নাচতে নাচতে মঞ্চেই মৃত্যু!
নাচরত অবস্থায় স্টেজে আছড়ে পড়লেন নৃত্যশিল্পী। ভেবেছিলো সবাই এটা নাচের অংশ। হাততালি দিলো মুগ্ধ দর্শক। কিন্তু কিছুক্ষণ পর বোঝা গেল, স্টেজে এভাবে আছড়ে পড়া মোটেই স্বাভাবিক ছিল না। আসলে হৃদরোগে হয়ে এভাবে আছড়ে পরেছিলো। অল্পক্ষণ পরেই মৃত্যু হয় নৃত্য শিল্পীর। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের জম্মুতে। গত বুধবার ৭ সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ওই নৃত্যশিল্পীর নাম যোগেশ গুপ্ত। পুরুষ হলেও পৌরাণিক নারী-পুরুষ উভয় চরিত্রে অভিনয় শিল্পী হিসেবে পরিচিত ছিলেন তিনি। গণেশ উৎসব উপলক্ষে এদিন জম্মুর বিসনাহ এলাকায় একটি অনুষ্ঠান ছিল। সেখানে পার্বতী সেজেছিলেন যোগেশ।
ভিডিওতে দেখা যায়, নাচতে নাচতে মঞ্চে আছড়ে পড়েন তিনি। দর্শকসহ সহশিল্পীরাও মনে করেছিলেন নাচ ও অভিনয়ের অংশ হিসেবেই মঞ্চে আছড়
সেতুতে টোল চাওয়ায় কুষ্টিয়ায় ছাত্রলীগের তুলকালাম কান্ড
দুষ্টু মানুষ ও কালো জাদু থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন
*কবির বাহিনী* র মূলহোতা ও শীর্ষ সন্ত্রাসী কবির হোসেন/ জলদস্যু কবির/ দস্যু কবির/ গাংচীল কবির ও তার সহযোগীরা অস্ত্র দিয়ে রাজধানীর মোহাম্মদপুরে কিভাবে ছিনতাই করে দেখুন। বিশেষ করে সিএনজিটিকে লক্ষ করুন। হয়তো এর চালকের কানেকশন রয়েছে ছিনতাইকারীদের সাথে। সে যেন ইচ্ছে করেই ঘটনাস্থলে এসে থামলো। দূর থেকে দেখেও সে পাশ কাটিয়ে চলে যেতে পারতো। তা না করে আরো সাইডে চাপিয়ে সুবিধাজনক স্থানে থামিয়ে ওই যাত্রীদেরও ছিনতাইয়ের কবলে ফেললো। এমনটি হতেই পারে। এছাড়া অনেক সিএনজি চালকেরই এমন ছিতাইকারীদের সাথে যোগাযোগ রয়েছে। তাই সিএনজিতে চলাচলে সাবধান। এমনকি এটি ঝুঁকিপূর্ণও। কেননা এর চারপাশ লোহার খাঁচায় আটকানো থাকে যা কেবল চালকই খুলতে পারে। দূর্ঘটনা ঘটলে যাত্রী দড়জা খুলে বের হতে পারবে না।
কানাডায় ঢুকতে না পেরে ঢাকার পথে মুরাদ
কানাডায় ঢুকতে না পেরে ঢাকার পথে মুরাদ
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজবাড়ী পওর বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী মোঃ রনি। নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদের কথা শুনেননি তাই ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে গলা চেপে ধরে দিয়ে যা করলেন নির্বাহী প্রকৌশলী!
বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাত্রীসহ একটি রিকশাতে পিছন থেকে ধাক্কা
রাজধানীর বেইলী রোডে পাবলিক প্লেসে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাত্রীসহ একটি রিকশাতে পিছন থেকে ধাক্কা দেয় উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী তাসকিন।
এতে মারাত্মকভাবে আহত ছোট একটি শিশু সহ তিন জন।
মানিকগঞ্জে গাড়িসহ ডুবে গেলো ফেরী
মানিকগঞ্জে গাড়িসহ ডুবে গেলো ফেরী
(শিবালয় পাটুরিয়া ৫নং ফেরীঘাট)
এতিম শিশুদের সাথে কেক কেটে জন্মদিন পালন করলেন পরীমণি
#পরিমনি #porimoni
মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল