Something About 1%

Something About 1% Something About 1% Music for Peace.
(95)

26/11/2024

প্রশাসনের উচিৎ দ্রুত তদন্ত করে আইনজীবী হ’ত্যাকারীকে প্রকাশ্যে আনা।

অন্যথা এই সোনার বাংলাদেশের সম্প্রীতি, নিমিষেই বিনষ্ট হবে!

12/11/2024

চট্টগ্রাম দুই নাম্বার গেট কর্ণফুলী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড।

12/11/2024

সব লাশের দাম এক না,কালকে ড্যাফোডিলে যে নারীর লাশে্র কথা শুনেছেন সেটা আসলে ছিলো এক গার্মেন্টস কর্মীর লাশ. তাই আজকে সোশ্যাল মিডিয়া একদম চুপ।লাশটি গার্মেন্টস কর্মীর না হয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির কোনো ছাত্রীর হলে আজকে দেখতেন আলোচনা সমালোচনার মূলে রয়েছে এই নিউজ।
লাশের ক্লাস থাকে ,রাজনৈতিক দাম থাকে।

06/11/2024

যখন আপনি নিরপেক্ষ অভিযান চালাবেন সি.সি ক্যামেরা আপনাকে ইফেক্ট করবে না, যখন সাংবাদিক কিংবা সি.সি ক্যামেরা ভেঙ্গে সবার অন্তরালে কোন কিছু ঘটাবেন সেটাকে আগ্রাসন বলে।

Savoy Ice Cream নামের এই প্রতিষ্ঠানটিতে বিভিন্ন পদে ভাইবা দিতে আসা যারা সিলেক্ট হয়নি তাদের ভাইবা শেষে এই খামটি হাতে ধরিয়...
05/11/2024

Savoy Ice Cream নামের এই প্রতিষ্ঠানটিতে বিভিন্ন পদে ভাইবা দিতে আসা যারা সিলেক্ট হয়নি তাদের ভাইবা শেষে এই খামটি হাতে ধরিয়ে দিয়েছে। এই নিউজটা আমাকে সত্যিই স্বস্তি দিয়েছে।

একজন বেকার যুবক পরীক্ষা দিতে আসা যাওয়ার টাকা ম্যানেজ করতে হিমশিম খায়। অনেকে খুব কষ্টে পরীক্ষা দিতে এসে চাকরী না পেলে অনেক কষ্ট পায়।

Savoy Ice Cream এই কোম্পানিটির HR Practice সত্যিই আমাকে মুগ্ধ করলো। দেশের প্রত্যেকটা কোম্পানি কিছুটা হলেও বেকারদের সাহায্য করা উচিত।

You deserve respect Savoy Ice Cream.



© Shakil Ahmed

30/10/2024

সবকিছু ফেলে রেখে দূরে চলে যাবো, অনুরিমা! আমাকে ফেরাতে এসো না।
অভিমানে ঘর ছেড়ে উড়ে যাওয়া পাখি, আর কখনোই ঘরে ফিরে না!

আসাদুজ্জামান জীবন
26/10/2024

আসাদুজ্জামান জীবন

19/10/2024

রিজার্ভে হাত না দিয়েই ২ মাসে ঋণ পরিশোধ দেড় বিলিয়ন ডলার।

17/10/2024

কারে রেখে কারে যে ক্ষমা করবো, বুঝতেছিনা।
ক্ষমা করা থেকে যদি ভুলক্রমে কোন প্রাক্তন বাদ পড়ে যাও; আমাকে ক্ষমা করে দিও।

~ আসাদুজ্জামান জীবন

Winter is coming...🌻
14/10/2024

Winter is coming...🌻

12/10/2024

আগাম খবর

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য প্রায় লক্ষাধিক

08/10/2024

মহানবী (সা.) বলেছেন, "যদি কোনো মুসলমান বিভিন্ন ধর্মের মানুষের অধিকার লঙ্ঘন করে বা তাদের ওপর জুলুম করে, আমি, মুহাম্মদ, সেই মুসলমানের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর দরবারে লড়াই করব।" (সুনানে আবু দাউদ : ৩০৫২)

08/10/2024

এ বছর টানা ৪ দিন দুর্গাপূজার ছুটি কাটাতে পারবেন হিন্দু সম্প্রদায়ের মানুষ।

07/10/2024

মহানবি জোর দিয়ে বললেন:

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। নিজের ধর্ম পালন করবে। যারা অন্য ধর্ম পালন করে, তাদের ওপর তোমরা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা কোরো না।

⛔সন্ধান বিজ্ঞপ্তি⛔রিকশা থেকে একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। রিক্সা চালকের বক্তব্য অনুযায়ী জিগাতলা  ট্যানারি মোড়ের চরক...
07/10/2024

⛔সন্ধান বিজ্ঞপ্তি⛔
রিকশা থেকে একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। রিক্সা চালকের বক্তব্য অনুযায়ী জিগাতলা ট্যানারি মোড়ের চরক ঘাটা গলির যে রাস্তাটা বন্ধুমহল হয়ে তুলা গাছ তলায় যায় উঠেছে সেখানে উনি শেষ রিক্সার যাত্রী নামিয়েছেন সম্ভবত যাত্রী মনের ভুলে রিক্সায় ফোনটি রেখে চলে গেছেন।

অনুগ্রহপূর্বক আপনাদের পরিচিত কেউ যদি এই ফোনটা হারিয়ে থাকেন তাহলে অবশ্যই এই নাম্বারে 01684252890 যোগাযোগ করবেন এবং উপযুক্ত প্রমাণ দিয়ে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মোবাইল ফোনটি নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে।

সবাই এই পোস্টটি শেয়ার করুন বিশেষ করে ট্যানারি মোড়, তুলা গাছতলা, চরগ ঘাটার এলাকাবাসী ।

বিশেষ দ্রষ্টব্য:এই ফোনে এমন এক বিশেষ জিনিস বিদ্যমান যা শুধুমাত্র তার আসল মালিক জানবে।
তাই অযথা কেউ বিরক্ত করবেন না।

05/10/2024

প্রতিটি কাছের মানুষই চলে যাওয়ার সময় কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়।

শিক্ষক দিবসে সেসব কাছের মানুষদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। ❤

~ আসাদুজ্জামান জীবন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Something About 1% posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Media/News Companies in Dhaka

Show All