21/03/2022
ফ্রি-ল্যান্সিং
বর্তমান বিশ্ব বাজারে ফ্রি-ল্যান্সিংয়ে বাংলাদেশ ২য় অবস্থানে আছে,
গত ১বছরে বাংলাদেশের ফ্রি-ল্যান্সার রা আয় করেছে ৩০০মিলিয়ন ডলার,
--
ফ্রি-ল্যান্সিং,
শব্দটা ইদানীং সবার মুখে মুখে,
আসলে বিষয়টা কি,
কখনো কি আপনার মাথায় প্রশ্ন উকি দিয়েছে,?
তাহলে আমার পোষ্টটি আপনার জন্য,
--
ফ্রি-ল্যান্সিং - মুক্ত পেশা
কারো অধিনে না থেকে নিজের ইচ্ছে মতো কাজ করে টাকা ইনকাম করা,
আপনি চাইলে যে কোনো একটি বিষয়ের উপরে কাজ করেও আন-লিমিটেড ইনকাম করতে পারেন,
-
আপনি পড়াশোনার পাশাপাশি - চাকুরির পাশাপাশি কাজ করতে পারবেন,
পড়াশোনা শেষ করে আপনি কেনো গার্মেন্টস এ চাকুরী করবেন,?!
আপনি কেনো রাজ মিস্ত্রি কাজ করবেন,?!
(আমি কোনো কাজকে ছোটো করার উদ্দেশ্যে বলছিনা) আপনি চাইলে ঘরে বসেই করতে পারেন আপনার পছন্দের যে কোনো কাজ,
,
আচ্ছা একটু সহজে বুঝার চেষ্টা করেন,
আপনি যদি এখন বিদেশে যেতে চান,
আপনার ফ্যামিলি কষ্ট করে হলেও ৩/৪/৫লক্ষ টাকা আপনাকে ম্যানেজ করে দিবে,
তাও কোনো নিশ্চয়তা নেই,
কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে,
কিন্তু,,,,,
ফ্রি-ল্যান্সিংএ একটা কোর্স করতে গেলে আপনাকে ৮/১০ হাজার টাকা কেনো দিবেনা,
আপনি আপনার ফ্যামিলিকে বুঝাইতে হবে আমি পারবো,
,
আপনার স্বপ্ন পূরণের জন্য টাকা কোনো মুখ্য বিষয় না,
আপনার প্রবল ইচ্ছা শক্তি - আপনার নিজের উপর আত্মবিশ্বাস - ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে পারলেই আপনি হতে পারবেন সফল মানুষ,
,
ফ্রি-ল্যান্সিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইনবক্সে,
অথবা কল করুন হোয়াটসঅ্যাপ 01712920721