ–সংযোগ দেওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে এটি ২০২২ সালে সম্পূর্ণ হয়। এখন আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় ২৮ হাজার ৫০০ মেগাওয়াট। এটি আওয়ামী লীগ সরকারের বড় একটি সফলতা। নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি ঘর বিদ্যুতের আলোয় আলোকিত করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় একটি অর্জন। এর ফলে আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে; বিশেষ করে গ্রামাঞ্চলে। বিদ্যুতের কারণে গ্রামের মানুষ স্বাবলম্বী হয়েছে, কাজের সন্ধান পেয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বিদ্যুতে ভর্তুকি দিয়ে আসছেন। সরকার কেন এ খাতে এত ভর্তুকি দেয়, এটি নিয়েও অনেকে প্রশ্ন করেন। এটি সরকারের পক্ষ থেকে একটি বিনিয়োগ। এটি সহনীয় পর্যায়ে না রাখা গেলে মানুষ তার সঞ্চয় অন্য জায়গায় বিনিয়োগ করতে পারবে না।
আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, সাশ্রয়ী মূল্যে রাখা, বিদ্যুতের চাহিদা আরও বাড়লে তার সঙ্গে সমন্বয় করা। এরপর একদিকে করোনা মহামারি, অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক করে তুলেছে। ওই সময়টা আমাদের কিছুটা লোডশেডিং করতে হয়েছে। যে গ্যাসের দাম ছিল মাত্র ৮ ডলার, তা বেড়ে হয়েছে ৬৪ থেকে ৬৭ ডলার। এখন আবার আমরা ধীরে ধীরে সহনীয় পর্যায়ে নিয়ে আসছি।
করোনা মহামারির কারণে দুই বছরে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এরপরও বিদ্যুৎ বিভাগ তার অসামান্য অর্জনের কারণে স্বাধীনতা পুরস্কার পেয়েছে।
যেখানে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদন করা যায়, আমাদের অতি দ্রুত সেখানে যাওয়া উচিত। ২০০৯ সালে আমরা যে মিক্স ফুয়েল প্ল্যানিং করেছি, সে জন্যই অনেক দেশের তুলনায় আমরা ভালো অবস্থানে আছি। আমরা একক জ্বালানির ওপর নির্ভরশীল নই। আমরা ভারত থেকে বিদ্যুৎ আনছি খুব বেশি নয়, ২ হাজার ১৬০ মেগাওয়াটের মতো। আমরা সম্প্রতি নেপাল থেকে নবায়নযোগ্য শক্তি আনছি। আমরা কয়লা থেকে বেশি বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছি না। কয়লা থেকে ১১ থেকে ১২ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করব। বাকিটা গ্যাস থেকে উৎপাদন করছি। আমাদের তেলভিত্তিক কয়েকটি পাওয়ার প্ল্যান্ট এখনো রয়ে গেছে। বলা যায়, ২৫ থেকে ২৬ শতাংশ বিদ্যুৎ এখান থেকে আসে। ২০৩০ সালের মধ্যে এটি ১০ শতাংশে কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। এখন আমরা যে ব্যবস্থা নিচ্ছি, এর কারণে নবায়নযোগ্য শক্তি ব্যবহার অনেক বাড়বে। আমরা ২০২৫ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছি।
গ্যাসের উৎপাদন বৃদ্ধি করা আওয়ামী লীগ সরকারের বড় একটি সফলতা। আওয়ামী লীগ সরকারই প্রথম রিগ কিনে দিনে অতিরিক্ত ১০০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন বাড়িয়েছে। স্থানীয়ভাবে আমাদের ২১০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করা হয়। আমাদের সমন্বিত মহাপরিকল্পনা অনুসারে ২০৪০ সালের মধ্যে ৪০ শতাংশ বিদ্যুৎ ক্লিন এনার্জি থেকে তৈরি করা হবে। আমাদের গ্যাসভিত্তিক পাওয়ার প্ল্যান্টগুলো কম্বাইন্ড সাইকেল করা হয়েছে, ফলে স্বল্প পরিমাণ গ্যাস দিয়ে বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ক্লিন এনার্জির মধ্যেই পড়ে। এতে কার্বন নিঃসরণ নেই বললেই চলে। এ ছাড়া আমরা ছোট ছোট পরিসরে সোলার স্থাপন করছি। আমরা উইন্ড থেকেও বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করছি। ২০৩০ সালের পর আমরা কয়লার পরিবর্তে হাইড্রোজেন ব্যবহারের চিন্তাভাবনা করছি। এখানে প্রযুক্তির কিছু বিষয় রয়েছে, যা এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয়।
ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত চাহিদা বাড়ছে। ইন্ডাস্ট্রিতে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ করতে হলে আমাদের আমদানির কোনো বিকল্প নেই। এটা কিছু পরিমাণ আমাদের আমদানি করতেই হবে, ব্যাপক আকারে নয়।
আমি মনে করি, আমাদের এখন গোছানোর সময় এসেছে। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে, ২০৩০ সালে একটা স্বাচ্ছন্দ্যের জায়গায় যাওয়া। তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন কমে আসবে। কয়লাভিত্তিক কিছু পাওয়ার প্ল্যান্ট থাকবে। দু-একটি ব্যতীত ২০৪০ সালের মধ্যে হয়তো এগুলো শেষ হয়ে যাবে। কার্বন নিঃসরণের ক্ষেত্রে আমরা বড় একটি রূপান্তর ঘটাতে পারব। নবায়নযোগ্য শক্তির ব্যবহার বর্তমানে ১০ শতাংশ হলেও সে সময় তা বেড়ে দাঁড়াবে ১৬ থেকে ২০ শতাংশ। তখন বিদ্যুতের দামের ক্ষেত্রে একটা সহনীয় জায়গা তৈরি হবে।
নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য আমাদের নিরবচ্ছিন্ন সঞ্চালন লাইন থাকতে হবে। আমাদের পর্যাপ্ত বিতরণ লাইন থাকতে হবে। আমরা নতুন করে তিন লাখ ৮৩ হাজার কিলোমিটার বিকরণ লাইন করেছি। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত সঞ্চালন লাইনের সংখ্যা দ্বিগুণ হয়েছে। প্রচুর পরিমাণে সাবস্টেশন, গ্রিডলাইন স্থাপিত হয়েছে। এরপরও আরও সাবস্টেশন, গ্রিডলাইন প্রয়োজন। শহরের যেসব জায়গায় লোড বেশি, সেসব জায়গা আন্ডারগ্রাউন্ডে নিয়ে যেতে হবে। প্রথমে ঢাকা ও বড় শহরগুলো। সঞ্চালন লাইনকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া একটি বড় কাজ। এগুলো সবই স্মার্ট বাংলাদেশের একটা অংশ। আমরা আশাবাদী, ২০৩৫ সালের মধ্যে পুরো বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাকে ডিজিটালাইজড করব, অটোমেশনের আওতায় নিয়ে আসব। ভবিষ্যতে বিদ্যুতের বর্ধিত চাহিদাকে নিরবচ্ছিন্ন রাখতে হলে এ ব্যবস্থায় আমাদের যেতেই হবে।
লেখকঃ প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
#বিদ্যুৎ #জ্বালানি #শতভাগ_বিদ্যুৎ

❤️❤️❤️
23/07/2023

❤️❤️❤️

পূর্বাচল এক্সপ্রেসওয়ে। 🔥 🔥🔥🔥🔥
23/07/2023

পূর্বাচল এক্সপ্রেসওয়ে। 🔥 🔥🔥🔥🔥

Litton Kumer Das on fire 🔥🔥🔥🔥🔥
21/07/2023

Litton Kumer Das on fire 🔥🔥🔥🔥🔥

19/07/2023
বাংলাদেশের সকল জেলার ভ্রমণ-স্পট। শেয়ার করে নিজের ওয়ালে রাখুন।
18/07/2023

বাংলাদেশের সকল জেলার ভ্রমণ-স্পট।
শেয়ার করে নিজের ওয়ালে রাখুন।

আফগানিস্তান দলে এতগুলো ছোট ভাই ব্রাদার ছিল তা আমার জানা ছিল না আফগানিস্তানে কত দিনে এক বছর জানতে ইচ্ছে করতাছে
18/07/2023

আফগানিস্তান দলে এতগুলো ছোট ভাই ব্রাদার ছিল তা আমার জানা ছিল না
আফগানিস্তানে কত দিনে এক বছর জানতে ইচ্ছে করতাছে

আসছে সেপ্টেম্বর-অক্টোবরে বদলে যাবে ঢাকার যাতায়াত ব্যবস্থার চেহারা|Details In comment -
18/07/2023

আসছে সেপ্টেম্বর-অক্টোবরে বদলে যাবে ঢাকার যাতায়াত ব্যবস্থার চেহারা|
Details In comment -

A cute message that I saw in Puran Dhaka.❤️📷 Collected!
17/07/2023

A cute message that I saw in Puran Dhaka.❤️

📷 Collected!

17/07/2023

🔥 🔥Shakib Al Hasan 🔥🔥

কর্ণফুলী টানেলের টোলঃপ্রাইভেটকার পারাপারে ২০০ টাকা। প্রতিবার পিকআপ পারাপারে টোল লাগবে ২০০ টাকা। মাইক্রোবাসের টোল ২৫০ টাক...
16/07/2023

কর্ণফুলী টানেলের টোলঃ
প্রাইভেটকার পারাপারে ২০০ টাকা। প্রতিবার পিকআপ পারাপারে টোল লাগবে ২০০ টাকা। মাইক্রোবাসের টোল ২৫০ টাকা। ৩১ আসনের কম বাসের টোল ৩০০ টাকা। ৩২ আসনের বেশি বাসের টোল ৪০০ টাকা। তিন এক্সেল বিশিষ্ট বড় বাসের টোল নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।
পাঁচ টন পর্যন্ত পণ্য বহনে সক্ষম ট্রাকের টোল নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। আট টনের ট্রাক পারাপারে ৫০০ টাকা এবং ১১ টনের ট্রাকে ৬০০ টাকা টোল দিতে হবে। তিন এক্সেলের ট্রেইলারে টোল লাগবে ৮০০ টাকা। চার এক্সেলের ট্রেইলারে দিতে হবে এক হাজার টাকা। পরবর্তী প্রতি এক্সেলের জন্য বাড়তি ২০০ টাকা দিতে হবে।

04/07/2023

My captain is bigger than your Martinez ! ❤️🇧🇩
Stand with

Address

Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Insidesbd - All About Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Dhaka media companies

Show All