10/01/2024
#মন্ত্রিসভায়_নতুন_যাঁরা_ঠাঁই_পেলেন
আগামীকাল বৃহস্পতিবার শপথ নিচ্ছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। ইতোমধ্যে শপথ নিতে যাদের ডাকা হয়েছে তাঁদের নাম ঘোষণা করা হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ সচিব গণমাধ্যমে তাঁদের নাম ঘোষণা করেন। ডাক পাওয়া ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ১১ জনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানান সচিব।
এর মধ্যে মোট ১৯ জন নতুন মুখ রয়েছে। তাঁদের মধ্যে অনেকে প্রথমবার মন্ত্রিসভায় দায়িত্ব পেতে যাচ্ছে, আবার কয়েকজন বিভিন্ন সময় মন্ত্রিসভায় ছিলেন। # #
নির্বাচনের তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী ছিলেন। সে হিসাবে এবারের মন্ত্রিসভার আকার কিছুটা ছোট হচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার শপথ নিচ্ছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। ইতোমধ্যে শপথ নিতে যাদের ডাকা হয়েছে তাঁদের নাম ঘোষণা করা হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ সচিব গণমাধ্যমে তাঁদের নাম ঘোষণা করেন। ডাক পাওয়া ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ১১ জনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানান সচিব।
এর মধ্যে মোট ১৯ জন নতুন মুখ রয়েছে। তাঁদের মধ্যে অনেকে প্রথমবার মন্ত্রিসভায় দায়িত্ব পেতে যাচ্ছে, আবার কয়েকজন বিভিন্ন সময় মন্ত্রিসভায় ছিলেন।
নির্বাচনের তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী ছিলেন। সে হিসাবে এবারের মন্ত্রিসভার আকার কিছুটা ছোট হচ্ছে।
আগামীকাল সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। এর অংশ হিসেবে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রাথমিকভাবে ৪০টি গাড়ি হস্তান্তরের জন্য প্রস্তুত করেছে সরকারি যানবাহন অধিদপ্তর। পাশাপাশি অতিরিক্ত আরও পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, যাতে চাওয়ামাত্রই দেওয়া যায়।
#নতুন_১২_মন্ত্রী :
#আব্দুস_সালাম_( #ময়মনসিংহ_৯)
#মুহাম্মদ_ফারুক_খান ( #গোপালগঞ্জ_১)
#আবুল_হাসান_মাহমুদ_আলী ( #দিনাজপুর_৪)
#মো_আব্দুস_শহীদ ( #মৌলভীবাজার_৪)
#মো_আব্দুর_রহমান ( #ফরিদপুর_১)
#নারায়ণ_চন্দ্র_চন্দ ( #খুলনা_৫)
#সাবের_হোসেন_চৌধুরী ( #ঢাকা_৯)
#জাহাঙ্গীর_কবির_নানক ( #ঢাকা_১৩)
#নাজমুল_হাসান ( #কিশোরগঞ্জ_৬)
#উবায়দুল_মোকতাদির_চৌধুরী ( #ব্রাহ্মণবাড়িয়া_৩)
#মো_জিল্লুল_হাকিম ( #রাজবাড়ী_২)
#ডা_সামন্ত_লাল_সেন
এর মধ্যে মুহাম্মদ ফারুক খান নবম জাতীয় সংসদের মন্ত্রিসভায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী।
তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছিলেন।দশম সংসদে আবুল হাসান মাহমুদ আলী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া সাবের হোসেন চৌধুরী নৌপরিবহন উপমন্ত্রী হিসেবে ৩১ ডিসেম্বর ১৯৯৭ থেকে ২৪ ডিসেম্বর ১৯৯৮ পর্যন্ত দায়িত্ব পালন করেন। আর ২৪ ডিসেম্বর ১৯৯৮ থেকে ১৫ জুলাই ২০০১ পর্যন্ত তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
জাহাঙ্গীর কবির নানক সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ছিলেন।
নতুন ৭ প্রতিমন্ত্রী :
#আহসানুল ইসলাম টিটু ( #টাঙ্গাইল_৬)
#বেগম সিমিন হোসেন (রিমি) ( #গাজীপুর_৪)
#মোহাম্মদ আলী আরাফাত ( #ঢাকা_১৭)
#মো. মহিবুর রহমান ( #পটুয়াখালী–৪)
#কুজেন্দ্র লাল ত্রিপুরা ( #খাগড়াছড়ি)
#বেগম_রুমানা আলী ( #গাজীপুর–৩)
#শফিকুর রহমান চৌধুরী ( #সিলেট–২)