দেশবাংলা নিউজ টিভি.কম
- Home
- Bangladesh
- Dhaka
- দেশবাংলা নিউজ টিভি.কম
Bangladesh
Address
Sirajdikhan
Dhaka
1543
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when দেশবাংলা নিউজ টিভি.কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to দেশবাংলা নিউজ টিভি.কম:
Shortcuts
Category
আগামীর পথে উন্নয়নের সাথে
📷
এক ঝাঁক স্বপ্নচারী ও সৃজনশীল মানুষকে সাথে নিয়ে, " আগামীর পথে উন্নয়নের সাথে" এই স্লোগানে ২০১৮ থেকে নব উদ্যমে যাত্রা শুরু করে online news portal & tv channel, deshbanglanewstv.com । শুধুমাত্র আনুষ্ঠানিকতা দেখানোর জন্য নয়, অন্তরের অন্ত:স্থল থেকে যারা দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করেন, তাদেরকে নিয়ে দেশবাংলা নিউজ টিভি. কম এর পথ চলা। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্য নিয়ে বাংলার আপাময় জনসাধারণ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। ৩০ লাখ প্রাণ, বহু ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। দেশের দিগন্তে উদিত হয়েছে স্বাধীনতার রক্তিম সূর্য। তবে দেশ গড়ার সংগ্রাম চলছে এখনো। আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ গড়ে তুলতে প্রয়োজন সমাজের চিন্তা, তথ্য, মত ও আলোচনা-সমালোচনার অবাধ প্রবাহ। প্রয়োজন নীতিভিত্তিক, জবাবদিহিমূলক ও সর্বোচ্চ মানের পেশাদারি সাংবাদিকতা। দেশের সেই সংগ্রামের সাথী হতে দেশবাংলা নিউজ টিভির অঙ্গীকারবদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ধারণ করে দেশবাংলা নিউজ টিভি.কম একঝাঁক তরুণ ও অভিজ্ঞ সাংবাদিক মন্ডলীয় নিয়ে দেশে ও দেশের বাইরে কোটি দর্শকের কাছে বস্তুনিষ্ঠসংবাদ প্রচার করছে। আদর্শ, নীতি, সর্বোচ্চ পেশাদারিত্বকে প্রাধান্য দিয়ে আমরা প্রচার করি সংবাদ। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ দেশবাংলা নিউজ টিভি.কম’র অন্যতম বৈশিষ্ট্য। আমরা পক্ষপাতহীন সংবাদে বিশ্বাসী। বিশ্বের যেখানে যখনই কোনো ঘটনা ঘটছে, তখনই সেটি তুলে আনছে। টেলিভিশন যেমন তাৎক্ষণিক দেশবাংলা নিউজ টিভি.কমও তেমন। অনলাইনের খবর পৌঁছে যাচ্ছে পাঠকের কাছে কম্পিউটার, ল্যাপটপ, কিংবা স্মার্টফোনে। দেশবাংলা নিউজ টিভি.কমে ভিডিও, ছবি দেখা যাবে। সাথে সাথে ফেসবুক, টুইটার, জি-প্লাসসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমেও পাওয়া যাবে দেশবাংলা নিউজ টিভি.কম’র সর্বশেষ সংবাদ। পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে দেশবাংলা নিউজ টিভি.কম’র ওয়েবসাইট টি । এতে খবর, ছবি এবং অডিও-ভিডিও, অর্থাৎ মাল্টিমিডিয়ার সংযুক্তি এক কথায় অনন্য। যা কিছু আনন্দ দেয়, উৎসাহ জাগায়, বেদনাহত বা বিস্মিত করে, প্রশ্ন ওঠায়, স্বস্তি দেয় তার সবকিছুই আমরা সবার সামনে তুলে ধরতে কাজ করে চলেছি অবিরাম। তরুণ প্রজন্ম, আগামীর পৃথিবীর জন্য আমরা একটি বস্তুনিষ্ঠ, উন্নয়নকামী গণমাধ্যম গড়ে তুলছি। নীতির প্রশ্নে আমরা সব সময়ই আপসহীন ছিলাম, আছি, থাকব। সবার আগে সত্যনিষ্ঠ তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ দেওয়াই আমাদের লক্ষ্য। সময়, ইতিহাসকে সাক্ষী করে আমরা এগিয়ে যেতে চাই। দেশবাংলা নিউজ টিভি.কম দেশ ও জনগণের নিউজ । আপনাদের সহযোগিতা, মতামত নিয়ে আমরা এগিয়ে যেতে চাই বহুদূর। আপনার সুচিন্তিত মতামত আমাদের সমৃদ্ধ করবে সব সময়।